History SAQ Dose Part-1
2) কিসের বিরুদ্ধে গান্ধীজী 1919 সালের সত্যাগ্রহ শুরু করেন?
- রাওলাট আইন।
3) কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
- জয়নুল আবেদিনকে।
4) প্রাচীন রাজ্য অবন্তী রাজধানী কোথায় ছিল?
- উজ্জয়িনী।
5) খান আবদুল গফফর খান এর কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল?
- লাল কুর্তা বাহিনী গঠন।
6) কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানের লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে?
- নুরজাহান।
7) কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?
- মৌর্য বংশ।
8) 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
- লর্ড ক্যানিং।
9) টোডরমল কোন ক্ষেত্রে জড়িত ছিল?
- ভূমি সংস্কার।
10) কোন গভর্নর এর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়?
- লর্ড ওয়েলেসলি।
11) হর্ষবর্ধনের শাসন কালে কে ভারতে আসেন?
- হিউয়েন সাং।
12) কত সালে মুসলিম সম্প্রদায়ের পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়?
- 1940 সালের।
13) ভারত হিমালয়ের দান কথাটি কে বলেছেন?
- ঐতিহাসিক ড: কে এম পাননিকর।
14) ঋক বৈদিক যুগের একজন রণকুশলী নারীর নাম লেখ?
- বিষপলা।
15) 'পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ' কোন দেশকে বলা হয়?
- ভারতকে।
16) ভারতের প্রাচীন নাম কি?
- জম্বু দ্বীপ।
17) ঋক বৈদিক যুগের একজন উল্লেখযোগ্য রমণীর নাম কি?
- অপালা।
18) ভারতের হৃদপিণ্ড কোন অঞ্চলটিকে বলা হয়?
- গাঙ্গেয় সমভূমি অঞ্চল কে।
19) হরপ্পা সভ্যতায় অভিজাত ও শাসকশ্রেণীর বাসস্থান কোথায় ছিল?
- সিটাডেল এলাকায়।
20) বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন?
- আলাউদ্দিন খলজী।
21) সিন্ধু সভ্যতা কে আর কি বলা হত?
- নদীমাতৃক সভ্যতা।
22) সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
23) কোন গ্রন্থে মেহেরগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে?
- "দ্য রাইজ অফ সিভিলাইজেশন ইন্ডিয়া এন্ড পাকিস্তান"।
24) মেহেরগড় স্থানটি কে আবিষ্কার করেন?
- রিচার্ড ভিডো ও জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
25) মেহেরগড় কোথায় অবস্থিত?
- বালুচিস্তানের কাচ্ছি অঞ্চলে।
26) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
- ইরাবতী বা রাভি নদীতে অবস্থিত।
27) সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন?
- স্যার জন মার্শাল।
28) লোথাল কোন নদীর তীরে অবস্থিত?
- গুজরাট প্রদেশের ভোগাবর নদীর তীরে অবস্থিত ।
29) ঋক বৈদিক যুগে কৃষকদের কি বলা হত?
- কৃষ্টি।
30) জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
- দ্বাদশ অঙ্গ।
31) গাভীস্টি কি?
- গোরু কে কেন্দ্র করে যে যুদ্ধ।
32) জৈন ধর্মের প্রবর্তক কে?
- মহাবীর।
33) আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
- বেদ।
34) বৈদিক যুগের ধ্বনি বণিকদের কি বলা হত?
- শ্রেষ্ঠী।
35) বেদের অর্থ কি?
- জ্ঞান।
36) আজ পর্যন্ত কয়টি উপনিষদ পাওয়া গেছে?
- 100টি।
37) বেদ গুলির মধ্যে কোনটি প্রাচীনতম?
- ঋকবেদ।
38) আর্যদের অর্থনীতি কিরূপ ছিল?
- মিশ্র অর্থনীতি।
39) আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল?
- গরু।
40) কর্ম ও জন্মন্তরবাদের কথা সর্বপ্রথম বলা হয় কোথায়?
- উপনিষদে।
41) ঋকবেদে সূত্র বা স্তোত্র কয়টি?
- 1017 টি (মতান্তরে 1028 টি)।
42) বৈদিক যুগের গ্রামের অধিপতি কে কি বলা হত?
- গ্রামীনী।
43) আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যবহার চালু করেন?
- লৌহ ধাতুর।
44) "দশরাজার যুদ্ধ" কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে?
- ঋগবেদে।
45) 'চতুরযাম' কে প্রবর্তন করেন?
- পার্শ্বনাথ।
46) 'পঞ্চমহাব্রত' কে প্রবর্তন করেন?
- মহাবীর।
47) মহাবীর কোন নদীর তীরে তপস্যা করতেন?
- ঋজুপালিকা।
48) জৈন ধর্মের দুটি পন্থা কি কি?
- দিগম্বর ও শ্বেতাম্বর।
49) যৌন সঙ্গীত কোথায় হয়?
- পাটলিপুত্র এবং বলভীনগরে।
50) জৈন সংগীতির নেতৃত্ব দেন কারা?
- জিন ভদ্র ও স্থুল ভদ্র।