Ads Area

Best Gk Questions For WBP part-3

  1.  হিমালয়ের কোন শৃঙ্গটি দ্য গ্রেট ব্ল্যাক নামে পরিচিত- মাকালু।
  2. জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান।
  3. ভারতের কোন জেলাটি আয়তনে সবথেকে ছোট- মাহে হলো ভারতের সবথেকে ছোট জেলা।
  4. কিউই কোন দেশের জাতীয় প্রতীক- নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হলো কিউই।
  5. সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য কোন কমিটি তৈরি হয়েছিল- সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য কে এস ভালদিয়া কমিটি তৈরি হয়েছিল।
  6. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাটি বৃহত্তম- আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা।
  7. বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব- বিশু হলো কেরলের একটি জনপ্রিয় উৎসব।
  8. ওয়েটিং ফর দি মহাত্মা বইটির লেখক কে- আর কে নারায়ন।
  9. সিন্ধু সভ্যতার অন্যতম স্থান বনওয়ালি বর্তমানে কোথায় অবস্থিত- হরিয়ানা।
  10. শিমুক কে ছিলেন- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা।
  11. সেল(SAIL)  কত সালে স্থাপন করা হয়-1954 সালে ।
  12. পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলে- অর্নিথলজি।
  13. মাংস ও টমেটো কোন উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত- লাল বিপ্লব।
  14. কোন বিখ্যাত ব্যক্তি দ্যা গ্রেটেস্ট নামে পরিচিত- মোহাম্মদ আলী জিন্নাহ।
  15. বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
  16. কোন দ্রাঘিমা  রেখা ভারতের প্রমাণ সময় কে নির্দেশ করে- সারে 82 ডিগ্রি পূর্ব।
  17. প্রচন্ড বিস্ফোরণে কাচের জানলা ফেটে যায় এটি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়- শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি।
  18. ভারতের ইতিহাসে  1943 খ্রিস্টাব্দে কোন কারণের জন্য বিখ্যাত- আজাদ হিন্দ সেনাদলের বিচার।
  19. সাধারণ কথাবার্তা দেখে শব্দের মাত্রা কত থাকে- 40 ডেসিবেল।
  20. দ্বিতীয় পরশুরাম উপাধি কার- মহাপদ্ম নন্দ।
  21. নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
  22. ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে- সত্যজিৎ রায়।
  23. সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে- তৃতীয় অধ্যায়।
  24. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে- 1992 সালে।
  25. ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার- 25 বছর।
  26. ভারতের জলসেচ সবচেয়ে বেশি হয় কিসের মাধ্যমে- খালের মাধ্যমে।
  27. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন- অ্যানি বেসান্ত।
  28. জাতীয়তা বিদ্যুৎ সংস্থা NTPC কবে গঠিত হয়- 1975 সালে।
  29. এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি- টোকিও।
  30. গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল- শুদ্ধোদন।
  31. হাতিগুম্ফা লিপি কার সময়ে- কলিঙ্গরাজ খারবেল এর।
  32. একটি কাঠের ব্লক জলে ভাসছে জলের পরিবর্তে অ্যালকোহল এর ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে- সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসতে থাকবে।
  33. সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন- 1939 সালে।
  34. ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়- সমুদ্রের জলের গভীরতা।
  35. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে- ভিটামিন K ।
  36. টু সিস্টার্স ছবিটি কার আঁকা- পাবলো পিকাসো।
  37. কোন রোগ নির্ণয়ের জন্য এলিসা পরীক্ষা করা হয়- এইডস। 
  38. 2021 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে- ভারত।
  39. মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে- অক্সিজেন।
  40. 39 তম ন্যাশনাল গেমস 2022 আয়োজক কোন রাজ্য- অসম।
  41. খাদ্য লবণের রাসায়নিক নাম কি- সোডিয়াম ক্লোরাইড।
  42. বর্তমানে কত টাকা কাগজের নোট ভারত সরকারের অর্থ দপ্তরে প্রচার করে- এক টাকা।
  43. বিশ্ব ব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে- 1946 সাল থেকে।
  44. প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষণ করা হয়েছিল-1962 সালে।
  45. মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকবেন- প্রধানমন্ত্রীর কাছে।

Tags

Post a Comment

0 Comments

Ads Area