Daily Current Affairs 2021
1) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কোন হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি নিযুক্ত হলেন?
- ছত্রিশগড়।
- মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল।
- রাজ্যপাল হলেন অনুসুইয়া উইকি।
- ছত্রিশগড় এর রাজধানী রায়পুর।
- ভারত।
- ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডে লোজানে অবস্থিত।
- সিবিআই।
- তিনি দুই বছরের জন্য নিযুক্ত হয়েছেন।
- এর আগে তিনি সিআইএসএফ এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন।
- 25শে মে।
5) আলোক রঞ্জন ঝা কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?
- বেলারুশ।
- বেলারুশের রাজধানী মিনস্ক।
- মুদ্রা হল বেলারুসিয়ান রুবেল।
- শাজি এন.এম।
- তিনি হলেন কেরলের বাসিন্দা।
- তিনি কেরলের টিউবার মেন নামেও পরিচিত।
- রবার্ট লেয়ান্ডোদোস্কি।
- তিনি 2020 সালে বর্ষসেরা ফুটবলার ছিলেন।
- ক্যাসপার রাউড।
- তিনি নরওয়ের বাসিন্দা।
- হরিয়ানা।
- প্রত্যেক অলিম্পিক কোয়ালিফাইদের লক্ষ টাকা দেবে।
- আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021 পালন করলো হরিয়ানা।
- বেসরকারি ক্ষেত্রে কাছের মানুষের জন্য 75 শতাংশ সংরক্ষণ করল।
- 11 তম জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জয়ী হলো হরিয়ানা।
- ডোর টু ডোর স্ক্রিমিং ড্রাইভ চালু করেছে হরিয়ানা।
- মুখ্যমন্ত্রী হলেন মনোহরলাল খাট্টার এবং রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ন আর্য।
- নাসা।
- নাসার সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।
- প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে।
- নাসার সম্পূর্ণ নাম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।