হ্যালো বন্ধুরা আজ আমরা প্রত্যেক দিনের মতো Daily current Affair আপনাদের সাথে শেয়ার করছি। আমরা জানি যে Current Affair Competitive Exam এর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রশ্নগুলি আপকামিং RRB GROUP-D, WEST BENGAL POLICE, SSC,KOLKATA POLICE পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই পর্বটি খুব ভালো লাগবে।
Daily Current Affairs 2021
1) সম্প্রতি কোন রাজ্য আইসোলেশন কিট লঞ্চ করল?
- হিমাচল প্রদেশ।
- দু'লক্ষ বাড়িতে জল সংযোগের ব্যবস্থা করবে হিমাচল প্রদেশ।
- 15ই এপ্রিল হিমাচল দিবস পালিত হলো।
- শিবকর্তন বৃক্ষরোপণ কর্মসূচি চালু হলো।
- স্বর্নিম আন্তর্জাতিক শিবরাত্রি উৎসব পালিত হলো।
- ই-পরিবহন ব্যবস্থা চালু করল হিমাচল প্রদেশ।
- মুসকান মালিক সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সভাপতি নির্বাচিত হলেন।
- 100% বাড়িতে এলপিজি সংযোগ করা প্রথম রাজ্য।
- মুখ্যমন্ত্রী এলেন জয় রাম ঠাকুর এবং রাজ্যপাল হলেন বান্দারু দত্তাত্রেয়।
- শিবশঙ্কর মেনন।
3) সম্প্রতি কে FIH(International Hockey Federation) এর চেয়ারম্যান নিযুক্ত হলেন?
- নারিন্দার বাত্রা।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে লোজান শহরে অবস্থিত।
- একটি প্রতিষ্ঠিত হয়েছিল 1924 সালে।
- আবতার সিং ভাসিন।
- 1949 সালে ভারত চীন যুদ্ধ এবং 1962 সালের পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করেছেন।
- শ্রীলংকা।
- শ্রীলংকার প্রেসিডেন্ট হলেন গোতাবায়া রাজাপক্ষে।
- শ্রীলংকার প্রধানমন্ত্রী হলেন মাহিন্দ্রা রাজাপক্ষে।
- শ্রীলংকার রাজধানী শ্রীজয়াবর্ধেনেপুরাকোট্টে।
- ইতালি।
- ইটালির রাজধানী হল রোম।
- ইতালির মুদ্রার নাম ইউরো।
- ইতালির প্রেসিডেন্ট হলেন স্যারজিও মাট্টারেলা।
- বক্সিং।
- 1968-1989 সাল পর্যন্ত তিনি ভারতীয় বক্সিং কোচ ছিলেন।
- 1985 সালে তিনি প্রথম দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন।
- রাজেশ বানসাল।
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে।
- এটি জাতীয়করণ হয়েছিল 1949 সালে।
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাই অবস্থিত।
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস।
- 23 শে মে।
- 23 শে মে 1951 সালে চীন জোর করে তাদের Seventeen Point Agreement ঠিক পথের উপর লাগু করে। তারপর তিব্বতের মানুষ এই দিনটিকে আন্তর্জাতিক তিব্বত মুক্তি দিবস হিসেবে পালন করে।
- ম্যাক্স ভারস্টপন।
- দ্বিতীয় হয়েছেন Carlos Agramite।