Daily Current Affairs 2021:-
1) কোন দেশ সম্প্রতি মহাসাগর নজরদারি উপগ্রহ লঞ্চ করল?
- চীন।
- উপগ্রহ টির নাম হল-Haiyang 2D।
- লংমার্চ 4B রকেট দ্বারা লঞ্চ করা হয়েছে।
- চীনের স্পেস এজেন্সি নাম হল- CHANEES NATIONAL SPACE ADMINISTRATION।
- 21ই মে।
- প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(1984-1989) এর সময় কালে হত্যা(21 ই মে 1991)করা হয়েছে, তাই এই দিনটিকে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করা হয়।
- তৃতীয়।
- প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা এবং তৃতীয় স্থানে আছে চীন।
- EY'S RENEWABLE ENERGY COUNTRY A HRACTIVENESS INDEX।
- ঝাড়খন্ড।
- ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সরেন।
- গভর্নর হলেন দ্রৌপদী মুর্মু।
- ঝাড়খন্ডের রাজধানী রাঁচি।
- ঝাড়খন্ড।
- ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সরেন।
- গভর্নর হলেন দ্রৌপদী মুর্মু।
- ঝাড়খন্ডের রাজধানী হল রাঁচি।
- 20ই মে।
- এবছরের থিম ছিল:-MEASURMENT FOR HEALTH।
- প্যারিসে অবস্থিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ লিগাল মেট্রলজি পালন করা হয়।
- পশ্চিমবঙ্গ।
- বর্তমানের ছটি রাজ্যে বিধান পরিষদ আছে। যেমন:- উত্তর প্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা।
- আর্টিকেল 169 এ বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- 6 টি।
- গঙ্গা ঘাট অফ বারানসি।
- টেম্পল অফ কান্চিপুরাম( তামিলনাড়ু)।
- সাতপুরা টাইগার রিজার্ভ( মধ্যপ্রদেশ)
- হিরে বেনকাল মেগালিথিক সাইট।
- মহারাষ্ট্র মিলিটারি আর্কিটেকচার।
- ভেদাঘাটা লামেটাঘাটা অফ নর্মদা ভ্যালি( মধ্যপ্রদেশ)।
- শংকর বালাসুব্রামানিয়াম, ডেভিড ক্লিনারম্যান।
- SUPER FAST DNA SEQUENCE TECHNIQUE আবিষ্কারের জন্য এই পুরস্কার তাদের দেয়া হয়েছে।
- এই পুরস্কারের মূল্য 1MILLION ইউরো।
- পিনারাই বিজয়ন।
- তার পার্টির নাম:- LDF(LEFT DOMOCRETIC FRONT)
- প্রথম নির্বাচিত হয়েছিলেন 2016 সালে।
- কেরালার গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান।
- কেরালার রাজধানী তিরুবনন্তপুরম।
- 20ই মে।
- 1737 সালে 20ই মে মৌমাছি পালনের অগ্রদূত অ্যান্টন জোনাস এর জন্মদিন উপলক্ষে এ দিনটি পালন করা হয়।
- 2021 এর থিম হলো:- "BEE ENGAGED: BUILD BACK BETTER FOR BEES"।
- রাজস্থান।
> তার সাথে তিনি হরিয়ানা এবং বিহারের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন।
- রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অশোক গেইলট।
- রাজ্যপাল হলেন কলরাজ মিশ্রা।
- রাজস্থানের রাজধানী হল জয়পুর।
- সুরেশ মুকুন্দ।
- TV/REALITY SHOW CATEGORY তে পেলেন।
- এই পুরস্কারটি "অস্কার অফ ডান্স" নামে পরিচিত।
- আমেরিকার হিট রিয়ালিটি শো " ওয়ার্ল্ড অফ ডান্স" নামেও পরিচিত।
- পুনে।
- চেম্বারস অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এন্ড এগ্রিকালচার এবং NABARD মিলিত ভাবে এটি তৈরি হয়েছে।
- ভারত।
- প্রথম স্থানে আছে চীন।
16) কোন রাজ্য 100% টিকাকরণ লক্ষ্য পূরণ করার জন্য প্রত্যেক গ্রামে 10 লক্ষ টাকা দেবে?
- পাঞ্জাব।
- সনু সুদকে covid-19 অক্সিজেন অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করল পাঞ্জাব।
- 2022 সালের মধ্যে সমস্ত বাড়িতে পানীয় জলের সংযোগ করবে।
- অক্সিজেন সংরক্ষণের জন্য ঔষধ কারখানা বন্ধ করার কথা ঘোষণা করল।
- দিল্লি।
- দিল্লির মুখ্যমন্ত্রী হলেন আর্ভিন্ড কেজরিওয়াল।
- মঈদ ইউসুফ।
- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
- পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আরিফ আলভি।
- পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তানি রুপিয়া।
- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।
- COVISELF।
- এটি তৈরি করেছে "মাই ল্যাব ডিসকভারি" নামক সংস্থা।
- DRDO।
- DRDO- DEFENCE RESEARCH DEVELOPMENT ORGANIZATION।
- ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে।
- এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত।
- চেয়ারম্যান হলেন জি সতীশ রেড্ডি।