Ads Area

Current Affairs in Bengali|| সম্প্রতি ঘটনা ||08/05/2021

 Current Affairs 08/05/2021

হ্যালো বন্ধুরা আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই আমি প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে থাকি। আজকে আমরা Current Affairs 08/05/2021( সম্প্রতি ঘটনা) এর একটি পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। এগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন হতে পারে। আশা করছি তোমাদের এই পর্বটি ভালো লাগবে।

Current Affairs in Bengali|| সম্প্রতি ঘটনা ||08/05/2021

1) সম্প্রতি কোন রাজ্য সম্প্রতি 100 মিলিয়ন বছর(10 কোটি বছর) পুরোনো ডাইনোসরের অস্তি গেছে?

- মেঘালয়।
    > মনে রাখার বিষয়:-এটি পাওয়া গেছে মেঘালয়ের পশ্চিমী খাসি জেলার পাহাড়ি অঞ্চলে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন কনরাদ সংমা এবং গভর্নর হলেন সত্যপাল মালিক।
  • ভারতের দীর্ঘতম রোড আর্চ সেতু নির্মিত হয়েছে মেঘালয়।
  • প্রতি 1000 গর্ভবতী মহিলার মধ্যে তিনজন HIV এ আক্রান্ত।
  • ভারতের প্রথম ডিস্ক ফুট বাদুড় পাওয়া গেছে মেঘালয়ে।
2) সম্প্রতি প্রকাশিত ICC টেস্ট র্যাঙ্কিংয়ের 2021 এর প্রথম স্থান অধিকার করেছে কে?
- কেন উইলিয়ামসন
    মনে রাখতে হবে:- বাবর আজম ODI কে প্রথম স্থান অধিকার করেছে।
  • ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত।
  • ICC এর চেয়ারপারসন হলেন ব্রেক বার্কলে।
  • ICC এর সিইও হলেন মানু সাহানি।
  • ICC প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে।
3) সম্প্রতি প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে "এয়ারলাইন পাচ গ্লোবাল ভিশন পুরস্কার 2021" পেলেন?
- গীতা মিত্তাল।
    > মনে রােখতে হবে:-
  • তিনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন বিচারপতি ছিলেন।
  • IAWJ:-INTERNATIONAL ASSOCIATION FOR WOMEN JUDGE দ্বারা প্রদান করা হয়।
  • এর হেডকোয়ার্টার ওয়াশিংটন।
  • এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালে।
  • এর বর্তমান প্রেসিডেন্ট হলেন VANESSA RUIZ।
4) ভারত, অস্ট্রেলিয়া ও কোন দেশের মধ্যে ত্রিপাক্ষিক সভা আয়োজিত হল?
- ফ্রান্স
    > মনে রােখতে হবে:-
  • বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করেন।
  • এটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল।
  • ফ্রান্সের রাজধানী হল প্যারিস।
  • ফ্রান্স এর মুদ্রা হলো ইউরো।
5) সম্প্রতি এম.কে স্টালিন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জন্য শপথ গ্রহণ করলেন?
- তামিলনাড়ু।
    >মনে রাখেতে হবে:- এম.কে স্ট্যানলি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন।
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যানলি।
  • তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারীলাল পুরোহিত।
  • তামিলনাড়ুর রাজধানী চেন্নাই
6) কোন দিনটি প্রতিবছর "INTERNATIONAL DIET DAY" হিসেবে পালিত হয়?
- 6th  MAY।
    > মনে রােখতে হবে:- ক্ষতিকারক প্রভাব থেকে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।

7) এবছর কোন দিনটি বিশ্ব অ্যাথলেটিক্স দিবস হিসেবে পালিত হল?
-5th MAY।
    >মনে রাখেতে হবে:- যুবক যুবতীদের অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করতে বিদ্যালয় স্তরে প্রাথমিক হিসেবে প্রচার করার জন্য এ দিনটি পালন করা হয়।
  • ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এর হেডকোয়ার্টার মোনাকু তে অবস্থিত।
  • এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1912 সালে।
  • এর বর্তমান প্রেসিডেন্ট SEBASTIAN COE।
8) সম্প্রতি NASA এর মহাকাশযান " পার্কার সোলার গ্লোব" কোন গ্রহে প্রাকৃতিক রেডিও সিগন্যাল এর সন্ধান পেয়েছে?
- শুক্র।
    > মনে রােখতে হবে:-NASA সম্প্রতি শুক্র গ্রহের একটি প্রাকৃতিক রেডিও সিগন্যাল এর সন্ধান পেয়েছে।
  • NASA:- NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION
  • এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
  • এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে।
9) COVID-19 থেকে সুরক্ষার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে, সেটির নাম কি?
- CO-JEET।
    > মনে রােখতে হবে:-
  • ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট জেনারেল হলেন মনোজ মুকুন্দ নরাভানে। 
  • এয়ারফোর্সের এয়ার মার্শাল হলেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া।
  • ইন্ডিয়ান নেভির প্রধান হলেন অ্যাডমিরাল করম বীর সিং।
10) কোন রাজ্য সম্প্রতি "পর্বত ধারা যোজনা" চালু করল?
- হিমাচল প্রদেশ।
    >মনে রাখেতে হবে:- প্রাকৃতিক জলাধার বা প্রাকৃতিক জলের উৎস গুলিকে সংরক্ষণ করার জন্যই এই যোজনা চালু করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। রাজ্যপাল হলেন বান্দরু দত্তাত্রেয়।
  • ই-পরিবহন ব্যবস্থা চালু করেছেন হিমাচল প্রদেশ।
  • 15th APRIL হিমাচল দিবস পালন করল।
  • দু'লক্ষ বাড়িতে নল জল সংযোগ করবে হিমাচল প্রদেশ।
  • শিব কর্তন বৃক্ষরোপণ কর্মসূচি চালু করল হিমাচল প্রদেশ।

Post a Comment

0 Comments

Ads Area