GK Practice Set 1:-
হ্যালো বন্ধুরা, আজ আমরা GK Practice set-1 নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ question answer provide করব। যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের GK Practice Set-1 এর পর্বটি ভাল লাগবে।
1➤ কোন গ্রন্থি উদ্দীপনার জন্য দায়ী?
,=> অ্যাড্রিনাল গ্রন্থি
এড্রিনাল গ্রন্থির অঞ্চল থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়, জরুরী কালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হলে ক্রিয়াশীল হ্রাস পায় এই কারণে অ্যাড্রিনালিন কে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়।
এড্রিনাল গ্রন্থির অঞ্চল থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়, জরুরী কালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হলে ক্রিয়াশীল হ্রাস পায় এই কারণে অ্যাড্রিনালিন কে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়।
2➤ পেট্রোলের রাসায়নিক নাম কি?
,=> গ্যাসোলিন
3➤ বিশুদ্ধ জলের PH এর মাত্রা কত?
,=> 7
4➤ LPG এর প্রধান উপাদান কি?
,=> বিউটেন ও প্রোপেন।
5➤ ডায়নামো যন্ত্র শক্তির কোন রূপান্তরটি ঘটে?
,=> যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি।
6➤ তড়িৎ প্রবাহমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
,=> অ্যামিটার।
7➤ বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি?
,=> পৃষ্ঠটানের কারণে।
8➤ অদিতি অশোক কোন খেলার সাথে যুক্ত?
,=> গলফ খেলার সাথে যুক্ত।
9➤ সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায় কোন ক্ষেত্রে?
,=> কৃষিক্ষেত্রে।
10➤ হাইকোর্টের একজন বিচারক কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকেন?
,=> 62 বছর।
11➤ কোন নদীর তীরে দার্জিলিং শহরটি অবস্থিত?
,=> তিস্তা।
12➤ কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা গৃহীত হয়েছে?
,=> অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার।
13➤ অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি আর কতজন সদস্য নিয়ে?
,=> চারজন সদস্য নিয়ে।
14➤ বৈদিক সাহিত্যে 'কৃষ্ণ অয়স' বলতে কি বুঝিয়েছে?
,=> লোহা।
15➤ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?
,=> ক্যাস্পিয়ান সাগর।
পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র।
পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র।
16➤ গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন?
,=> জাহাঙ্গীর।
17➤ চিকেনকারী কোন ভারতীয় শহরের বিখ্যাত বুনন শৈলী?
,=> লখনউ
লখনউ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত।
লখনউ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত।
18➤ দা ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে?
,=> জহরলাল নেহেরু।
জহরলাল নেহেরু চাচা নামে পরিচিত।
জহরলাল নেহেরু চাচা নামে পরিচিত।
19➤ মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম?
,=> চতুর্থ।
20➤ কার সমাধিস্থল 'শক্তিস্থল' নামে পরিচিত?
,=> ইন্দিরা গান্ধী।
21➤ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি?
,=> উত্তর 24 পরগনা।
22➤ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
,=> বৈকাল হ্রদ।
এটি রাশিয়ায় অবস্থিত।
এটি রাশিয়ায় অবস্থিত।
23➤ থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত?
,=> ব্যাডমিন্টন।
24➤ কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল?
,=> 1772 খ্রিস্টাব্দ।
1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল।
1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল।
25➤ রাজ্যসভার চেয়ারম্যান কে?
,=> উপরাষ্ট্রপতি।
উপরাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। 63 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির পদের কথা উল্লেখ করা আছে।
উপরাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। 63 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির পদের কথা উল্লেখ করা আছে।
26➤ মীরাশেঠ কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল?
,=> তাঁত।
27➤ 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
,=> হুমায়ুনের সাথে শের খা।
28➤ টেলিফোন যন্ত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?
,=> তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি।
29➤ নেতাজির অন্তর্ধান বিষয়ক যে কমিটি গঠন করা হয়েছিল তার নাম কি?
,=> শ্যামল সেন কমিটি।
30➤ গৌতম বুদ্ধ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
,=> বিহারে।
31➤ 1 কেজি সমান কত পাউন্ড?
,=> 2.204 পাউন্ড।
32➤ 'With you all the way' এটি কোন ব্যাংকের স্লোগান?
,=> স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
33➤ ভারতীয় অর্থনীতিতে কোন ক্ষেত্রে সর্বাধিক দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে?
,=> কৃষিক্ষেত্রে।
34➤ কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ?
,=> সিয়াচেন।
এটি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র।
এটি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র।
35➤ দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা কোনটি?
,=> আন্নামালাই।
36➤ কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী?
,=> গোদাবরী
মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে। এটি1465 কিলোমিটার দৈর্ঘ্য এর কয়েকটি উপনদী হল মঞ্জিরা, ইন্দ্রাবতী, পেনগঙ্গা।
মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে। এটি1465 কিলোমিটার দৈর্ঘ্য এর কয়েকটি উপনদী হল মঞ্জিরা, ইন্দ্রাবতী, পেনগঙ্গা।
37➤ লোকসভার মোট কয়টি আসন সংখ্যা আছে?
,=> 552 টি।
38➤ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন?
,=> রাষ্ট্রপতি।
52 থেকে 62 নম্বর ধারায় রাস্ট্রপতির কথা উল্লেখ করা আছে। 61 নম্বর ধারায় রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা উল্লেখ করা আছে।
52 থেকে 62 নম্বর ধারায় রাস্ট্রপতির কথা উল্লেখ করা আছে। 61 নম্বর ধারায় রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা উল্লেখ করা আছে।
39➤ অজন্তা গুহা টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
,=> মহারাষ্ট্র।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই।
40➤ 1946সালের 26 নভেম্বর তারিখটি কি জন্য গুরুত্বপূর্ণ?
,=> গণপরিষদে সংবিধান গৃহীত হয়।
41➤ বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
,=> সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
42➤ আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
,=> দক্ষিণ 24 পরগনা।
43➤ রবার্ট পিয়েরি নামটি কি জন্য বিখ্যাত?
,=> উত্তর মেরু বিজয়ী।
44➤ কোন আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্য প্রতিফলিত হয়েছিল?
,=> খিলাফত আন্দোলন।
45➤ প্রাচীন শিক্ষাকেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
,=> প্রথম কুমার গুপ্ত।
46➤ বিখ্যাত গায়ত্রী মন্ত্রটি কোন বেদ থেকে নেওয়া হয়েছে?
,=> ঋকবেদ।
47➤ ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে?
=> ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।
GK Practice Set-1 এর পর্বটি কেমন লেগেছে? ভালো লাগলে কমিটির মাধ্যমে তোমার মতামতটি জানিয়ে দিও ধন্যবাদ।