Ads Area

Current Affairs in Bengali 11/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajkergk

হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব
Current Affairs in Bengali 11/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajkergk । এই পর্বে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সাথে শেয়ার করব। Current Affairs in Bengali 11/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajkergk । এই পর্ব থেকে আপনারা অনেক প্রশ্নের কমন পেয়ে যেতে পারেন। আশা করছি আপনাদের Current Affairs in Bengali 11/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajkergk  পর্বটি ভালো লাগবে ।
Current Affairs in Bengali 11/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajkergk


1) সম্প্রতি কে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2021 জয়ী হলেন?
- লুইস হ্যামিলটন।
    > তিনি সম্প্রতি নাইটহুড সম্মানে সম্মানিত হয়েছেন।
2) কোন রাজ্য 'মুখ্যমন্ত্রী কভিড আপচের যোজনা' লঞ্চ করল?
- মধ্যপ্রদেশ।
  •  মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান।
  • গভর্নর হলেন আনন্দিবেন প্যাটেল।
  • বনবিহার জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ অবস্থিত।
3) সম্প্রতি হিমস্ত বিশ্ব শর্মা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন?
- আসম।
    > আসামের গভর্নরের জগদীশ মুখী এই শপথ পরিচালনা করেছিলেন।
  • কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত।
  • মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত।
  • নামেরি নেশনাল পারক আসামে অবস্থিত।
4) সম্প্রতি প্রতিবছর কবে 'জাতীয় প্রযুক্তি দিবস' পালন করা হয়?
- 11 ই মে।
    > আমাদের দেশ যেসব প্রযুক্তির অর্জন করতে পেরেছে, সেগুলিকে স্মরণ করে দেখার জন্য এই দিনটি পালন করা হয়।
  • 1998 সালের 11 ই মে পোখরানে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়ে ভারত প্রযুক্তিগত অগ্রগতিতে শক্তি অর্জন করেছিল।
5) কোন রাজ্য সম্প্রতি 'আমৃত কাহিনী' অ্যাপ লঞ্চ করল?
- ঝাড়খন্ড।
    > এটি একটি অ্যাপ, ওয়েবসাইট যেটার সাহায্যে হসপিটাল বেড অনলাইন বুকিং করা যাবে।
  • ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সরেন।
  • এবং গভর্নর হলেন দ্রৌপদী মুর্মু।
6) স্পেসএক্স সম্প্রতি হাই স্পিড ইন্টারনেট এর জন্য কটি স্টারলিং উপগ্রহ লঞ্চ করেছে?
- 60 টি।
> এর আগে 143 টি উপগ্রহ লাঞ্চ করেন ISRO(104) রেকর্ড ভেঙে দিয়েছিল।
  • স্পেসএক্স এর সিইও হলেন ইলন মাস্ক।
  • এর হেড কোয়ার্টার আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে অবস্থিত।
7) সম্প্রতি কোথায় ডাইনোসরের একটি নতুন প্রজাতির ' ইয়ামতোসারস ইজানাগি' খোঁজ পাওয়া গেছে?
- জাপানি।
    > সম্প্রিতি জাপান ইয়ামতোসারস ইজানাগি একটি ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে।
  • জাপানের প্রধানমন্ত্রী হলেন ইসিহিদে সুগা।
  • জাপানের রাজধানী টোকিও।
  • জাপানের মুদ্রা হল জ্ঞান।
  • জাপানি বিএফ সূর্যোদয়ের দেশ বলা হয়।
  • সম্প্রতি মেঘালয় একটি ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে।
8) জগনদীপ সিং বেদি কোন কর্পোরেশনের কমিশনার হিসেবে নিযুক্ত হলেন?
- চেন্নাই।
  • চেন্নাই এর পূর্ব নাম মাদ্রাসা।
9) লরিয়াস অ্যাথলিট এডভোকেট অফ দ্যা ইয়ার 2021
অ্যাওয়ার্ড কে পেলেন?
- লুইস হ্যামিলটন।
  • লুইস হ্যামিলটন সম্প্রতি নাইটহুড উপাধি পেয়েছেন।
  • তিনি সম্প্রতি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছেন।
10) কোন রাজ্য পুলিশ সম্প্রতি 'COVI VAN' নমক হেলপ্লাইন পরিষেবা চালু করেছে?
- দিল্লি।
  • দিল্লির প্রধানমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল।

আপনাদের এই Current Affairs in Bengali 11/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajkergk পর্বটি ভালো লগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Ads Area