DAILY CURRENT AFFAIRS 2021
1) সম্প্রতি ঘূর্ণিঝড় "জোশ" এর নামকরণ করেছে কোন দেশ?
- ওমান।
> 23 শে মে থেকে 25 শে মে এর মধ্যে সুন্দরবনে বা দক্ষিণবঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এটি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে।
- তৌকাতে ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে মায়ানমার।
- চীন।
- চীনের রাজধানী বেইজিং।
- প্রেসিডেন্ট হলেন সজিনপিং।
- গণিতবিদ।
- একমাত্র ভারতীয় হিসেবে "KING FAIZAL INTERNATION PRIZE IN SCIENCE" পুরস্কার পান।
- নরোসমহাম শেষাদ্রী থিয়োরোম এর জন্য বিখ্যাত।
- মনিপুর।
> COVID-19 এর জন্য ঘরে ঘরে সবজি পৌঁছানোর জন্য এই APP লঞ্চ করা হয়েছে।
- বন্ধন দুজনের জন্য মডেল রাজ্য হিসেবে নাম উঠে এসেছে মনিপুরের।
- "MY OWN 2021" নামক একটি স্থানীয় উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী চালু করল।
- মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হন পলগরু ভেঙ্কট।
- মুখ্যমন্ত্রী PMFME যোজনা চালু করেছে মনিপুর।
- সাতশী উচিদা।
- SUZUKI এর CEO:- ওসামু সুজুকি।
- FOUNDER:- মিছিও সুজুকি।
- ESTD:-1909 সালে।
- এটি একটি জাপানি কোম্পানি।
- SPACEX।
- SPACEX FOUNDER & CEO:- ইলন মাস্ক।
- CEO OF GOOGLE:- সুন্দর্লাল পিচাই।
- রমেশ পখরিয়াল।
> কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড: রমেশ পোখরিয়াল 2021 এর আন্তর্জাতিক অদম্য স্বর্ণপদক স্বর্ণপদক প্রদান করা হয়েছে। তিনি তার লেখা, সামাজিক ও বিশিষ্ট জনগণের মধ্য দিয়ে তার অসাধারন প্রতিশ্রুতি এবং মানবতাবাদের জন্য এই সম্মানে সম্মানিত হয়েছেন।
8) কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক জাদুঘর দিবস হিসেবে পালন করা হয়?
- 18th May।
> জাদুঘরগুলির সংস্কৃতি বিনিময়, সংস্কৃতির সমঝোতা, সহযোগিতা এবং শান্তির বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে জাদুঘরগুলির সংস্করণ সম্পর্কে সচেতন করতে এই দিনটি পালন করা হয়।
- THEME:- "THE FUTURE OF MUSEUMS: RECOVER AND REIMAGINE।
- প্রথম পালিত হয় 1977 সালে।
- নীরা লন্ডন।
- আমেরিকার প্রেসিডেন্ট হলেন জো বাইডেন।
- ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস।
- মুদ্রা হলো ডলার।
- আমেরিকার রাজধানী হল ওয়াশিংটন ডিসি।
- 17 th May।
- এটি প্রথম পালিত হয় 2005 সালে।
- NORMAL BLOOD PRESURE:- 120/80 mmHg।
Khubi important tothya
ReplyDelete