হ্যালো বন্ধুরা আজ আমরা 29/ 4/ 2021 এর Current Affairs নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটা ভালো লাগবে ধন্যবাদ।
সম্প্রতি প্রয়াত হলেন দাদুদান প্রতাপদান গদভী তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। যিনি কবিরাজ নামে খ্যাত। তিনি 2021 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
হরিয়ানা রাজ্য সম্প্রতি কোভিড ইমারজেন্সি লোন স্কিম চালু করলো।
'Whereabouts' নাম একটি উপন্যাস প্রকাশিত হল যার লেখক হলেন ঝুম্পা লাহিরি। এটি তার 'Ias Dove Mi Trovo' সেক্স অফ ইতালিয়ান উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন।
'Hisense' কোম্পানি হলেন 2022 সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল স্পনসর। 2022 সালের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে।
এন্টনি হপকিন্স সেরা অভিনয়ের জন্য 2021 সালের 93 তম একাডেমি পুরস্কার পেলেন। 'দ্য ফাদার' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা সম্মান পেলেন। অস্কারের ইতিহাসে সবথেকে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম রেকর্ড করলেন।
প্রতিবছর 28th April 'World Day for Safety and Health at Work' পালিত হয়। এটি পালন করে থাকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড এর জেনেভাতে অবস্থিত।
অন্ধ্রপ্রদেশ সম্প্রতি microsoft-এর সঙ্গে যুক্ত হয়ে যুবদের স্কিল প্রশিক্ষণ প্রদান করবে। বর্তমানে মাইক্রোসফটের সিইও হলেন সত্য নাদেলা।
রবীন্দ্র জাদেজা সম্প্রতি স্পোর্টস ওয়ার্ ব্যান্ড ই এস আই সি এস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন।
ওড়িশা সম্প্রতি 'School on Wheels' এর উদ্যোগ চালু করেছে। উড়িষ্যার সিএম নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল হলেন গণেশ ইলাল এবং উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর।
Paytm সম্প্রতি 'Wealth Community' সিস্টেম লঞ্চ করল। পেটিএম এর সিইও হলেন বিজয় শেখর শর্মা এবং এর হেডকোয়ার্টার নয়ডা তে অবস্থিত।
আশা করছি তোমাদের এই Current Affairs টা ভালো লেগেছে।আর কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করতে ভুল না। আমাদের সাথে জুড়ে থাকতে এই ওয়েবসাইট এ লগইন করুন www.quizvandar.blogspot.com ।