1) কুষাণ যুগের সবথেকে প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র কোনটি?
- তক্ষশীলা বিশ্ববিদ্যালয়।
2) নালন্দা বিশ্ববিদ্যালয় কে গড়ে তোলেন?
- প্রথম কুমারগুপ্ত।
3) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
- সিমুক।
4) মুক্তিদাতা কোন গুপ্ত সম্রাটকে বলা হয়?
- স্কন্দগুপ্তকে।
5) নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায়?
- প্রথম সাতকর্ণীর।
6) ভারতের সুবর্ণ যুগ কোন সময়কে বলা হয়?
- গুপ্তযুগকে।
7) নাসিক প্রশস্তি কে রচনা করেন?
- রাজশ্রী (বা বনশ্রী সাতকর্ণী)।
8) নানাঘাট শিলালিপির রচয়িতা কে?
- রানী নায়নিকা।
9) দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগবংশের কোন রাজকন্যাকে বিবাহ করেন?
- কুবের নাগাকে।
10) কোন গুপ্তসম্রাটকে ' লিচ্ছবি দৌহিত্র' বলা হয়?
- সমুদ্রগুপ্তকে।
11) 'শক-যবন-পল্লব-নিসুদন কে?
- গৌতমীপুত্র সাতকর্ণী।
12) ফু-কুয়ো-কিং কার রচনা?
- ফা হিয়েনের।
13) 'এলাহাবাদ প্রশস্তি' কার রচিত?
- হরিসেনের।
14) ফা হিয়েন কোথা থেকে ভারতে আসেন?
- চীন দেশ থেকে।
15) কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি ধারণ করেন?
- সমুদ্রগুপ্ত।
16) প্রাচীন ভারতের নেপোলিয়ান ককে বলে?
- সমুদ্রগুপ্তকে।
17) নবরত্ন কার রাজসভায় ছিল?
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
18) গুপ্তাব্দ কে প্রচলন করেন?
- প্রথম চন্দ্রগুপ্ত।
19) 'মিলিন্দ পঞ্চহো' কে রচনা করেন?
- নাগসেন।
20) 'পবনদুত' কাব্যের রচয়িতা কে?
- ধোয়ী।
21) কৌটিল্যের আসল নাম কি?
- বিষ্ণুগুপ্ত।
22) মহাবলীপুরমের রথ মন্দিরগুলিকে কে নির্মাণ করেন?
- নরসিংহ বর্মন।
23) শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন?
- গৌড়ের।
24) চর্যাপদ কোন যুগে রচিত হয়?
- পাল যুগে।
25) শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?
- শৈব।
26) ইলায়ুধ কে ছিলেন?
- লক্ষণ সেনের প্রধানমন্ত্রী।
27) হর্ষচরিত কার রচনা?
- বানভট্টের।
28) হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম বল?
- রত্নাবলী।
29) বানভট্ট কোন অঞ্চলকে তুষার শৈল বলেছেন?
- কাশ্মীর( মতান্তরে নেপালকে)।
30) গীতগোবিন্দ কার রচনা?
- জয়দেব।
31) কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়?
- দ্বিতীয় মহিপালের সময়।
32) শশাঙ্কের মৃত্যুর পর বাংলা রাজনৈতিক অবস্থাকে কি বলা হত?
- মাৎস্যন্যায়।
33) লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
- লক্ষণাবতীতে।
34) মাৎস্যন্যায় এর অবসান ঘটিয়েছিলেন কে?
- গোপাল পাল।
35) বল্লাল সেনের গুরু কে ছিলেন?
- অনিরুদ্ধ।
36) বখতিয়ার খলজির বাংলা আক্রমণকালে বাংলার রাজা কে ছিলেন?
- লক্ষণ সেন।
37) কুটুম্বিনি কাদের বলা হত?
- রাষ্ট্রকূটদের।
38) "0" তত্ত্বের আবিষ্কারক কে?
- নাগার্জুন।
39) মনিমঙ্গলাম যুদ্ধ কবে হয়?
- 642 খ্রিস্টাব্দে।
40) কে শশাঙ্ককে গৌড়াধম বলেছেন?
- বানভট্ট।
41) প্রাচীন ইতিহাসে কোন ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলা হয়?
- গোপালের নির্বাচনকে।
42) 'কামসুত্র' কে রচনা করেন?
- বাৎসায়ন।
43) পরের বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন?
- অনন্ত বর্মন চোড়গঙ্গ।
44) সম্রাট অশোক কতগুলি স্তুপ নির্মাণ করেছিলেন?
- 84 হাজার।
45) রামেশ্বর সেতুবন্ধন এ কার বিজয় স্তম্ভ আছে?
- তৃতীয় কৃষ্ণের।
46) পাল যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি?
- তাম্রলিপ্ত বন্দর।
47) মনিনগ মন্দির কোথায় অবস্থিত?
- রাজগৃহে।
48) 'কবিরাজ মারগ' কার লেখা?
- প্রথম অমঘবর্ষের।
49) 'বিচিত্র চিত্ত' নামে কে পরিচিত?
- প্রথম অমঘবর্ষ।
50) 'বৃহৎসংহিতা' কার রচনা?
- বরাহমিহির।