হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব 17/05/2021 এর Current Affairs। আমরা জানি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার কতখানি গুরুত্বপূর্ণ। আজো আমরা প্রত্যেক দিনের মতো দশটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের কাছে তুলে ধরেছি যেটা আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন এর কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের ব্লগ www.ajkergk.online ভিজিট করতে ভুলবেন না।
CURRENT AFFAIRS 17/05/2021:-
1) ঘূর্ণিঝড় "তৌকাতে" নামকরণ করেছে কোন দেশ?
- মায়ানমার।
> স্থানীয় ভাষায় শব্দটির অর্থ হলো গেকো, এটি একটি সরিসৃপ।
- মায়ানমারের রাজধানী নাইপাইদাও।
- প্রেসিডেন্ট হলেন MYINT SWE।
- মায়ানমার এর মুদ্রার নাম KYAT।
- AIRTEL PAYMENT BANK এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত।
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে।
- রাস্কিন বন্ড।
- তিনি 1992 সালে সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন।
- 2014 সালে তিনি পদ্মভুষন পুরস্কারের সম্মানিত হয়েছিলেন।
- তার জন্ম পাঞ্জাবের হয়েছিল এবং তিনি ভারতীয় ব্রিটিশ লেখক।
- চীন।
> এটি বিভিন্ন পদার্থের মধ্যে মিশ্রিত থাকে এবং এটি 1ই জুলাই থেকে কার্যকর হবে।
- চীনের রাজধানী বেজিং।
- চীনের প্রেসিডেন্ট হলেন সিঝিং পিং।
- চীনের মুদ্রা হলো ইউয়ান।
- কেরালা।
> গ্রামাঞ্চলের যেসব পরিবারগুলি রয়েছে সে সব পরিবারকে জল নল সংযোগ করবে।
- স্নেক পিডিয়া অ্যাপ লঞ্চ করেছে কেরালা।
- প্রথম এন সি সি তে ট্রান্সজেন্ডারদের প্রবেশের অনুমতি দিলো।
- মুখ্য সচিব নিযুক্ত হলেন বি পি জয়।
- অটুকল পঙ্গলা উৎসব পালিত হলো।
- ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি হবে কেরালায়।
- বড় হোটেলকে শিল্পের মর্যাদা দেবে কেরালা।
- 15 ই মে।
- THEME:-"FAMILIES AND NEW TECHNOLOGIES" .
- 1989 সালে রাষ্ট্রসংঘ ঘোষণা করে প্রত্যেক বছর 15 ই মে এই দিবস পালন করা হবে।
- 15 ই মে এবছর "সশস্ত্র সেনা দিবস" হিসেবে পালন করা হয়েছে। প্রত্যেক মে মাসের দ্বিতীয় শনিবার এ দিনটি পালন করা হয়।
- পাঞ্জাব।
- অক্সিজেন সংরক্ষণের জন্য লৌহ ইস্পাত কারখানা বন্ধ রাখার ঘোষণা করেছেন পাঞ্জাব সরকার।
- 2022 সালের মধ্যে সমস্ত বাড়িতে পানীয় জলের সংযোগ করবে।
- সনু সুদকে COVID-19 অক্সিজেন অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে পাঞ্জাব।
- পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং গভর্নর হলেন ভিপি সিং বাদনোরে।
- গুঞ্জন শাহ।
- FOUNDER:- TOMAS BATA ।
- এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে লোশন।
- পাঞ্জাব।
- মুখ্যমন্ত্রী হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।
- গভর্নর হলেন ভিপি সিং বাদোনরে।
- পাঞ্জাবের রাজধানী হল চন্ডিগড়।
- রবার্ট হেনসেল।
- হেডকোয়ার্টার চেন্নাই এ অবস্থিত।
- FOUNDER:- TV SUNDARAM AYENGER.
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে।