Ads Area

Current Affairs in Bengali|| সাম্প্রতিক ঘটনা||ajkergk

Current Affairs in Bengali|| সাম্প্রতিক ঘটনা||ajkergk

Current Affairs in Bengali|| সাম্প্রতিক ঘটনা||ajkergk


হ্যালো বন্ধুরা আজ আমরা 16/05/2021 এর Current Affairs নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক ঘটনাগুলি আপকামিং WBP, RRB GROUP D, SSC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই পর্বটি ভালো লাগবে।

1) সম্প্রতি কে.পি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন?

- নেপালের।

    > তিনি মাত্র 23 দিনের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন।

  • নেপালের রাষ্ট্রপতি হলেন বিদ্যাদেবী ভান্ডার।
  • নেপালের রাজধানী কাঠমান্ডু।
  • নেপালের মুদ্রার নাম নেপালি রুপী।
2) সম্প্রতি ফোর্বস দ্বারা প্রকাশিত সবচেয়ে বেশি আয় যুক্ত অ্যাথলেটিকদের তালিকায় শীর্ষে অবস্থিত?

- কোনোর মোগ্রেগর।

  • তিনি 2020 সালে 971 কোটি টাকা আয় করেন।
  • তিনি একজন আয়ারল্যান্ডের বাসিন্দা।
3) সম্প্রতি কে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন?

- রমেশ পাওয়ার। 

  • BCCI:- BOARD OF CONTROL FOR CRICKET IN INDIA।
  • সেক্রেটারি হলেন JOY SHAW।
  • প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলী।
  • হেডকুয়াটার মুম্বাই অবস্থিত।
  • এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে।
4) সম্প্রতি প্রকাশিত ICC TEST RANKING এ কোন দেশে অবস্থিত?

- ভারত।

    > সম্প্রতি প্রকাশিত ICC TEST RANKING এ ভারত শীর্ষে অবস্থিত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড।

  • ICC:- INTERNATIONAL CRICKET COUNCIL ।
  • ICC CEO- মানু সাহানি।
  • প্রেসিডেন্ট হলেন GREG BARKLAY।
  • এর হেডকোয়ার্টার দুবাই এ অবস্থিত।
  • প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে।
5) ফরচুন "WORLD 50 GREATEST LEADERS" তালিকায় শীর্ষে কে অবস্থিত?

- জেসিন্ডা অর্ডারণ।

  • তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
  • ভারতের সিরাম ইনস্টিটিউট এর সিইও আদার পুনওয়ালা দশম স্থানে অবস্থিত।
6) সম্প্রতি কোন রাজ্য পুলিশ "মিশন হৌসলা" যোজনা টি চালু করল?

- উত্তরাখণ্ড।

    > এই যোজনাটি সাধারণ মানুষকে অক্সিজেন, হস্পিটাল বেড, ভেন্টিলেটর এবং সমস্ত রকমের মেডিকেল সাহায্য বাড়িতে পৌঁছে দেব। যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকেও সাহায্য করবে।

  • উত্তরাখণ্ডে একদিনের জন্য মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী।
  • আন্তর্জাতিক যুব উৎসব চালু করেছে উত্তরাখণ্ড।
  • ঘারোকি পেহচান চেলকি নাম করল।
  • ভারতের প্রথম অরণ্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হলো।
  • IBM STEM FOR GIRLS প্রোগ্রাম চালু করল উত্তরাখণ্ড।
  • মুখ্যমন্ত্রী হলেন তীর্থ সিং রাওয়াত এবং গভর্নর হলেন বিবীরানি মৌর্য।
7) সম্প্রতি প্রয়াত হলেন এম.কে কৌশিক তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

- হকি খেলার সাথে।

  • তিনি 1980 সালের মস্কো অলিম্পিকে স্বর্ণপদক জয়ী দলের সদস্য ছিলেন।
8) কোন রাজ্য সম্প্রতি "মাহতারি দুয়ারে যোজনা" চালু করল?

- ছত্রিশগড়।

    > এই যোজনা হল COVID-19 এ কোন স্টুডেন্ট এর বাবা মা মারা গেলে সরকার তাদের সাহায্য করবে ।প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরেে মাসে 500 টাকা করে দেবে। নবাব শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাসে হাজার টাকা করে দেবে।

  • কে এস কে বিদ্যুৎ পরিকল্পনা নির্মাণ করা হবে।
  • MNREGA প্রকল্পে রোজগার দেওয়ার ক্ষেত্রে শীর্ষে অবস্থিত। পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে অবস্থিত।
9) সম্প্রতি কে সুরিনামে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

- এস বালাচান্দ্রন।

  • সুরিনামের রাজধানী পারামারিবো।
  • মুদ্রা হলো ডলার।
  • রাষ্ট্রপতি হলেন চান সান্তখী।
10) সম্প্রতি প্রকাশিত "বুদ্ধইন গ্রন্থাগার" বইটি কে লিখেছেন?

- সুনিতা দ্বিবেদী।

Read more

Post a Comment

0 Comments

Ads Area