Daily Current Affairs 2021
1) সম্প্রতি " মার্থা কুমি" কোন দেশের প্রথম মহিলা মুখ্য বিচারপতি নির্বাচিত হলেন?
- কেনিয়া।
- কেনিয়ার রাজধানী নাইরোবি।
- কেনিয়ার মুদ্রার নাম সিলিং।
- কেনিয়ার প্রেসিডেন্ট হলেন উগুর কেনিয়াটলা।
- 22শে মে।
- Theme 2021:- We are part of the solution".
- NSG এর প্রাক্তন director-general।
- 26/11 মুম্বাই জঙ্গি হামলার "Terror Attack Rescue Operation" এ মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
- NSG এর ডাইরেক্টর জেনারেল হলেন:- এম. এ. গণপতি।
- চিপকো আন্দোলন।
- চিপকো আন্দোলনের স্লোগান ছিল:- "Ecology is the permenent Economy".
- পেনপা শেয়িং।
6) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি কে?
- গৌতম আদানি।
- প্রথম স্থানে আছেন মুকেশ আম্বানি।
- তাশি ইয়াংজোম।
- তিনি অরুণাচল প্রদেশের 27 বছর বয়ষি মহিলা।
- প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন:- বাচেন্দ্রী পাল।
- বেলারুশ।
- বেলারুশের রাজধানী মিনিসক।
- মুদ্রা হলো রুবেল।
- প্রেসিডেন্ট হলেন আলেকজান্ডার লিউকাশেনকো।
- নিউজিল্যান্ড।
- নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন
- নিউজিল্যান্ড এর মুদ্রার নাম ডলার।
- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন জেসিন্ডা আরডারন।
- কর্ণাটক।
> গ্রামীণ অঞ্চলে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্য সেবা সরবরাহের জন্য আয়ুষ্মান ভারত প্রোগ্রামের অধীনে স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে।
- কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু।
- মুখ্যমন্ত্রী হলেন বিএস ইয়েদদুরাপ্পা ।
- গভর্নর হলেন বাজুভাই বালা।