জীবন বিজ্ঞান GK Dose|| পর্ব-১||ajkergk
2) থাইরয়েড গ্রন্থির উদাহরণ দাও।
- অ্যাড্রিনাল, পিটুইটারি এবং থাইরয়েড।
3) কোনটির সম্বন্ধে প্রত্নতত্ত্ববিদরা চর্চা করেন?
- জীবাশ্ম।
4) কোনটি মানবদেহে ভাইরাসঘটিত রোগ প্রতিরোধের সম্ভাব্য উপায়?
- ভ্যাকসিন।
5) কোনটি আমাদের দেহে খাদ্য পরিপাক এবং শোষণের প্রধান অঙ্গ?
- ক্ষুদ্রান্ত।
6) কোনটি ক্ষুদ্রতম কার্যকারী জিনগত একক?
- সিস্ট্রন।
7) কোনগুলি সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় সূর্যালোক এবং জল ব্যতীত প্রয়োজন হয়
- কার্বন ডাই অক্সাইড।
8) কোন ঔষধটি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রয়োগ করা হয়?
- ইনসুলিন।
9) কোন জীবের ক্লোরোফিল থাকে না?
- ছত্রাক।
10) আন্তকঙ্কালের কোন অংশ সুষুম্নাকাণ্ড কে রক্ষা করে?
- ভার্টিব্রাল কলাম।
11) অধিকাংশ এন্টিবায়োটিক কোথা থেকে পাওয়া যায়?
- ছত্রাক এবং অ্যাকটিনোমাইসিটিস।
12) কোনটি অ্যালকোহল উৎপাদনে ব্যবহৃত?
- ইস্ট।
13) কোনটি প্রতি গ্রামে অধিক ATP উৎপন্ন করে?
- স্নেহপদার্থ।
14) কোন বীজ ডায়াবেটিস এ আক্রান্ত রোগীদের উপকার করে তার রক্ত শর্করা মাত্রা স্বাভাবিক রাখে?
- মেথি বীজ।
15) কোন কশেরুকা করোটির সম্পূর্ণ ভার বহন করে?
- এটলাস।
16) কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়?
- ভিটামিন-A।
17) কোন ভিটামিন সূর্যালোকের মাধ্যমে শরীরে উৎপন্ন হয়?
- ভিটামিন-D।
18) কোন ভিটামিন মানবদেহের চোখের সুস্থ কার্যকারিতা রক্ষায় সহায়তা করে?
- ভিটামিন-A।
19) কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া উপস্থিত?
- কোষ পর্দা।
20) কোন রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে?
- প্লেগ।
21) রক্তের কোন কোষীয় উপাদান এন্টিবডির উৎপাদনের জন্য দায়ী?
- লিম্ফোসাইট।
22) কোন রাসায়নিক উপাদানটি আগাছা নিয়ন্ত্রণ এর জন্য সর্বাপেক্ষা উপযোগী?
- 2,4- ডাইক্লোরোফেনকসি অ্যাসিটিক অ্যাসিড।
23) কোন রাসায়নিক পদার্থটি উদ্ভিদ থেকে পাতা, ফুল ও ফল মোচন এর জন্য সরাসরি দায়ী?
- অ্যাবসিসিক অ্যাসিড।
24) কোনটিতে অধিক পরিমাণ বহিঃকোষীয় বসে থাকে?
- অ্যারিওলার কলা।
25) কোনটি কোন কোন উপাদান কে চিহ্নিত করে না?
- লাইপোজোম।
26) পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়?
- পেনিসিলিয়াম নোটেটাম।
27) কোনটির গুরুত্বপূর্ণ উৎস হল ইস্ট?
- রাইবোফ্লাভিন।
28) খাদ্য সাধারণত কোথায় পরিপাচিত হয়?
- ক্ষুদ্রান্তে।
29) কোনটির ক্ষেত্রে উদ্ভিদের সঠিক বৃদ্ধির জন্য ক্যালসিয়াম প্রয়োজন?
- কোষ প্রাচীর গঠন।
30) ফোরামেন ম্যাগনাম কোথায় অবস্থিত?
- করোটির পশ্চাদ অংশে।
31) নিষেক ব্যতীত ফল গঠনকে কি বলা হয়?
- পার্থেনোকার্পি।
32) কোন সময়ে শিলায় জীবাশ্ম থাকে না?
- আর্কিওজয়িক যুগে।
33) উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়?
- কান্ড থেকে।
34) মাশরুমের ফ্রুট বডি কি?
- ছত্রাক।
35) গ্লুকোজ প্রধানত কোথায় শোষিত হয়?
- P.C.T তে।
36) গ্লুকোজেন মূলত কোথায় সঞ্চিত হয়?
- যকৃত ও পেশিতে।
37) গলগী বডি কোথায় দেখা যায়?
- আর বি সি এবং ব্যাকটেরিয়া ব্যতীত সকল কোষে।
38) হরগোবিন্দ খোরানা কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিল?
- জিন সংশ্লেষ এর জন্য।
39) হ্যাভারসিয়ান নালী কোথায় অবস্থিত?
- অস্তিতে।
40) এইচসিএল কিসের দ্বারা গঠিত হয়?
- অক্সিনটিক কোষ দ্বারা।
41) হার্ট অ্যাটাক কিসের জন্য হয়ে থাকে?
- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে গেলে।
42) অতিরিক্ত অ্যালকোহল পান করি মানুষেরা সাধারণত মারা যায়, কেন?
- সিরোসিস এর কারনে।
43) উত্তেজনা ও আবেগ কিসের দ্বারা ঘটে?
- অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা।
44) প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে কতগুলি কোষ থাকে?
- 10,000 মিলিয়ন কোষ।
45) হিস্টিওসাইট হল যোগ কলার কোষ সেটি কোথায় অংশগ্রহণ করে?
- ফাগোসাইটোসিস এ।
46) কোষ পর্দা কিভাবে জৈব রাসায়নিক বিক্রিয়ার কেন্দ্র হিসাবে কাজ করে?
- কোষ পর্দা পর্যায়ক্রমিক বিক্রিয়া গুলির উৎসেচক গুলিকে একসঙ্গে নিবিড় ভাবে ধরে রাখে।
47) সদ্যজাত শিশুর দেহে কতগুলি অস্থি থাকে?
- 300 টি।
48) জেনেটিক কোডের মাধ্যমে কতগুলি বিভিন্ন ধরনের অ্যামাইনো এসিডকে চিহ্নিত করা যায়?
- কুড়িটি।
49) মানব রক্তে কত শতাংশ রক্ত রস থাকে?
- 65%।
50) আমরা যদি আমাদের দেহের রক্তবাহিকাগুলির দৈর্ঘ্য পরিমাপ করি তবে তা কত কিলোমিটার হবে?
- 96,000 কিমি।
Nice
ReplyDelete