Ads Area

GK Express In Bengali|| বাংলা জিকে এক্সপ্রেস||Ajkergk||Part-1

GK Express In Bengali|| বাংলা জিকে এক্সপ্রেস||Ajkergk||Part-1

GK Express In Bengali|| বাংলা জিকে এক্সপ্রেস||Ajkergk||Part-1

হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব GK Express In Bengali|| বাংলা জিকে এক্সপ্রেস||Ajkergk||Part-1 । এটি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতগুলি প্রশ্নোত্তর তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলি প্রিভিয়াস ইয়ারের এসে থাকা প্রশ্নোত্তর। আশা করছি তোমাদের GK Express In Bengali|| বাংলা জিকে এক্সপ্রেস||Ajkergk||Part-1 এই পর্বটি ভালো লাগবে।


1) কত সালে ক্রিপস মিশন ভারতে আসে?
-1942 সালে।
2) রেডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
- ভারত ও পাকিস্তান।
3) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
- দোদাবেতা।
4) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব এর সূচনা হয়েছিল?
- তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
5) বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কয়টি?
- 11 টি।
6) কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন?
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
7) 'গোরসপ্পা' জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
- সবরমতী নদীর উপর।
8) রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি কে করেন?
- সুপ্রিম কোর্ট
9) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
- দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনাইমুদি।
10) কে 'বর্তমান শাক্যমুনি' নামে পরিচিত ছিল?
- হিউয়েন সাং।
11) কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন?
- শাহজাহান।
12) ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হন?
- দাদাভাই নওরোজি।
13) ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি?
-NH47A
14) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাশ হয়?
- 1878 সালে।
15) কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?
- পেট্রোরসায়ন শিল্পকে।
16) সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত?
- উড়িষ্যা।
17) রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
- কেরল।
18) কোন ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য শকাব্দ প্রবর্তিত হয়?
- কনিস্কের সিংহাসন আহরণ।
19) কনিষ্ক কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন?
- অশ্বঘোষ।
20) লোকহিতবাদী নামে কে পরিচিত?
- গোপালহরি দেশমুখ।
21) কোন সংশোধনীতে চারটি ভাষার যোগ করে মোট বাইশটি ভাষা যুক্ত করা হয় অষ্টম তফশিলি তে?
- 92 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
22) রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর?
- 6 বছর।
23) কাপড় কাঁচার সোডা সংকেত কি?
-Na2CO3।
24) ডায়নামো কে আবিষ্কার করেন?
- মাইকেল ফ্যারাডে।
25) ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের কারণে হয়?
- আর্সেনিক দূষণ।
26) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
- কোয়েম্বাটুর ।
27) ধুনা আসলে কি?
- একপ্রকার রজন।
28) বাবর এর আত্মজীবনী 'বাবরনামা' প্রথম কোন ভাষায় লেখা হয়?
- তুর্কি ভাষায়।
29) জাতীয় পতাকা উল্টোভাবে তোলাটি কিসের ইঙ্গিত দেয়?
- বিপর্যয়ের।
30) প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
- 4 ই ফেব্রুয়ারি।
31) হীরের উপর দাগ কাটা যায় কোন যৌগটি?
- বোরন কার্বাইড।
32) বিসমাথ কি?
- একপ্রকার ধাতুকল্প।
33) কত খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের চুক্তি হয়েছিল?
- 1809 সালে।
34) জলদাপাড়া অভয়ারণ্য কি জন্য বিখ্যাত?
- একশৃঙ্গ গন্ডার।
35) ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত?
- 24 ফুট। 
36) ভারতের প্রথম সূর্যোদয় কোথায় হয়?
- অরুণাচল প্রদেশের।
37) নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
- গোদাবরী
38) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?
- সারনাথে। 
39) 'INDOMITABLE SPIRIT' এর রচয়িতা কে?
- ড: এপিজে আবদুল কালাম।
40) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয়?
- 36 তম।

বন্ধুরা আজকের এই GK Express In Bengali|| বাংলা জিকে এক্সপ্রেস||Ajkergk||Part-1 পর্বটি কেমন লেগেছে? ভাল লাগলে কমেন্ট এর মাধ্যমে তোমাদের মতবাদটি জানিয়ে দিও ধন্যবাদ।

Tags

Post a Comment

0 Comments

Ads Area