- হরভজন সিং।
২. প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান?
- অমৃতা প্রীতম।
৩. প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন?
- আরতি সাহা।
৪. ভারতের প্রথম মহিলা গভর্নর কে?
- সরোজনী নাইডু।
৫. ফ্রান্সের রাজধানীর নাম কি?
- প্যারিস।
৬. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
-।
৭. মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
- পিসিকালচার।
৮. প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিট প্রকাশ পায়?
- মীরা বাঈ।
৯. প্রথম কোন ভারতীয় অলিম্পিক এর একক প্রতিযোগিতায় স্বর্ণপদক পান?
- অভিনব বিন্দ্রা।
১০. কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র আছে?
- ভেনেজুয়েলা।
১১. ভারতের সবচেয়ে পত্রিকার নাম কি?
- ক্যালকাটা রিভিউ।
১২. কে ভারতরত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন?
- সি ভি রমন।
১৩. গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
- অস্ট্রেলিয়ায়।
১৪. ভারতীয় নৌবাহিনী নিউক্লিয় শক্তি চালিত সাবমেরিন কোনটি?
- আই.এন.এস চক্র।
১৫. ব্রাজিলের রাজধানীর নাম কি?
- ব্রাজিলিয়া।
১৬. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?
- অরুনিমা সিনহা।
১৭. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবথেকে কম?
- লাক্ষাদ্বীপ।
১৮. মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
- নিউমিসমেট্রিক্স।
১৯. সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র কোনটি?
- সিঙ্গাপুর।
২০. রেশম কীট প্রতিপালনের বিদ্যা কে কি বলা হয়?
- সেরিকালচার।
২১. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
-সালটো এঞ্জেল।
২২. কেনিয়ার রাজধানীর নাম কি?
- নাইরোবি।
২৩. কানাডার রাজধানীর নাম কি?
- অটোয়া।
২৪. চীন দেশের রাজধানীর নাম কি?
- বেজিং।
২৫. কাকে এশিয়ার আলো বলা হয়?
- বাব এল মান্দেব(জেরুজালেম)
২৬. পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর নাম কি?
- বুর্জ খালিফা।
২৭. রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রথম মহিলা সভাপতি কে?
- বিজয় লক্ষী পন্ডিত।
২৮. পাকিস্তান এবং ভারত বিভাজন কারী রেখা গুলির নাম লেখ?
- রেডক্লিপ লাইন, 28 তম প্যারালাল, 24 তম প্যারালাল এবং এল ও সি।
২৯. আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি?
- চৈত্র।
৩০. বিজয় স্তম্ভ কোথায় রয়েছে?
- চিত্তরগের।