Current Affairs in Bengali|| সাম্প্রতিক ঘটনা||ajkergk
1) সম্প্রতি কে.পি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন?
- নেপালের।
> তিনি মাত্র 23 দিনের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন।
- নেপালের রাষ্ট্রপতি হলেন বিদ্যাদেবী ভান্ডার।
- নেপালের রাজধানী কাঠমান্ডু।
- নেপালের মুদ্রার নাম নেপালি রুপী।
- কোনোর মোগ্রেগর।
- তিনি 2020 সালে 971 কোটি টাকা আয় করেন।
- তিনি একজন আয়ারল্যান্ডের বাসিন্দা।
- রমেশ পাওয়ার।
- BCCI:- BOARD OF CONTROL FOR CRICKET IN INDIA।
- সেক্রেটারি হলেন JOY SHAW।
- প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলী।
- হেডকুয়াটার মুম্বাই অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে।
- ভারত।
> সম্প্রতি প্রকাশিত ICC TEST RANKING এ ভারত শীর্ষে অবস্থিত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড।
- ICC:- INTERNATIONAL CRICKET COUNCIL ।
- ICC CEO- মানু সাহানি।
- প্রেসিডেন্ট হলেন GREG BARKLAY।
- এর হেডকোয়ার্টার দুবাই এ অবস্থিত।
- প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে।
- জেসিন্ডা অর্ডারণ।
- তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
- ভারতের সিরাম ইনস্টিটিউট এর সিইও আদার পুনওয়ালা দশম স্থানে অবস্থিত।
- উত্তরাখণ্ড।
> এই যোজনাটি সাধারণ মানুষকে অক্সিজেন, হস্পিটাল বেড, ভেন্টিলেটর এবং সমস্ত রকমের মেডিকেল সাহায্য বাড়িতে পৌঁছে দেব। যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকেও সাহায্য করবে।
- উত্তরাখণ্ডে একদিনের জন্য মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী।
- আন্তর্জাতিক যুব উৎসব চালু করেছে উত্তরাখণ্ড।
- ঘারোকি পেহচান চেলকি নাম করল।
- ভারতের প্রথম অরণ্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হলো।
- IBM STEM FOR GIRLS প্রোগ্রাম চালু করল উত্তরাখণ্ড।
- মুখ্যমন্ত্রী হলেন তীর্থ সিং রাওয়াত এবং গভর্নর হলেন বিবীরানি মৌর্য।
- হকি খেলার সাথে।
- তিনি 1980 সালের মস্কো অলিম্পিকে স্বর্ণপদক জয়ী দলের সদস্য ছিলেন।
- ছত্রিশগড়।
> এই যোজনা হল COVID-19 এ কোন স্টুডেন্ট এর বাবা মা মারা গেলে সরকার তাদের সাহায্য করবে ।প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরেে মাসে 500 টাকা করে দেবে। নবাব শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাসে হাজার টাকা করে দেবে।
- কে এস কে বিদ্যুৎ পরিকল্পনা নির্মাণ করা হবে।
- MNREGA প্রকল্পে রোজগার দেওয়ার ক্ষেত্রে শীর্ষে অবস্থিত। পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে অবস্থিত।
- এস বালাচান্দ্রন।
- সুরিনামের রাজধানী পারামারিবো।
- মুদ্রা হলো ডলার।
- রাষ্ট্রপতি হলেন চান সান্তখী।
- সুনিতা দ্বিবেদী।