Ads Area

Daily Current Affairs in Bengali||18/05/2021||Ajker Gk

হ্যালো বন্ধুরা আজ আমরা 18/05/2021 এর Daily Current Affairs আপনাদের সাথে শেয়ার করছি।
কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি WBP, RRB GROUP-D এবং SSC পরীক্ষার জন্য খুবই কমন যোগ্য। আশা করছি আপনাদের এই পর্বটি খুবই ভালো লাগবে।
 
Dail Current Affairs in Bengali||18/05/2021||Ajker Gk

DAILY CURRENT AFFAIRS:-

1) সম্প্রতি জাপান কাকে "অর্ডার অফ রাইজিং সান" সম্মানে সম্মানিত করেছে?

- প্রাক্তন প্রধান মহাসচিব নৃপেন্দ্র মিশ্রাকে।

  • জাপানের রাজধানী টোকিও।

  • জাপানের মুদ্রা ইয়েন।

  • জাপানের প্রধানমন্ত্রী হলেন জসিহিদে সুগা।
2) কোন রাজ্য বিনামূল্যে খাদ্য বিতরণ পাহাড় যোজনা চালু করল?

- অসাম।

  • আসামের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা।

  • প্রজ্ঞান ভারতীয় ও ভাষা গৌরব নামক দুটি যোজনা চালু করেছে।

  • মহাবাবু ব্রহ্মপুত্র উদ্যোগের উদ্ভাবন করলেন প্রধানমন্ত্রী।

  • পূর্ব ভারতের প্রথম স্কিল ইউনিভার্স স্থাপন করা হয়েছে।

  • আসামের প্রথম হেলিপোর্ট তৈরি করা হল মাজুলীতে।

  • আসামের মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা এবং গভর্নর হলেন জগদীশ মুখী।

  • আসামে কাজিরাঙ্গা ন্যাশনাল মানস ন্যাশনাল পার্ক অবস্থিত।
3) সম্প্রতি কে দশম ইটালিয়ান ওপেন খেতাব জয় করলেন?

- রাফায়েল নাদাল।

  • দ্বিতীয় স্থান অধিকার করেছেন নোভাক জোকোভিচ।
4) সম্প্রতি প্রকাশিত "SIKKIM: A HISTORY OF INTRIGUL AND ALLICINCE" বইটি কে লিখেছেন?

- প্রীত মোহনসিংহ মালিক।

    > তিনি  সিকিমমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন।

  • সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রেমসিং তোমার।

  • সিকিমের বর্তমান গভর্নর হলেন গঙ্গাপ্রসাদ।

  • সিকিম 1975 সালে ভারতের 22 তম রাজ্য হিসেবে সংযুক্ত হয়েছে।
5) সম্প্রতি কে 69 তম মিস ইউনিভার্স 2021 এর খেতাব জয় করলেন?

- আন্দ্রেও মিজা।

  • তিনি মেক্সিকোর বাসিন্দা।

  • দ্বিতীয় স্থান অধিকার করেছেন জলিয়া গামা।

  • তৃতীয় স্থান অধিকার করেছেন জানিক।
6) কোন রাজ্য সরকার "আয়ুস ঘর দ্বারা"প্রোগ্রাম চালু করল?

-হিমাচল প্রদেশ।

    >এটি আয়ুস মন্ত্রক দ্বারা আর্ট অফ লিভিং অর্গানাইজেশন এর মাধ্যমে চালু করা হয়েছে। Covid- 19 যেসব রোগীরা হোম আইসোলেটে রয়েছে তাদের হেলদি রাখার জন্য যোগাসন এর প্রশিক্ষণ দেওয়া হবে।

  • দু'লক্ষ বাড়িতে নল জল সংযোগ করবে।

  • 15 এপ্রিল হিমাচল দিবস পালিত হল।

  • স্বর্নিম আন্তর্জাতিক শিবরাত্রি উৎসব শুরু হলো।

  • ই-পরিবহন ব্যবস্থা চালু করল হিমাচল প্রদেশ।

  • মুসকান মালিক সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সভাপতি নির্বাচিত হলেন।

  • মন্ত্রী হলেন জয় রাম ঠাকুর এবং গভর্নর হলেন  বান্দারু দত্তাত্রেয়।
7) কোথায় সিন্ধু দর্শন উৎসব আয়োজিত হয়?

- লাদাখের লে শহরে।

  • লাদাখের লে শহরে সিন্ধু নদীর তীরে এই উৎসবটি আয়োজিত হয়। এবছর কোভিড-19 এর কারণে এটিকে স্থগিত করা হয়েছে।

  • লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হলেন রাধাকৃষ্ণ মাথুর।
8) সম্প্রতি কোথায় মানব শিশুর সম আকারের একটি ব্যাঙ এর খোঁজ পাওয়া গেছে?

- সলোমন আইল্যান্ডে।

  • সলোমন এর রাজধানী হল হোনিয়ারা।

  • এর মুদ্রা হল ডলার।
  • প্রধানমন্ত্রী হলেন মানাসে সোগাভারে।

 9) কোন রাজ্য সরকার ওয়াইল্ডলাইফ সেন্সাস হরিয়ানা নামক বানরের জনগণনার জন্য একটি অ্যাপ লঞ্চ করল?

- হরিয়ানা।

  • ডোর টু ডোর স্ক্রিমিং ড্রাইভ চালু করেছে।

  • 11 তম জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছে হরিয়ানা।

  • বেসরকারি ক্ষেত্রে রাজ্যের মানুষের জন্য 75% সংরক্ষণ করেছে।

  • আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021 পালিত হল হরিয়ানায়।

  • প্রত্যেক অলিম্পিক কোয়ালিফায়ারকে 5 লক্ষ টাকা করে দেবে।
10) কোন রাজ্য 'মোরু গাম করোনা মুক্ত গাম' অভিযান চালু করেছে?

- গুজরাট।

  • মুখ্যমন্ত্রী হলেন বিজয় রুপানি এবং গভর্নর হলেন আচার্য দেবব্রত।

  • গুজরাটের রাজধানী গান্ধীনগর।

  • গুজরাট বাজেট মোবাইল অ্যাপ লঞ্চ করল।

  • কৃষি জনগণনা আয়োজন করেছে।

  • সংযুক্ত কমান্ডোর সম্মেলন আয়োজিত হল।

  • কুম্ভ ফেরত ব্যক্তির জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক রেখেছে।

Read more..

Post a Comment

0 Comments

Ads Area