GK PRACTICE SET IN BENGALI
হ্যালো বন্ধুরা, আজ আমরা GK Practice set-2 নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ question answer provide করব। যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের GK Practice Set-2 এর পর্বটি ভাল লাগবে।
1➤ আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন?
,=> সেতার
আমির খসরু সেতার ব্যবহার করতেন। বিনা কে আরো উন্নত করেন। আমির খসরু কে ভারতের তোতা পাখি বলা হয়।
আমির খসরু সেতার ব্যবহার করতেন। বিনা কে আরো উন্নত করেন। আমির খসরু কে ভারতের তোতা পাখি বলা হয়।
2➤ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
,=> ROM
ROM-READ ONLY MEMORY, RAM-RANDOM ACCESS MEMORY
ROM-READ ONLY MEMORY, RAM-RANDOM ACCESS MEMORY
3➤ ডারউইন তত্ত্ব কি?
,=> প্রাকৃতিক নির্বাচনবাদ
ডারউইন তত্ত্ব হলো প্রাকৃতিক নির্বাচন বাদ যোগ্যতমের উদ্বর্তন।
ডারউইন তত্ত্ব হলো প্রাকৃতিক নির্বাচন বাদ যোগ্যতমের উদ্বর্তন।
4➤ সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে?
,=> 1976 সালে
1976 সালের 42 তম সংবিধান সংশোধনী অনুযায়ী সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে।
1976 সালের 42 তম সংবিধান সংশোধনী অনুযায়ী সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে।
5➤ 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
,=> 76.26%
ভারতের সাক্ষরতার হার সর্বাধিক হল কেরালায়(93.9%)। এবং সর্বনিম্ন হলো বিহারে(63.8%)। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সর্বাধিক পূর্ব মেদিনীপুর(87.66%)। এবং সর্বনিম্ন উত্তর দিনাজপুর(60.13%)
ভারতের সাক্ষরতার হার সর্বাধিক হল কেরালায়(93.9%)। এবং সর্বনিম্ন হলো বিহারে(63.8%)। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সর্বাধিক পূর্ব মেদিনীপুর(87.66%)। এবং সর্বনিম্ন উত্তর দিনাজপুর(60.13%)
6➤ গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
,=> কানপুর
7➤ ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
,=> সেতার
8➤ কার শাসনকালে ফতেপুর সিক্রিতে নির্মিত হয়েছিল?
,=> আকবর
সম্রাট আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। ফতেপুর সিকৃতে প্রবেশদ্বার হিসেবে বুলান দারওয়াজা।
সম্রাট আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। ফতেপুর সিকৃতে প্রবেশদ্বার হিসেবে বুলান দারওয়াজা।
9➤ মহানদী কোথায় পতিত হয়েছে?
,=> বঙ্গোপসাগরে।
10➤ ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল কবে তৈরি হয়েছিল?
,=> 1952 সালে।
পরিকল্পনা কমিশন 15ই মার্চ 1950, ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল 6ই 1952, নীতি আয়োগ 1লা জানুয়ারি 2015
পরিকল্পনা কমিশন 15ই মার্চ 1950, ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল 6ই 1952, নীতি আয়োগ 1লা জানুয়ারি 2015
11➤ তিব্বতীরা কোন দিনটি অভ্যুত্থানের দিন বলে মনে করেন?
,=> 10ই মার্চ
12➤ 'A Writer's People' কে লিখেছেন?
,=> ভি এস নাইপল
13➤ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী কেন্দ্র কোথায় অবস্থিত?
,=> কোচিন শিপইয়ার্ড
14➤ কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র টি অবস্থিত?
,=> ব্রাহ্মণী
1956 সালে জার্মানির Krupps ও Demang কোম্পানির সহযোগিতায় উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলার ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানা টি গড়ে ওঠে।
1956 সালে জার্মানির Krupps ও Demang কোম্পানির সহযোগিতায় উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলার ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানা টি গড়ে ওঠে।
15➤ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
,=> উমেশচন্দ্র ব্যানার্জি
জাতীয় কংগ্রেসের 1885 সালের প্রথম অধিবেশন মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের প্রথম সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। বদ্রুদ্দিন তৈয়াবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি।
জাতীয় কংগ্রেসের 1885 সালের প্রথম অধিবেশন মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের প্রথম সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। বদ্রুদ্দিন তৈয়াবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি।
16➤ দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
,=> ক্রীড়া প্রশিক্ষণ
এটি শ্রেষ্ঠ ক্রীড়া প্রশিক্ষণ সম্মান। 1985 সাল থেকে ভারত সরকার এই পুরস্কার চালু করেছে।
এটি শ্রেষ্ঠ ক্রীড়া প্রশিক্ষণ সম্মান। 1985 সাল থেকে ভারত সরকার এই পুরস্কার চালু করেছে।
17➤ পাঠাকই ভূমি সীমান্ত কোন সীমানা নির্দেশ করে?
,=> অরুণাচল প্রদেশ ও মায়ানমার
অরুণাচল প্রদেশের পূর্ব নাম নর্থইস্ট ফ্রন্টিয়ের এজেন্সি।
অরুণাচল প্রদেশের পূর্ব নাম নর্থইস্ট ফ্রন্টিয়ের এজেন্সি।
18➤ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
,=> গুরু নানক
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। গুরু গোবিন্দ সিং শিখদের একটি সামরিক জাতিতে পরিণত করেন।
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। গুরু গোবিন্দ সিং শিখদের একটি সামরিক জাতিতে পরিণত করেন।
19➤ রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল কত বছর?
,=> 6 বছর
রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স 35 বছর। রাজ্যসভার সদস্যদের নূন্যতম বয়স 30 বছর।
রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স 35 বছর। রাজ্যসভার সদস্যদের নূন্যতম বয়স 30 বছর।
20➤ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি?
=> সুষুম্নাকান্ড
বাহ্যিক পরিবেশ অথবা অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে পরিবর্তনে মস্তিষ্কের বিবেচনা বা নির্দেশ ব্যতীত স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়ার ফলে দ্রুত যে কাজ নিষ্পন্ন হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে যা মস্তিষ্কের অজ্ঞাতসারে সুষুম্না কান্ডের নির্দেশে ঘটে।
বাহ্যিক পরিবেশ অথবা অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে পরিবর্তনে মস্তিষ্কের বিবেচনা বা নির্দেশ ব্যতীত স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়ার ফলে দ্রুত যে কাজ নিষ্পন্ন হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে যা মস্তিষ্কের অজ্ঞাতসারে সুষুম্না কান্ডের নির্দেশে ঘটে।
GK Practice Set-2 এর পর্বটি কেমন লেগেছে? ভালো লাগলে কমিটির মাধ্যমে তোমার মতামতটি জানিয়ে দিও ধন্যবাদ।