Ads Area

HISTORY GK EXPRESS PART-2|| ইতিহাস জিকে এক্সপ্রেস পর্ব-2||AJKER GK

হ্যালো বন্ধুরা আজ আমরা HISTORY GK EXPRESS PART-2 নিয়ে আমরা আলোচনা করব। HISTORY GK EXPRESS  এই পর্বতে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এই তথ্যগুলি আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এই পর্বটি খুবই ভালো লাগবে।
HISTORY GK EXPRESS PART-2|| ইতিহাস জিকে এক্সপ্রেস পর্ব-2||AJKER GK

1) কুষাণ যুগের সবথেকে প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র কোনটি?

- তক্ষশীলা বিশ্ববিদ্যালয়।

2) নালন্দা বিশ্ববিদ্যালয় কে গড়ে তোলেন?

- প্রথম কুমারগুপ্ত।

3) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

- সিমুক।

4) মুক্তিদাতা কোন গুপ্ত সম্রাটকে বলা হয়?

- স্কন্দগুপ্তকে।

5) নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায়?

- প্রথম সাতকর্ণীর।

6) ভারতের সুবর্ণ যুগ কোন সময়কে বলা হয়?

- গুপ্তযুগকে।

7) নাসিক প্রশস্তি কে রচনা করেন?

- রাজশ্রী (বা বনশ্রী সাতকর্ণী)।

8) নানাঘাট শিলালিপির রচয়িতা কে?

- রানী নায়নিকা।

9) দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগবংশের কোন রাজকন্যাকে বিবাহ করেন?

- কুবের নাগাকে।

10) কোন গুপ্তসম্রাটকে ' লিচ্ছবি দৌহিত্র' বলা হয়?

- সমুদ্রগুপ্তকে।

11) 'শক-যবন-পল্লব-নিসুদন কে?

- গৌতমীপুত্র সাতকর্ণী।

12) ফু-কুয়ো-কিং কার রচনা?

- ফা হিয়েনের।

13) 'এলাহাবাদ প্রশস্তি' কার রচিত?

- হরিসেনের।

14) ফা হিয়েন কোথা থেকে ভারতে আসেন?

- চীন দেশ থেকে।

15) কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি ধারণ করেন?

- সমুদ্রগুপ্ত।

16) প্রাচীন ভারতের নেপোলিয়ান ককে বলে?

- সমুদ্রগুপ্তকে।

17) নবরত্ন কার রাজসভায় ছিল?

- দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

18) গুপ্তাব্দ কে প্রচলন করেন?

- প্রথম চন্দ্রগুপ্ত।

19) 'মিলিন্দ পঞ্চহো' কে রচনা করেন?

- নাগসেন।

20) 'পবনদুত' কাব্যের রচয়িতা কে?

- ধোয়ী।

21) কৌটিল্যের আসল নাম কি?

- বিষ্ণুগুপ্ত।

22) মহাবলীপুরমের রথ মন্দিরগুলিকে কে নির্মাণ করেন?

- নরসিংহ বর্মন।

23) শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন?

- গৌড়ের।

24) চর্যাপদ কোন যুগে রচিত হয়?

- পাল যুগে।

25) শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

- শৈব।

26) ইলায়ুধ কে ছিলেন?

- লক্ষণ সেনের প্রধানমন্ত্রী।

27) হর্ষচরিত কার রচনা?

- বানভট্টের।

28) হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম বল?

- রত্নাবলী।

29) বানভট্ট কোন অঞ্চলকে তুষার শৈল বলেছেন?

- কাশ্মীর( মতান্তরে নেপালকে)।

30) গীতগোবিন্দ কার রচনা?

- জয়দেব।

31) কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়?

- দ্বিতীয় মহিপালের সময়।

32) শশাঙ্কের মৃত্যুর পর বাংলা রাজনৈতিক অবস্থাকে কি বলা হত?

- মাৎস্যন্যায়।

33) লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?

- লক্ষণাবতীতে।

34) মাৎস্যন্যায় এর অবসান ঘটিয়েছিলেন কে?

- গোপাল পাল।

35) বল্লাল সেনের গুরু কে ছিলেন?

- অনিরুদ্ধ।

36) বখতিয়ার খলজির বাংলা আক্রমণকালে বাংলার রাজা কে ছিলেন?

- লক্ষণ সেন।

37) কুটুম্বিনি কাদের বলা হত?

- রাষ্ট্রকূটদের।

38) "0" তত্ত্বের আবিষ্কারক কে?

- নাগার্জুন।

39) মনিমঙ্গলাম যুদ্ধ কবে হয়?

- 642 খ্রিস্টাব্দে।

40) কে শশাঙ্ককে গৌড়াধম বলেছেন?

- বানভট্ট।

41) প্রাচীন ইতিহাসে কোন ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলা হয়?

- গোপালের নির্বাচনকে।

42) 'কামসুত্র' কে রচনা করেন?

- বাৎসায়ন।

43) পরের বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন?

- অনন্ত বর্মন চোড়গঙ্গ।

44) সম্রাট অশোক কতগুলি স্তুপ নির্মাণ করেছিলেন?

- 84 হাজার।

45) রামেশ্বর সেতুবন্ধন এ কার বিজয় স্তম্ভ আছে?

- তৃতীয় কৃষ্ণের।

46) পাল যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি?

- তাম্রলিপ্ত বন্দর।

47) মনিনগ মন্দির কোথায় অবস্থিত?

- রাজগৃহে।

48) 'কবিরাজ মারগ' কার লেখা?

- প্রথম অমঘবর্ষের।

49) 'বিচিত্র চিত্ত' নামে কে পরিচিত?

- প্রথম অমঘবর্ষ।

50) 'বৃহৎসংহিতা' কার রচনা?

- বরাহমিহির।

See more

Post a Comment

0 Comments

Ads Area