Ads Area

Daily Curent Affairs 20/05/2021||সাম্প্রতিক ঘটনা||ajker gk

হ্যালো বন্ধুরা আজ আমরা 20/05/2021 এর Daily Curreny Affairs আলোচনা করব। আজকের Current Affairs এ দশটি প্রশ্ন থাকতে। এই Current Affairs আপনাদের আপকামিং পরীক্ষা জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই পর্বটি ভালো লাগবে।

Daily Current Affairs for upcoming all exam

DAILY CURRENT AFFAIRS 2021:

1) সম্প্রতি কোন দেশ তাদের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের "SIMORGH" তৈরি করল?

- ইরান।
  • ইরানের রাজধানী তেহরান।
  • ইরানের মুদ্রার নাম রিয়েল।
  • এই সুপার কম্পিউটারটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি।
2) প্রয়াত হলেন কি. রাজানারায়ণ কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?

- লেখক।

  • তিনি কিরা নামেও পরিচিত ছিলেন।
  • তিনি একজন তামিল ভাষার লেখক ছিলেন।
  • তিনি 1991 সালে সাহিত্য একাডেমী পুরস্কার পান।
3) কোন রাজ্য সম্প্রতি "MEDICINE FROM THE SKY" প্রজেক্ট চালু করেছে?

- তেলেঙ্গানা।

  • ইলেকট্রিক ভেহিকেল এর উপর রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্স লাগবে না।
  • তেলেঙ্গানার গভর্নর TOP 20 GLOBAL WOMEN EXCELLENCE 2021 পুরস্কার পেলেন।
  • ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে।
  • তেলেঙ্গানার গভর্নর জেনারেল তামিলিসাই সুন্দরাজান।
4) MOCTAR OUANE পুনরায় কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?

- মালি।

  • মালির রাজধানী হল বোমাকো।
  • মালির মুদ্রা হলো CFC FRANK।
5) উপজাতিভুক্ত স্কুলগুলিতে ডিজিটাল ট্রান্সফর্মিং এর জন্য ভারত সম্প্রতি তার সাথে চুক্তি করলো?

- মাইক্রোসফট।

  • উপজাতি বিষয়ক মন্ত্রী হলেন অর্জুন মুন্ডা।
  • মাইক্রোসফট এর সিইও হলেন সত্য নাদেলা।
  • মাইক্রোসফট এর হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটনে।
6) কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়?

- 16 ই মে।

    > বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, উন্নয়ন, চিকিৎসা, যোগাযোগ, শক্তির ক্ষেত্রে আলোর মূল্যকে তুলে ধরার জন্যই এই দিনটি পালন করা হয়।

7) কে প্রথম ভারতীয় ফাইটার হিসেবে MMA TITLE জিতলেন?

- অর্জুন ভূল্লার।

  • রানার আপ হয়েছেন ব্র্যান্ডেন ভেরা।
  • তিনি 2010 এবং 2012 সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।
8) কোথায় 300 বছর পর আবার কমন ক্রান পক্ষী দেখতে পাওয়া গিয়েছে?

- আয়ারল্যান্ডে।

  • আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন।
  • থাইল্যান্ডের মুদ্রা হলো ইউরো।
9) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী HIT COVID APP লঞ্চ করল?

- বিহার।

  •  WHO এর ডক্টর ও জনসংখ্যা অনুপাত সম্পন্ন করেছে।
  • 22 শে মার্চ 109 তম স্থাপনা দিবস পালন করল বিহার।
  • দেশের প্রথম রাজ্য হিসেবে দুটি এনার্জি এফিশিয়েন্ট টাউন থাকার কৃতিত্ব অর্জন করল।
  • প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমনের পরিষেবা চালু করল।
  • প্রত্যেক জেলায় COVID পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করবে বিহার।
  • বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার, রাজ্যপাল হলেন ফাগু চৌহান।
  • বিহারের রাজধানী পাটনা।
10) কোন রাজ্য সরকার কোভিড ডিউটি করতে গিয়ে মারা যাওয়া পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করল?

- মধ্যপ্রদেশ।

  •  প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে জনসচেতন অভিযান চালু করল।
  • এবার থেকে সপ্তাহে 5 দিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ।
  • 2022 সালের মধ্যে সমস্ত গ্রামীণ পরিবারে চল সংযোগ করবে।
  • কোভিড-19 যোদ্ধা কল্যাণ যোজনা চালু করল।
  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল হলেন আনদিনবেন প্যাটেল।

Post a Comment

0 Comments

Ads Area