কারেন্ট অ্যাফেয়ার্স 07/05/2021|| সাম্প্রতি ঘটনা
সাম্প্রতিক ঘটনা:-
নমস্কার বন্ধুরা আজকে আমরা 07/05/2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স( সম্প্রতি ঘটনা) তোমাদের সাথে শেয়ার করছি। যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে।
1) সম্প্রতি উড়িষ্যা রাজ্যে সরকার গোপবন্ধ স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছে।
মনে রাখার বিষয়:- কৃষক সুশীল আগারওয়াল সোলার চালিত চার চাকার গাড়ি তৈরি করেছে। ওড়িশা সম্প্রতি মস্কো অভিযান চালু করেছে। গত এক বছরেই চিল্কা হ্রদ এর ডলফিন সংখ্যা দ্বিগুণ হয়েছে। 1 এপ্রিল উড়িষ্যা উৎকল দিবস পালন করল।
2) 5th May দিনটি প্রতিবছর 'International Day of Midwives' হিসেবে পালন করা হয়
3) সম্প্রতি প্রয়াত হলেন ভি. কল্যানাম তিনি মহাত্মা গান্ধীর মহাসচিব ছিলেন। 1943 থেকে 1948 পর্যন্ত মহাত্মা গান্ধীর মহাসচিব পদে নিযুক্ত ছিলেন।
4) পৃথিবীর বৃহত্তম 'পায়েহাটা ঝুলন্ত ব্রিজ' পর্তুগালে নির্মিত হলো। এটি পাইভা নামক নদীতে 175 মিটার উচ্চতায় 500 মিটারের বেশি দৈর্ঘ্য সেতু নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে মোট খরচ হয়েছে 2.8 বিলিয়ান ইউরো।
মনে রাখার বিষয়:- পর্তুগালের প্রেসিডেন্ট হলেন মার্সেলো রেবেলো ডিসুজা এবং মুদ্রার নাম ইউরো।
5) সম্প্রতি তামিলনাড়ু সরকার " মাটির খেলনা" কে GI ট্যাগ দেওয়ার ঘোষণা করল।
মনে রাখার বিষয়:- তামিলনাড়ুর জেলা বাসীদের যোগাসন চালু করল। 14 ই এপ্রিল পুঁখন্ডু বা তামিল নববর্ষ উৎসব পালিত হল। সম্প্রতি তামিলনাড়ুতে নেভেলি তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
6) Indian Institute of Rice Research এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন আরএম সুন্দর। এটি Indian Council of Aricultural Research এর একটি অংশ। Indian council of Agriculturl Research এর সদরদপ্তর নিউ দিল্লিতে অবস্থিত।
7) ICC শ্রীলংকার প্লেয়ার লোয়ান জয়সাকে 6 বছরের জন্য বাতিল করল। ICC প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। এর সদরদপ্তর দুবাই অবস্থিত। ICC এর প্রেসিডেন্ট- Greg Barclay। CEO হলেন মানু সাহানি।
8) সম্প্রতি ত্রিপুরারি শরন বিহারের মুখোশচিত্র নিযুক্ত হলেন।
মনে রাখার বিষয়: প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ পরিষেবা চালু করল। প্রত্যেক জেলায় কোভিড পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করবে। 22 শে মার্চ 109 তম স্থাপনা দিবস পালন করল বিহার। দেশের প্রথম রাজ্য হিসেবে দুটি এনার্জি এফিশিয়েন্ট টাউন থাকার কৃতিত্ব অর্জন করল। WHO এর ডাক্তার ও জনসংখ্যার অনুপাত সম্পন্ন করেছে।
9) সম্প্রতি প্রয়াত হলেন মানুষ বিহারী বর্মা তিনি একজন অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
মনে রাখার বিষয়:- লাইট কমব্যাট এয়রক্রাফট তেজস তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি DRDO এর বৈজ্ঞানিক হিসেবে 35 বছর কাজ করার পর 2018 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
10) সম্প্রতি মধ্যপ্রদেশ করোনায় আক্রান্তদের জন্য বিনামূল্যে আহার যোজনা চালু করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল হলেন আনদিবেন প্যাটেল।