Ads Area

বিশ্বের বিখ্যাত কিছু ভবন ও স্থাপত্য world famous

হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে বিশ্বের বিখ্যাত কিছু ভবন এবং স্থাপত্য এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এটি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের এই তথ্যগুলো ভালো লাগবে ধন্যবাদ।



1.মারদেকা প্যালেস- ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত রাষ্ট্রপতি সরকারি বাসভবন।

2.আলহামব্রা- স্পেনের গ্রানাডায় অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ-দুর্গ ।

3.স্কটল্যান্ড ইয়ার্ড- লন্ডনে মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদর দপ্তর।

4.স্ট্যাচু অফ লিবার্টি- আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত একটি বিশাল মূর্তি।

5.রেসকোর্স- ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

6.আইফেল টাওয়ার- ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত একটি উঁচু মিনার।

 7.ওয়েম্বলি- ইংল্যান্ডের লন্ডন শহর একটি বিখ্যাত ফুটবল স্টেডিয়াম।

8.অপেরা হাউস- অস্ট্রেলিয়ার সিডনিতে শহরে অবস্থিত একটি আধুনিক প্রেক্ষাগৃহ।

9.পেন্টাগন- আমেরিকার ওয়াশিংটন শহরে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখ্য কার্যালয়।

10.বুর্জ খালিফা- UAE এর দুবাই শহরে অবস্থিত পৃথিবীর উচ্চতম মনুষ্য নির্মিত ইমারত।

11.নারায়ন হিটি প্যালেস- নেপালের কাঠমান্ডু তে অবস্থিত প্রবর্তন রাজবাড়ী এবং বর্তমানে মিউজিয়াম।

12.পেট্রোনাস টাওয়ার- মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত গগনচুম্বী যুগ্ম ইমারত।

13.নাইসোয়ান স্টাইন কাসল- জার্মানিতে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ।

14. অ্যাক্রপলিস- গ্রিসের এথেন্স শহরে অবস্থিত একটি প্রাচীন দুর্গ।

15. হেগিয়া সোফিয়া- তুর্কির ইস্তানবুলে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ এবং বর্তমানে মিউজিয়াম।

16. হোয়াইট হাউস- মার্কিন রাষ্ট্রপতি সরকারের সরকারি বাসভবন।

17. লিনিং টাওয়ার- ইতালির পিসাতে অবস্থিত 183 ফুট উঁচু হেলানো মিনার।

18. 10 নম্বর ডাউনিং স্ট্রিট- ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

19. দ্য লুভর - ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্ব বিখ্যাত মিউজিয়াম।

20. ক্রেমলিন- মস্কোয় জার এর প্রাসাদ, বর্তমানে রুশ সরকারের প্রধান কার্যালয়।

21. অঙ্করভাট- কম্বোডিয়ায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম মন্দির।

22. বাকিংহাম প্যালেস- বৃটেনের রাজপরিবারের বাসভবন।

23. ব্রান্ডেনবার্গ গেট- জার্মানির বার্লিন শহর অবস্থিত অষ্টাদশ শতকের ঐতিহাসিক স্থাপত্য।

24. ভ্যাটিকান- ইতালির রোম শহরে অবস্থিত খ্রিস্টান ধর্মগুরু পপের বাসস্থান।

26. এম্পিয়ার স্টেট বিল্ডিং- আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত 102 তলার গগনচুম্বী ইমারত।

27. বঙ্গভবন- বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রপতি সরকারি বাসভবন।

28. গণভবন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

29. বিগ বেন- ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের চূড়ায় অবস্থিত বিরাট ঘড়ি।

30. এলিসি প্যালেস- ফ্রান্সের রাষ্ট্রপতি সরকারি বাসভবন।

31. লিক পর্যবেক্ষণাগার- ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাগার।

32. ব্লু হাউজ- দক্ষিণ কোরিয়া সিরিয়াল শহরে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন।

Tags

Post a Comment

0 Comments

Ads Area