Ads Area

Daily Current Affairs 21/05/2021 and 22/05/2021|| সাম্প্রতিক ঘটনা||ajker gk

হ্যালো বন্ধুরা আজ আমরা 21/05/2021 এবং 22/05/2021 এর Current Affairs নিয়ে আলোচনা করব। আজ আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20 টি কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সাথে শেয়ার করব। এই আপকামিং এক্সাম গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই পর্বগুলি খুবই ভালো লাগবে।

https://www.ajkergk.online/2021/05/daily-curent-affairs-20052021-ajker-gk.html?m=1

Daily Current Affairs 2021:-

1) কোন দেশ সম্প্রতি মহাসাগর নজরদারি উপগ্রহ লঞ্চ করল?

- চীন।

  • উপগ্রহ টির নাম হল-Haiyang 2D।
  • লংমার্চ 4B রকেট দ্বারা লঞ্চ করা হয়েছে।
  • চীনের স্পেস এজেন্সি নাম হল- CHANEES NATIONAL SPACE ADMINISTRATION।
2) কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করা হয়?

- 21ই মে।

  • প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(1984-1989) এর সময় কালে হত্যা(21 ই মে 1991)করা হয়েছে, তাই এই দিনটিকে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করা হয়।
3) সম্প্রতি প্রকাশিত EY INDEX 2021 ভারতের রেঙ্ক কত?

- তৃতীয়।

  • প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা এবং তৃতীয় স্থানে আছে চীন।
  • EY'S RENEWABLE ENERGY COUNTRY A HRACTIVENESS INDEX।
4) সম্প্রতি প্রকাশিত মিশন 100 স্মার্ট সিটি রেংকিং এ কোন রাজ্যে অবস্থিত?

- ঝাড়খন্ড।

  • ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সরেন।
  • গভর্নর হলেন দ্রৌপদী মুর্মু।
  • ঝাড়খন্ডের রাজধানী রাঁচি।
5) অনলাইনে হাসপাতালের বেড বুক করার জন্য কোন রাজ্য অমৃত বাহিনী অ্যাপ লঞ্চ করল?

- ঝাড়খন্ড।

  • ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সরেন।
  • গভর্নর হলেন দ্রৌপদী মুর্মু।
  • ঝাড়খন্ডের রাজধানী হল রাঁচি।
6) কোন তিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড মেট্রলজিক্যাল হিসেবে পালিত হয়?

- 20ই মে।

  • এবছরের থিম ছিল:-MEASURMENT FOR HEALTH।
  • প্যারিসে অবস্থিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ লিগাল মেট্রলজি পালন করা হয়।
7) কোন রাজ্য সম্প্রতি বিধান পরিষদ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?

- পশ্চিমবঙ্গ।

  • বর্তমানের ছটি রাজ্যে বিধান পরিষদ আছে। যেমন:- উত্তর প্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা।
  • আর্টিকেল 169 এ বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
8) সম্প্রতি কতগুলি ভারতীয় স্থান UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ অক্ষা পেল?

- 6 টি।

  • গঙ্গা ঘাট অফ বারানসি।
  • টেম্পল অফ কান্চিপুরাম( তামিলনাড়ু)।
  • সাতপুরা টাইগার রিজার্ভ( মধ্যপ্রদেশ)
  • হিরে বেনকাল মেগালিথিক সাইট।
  • মহারাষ্ট্র মিলিটারি আর্কিটেকচার।
  • ভেদাঘাটা লামেটাঘাটা অফ নর্মদা ভ্যালি( মধ্যপ্রদেশ)।
9) কোন দুজন ব্যক্তিকে ফিরলেন কর্তৃক নোবেল সাইন্স প্রাইস 2021 পেলেন?

- শংকর বালাসুব্রামানিয়াম, ডেভিড ক্লিনারম্যান।

  • SUPER FAST DNA SEQUENCE TECHNIQUE আবিষ্কারের জন্য এই পুরস্কার তাদের দেয়া হয়েছে।
  • এই পুরস্কারের মূল্য 1MILLION ইউরো।
10) সম্প্রতি কে কেরালার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করলেন?

- পিনারাই বিজয়ন।

  • তার পার্টির নাম:- LDF(LEFT DOMOCRETIC FRONT)
  • প্রথম নির্বাচিত হয়েছিলেন 2016 সালে।
  • কেরালার গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান।
  • কেরালার রাজধানী তিরুবনন্তপুরম।
11) প্রত্যেক বছর কোন দিনট "WORLD BEE DAY" হিসেবে পালন করা হয়?

- 20ই মে।

  • 1737 সালে 20ই মে মৌমাছি পালনের অগ্রদূত অ্যান্টন জোনাস এর জন্মদিন উপলক্ষে এ দিনটি পালন করা হয়।
  • 2021 এর থিম হলো:- "BEE ENGAGED: BUILD BACK BETTER FOR BEES"।
12) সম্প্রতি প্রয়াত হলেন জগন্নাথ পাহাড়িয়া তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?

- রাজস্থান।

    > তার সাথে তিনি হরিয়ানা এবং বিহারের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন।

  • রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অশোক গেইলট।
  • রাজ্যপাল হলেন কলরাজ মিশ্রা।
  • রাজস্থানের রাজধানী হল জয়পুর।
13) সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড কোরিওগ্রাফি পুরস্কার 2021 পেলেন?

- সুরেশ মুকুন্দ।

  • TV/REALITY SHOW CATEGORY তে পেলেন।
  • এই পুরস্কারটি "অস্কার অফ ডান্স" নামে পরিচিত।
  • আমেরিকার হিট রিয়ালিটি শো " ওয়ার্ল্ড অফ ডান্স" নামেও পরিচিত।
14) কোথায় ভারতের প্রথম কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র চালু করা হলো?

- পুনে।

  • চেম্বারস অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এন্ড এগ্রিকালচার এবং NABARD মিলিত ভাবে এটি তৈরি হয়েছে।
15) এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম বিমা বাজার কোনটি?

- ভারত।

  • প্রথম স্থানে আছে চীন।

16) কোন রাজ্য 100% টিকাকরণ লক্ষ্য পূরণ করার জন্য প্রত্যেক গ্রামে 10 লক্ষ টাকা দেবে?

- পাঞ্জাব।

  • সনু সুদকে covid-19 অক্সিজেন অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করল পাঞ্জাব।
  • 2022 সালের মধ্যে সমস্ত বাড়িতে পানীয় জলের সংযোগ করবে।
  • অক্সিজেন সংরক্ষণের জন্য ঔষধ কারখানা বন্ধ করার কথা ঘোষণা করল।
17) সম্প্রতি কোথায় 51তম হস্তশিল্প মেলা চালু হয়েছে?

- দিল্লি।

  • দিল্লির মুখ্যমন্ত্রী হলেন আর্ভিন্ড কেজরিওয়াল।
18) সম্প্রতি কে পাকিস্তানের জাতীয় সুরক্ষা প্রদেশটা হিসেবে নিযুক্ত হলেন?

- মঈদ ইউসুফ।

  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
  • পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আরিফ আলভি।
  • পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তানি রুপিয়া।
  • পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।
19) সম্প্রতি ICMR একটি COVID-19 টেস্টিং হোম কিট এর মঞ্জুরি দিয়েছে, তার নাম কি?

- COVISELF।

  • এটি তৈরি করেছে "মাই ল্যাব ডিসকভারি" নামক সংস্থা।
20) কোন সংস্থা COVID-19 মেডিসিন 2DG লঞ্চ করল?

- DRDO।

  • DRDO- DEFENCE RESEARCH DEVELOPMENT ORGANIZATION।
  • ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে।
  • এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত।
  • চেয়ারম্যান হলেন জি সতীশ রেড্ডি।
Read more

Post a Comment

0 Comments

Ads Area