Ads Area

Current Affairs 30/04/2021 important information by Quiz Vandar

 Current Affairs by Quiz Vandar

current affairs 30/04/2021 in bangali by quiz vandar


হ্যালো বন্ধুরা আজ আমরা 30 4 2021 এর Current Affairs  নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের ওয়েবসাইট কে সাবস্ক্রাইব করতে বলো না আর আমরা এখানে সাপ্তাহিক জিকে মক টেস্ট করিয়ে থাকি।


Krithi Karanth সম্প্রতি প্রথম ভারতীয় ও প্রথম এশিয়ার মধ্যে প্রথম 'Wild Innovator Award 2021' পেলেন। তিনি বেঙ্গালুরু বেস সেন্টার ফর ওয়াইল্ডলাইফ স্টাডিজ এর চিফ কনসারভেশন সাইন্টিস্ট ছিলেন।

অস্ট্রেলিয়া, ভারত, জাপান সম্প্রতি 'সাপ্লাই চেইন রেসিলিয়েন্স' উদ্যোগ চালু করেছে।
টিভি সোমনাথান সম্প্রতি ফিনান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। তিনি 1987 ব্যাচের আইএএস অফিসার ছিলেন।

গুগোল সম্প্রতি করোনা মোকাবিলার জন্য ভারতকে 135 কোটি টাকা অর্থ প্রদান করেছে।

সম্প্রতি ছত্রিশগড়ের হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিমলা সিং কাপুর।

সম্প্রতি আরব সাগরে 'VARUNA-2021' মহড়া অনুষ্ঠিত হয়েছে। এটি ভারত ও ফ্রান্সের নেভি মিলে এই মোহরা আয়োজিত হয়েছে। এটি ছিল 19 তম এডিশন।

গুজরাটের জামনগরে রিলায়েন্স ফাউন্ডেশন 1000 সম্পন্ন কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলেছে।

প্রতিবছর 29 এপ্রিল ইন্টারন্যাশনাল ডান্স ডে পালন করা হয়। এবছরের থিম ছিল পারপাস অফ ডান্স।

সম্প্রতি অরুণ বাসতে NCDEX এর ম্যানেজিং ডিরেক্টর ও ও হিসেবে নিযুক্ত হলেন।

সম্প্রতি অমিত ব্যানার্জি BEML এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন।

আশা করছি তোমাদের এই Current Affairs টা  ভালো লেগেছে।আর কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করতে ভুল না। আমাদের সাথে জুড়ে থাকতে এই ওয়েবসাইট এ লগইন করুন www.quizvandar.blogspot.com ।

Post a Comment

0 Comments

Ads Area