Ads Area

কারেন্ট অ্যাফেয়ার্স 1/5 /2021|| সম্প্রতি ঘটনা

 কারেন্ট অ্যাফেয়ার্স 1/5/2021

হ্যালো বন্ধুরা আজ আমরা 1/5/2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো । এর মধ্যে কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পাবে । যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের এই পর্ব টা খুব ভালো লাগবে।


কারেন্ট অ্যাফেয়ার্স:-

1) সম্প্রতি গর্ভবতী মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে এন সি ডাবলু( ন্যাশনাল কমিশন ফর ওমেন)। গর্ভবতী মহিলাদের মেডিকেল সুবিধা প্রদানের জন্য এই পরিষেবাটি লঞ্চ করা হয়েছে। এই পরিষেবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 8354 95 42 24 এটি 24 ঘণ্টা খোলা থাকবে।

2) সম্প্রতি আইসিআইসিআই ব্যাঙ্ক মার্চেন্ট স্টক নামক ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ করল। এই ব্যাংকটির সি ই ও হলেন সন্দীপ বক্সী এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত।

3) ইউনাইটেড কিংডম সম্প্রতি মাইক্রোসফট এর সহযোগিতায় বিশ্বের সবথেকে শক্তিশালী আবহাওয়া জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস জানার জন্য সুপার কম্পিউটার তৈরি করতে চলেছে।

4) অমিতাভ চৌধুরী তিন বছরের জন্য অ্যাক্সিস ব্যাংকের এমডি ও সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন। এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত।

5) ডিআরডিও সম্প্রতি গোয়াই পাইথন -5  ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের লাইটওয়েট যুদ্ধবিমান তেজাস জেনারেশন এর এয়ার টু এয়ার মিসাইল পাইথন -5 যুক্ত করা হয়েছে।

6) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতের প্রথম থ্রিডি (3D) প্রিন্টেড হাউস। যেটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজে অবস্থিত।

7) সম্প্রতি বৈশালী এস হায়ওয়াসে বর্ডার রোডস অর্গানাইজেশন এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত হলেন। যেটা ইন্দো-চায়না বর্ডারের কানেক্টিভিটিকে আরো মজবুত করে তুলবে।

8) সম্প্রতি প্রয়াত পদ্ম ও পদ্মভূষণ পুরস্কার প্রাপক মনোজ দাস যিনি উড়িয়া ও ইংরেজি ভাষার লেখক ছিলেন। তিনি 2001 সালে পদ্মশ্রী এবং সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন।

9) সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ইতিহাসের প্রথম 50 টি হাফ সেঞ্চুরি করার রেকর্ড করলেন ডেভিড ওয়ার্নার। 43 টি হাফ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শেখর ধাওয়ান এবং 40 টি হাফ সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে আছে বিরাট কোহলি এবং চতুর্থ স্থানে আছে রোহিত শর্মা।

10) প্রতিবছর আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় 1st মে।

বন্ধুরা 1/5 /2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো ভালো লাগলে আমাদের এই পোস্টটি তোমরা যে কোন জায়গায় শেয়ার করতে পারো এই পোস্ট এর সম্বন্ধে এই পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Ads Area