Ads Area

খেলাধুলার GK DOSE Part-2|| স্পোর্টস জিকে||ajkergk

হ্যালো বন্ধুরা খেলাধুলা একটি কম্পিটিটিভ এক্সামের জন্য । তাই  আজকে আমি আপনাদের সাথে খেলাধুলার GK DOSE Part-2 এর পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। এই পরবর্তী আপনাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, RRB GROUP-D এবং SSC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি খুবই কমন যোগ্য। লিটনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ব্লগ www.ajkergk.online কে ফলো করতে ভুলবেন না।

খেলাধুলার GK DOSE Part-2|| স্পোর্টস জিকে||ajkergk

খেলাধুলার GK DOSE Part-2

1) ভারত কোন অলিম্পিক হকিতে প্রথম স্বর্ণপদক পায়?

- আমস্টারডাম অলিম্পিকে।

2) প্রথম T20 ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল কোনটি?

- ভারত।

3) ভারতের প্রথম প্রতিযোগিতামূলক হকির অনুষ্ঠানকে কি নামে অভিহিত করা হয়?

- টাইটান কাপ।

4) ভারতের কোন ক্রিকেটারের নাম ভাদোদরা এক্সপ্রেস?

- ইরফান পাঠান।

5) ভারতের কোন ক্রিকেটারের নাম হরিয়ানা হ্যারিকেন?

- কাপিল দেভ।

6) কোন খেলা প্রথমে কমক নামে পরিচিত ছিল?

- হকি।

7) IPL এ সর্বোচ্চ উইকেট পাওয়ার জন্য যে টুপি প্রদান করা হয় তার রং কি?

- পার্পেল ।

8) IPL এ সর্বোচ্চ রান পাওয়ার জন্য যে টুপি প্রদান করা হয়  তার রং কি?

- অরেঞ্জ।

9) কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন এর নাম পাল্টে কি রাখা হয়েছে?

- বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

10) হকি খেলায় খেলার সংখ্যা কত?

- 11 জন।

11) আগাখান কাপ কোন খেলার সাথে যুক্ত?

- হকি।

12) বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত?

- হকি খেলার সাথে।

13) সার্কেল কথাটি কোন খেলার সাথে যুক্ত?

- হকি খেলার সাথে।

14) আধুনিক হকির জনক কাকে বলা হয়?

- মাক টক।

15) মহিলাদের বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় প্রথমবার কোন দেশ চ্যাম্পিয়ন হয়?

- ইংল্যান্ড।

16) সানিলি কাপ কোন খেলার সাথে যুক্ত?

- আইস্ হকি।

17) হকি খেলার মাঠের ক্ষেত্রফল কত?

- 100 গজ * 55 - 60 গজ।

18) হকি মাটির দুটি গোলপোস্টের মধ্যে দূরত্ব কত?

- আট গজ।

19) আইস হকি খেলার খেলোয়াড় সংখ্যা কত?

- 6 জন।

20) আইস হকি ক্রীড়াক্ষেত্রের নাম কি?

- রিং ।

21) হকি চালাতে গোলপোস্টের উচ্চতা কত থাকে ?

- 7 ফুট।

22) হকি স্টিক এর ওজন কত আউন্স এর বেশি হবে না?

- 28 আউন্স।

23) আপনি বলের ওজন কত আউন্স এর বেশি হবে না?

- 5.75 আউন্স।

24) আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) কত সালে প্রতিষ্ঠিত হয়?

- 1928 সালে।

25) আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?

- ফ্রান্সের প্যারিসে।

26) বার্লিন অলিম্পিকে কোন দেশটি হ্যান্ডবল বিজয়ী হয়েছিল?

- জার্মানি।

27) কোন দেশের জাতীয় খেলা আইস হকি(শীতকালীন)?

- কানাডা।

28) আধুনিক হ্যান্ডবল খেলার জন্ম কোন দেশে হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে?

- জার্মানি।

29) কোন অলিম্পিকে প্রথম ভলিবল অন্তর্ভুক্ত হয়?

- জাপান অলিম্পিকে(1964 সালে)।

30) ভলিবল খেলার প্রতিটি দল প্রতিবার কয়টি করে বল সার্ভিস করতে পারবে?

- দশটি করে।

31) ভলিবলে এক দলে কজন করে খেলোয়াড় খেলে?

- 6 জন করে।

32) ভলিবলের পরিধি কত সেন্টিমিটার হয়ে থাকে?

- 65 থেকে 67 সেন্টিমিটার।

33) ভলিবল কোর্টের দৈর্ঘ্য কত মিটার?

- 18 মিটার।

34) ভলিবল জালের এর দৈর্ঘ্য কত মিটার হয়?

- 9.50 সেন্টিমিটার।

35) টেবিল টেনিস খেলায় মিক্সড ডবলসে বিশ্বমানের প্রতিযোগিতা কি?

- হেডুসেক কাপ।

36) হ্যান্ডবল মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে?

- 40 মিটার।

37) হ্যান্ডবল মাঠের প্রস্থ কত মিটার হয়ে থাকে?

- কুড়ি মিটার।

38) হ্যান্ডবলের গোলপোস্ট কত মিটার হয়ে থাকে?

- লম্বায় 4 মিটার।

39) হ্যান্ডবল খেলার সময়সীমা কত মিনিট?

- 70 মিনিট।

40) হ্যান্ডবলের প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে?

- 12 জন করে।

41) বাস্কেটবল খেলার আবিষ্কর্তা কে?

- ড: জেমস লাইস্মিথ।

42) বাস্কেটবলের জন্ম কোন দেশে হয়েছিল?

- মার্কিন যুক্তরাষ্ট্র।

43) সাধারণত বাস্কেটবল খেলার সময়সিমা কত?

- 50 মিনিট।

44) বাস্কেটবল খেলায় প্রতিটি দলকে কতজন করে খেলোয়াড় অংশগ্রহণ করে?

- পাঁচজন।

45) লং টেনিস প্রথম কোন দেশ প্রচলন করে?

- ইংল্যান্ড।

46) ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত?

- লং টেনিস।

47) লং টেনিস এর ক্রীড়াক্ষেত্রে নাম কি?

- কোর্ট বা এরেনা।

48) লং টেনিস এ কোন ভারতীয় প্রথম অলিম্পিকের প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছিলেন?

- লিয়েন্ডার পেজ।

49) টেনিস খেলায় কত পয়েন্ট থাকলে তাকে সমতা পয়েন্ট বলা হয়?

- 40-40 ।

50) আধুনিক লং টেনিস এর সূচনা কত সালে হয়?

-1873 সালে।



Post a Comment

0 Comments

Ads Area