Ads Area

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানসার w.b.p. স্পেশাল

  1.   ১৮৫৭ সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড ক্যানিং।
  2.  কোন গভর্নর এর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়- লর্ড ওয়েলেসলি।
  3. কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি- ১৯৪০।
  4. হর্ষবর্ধনের শাসন কালে কে ভারতে আসেন- হিউ এন সাং।
  5. ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ কোনটি- মৌর্য বংশ।
  6. টোডরমল কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত- ভূমি সংস্করণ।
  7. চৌরিচৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত- অসহযোগ আন্দোলন।
  8. আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন- ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দ।
  9. আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন- অরবিন্দ ঘোষ।
  10. পান্ডু বংশের রাজধানী কোথায় ছিল- মাদুরাই।
  11. কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়- ১৭৮৪ খ্রিস্টাব্দে।
  12. ইঙ্গ মারাঠা যুদ্ধের মারাঠাদের পরাজিত হওয়ার কারণ ছিল- যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল সৈন্যবাহিনী, ব্রিটিশদের প্রকৃত ক্ষমতা নির্ণয়ের ব্যর্থতা।
  13. কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল, আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে- চার্টার অ্যাক্ট ১৮৩৩।
  14. আকবর এর শাসনকালে ফরাসি ভাষায় অনুমোদিত মহাভারত হল- রজমনামা।
  15. পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে- আফগান।
  16. গান্ধীজী কোথা থেকে কোথায় পর্যন্ত ডান্ডি অভিযান- সবরমতী আশ্রম।

Post a Comment

0 Comments

Ads Area