Current Affairs in Bengali 14/05/2021 and 15/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajkergk
হ্যালো বন্ধুরা আজ আমরা 14/05/2021 এবং 15/05/2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজ 17 টি কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্প ফুল হবে।1) সম্প্রতি প্রকাশিত এলিফ্যান্ট নামক বইটি কে লিখেছেন?
- ফুল পিকরিং।
- তিনি হলেন ব্রিটিশ নবেলিস্ট বা ব্রিটিশ উপন্যাসক।
- পদকুমার এম. নায়ার।
3) প্রয়াত হলেন কে.রাঘথামান, তিনি কে ছিলেন?
- প্রাক্তন CBI SP ছিলেন।
- CBI এর পুরো কথাটি হলো- CENTRAL BUREAU OF INVESTIGATION ।
- এর সদরদপ্তর দিল্লিতে অবস্থিত।
- CBI এর বর্তমান ডাইরেক্টর জেনারেল হলেন প্রবীণ সিনহা।
- বালজিত কৌর, গুনবালা শর্মা।
5) সম্প্রতি প্রয়াত হলেন "হোমেন বিরগোগোর" তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?
- অসমীয়া সাহিত্য।
- তিনি সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন।
- ইন্দোনেশিয়া।
- সম্প্রতি ইন্দোনেশিয়ার শিয়াবঙ্গ পর্বতে অগ্নুৎপাত ঘটেছে। অগ্নুৎপাত এতটাই ভয়ানক ছিল যে তার শিখা বা ধোঁয়া 3000KM উঁচুতে উঠে গিয়েছিল।
- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
- ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হলেন JOKO WIDODO।
- 9.2%।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে।
- এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত।
- এই সংস্থাটির ম্যানেজিং ডাইরেক্টর ও সি ই ও হলেন অজয় অজয় মহাজন'।
- HDFC এর রেটিং অনুসারে ভারতের জিডিপি বৃদ্ধির হার 2022 অর্থবর্ষে 10%।
- পোল্যান্ড।
- মাউন্টেন বঙ্গো হল একটি হরিণ প্রজাতির সবথেকে বড় হরিণ। এই প্রজাতি এতটাই দুর্লভ যে বিশ্বে মাত্র 70 থেকে 80 টি এই প্রজাতি আছে।
- শয়ানঝেন।
- দ্বিতীয় স্থানে আছে সাংহাই।
- তৃতীয় স্থানে গুয়াংঝাও।
- ভারতের দিল্লি 32 নম্বরে অবস্থিত।
- COVID-19 লকডাউন এর সময় যেসব শহরের সম্পত্তি বা বাসস্থান যোগ্য ফ্ল্যাট, বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে এই ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে।
- দিল্লি।
- EWG- EMPLYMENT WORKING GROUP।
- 2006 সালে BRICS প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় সাউথ আফ্রিকা BRICS এর সদস্য ছিল না।
- 2010 সালে সাউথ আফ্রিকা BRICS এর সদস্য হয়।
-রাম করুন বর্মা।
- তিনি হলেন 1987 ব্যাচের একজন IFS এর অধিকারী।
- টেবিল টেনিস।
- তিনি তিনবার ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়ন হয়েছিলেন।
- 1982 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন।
- 2006 সালে তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে তার নাম হল "MY FIGHT BACK FROMDEATHS DOOR" ।
- মনীষা কাপুর।
- তিনি বর্তমানে ADVERTISING STANDARD COUNCIL OF INDIA এর সেক্রেটারি জেনারেল ছিলেন।
- ICAS এর চিপ হলেন- GUY PERKER।
- এর হেডকোয়ার্টার ব্রাসেলস এ অবস্থিত।
- শকুন্তলা হরক সিং।
- নোবেল শান্তি পুরস্কার প্রাপক নরম্যান বরগল এই পুরস্কার প্রদান করেন।
- একে 'NOBEL PRIZE FOR FOOD AND AFRICULTURE' বলা হয়।
- WEP এর সদর দফতর প্যারিস অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে।
- মার্টিন গ্রীফিথন।
- তিনি হলেন একজন ব্রিটিশ ডিপ্লোম্যাট।
- এর সদর দপ্তর নিউইয়র্ক এবং ইস্তানবুলে অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালে।
- আসাম।
- আসামে প্রথম হেলিপোর্ট তৈরি হল মাজুলীতে।
- পূর্ব ভারতের প্রথম ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।
- মহাবাবু ব্রহ্মপুত্র উদ্যোগের উদযাপন করলো প্রধানমন্ত্রী।
- প্রজ্ঞান ভারতী ও ভাষা গৌরব নামক দুটি যোজনা চালু করেছে।
- কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম এ অবস্থিত।
- নামেরি ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত।
- মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত।
- মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা এবং গভর্নর হলেন জগদীশ মুখী।
- 11ই মে।
- এবছরের থিম ছিল- SCIENCE AND TECHNOLOGY FOR A SUSTAINABLE FUTURE ।