Ads Area

Current Affairs in Bengali 10/05/2021|| সাম্প্রতিক ঘটনা||Ajkergk

Current Affairs in Bengali 10/05/2021|| সাম্প্রতিক ঘটনা||Ajkergk

হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব Current Affairs in Bengali 10/05/2021|| সাম্প্রতিক ঘটনা||Ajkergk। যেটা আমরা প্রত্যেক দিন আপনাদের  সাথে শেয়ার করে থাকি। প্রশ্নগুলি আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য যোগ্য। আশা করছি আপনাদের Current Affairs in Bengali 10/05/2021|| সাম্প্রতিক ঘটনা||Ajkergk এই পর্বটি খুবই ভালো লাগবে।

Current Affairs in Bengali 10/05/2021|| সাম্প্রতিক ঘটনা||Ajkergk


1) G20 ট্যুরিজম মিনিস্টার মিটিং কোথায় আয়োজিত হয়েছে?
- ইতালিতে।
    > ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ট্যুরিজম অ্যান্ড কালচার প্রহ্লাদ সিং প্যাটেল ইটালিতে আয়োজিত(4th may) G20 ট্যুরিজম মিনিস্টার মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন।
  • ইতালির রাজধানী রোম।
  • ইতালির মুদ্রা হলো ইউরো।
2) সম্প্রতি এবছর হবে 'মাদার্স ডে' পালিত হয়?
- 9 th may।
    > প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন করা হয়।
  • আন্তর্জাতিক মাতৃ দিবস পালন করা হয় 8th May।

3) কোন রাজ্য সম্প্রতি 'Forest Ponds' নির্মাণ করতে চলেছে?
- হিমাচল প্রদেশ।
    > বৃষ্টির জল কে হারভেস্ট করার জন্য এই উদ্যোগটি নেয়া হয়েছে।
  • মা চল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন জয় রাম ঠাকুর।
  • রাজ্যপাল হলেন বান্দারু দত্তাত্রেয়।
  • গ্রেট হিমালয় জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত।
  • পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত।
  • দু'লক্ষ বাড়িতে নল জল সংযোগ করবে।
  • 15 ই এপ্রিল হিমাচল দিবস পালিত হল।
  • ই-পরিবহন ব্যবস্থা চালু করল হিমাচল প্রদেশ
  • 100% বাড়িতে এলপিজি সংযোগ করে প্রথম রাজ্য হয়ে উঠলো।
4) নিউইয়র্ক সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় অভিনেতা সেরা অভিনেতার পুরস্কার পেলেন?
- অনুপম খের।
    > কার শর্ট ফিল্ম বার্থডে এর জন্য এই পুরস্কারটি পেয়েছেন।
5) সম্প্রতি 25 বার এভারেস্ট জয়ের রেকর্ড তৈরি করলেন?
- কমি রিটা।
    > তিনি 25 বার মাউন্ট এভারেস্ট জয়ের রেকর্ড করলেন। তিনি প্রথম 1994 সালে 13 ই মে এবং 2019 সালে দুবার মাউন্ট এভারেস্ট কে ছিলেন।
6) ভারতীয় ধান গবেষণা ইনস্টিটিউট এর ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
- রমন মীনাক্ষী সুন্দরাম।
    > রমন মীনাক্ষী সুন্দরাম ভারতীয় ধান গবেষণা ইনস্টিটিউটের ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হলেন।
7) সম্প্রতি প্রয়াত হলেন বনরাজ ভাটিয়া তিনি কোনটির সাথে যুক্ত ছিলেন?
- সঙ্গীত পরিচালক।
    > বিখ্যাত মিউজিক কম্পোজার বনরাজ ভাটিয়া তিনি 93 বছর বয়সে মারা গেলেন।
  • 2012 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
  • তিনি 1989 সালে সংগীত নাটক একাডেমি সম্মানে সম্মানিত হয়েছিলেন।
8) ভি ইরাই আনবু কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন?
- তামিলনাড়ু
    > ভি ইরাই আনবু তামিলনাড়ুর নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এমকে স্টালিন।
  • তামিলনাড়ুর গভর্নর হলেন বনোয়ারিলাল পুরোহিত।
  • গল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত।
  • মাধুমালা ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত।
  • গুন্ডি ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত।
  • ফসল ঋণ মাসি যোজনা চালু করেছে তামিলনাড়ু।
  • নেপালি তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
  • 14 ই এপ্রিল পুখন্ডু বা তামিল নববর্ষ উৎসব পালিত হল।
  • জেল বাসীদের জন্য যোগাসন চালু করল।
9) বিশ্বের দীর্ঘতম পথচারীদের সাসপেনশন সেতু উদ্বোধন কোথায় হয়েছে?
- পর্তুগালে
  • পর্তুগালের রাজধানী হল লিসবন।
  • মুদ্রার নাম ইউরো।

বন্ধুরা আশা করছি আপনাদের Current Affairs in Bengali 10/05/2021|| সাম্প্রতিক ঘটনা||Ajkergk এই পর্বটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের এই ব্লগ থেকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Ads Area