Bengali Current Affairs:
হ্যালো বন্ধুরা আজ আমরা 03/05/2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। কিছু ইম্পরট্যান্ট সম্প্রতি ঘটনা নিয়ে আলোচনা করব ।যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের এটা ভালো লাগবে।
1➤ বাজাজ অটোর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
,=> নিরব বাজাজ
বাজাজ অটোর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন নিরব বাজাজ। এর আগে ছিলেন রাহুল বাজাজ। বাজাজ অটোর ডাইরেক্টর হলেন রাজিব বাজাজ।
বাজাজ অটোর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন নিরব বাজাজ। এর আগে ছিলেন রাহুল বাজাজ। বাজাজ অটোর ডাইরেক্টর হলেন রাজিব বাজাজ।
2➤ কোন রাজ্য সরকার সম্প্রতি করুনা ওয়ারিয়ার্স প্রকল্প চালু করেছে?
,=> মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশ সরকার করোনা ওয়ারিয়ার্স প্রকল্প চালু করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান এবং গভর্নর হলেন আনন্দিবেন প্যাটেল। মধ্যপ্রদেশের কিছু জাতীয় উদ্যান হল- পেঞ্চ জাতীয় উদ্যান, ফসল জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান এবং বনবিহারী জাতীয় উদ্যান।
মধ্যপ্রদেশ সরকার করোনা ওয়ারিয়ার্স প্রকল্প চালু করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান এবং গভর্নর হলেন আনন্দিবেন প্যাটেল। মধ্যপ্রদেশের কিছু জাতীয় উদ্যান হল- পেঞ্চ জাতীয় উদ্যান, ফসল জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান এবং বনবিহারী জাতীয় উদ্যান।
3➤ 'দ্বিতীয় সমুদ্র সেতু' অভিযানের মোট কটি জাতীয় নৌ জাহাজ মোতায়েন করা হয়েছে?
,=> সাতটি
কোভিড-19 এর বিরুদ্ধে দেশবাসীর লড়াইয়ের জন্য এবং দ্বিতীয় সমুদ্র সেতু অভিযানের অংশ হিসেবে সাতটি ভারতীয় নৌ জাহাজ কে বিভিন্ন দেশ থেকে লিকুইড মেডিকেল অক্সিজেন ভর্তি ক্রায়োজেনিক্যাং টক এবং চিকিৎসা ক্ষেত্রে সাহায্যকারী সরঞ্জাম নিয়ে আসার জন্য মোতায়েন করা হয়েছে।
কোভিড-19 এর বিরুদ্ধে দেশবাসীর লড়াইয়ের জন্য এবং দ্বিতীয় সমুদ্র সেতু অভিযানের অংশ হিসেবে সাতটি ভারতীয় নৌ জাহাজ কে বিভিন্ন দেশ থেকে লিকুইড মেডিকেল অক্সিজেন ভর্তি ক্রায়োজেনিক্যাং টক এবং চিকিৎসা ক্ষেত্রে সাহায্যকারী সরঞ্জাম নিয়ে আসার জন্য মোতায়েন করা হয়েছে।
4➤ প্রথম দেশ হিসেবে কোন দেশ চালকবিহীন গাড়ি রাস্তায় প্রবেশের অনুমতি প্রদান করেছে?
,=> ইংল্যান্ড
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন বারিশ জণসন এবং এর রাজধানী লন্ডন। ইংল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন বারিশ জণসন এবং এর রাজধানী লন্ডন। ইংল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড।
5➤ অক্সিজেনের সংকট মোকাবেলার জন্য কে অক্সিজেন অন হুইলস উদ্যোগটি চালু করেছেন?
,=> আনন্দ মাহিন্দ্রা
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা অক্সিজেন সংকট মোকাবেলার জন্য অক্সিজেন অন হুইলস উদ্যোগটি চালু করেছে। এটি হরিয়ানার কর্নাল ডিস্ট্রিক্টেও চালু করা হয়েছে।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা অক্সিজেন সংকট মোকাবেলার জন্য অক্সিজেন অন হুইলস উদ্যোগটি চালু করেছে। এটি হরিয়ানার কর্নাল ডিস্ট্রিক্টেও চালু করা হয়েছে।
6➤ তৃপুরারি শরণকে কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করেছে?
,=> বিহার
তিনি 1985 সালের একজন আইএএস পদে কর্মরত। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।
তিনি 1985 সালের একজন আইএএস পদে কর্মরত। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।
7➤ সম্প্রতি প্রয়াত হলেন রোহিত সূরাবজি তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?
,=> সাংবাদিকতা
8➤ 2021 সালে এবছর বিশ্ব হাসি দিবস কবে পালিত হল?
,=> 2ই মে।
প্রতিবছর মে মাসের প্রথম রবিবার এটি পালিত হয়।
প্রতিবছর মে মাসের প্রথম রবিবার এটি পালিত হয়।
9➤ প্রতিবছর কবে গুজরাট এবং মহারাষ্ট্র স্টেটহুড ডে পালন করে থাকে?
,=> 1লা মে।
1960 সালের ফার্স্ট মে বোম্বাই রাজ্যটি দুইভাগে বিভক্ত হয়। একটি নাম মহারাষ্ট্র এবং অপরটির নাম গুজরাট।
1960 সালের ফার্স্ট মে বোম্বাই রাজ্যটি দুইভাগে বিভক্ত হয়। একটি নাম মহারাষ্ট্র এবং অপরটির নাম গুজরাট।
10➤ সম্প্রতি প্রয়াত হলেন সোলি সোয়বজি তিনি কোনটির সাথে যুক্ত ছিলেন?
=> অ্যাটর্নি জেনারেল ছিলেন
তিনি 2002 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন।
তিনি 2002 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন।
Current Affairs এর পরবর্তী তোমাদের কেমন লেগেছে ভাল লাগলে কমেন্ট এর মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিও।