Current Affairs 08/05/2021
হ্যালো বন্ধুরা আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই আমি প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে থাকি। আজকে আমরা Current Affairs 08/05/2021( সম্প্রতি ঘটনা) এর একটি পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। এগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন হতে পারে। আশা করছি তোমাদের এই পর্বটি ভালো লাগবে।
1) সম্প্রতি কোন রাজ্য সম্প্রতি 100 মিলিয়ন বছর(10 কোটি বছর) পুরোনো ডাইনোসরের অস্তি গেছে?
- মেঘালয়।
> মনে রাখার বিষয়:-এটি পাওয়া গেছে মেঘালয়ের পশ্চিমী খাসি জেলার পাহাড়ি অঞ্চলে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন কনরাদ সংমা এবং গভর্নর হলেন সত্যপাল মালিক।
- ভারতের দীর্ঘতম রোড আর্চ সেতু নির্মিত হয়েছে মেঘালয়।
- প্রতি 1000 গর্ভবতী মহিলার মধ্যে তিনজন HIV এ আক্রান্ত।
- ভারতের প্রথম ডিস্ক ফুট বাদুড় পাওয়া গেছে মেঘালয়ে।
- কেন উইলিয়ামসন
মনে রাখতে হবে:- বাবর আজম ODI কে প্রথম স্থান অধিকার করেছে।
- ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত।
- ICC এর চেয়ারপারসন হলেন ব্রেক বার্কলে।
- ICC এর সিইও হলেন মানু সাহানি।
- ICC প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে।
- গীতা মিত্তাল।
> মনে রােখতে হবে:-
- তিনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন বিচারপতি ছিলেন।
- IAWJ:-INTERNATIONAL ASSOCIATION FOR WOMEN JUDGE দ্বারা প্রদান করা হয়।
- এর হেডকোয়ার্টার ওয়াশিংটন।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালে।
- এর বর্তমান প্রেসিডেন্ট হলেন VANESSA RUIZ।
- ফ্রান্স।
> মনে রােখতে হবে:-
- বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করেন।
- এটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল।
- ফ্রান্সের রাজধানী হল প্যারিস।
- ফ্রান্স এর মুদ্রা হলো ইউরো।
- তামিলনাড়ু।
>মনে রাখেতে হবে:- এম.কে স্ট্যানলি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন।
- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যানলি।
- তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারীলাল পুরোহিত।
- তামিলনাড়ুর রাজধানী চেন্নাই।
- 6th MAY।
> মনে রােখতে হবে:- ক্ষতিকারক প্রভাব থেকে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।
7) এবছর কোন দিনটি বিশ্ব অ্যাথলেটিক্স দিবস হিসেবে পালিত হল?
-5th MAY।
>মনে রাখেতে হবে:- যুবক যুবতীদের অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করতে বিদ্যালয় স্তরে প্রাথমিক হিসেবে প্রচার করার জন্য এ দিনটি পালন করা হয়।
- ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এর হেডকোয়ার্টার মোনাকু তে অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1912 সালে।
- এর বর্তমান প্রেসিডেন্ট SEBASTIAN COE।
- শুক্র।
> মনে রােখতে হবে:-NASA সম্প্রতি শুক্র গ্রহের একটি প্রাকৃতিক রেডিও সিগন্যাল এর সন্ধান পেয়েছে।
- NASA:- NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION
- এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে।
- CO-JEET।
> মনে রােখতে হবে:-
- ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট জেনারেল হলেন মনোজ মুকুন্দ নরাভানে।
- এয়ারফোর্সের এয়ার মার্শাল হলেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া।
- ইন্ডিয়ান নেভির প্রধান হলেন অ্যাডমিরাল করম বীর সিং।
- হিমাচল প্রদেশ।
>মনে রাখেতে হবে:- প্রাকৃতিক জলাধার বা প্রাকৃতিক জলের উৎস গুলিকে সংরক্ষণ করার জন্যই এই যোজনা চালু করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। রাজ্যপাল হলেন বান্দরু দত্তাত্রেয়।
- ই-পরিবহন ব্যবস্থা চালু করেছেন হিমাচল প্রদেশ।
- 15th APRIL হিমাচল দিবস পালন করল।
- দু'লক্ষ বাড়িতে নল জল সংযোগ করবে হিমাচল প্রদেশ।
- শিব কর্তন বৃক্ষরোপণ কর্মসূচি চালু করল হিমাচল প্রদেশ।