Ads Area

Current Affairs in Bengali|| বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স||05/05/2021 and 06/05/2021 SAQ Quiz

Current Affairs SAQ Quiz

হ্যালো বন্ধুরা আজ আমরা Current Affairs 05/05/2021 and 06/05/2021 এই দুদিনের Current Affairs নিয়ে আলোচনা করব। আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমাদের ভালো লাগবে। আরও অনেক তথ্য পাওয়ার জন্য Quiz Vandar ব্লগ টি কে ফলো করতে ভুলোনা।

বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স বাই Quiz Vandar



1➤ সম্প্রতি T. রবিশঙ্কর RBI এর কোন পদে নিযুক্ত হলেন?
=> ডেপুটি গভর্নর
RBI এর এক্সেকিউটিভ দিরেক্টর T. রবি শংকর কে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিযুক্ত করলেন।RBI এর হেডকোয়ার্টার মুম্বাই, RBI এর গভর্নর- শক্তিকান্ত দাস, ESTD-1935, জাতীয়করণ-1949।
,
2➤ প্রতিবছর কবে 'World Press Freedom Day' পালন করা হয়?
=> 3rd May।
ইউনাইটেড নেশন জেনারেলতে ঘোষণা করা হয়েছিল যে 1993 সালের এই দিনে থেকে প্রতিবছর World Press Freedom Day পালন করা হবে। এবছরের থিম ছিল-'Information as a public good'।
,
3➤ এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপ 2021 আয়োজিত হবে কোথায়?
=> দুবাই
এশিয়ান বক্সিং কনফিগারেশন কভিড-19 এর জন্য দিল্লি থেকে দুবাইয়ে স্থানান্তরিত করা হয়েছে।
,
4➤ কোন ব্যাংক সম্প্রতি করোনা মোকাবিলায় 71 কোটি টাকা বরাদ্দ করেছে?
=> স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি করোনা মোকাবিলায় 71 কোটি টাকা বরাদ্দ করেছে। চেয়ারপারসন হলেন দিনেশ কুমার খাড়া এবং এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত।
,
5➤ কোটাক লাইফ ইন্স্যুরেন্স এর এম.ডি হিসেবে কে নিযুক্ত হলেন?
=> মহেশ বালাসুব্রামানিয়াম।
,
6➤ পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স 2021 কে জয়ী হলেন?
=> লুইস হ্যামিলটন
লুইস হ্যামিলটন সম্প্রতি নাইটহুড উপাধি সম্মানিত হয়েছেন। তিনি বর্তমানে মার্সিডিজের ফর্মুলা ওয়ান রেসার।
,
7➤ কোনটি সম্প্রতি দ্রুত ক্রেডিট বিতরণ প্রকল্প SHWAS ও AROG লঞ্চ করল?
=> SIDBI
Small Industries Development Bank of India.
,
8➤ কোন দেশ সম্প্রতি শিক্ষক শ্যামলা গণেশ কে 'অর্ডার অফ রাইজিং সান' অ্যাওয়ার্ড প্রদান করেছে?
=> জাপান
বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা। সম্প্রতি ভারত সরকার জাপানের প্রাপ্তন প্রধানমন্ত্রী শিনজো আবে কে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করেছে। জাপানের রাজধানী টোকিও এবং মুদ্রা ইয়েন।
,
9➤ সম্প্রতি প্রয়াত বিক্রমজীত কনওয়ার পাল কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?
=> অভিনয়
,
10➤ সম্প্রতি প্রয়াত পারুল দেবী দাস কোন রাজ্যের প্রথম আইএএস অফিসার ছিলেন?
=> অসাম
হিমা দাস সম্প্রতি আসামের ডিএসপি হিসেবে নিযুক্ত হয়েছেন।
,
11➤ প্রতিবছর কবে 'ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে' পালিত হয়?
=> 4ই মে
এই একই দিনে 'কোল মিনার্স ডে' পালন করা হয়।
,
12➤ কে সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হলেন?
=> প্রফুল্ল চন্দ্র প্রান্ত
প্রফুল্ল চন্দ্র প্রান্ত সম্প্রতি মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। তিনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন।
,
13➤ সম্প্রতি প্রয়াত পন্ডিত দেবব্রত চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
=> সেতার
তিনি 85 বছর বয়সে মারা গেলেন। তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার এর সম্মানিত হয়েছিলেন।
,
14➤ কোন দেশ সম্প্রতি G7 ফরেন মিনিস্টার মিটিং পোস্ট করেছে?
=> ইংল্যান্ড
G7 মেম্বার দেশ গুলি হল- ইংল্যান্ড, কানাডা, ইতালি, আমেরিকা, জাপান, ফ্রান্স, জার্মানি। ইংল্যান্ডের রাজধানী লন্ডন এবং মুদ্রা পাউন্ড। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন বরিস জনসন।
,
15➤ 2021 সালে কবে বিশ্ব হাঁপানি দিবস পালন করা হয়?
=> 4ই মে
প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালন করা হয়। এবছরের থিম ছিল- Uncovering Asthma Misconception
,
16➤ কোনটি সম্প্রতি উত্তর সিকিমে ফর্সড First Green Solar Energy Harnessing Plant এর উদ্বোধন করলেন?
=> ইন্ডিয়ান আর্মি
ইন্ডিয়ান আর্মি সম্প্রতি সিকিমের 16000 ফিট উচ্চতায় 56 কিলোভোল্ট এম্পিয়ার গ্রীন সোলার এনার্জি হানি সিং প্লান্ট চালু করল। ইন্ডিয়ান আর্মির বর্তমান লেফটেন্যান্ট জেনারেল হলেন মনোজ মুকুন্দ নলবনে। ইন্ডিয়ান আর্মির মোটো হল 'সার্ভিস ইজ আওয়ার ডিউটি'।
,
17➤ সম্প্রতি প্রয়াত জগমোহন কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
=> জম্মু ও কাশ্মীর
তিনি দিল্লি মাস্টারপ্ল্যান উদ্ভাবন ও রূপায়ণের জন্য 1971 সালে পদ্মশ্রী, 1977 সালে পদ্মভূষণ এবং 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
,
18➤ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 'Believe in Sports' চ্যাম্পিয়নে কোন ভারতীয় অ্যাথলেটিক কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করেছেন?
=> পিভি সিন্ধু কে
পিভি সিন্ধু এবং কানাডার মিচেল লিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 'Believe in Sports' ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর- রোজান, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হলেন- থমাস বাক
,
19➤ কোন অ্যাপ ভারতের দাস মোবাইল অ্যাপ ভ্যাকসিন ফাইন্ডার টুল চালু করেছে?
=> ফেসবুক
ফেসবুক ঘোষণা করেছে তার মোবাইল অ্যাপে ভ্যাকসিন ফাইন্ডার ফিচারসটি চালু করবে। ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া এবং এর সিইও হলেন মার্ক জুকারবার্গ।
,
20➤ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কতবারের জন্য শপথ গ্রহণ করলেন?
=> তৃতীয়বারের জন্য
পশ্চিমবঙ্গের পুনরায় তিন বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জাগদীপ ধনকার।

Current Affairs 05/05/2021 এবং 06/05/2021 এর পর্ব তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলো তোমার মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Ads Area