Ads Area

Current Affairs in Bengali 13/05/2021||ajkergk

হ্যালো বন্ধুরা আজ আমরা প্রত্যেক দিনের মতো 13/05/2021 এর Current Affairs নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে তার চেয়ে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলি আপনাদের আপকামিং পরীক্ষার জন্য কমন যোগ্য প্রশ্ন হতে পারে। এরকম প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট পেতে AJKER GK- সফলতার চাবিকাঠি Blog ফলো করতে ভুলবেন না।


Current Affairs in Bengali 13/05/2021||ajkergk

1) সম্প্রতি ICC Player of the Month April 2021 কে পেলেন?

- বাবর আজম।

    > বাবর আজম সম্প্রতি ICC Player of the Month April 2021 পুরস্কার পেলেন।

  • জানুয়ারি মাসে পেয়েছেন রিশাব পান্ত।
  • ফেব্রুয়ারি মাসে পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
  • মার্চ মাসে পেয়েছেন ভুবনেশ্বর কুমার।
2) কোন দিনটি প্রত্যেক বছর International Nurse Day হিসাবে পালন  করা হয়?

- 12 ই মে।

    > ফ্লোরেন্স নাইটিঙ্গেল যাকে আমরা Lady with the Lamp বলে থাকি, তার জন্ম বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়।

  • 2021 থিম ছিল:- Nurses A Voice to Lead- A Vission for Future Health Care.

3) ভারত এবং কোন দেশের মধ্যে PASSEX নৌসেনা অভ্যাস আয়োজিত হল?

- ইন্দোনেশিয়া।

    > নৌসেনা অভ্যাসটি আরব সাগরের আয়োজিত হয়েছে। এটিতে অংশগ্রহণ করেছিল ভারতের INS SHARADA এবং একটি চেতক হেলিকপ্টার।

  • ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
  • মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রুপিয়া।
  • ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হলেন জোকো উইডোডো।
4) কোন দেশ মাউন্ট এভারেস্টে কোভিড-19 বিভাজন রেখা স্থাপন করল?

- চীন।

  • চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং।
  • চীনের মুদ্রা ইউয়ান।
  • চীনে সম্প্রতি ঐতিহ্যবাহী উৎসব পালিত হল।
  • প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের শক্তিশালী সেনা।
  • চীন মঙ্গল গ্রহে রেভারের নাম রেখেছে  ZHURONG ।
5) কোন সংস্থা "Green Urja Award" পেল?

- IREDA ।

  • IREDA:- INDIAN RENEWABLE ENERGY DEVELOPMENT ANERGY.
  • এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত।
  • এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে।
  • এই পুরস্কারটি দেয়া হয়েছে ICC (INDIAN CHAMMBART COMMERCE) কর্তৃক নবীকরণ যোগ্য শক্তির ক্ষেত্রে।
6) কোন রাজ্য সরকার মিউকো মাইক্রোসিস ছত্রাক দ্বারা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা করবে?

- মহারাষ্ট্র।

    >করোনা রোগীদের আক্রান্তের ফলে শরীরে প্রতিরক্ষা ক্ষমতা কমে যাওয়ায় মিউকো মাইক্রোসিস নামক ছত্রাক পাওয়া যাচ্ছে। এবং সেই অংশের কালো দাগ হয়ে যাচ্ছে। ফলে বেশীরভাগ মানুষ মারা যাচ্ছে ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে।

  • সম্প্রতি 8 ই মার্চ বিশ্ব নারী দিবসে সশক্তিকরণ যোজনা চালু করল মহারাষ্ট্র।
  • মহারাষ্ট্রের ন্যায় প্রণালী সবচেয়ে ভালো।
  • মহারাষ্ট্রের কৃষকেরা ফ্রেশ ফুড কেক অভিযান চালু করল।
  • অম্বলি নামক স্থানকে জীব বৈচিত্র ঐতিহ্যশালী স্থান ঘোষণা করল মহারাষ্ট্র।
  • মহারাষ্ট্রের গভর্নর ভগৎ সিং কেশিয়াড়ি।
  • মুখ্যমন্ত্রী হলেন উদ্ভব ঠাকরে।
7) বিশ্বের প্রথম জনহীন স্বচালিত জাহাজটির নাম কি?

- Mayflower 400।

    > জলজ প্রাণীদের ট্রাক করতে, জলের মধ্যে প্লাস্টিক বিশ্লেষণ করতে এবং সামুদ্রিক দূষণ অধ্যায়ন করতে এটি 2021 সালের 15ইে মে থেকে আটলান্টিকের জন্য যাত্রা শুরু করবে।

8) কোন সংস্থার ভারতের Covid-19 মোকাবিলার জন্য 15 মিলিয়ন ডলার দান করল?

- টুইটার।

  • সিইও হলেন Jack Dorsey।
  • প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে।
  • এর হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
9) 'United Nation' অনুযায়ী 2022 সালের অর্থবর্ষে ভারতের GDP কত থাকবে?

- 10.1%।

  • Moody's এর রিপোর্ট অনুসারে ভারতের GDP 9.3%।
  • ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে।
  • এর হেডকোয়ার্টার নিউইয়র্ক শহরে অবস্থিত।
  • ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল হলেন অ্যান্টোনিও গুতেরাস।
10) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস কোন দেশে উৎপন্ন হয়?

- চীন।

  • দ্বিতীয় স্থানে আমেরিকা।
  • তৃতীয় স্থানে ভারত।


Post a Comment

0 Comments

Ads Area