Current Affairs in Bengali||সম্প্রতি ঘটনা||09/05/2021||ajkergk
হ্যালো বন্ধুরা আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স আপকামিং পরীক্ষার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে Current Affairs in Bengali||সম্প্রতি ঘটনা||09/05/2021||ajkergk এই পর্বটি তোমাদের সাথে শেয়ার করছি। যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এই পর্ব থেকে অনেকগুলো প্রশ্ন কমন হতে পারে। আশা করছি তোমাদের Current Affairs in Bengali||সম্প্রতি ঘটনা||09/05/2021||ajkergk এই পর্বটি ভালো লাগবে।
> মনে রাখতে হবে:- রাফায়েল নাদাল একজন প্রখ্যাত স্প্যানিশ টেনিস তারকা। এটা নিয়ে তিনি দুবার এই পুরস্কার পেয়েছেন।
> মনে রাখতে হবে:- এন. বংগগোস্বামী সম্প্রতি পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করেছেন পদুচেরি লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সুন্দরাজান।
> মনে রাখতে হবে:- এই দিনটি পালন করা হয় থ্যালাসেমিয়া ডিজিজ এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য।
- THEME:-ADDRESSING HEALTH INEQUADITES ACROSS THE GLOBAL THELASSEMIA COMMUNITY.
>মনে রাখতে হবে:- হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং গভর্নর হলেন সত্যদেব নারায়ন আর্য।
> মনে রাখতে হবে:- বর্ডার রোড অর্গানাইজেশনের প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত হলেন বৈশালী এস হাইওয়াসে।
> মনে রাখতে হবে:- তামিলনাড়ুর গভর্নর বনোয়ারিলাল পুরোহিত শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।
>মনে রাখতে হবে:- এই দিনেই হেনরি ডুনান্ট এর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়।
- THEME:- TOGETHER WE ARE #UNSTOPABLE
>মনে রাখতে হবে:- তিনি 70 বছর বয়সে মারা গেলেন।
> মনে রাখতে হবে:- সুমিত মালিক(125KG) টোকিও অলিম্পিক এর জন্যে কোয়ালিফাই করলেন।
> মনে রাখতে হবে:- তিনি জাপানের একজন প্রখ্যাত খেলোয়র।
বন্ধুরা আশা করছি তোমাদের এই Current Affairs in Bengali||সম্প্রতি ঘটনা||09/05/2021||ajkergk পর্বটি ভালো লেগেছে। ভালো থাকলে তোমার মতামত দিতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ধন্যবাদ।