Ads Area

Daily Current Affairs 27/05/2021|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স||ajker gk

হ্যালো বন্ধুরা আজ আমরা 27/05/2021 এর Current Affairs নিয়ে আলোচনা করব। আজকের পর্বতে দশটি ইম্পর্টেন্ট Current Affairs আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রশ্নগুলি আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই পর্বটি খুবই ভালো লাগবে।
বাংলা সাম্প্রতিক ঘটনা

Daily Current Affairs 2021 

1) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কোন হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি নিযুক্ত হলেন?

- ছত্রিশগড়।

  • মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল।
  • রাজ্যপাল হলেন অনুসুইয়া উইকি।
  • ছত্রিশগড় এর রাজধানী রায়পুর।
2) কোন দেশের হকি দল সম্প্রতি এতিয়েন গ্লিচিচ অ্যাওয়ার্ড পেয়েছে?

- ভারত।

  • ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডে লোজানে অবস্থিত।
3) সুবোধ কুমার  জেসওয়াল কোনটির ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছেন?

- সিবিআই।

  • তিনি দুই বছরের জন্য নিযুক্ত হয়েছেন।
  • এর আগে তিনি সিআইএসএফ এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন।
4) প্রতিবছর কবে ওয়ার্ল্ড থাইরয়েড ডে পালিত হয়?

- 25শে মে।

5) আলোক রঞ্জন ঝা কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

- বেলারুশ।

  • বেলারুশের রাজধানী মিনস্ক।
  • মুদ্রা হল বেলারুসিয়ান রুবেল।
6) কে সম্প্রতি "Conservation of Domesticated Species" বিভাগে ভারত জীববৈচিত্র পুরস্কার পেলেন?

- শাজি এন.এম।

  • তিনি হলেন কেরলের বাসিন্দা।
  • তিনি কেরলের টিউবার মেন নামেও পরিচিত।
7) কে সম্প্রতি 'ইউরোপীয় গোল্ডেন সু' পুরস্কার জিতলেন?

- রবার্ট লেয়ান্ডোদোস্কি।

  • তিনি 2020 সালে বর্ষসেরা ফুটবলার  ছিলেন।
8) জেনেভা ওপেন টেনিস 2021 পুরুষদের একক শিরোপা কে জিতলেন?

- ক্যাসপার রাউড।

  • তিনি নরওয়ের বাসিন্দা।
9) কোন রাজ্য সরকার সম্প্রতি সঞ্জীবনী পরীযোজনা চালু করেছে?

- হরিয়ানা।

  • প্রত্যেক অলিম্পিক কোয়ালিফাইদের লক্ষ টাকা দেবে।
  • আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021 পালন করলো হরিয়ানা।
  • বেসরকারি ক্ষেত্রে কাছের মানুষের জন্য 75 শতাংশ সংরক্ষণ করল।
  • 11 তম জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জয়ী হলো হরিয়ানা।
  • ডোর টু ডোর স্ক্রিমিং ড্রাইভ চালু করেছে হরিয়ানা।
  • মুখ্যমন্ত্রী হলেন মনোহরলাল খাট্টার এবং রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ন আর্য।
10) কোনটি চাঁদের জল অনুসন্ধানের জন্য প্রথম মোবাইল রোবট প্রেরণের পরিকল্পনা করেছে?

- নাসা।

  • নাসার সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।
  • প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে।
  • নাসার সম্পূর্ণ নাম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

Post a Comment

0 Comments

Ads Area