Ads Area

Daily Current Affairs 25/05/ 2021 ||সাম্প্রতিক ঘটনা ||ajker gk

হ্যালো বন্ধুরা আজ আমরা 25/05/2021 এর Current Affairs নিয়ে আলোচনা করব। এই পর্বে দশটি ইম্পরট্যান্ট Current Affairs আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটি আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই পর্বটি খুবই ভালো লাগবে।
Daily Current Affairs 25/05/ 2021||ajker gk

Daily Current Affairs 2021

1) সম্প্রতি " মার্থা কুমি" কোন দেশের প্রথম মহিলা মুখ্য বিচারপতি নির্বাচিত হলেন?

- কেনিয়া।

  • কেনিয়ার রাজধানী নাইরোবি।

  • কেনিয়ার মুদ্রার নাম সিলিং।

  • কেনিয়ার প্রেসিডেন্ট হলেন উগুর কেনিয়াটলা।
2) কোন দিনটি প্রতিবছর "জীব বৈচিত্র এর জন্য আন্তর্জাতিক দিবস" হিসেবে পালিত হয়?

- 22শে মে।

  • Theme 2021:- We are part of the solution".
3) প্রয়াত হলেন জেকে দত্ত তিনি কে ছিলেন?

- NSG এর প্রাক্তন director-general।

  • 26/11 মুম্বাই জঙ্গি হামলার "Terror Attack Rescue Operation" এ মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
  • NSG এর ডাইরেক্টর জেনারেল হলেন:- এম. এ. গণপতি।
4) প্রয়াত হলেন সুন্দরলাল বহুগুণা তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?

- চিপকো আন্দোলন।

  • চিপকো আন্দোলনের স্লোগান ছিল:- "Ecology is the permenent Economy".
5) সম্প্রতি কে তিব্বত নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন?

- পেনপা শেয়িং।

6) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি কে?

- গৌতম আদানি।

  • প্রথম স্থানে আছেন মুকেশ আম্বানি।
7) কে 2021 এ প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন?

- তাশি ইয়াংজোম।

  • তিনি অরুণাচল প্রদেশের 27 বছর বয়ষি মহিলা।

  • প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন:- বাচেন্দ্রী পাল।
8) সম্প্রতি আলোক রঞ্জন ঝা কোন দেশের জাতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

- বেলারুশ।

  • বেলারুশের রাজধানী মিনিসক।

  • মুদ্রা হলো রুবেল।

  • প্রেসিডেন্ট হলেন আলেকজান্ডার লিউকাশেনকো।
9) মহিলা রাগবি বিশ্বকাপ 2022 কোন দেশে আয়োজিত হবে?

- নিউজিল্যান্ড।

  • নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন

  • নিউজিল্যান্ড এর মুদ্রার নাম ডলার।

  • নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন জেসিন্ডা আরডারন।
10) আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

- কর্ণাটক।

    > গ্রামীণ অঞ্চলে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্য সেবা সরবরাহের জন্য আয়ুষ্মান ভারত প্রোগ্রামের অধীনে স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে।

  • কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু।

  • মুখ্যমন্ত্রী হলেন বিএস ইয়েদদুরাপ্পা ।

  • গভর্নর হলেন বাজুভাই বালা।
See more

Post a Comment

0 Comments

Ads Area