হ্যালো বন্ধুরা আজ আমরা 28/ 4 /2021 এর গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমাদের একটা ভালো লাগবে।
- রামানা নিসহা সাইগাল- সম্প্রতি নেলসন ম্যান্ডেলা বিশ্ব মানবিক পুরস্কার 2021 পেয়েছেন।
- সম্প্রতি প্রয়াত হলেন বিজ্ঞানী কৃষ্ণমূর্তি সামহানাম। 1998 সালের পোখরানে পরমাণু পরীক্ষা চলাকালীন DRDO এর ফিল্ড ডিরেক্টর ছিলেন। তিনি পদমা ভুষণ পুরস্কার পেয়েছেন।
- রাফায়েল নাদাল 2021 সালের বার্সেলোনা ওপেন শিরোপা জয়ী হলেন। তিনি 12 তম বার্সেলোনা ওপেন খেতাব জিতেছেন। তিনি স্পেনের টেনিস তারকা।
- সম্প্রতি রাজেশ বিন্দোল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন।
- গুজরাট সম্প্রতি 2021 2022 অর্থ বর্ষের মধ্যে 10 লক্ষ ট্যাপ কলের সংযোগ প্রদান করবে। এটি করা হবে জল জীবন উদ্যোগের মাধ্যমে।
- সম্প্রতি 93 তম একাডেমি পুরস্কার প্রদান করা হল। এটি অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলেসে।
- সম্প্রতি 93 তম একাডেমি পুরস্কারে সেরা ছবিটি হলো নোম্যাডল্যান্ড। এবং সেরা পরিচালক হলেন ক্লোই ঝাও।
- The Living Moutain শীর্ষক বইটি লিখেছেন আমিতাভ ঘোষ।
- সম্প্রতি প্রকাশিত গ্লোবাল এনার্জি ট্রানজিশন ভারতের স্থান। এটি 115 টি দেশের মধ্যে যার মধ্যে সুইডেন প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় নরওয়ে এবং তৃতীয় ডেনমার্ক।
- প্রতিবছর এপ্রিল 26 ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি ডে পালিত হয়। এবছরের থিম ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস টেকিং ইউ আইডিয়াস টু মার্কেট। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনিভা।