Ads Area

History MCQ Dose||PART-1||ajkergk

হ্যালো বন্ধুরা আজ আমি ইতিহাসের এক নতুন পর্ব History MCQ DOSE আপনাদের সাথে শেয়ার করব। যেটাতে থাকবে 50 টি কোশ্চেন অ্যানসার। এর কোশ্চেন গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আপকামিং Police, Railway, SSC পরীক্ষার জন্য সম্ভাব্য যোগ্য। আশা করি আপনাদের এই  পর্বটি খুবই ভালো লাগবে।

History MCQ Dose||PART-1||ajkergk

History SAQ Dose Part-1


1) ভক্তি আন্দোলনের সূচনা কে করেন?
- রামানুজ।

2) কিসের বিরুদ্ধে গান্ধীজী 1919 সালের সত্যাগ্রহ শুরু করেন?

- রাওলাট আইন।

3) কাশ্মীরের আকবর কাকে বলা হয়?

- জয়নুল আবেদিনকে।

4) প্রাচীন রাজ্য অবন্তী রাজধানী কোথায় ছিল?

- উজ্জয়িনী।

5) খান আবদুল গফফর খান এর কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল?

- লাল কুর্তা বাহিনী গঠন।

6) কোন মুঘল  সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানের লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে?

- নুরজাহান।

7) কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?

- মৌর্য বংশ।

8) 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

- লর্ড ক্যানিং।

9) টোডরমল কোন ক্ষেত্রে জড়িত ছিল?

- ভূমি সংস্কার।

10) কোন গভর্নর এর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়?

- লর্ড ওয়েলেসলি।

11) হর্ষবর্ধনের শাসন কালে কে ভারতে আসেন?

- হিউয়েন সাং।

12) কত সালে মুসলিম সম্প্রদায়ের পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়?

- 1940 সালের।

13) ভারত হিমালয়ের দান কথাটি কে বলেছেন?

- ঐতিহাসিক ড: কে এম পাননিকর।

14) ঋক বৈদিক যুগের একজন রণকুশলী  নারীর নাম লেখ?

- বিষপলা। 

15) 'পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ' কোন দেশকে বলা হয়?

- ভারতকে।

16) ভারতের প্রাচীন নাম কি?

- জম্বু দ্বীপ।

17) ঋক বৈদিক যুগের একজন উল্লেখযোগ্য রমণীর নাম কি?

- অপালা। 

18) ভারতের হৃদপিণ্ড কোন অঞ্চলটিকে বলা হয়?

- গাঙ্গেয় সমভূমি অঞ্চল কে।

19) হরপ্পা সভ্যতায় অভিজাত ও শাসকশ্রেণীর বাসস্থান কোথায় ছিল?

- সিটাডেল এলাকায়।

20) বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন?

- আলাউদ্দিন খলজী।

21) সিন্ধু সভ্যতা কে আর কি বলা হত?

- নদীমাতৃক সভ্যতা।

22) সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?

- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

23) কোন গ্রন্থে মেহেরগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে?

- "দ্য রাইজ অফ সিভিলাইজেশন ইন্ডিয়া এন্ড পাকিস্তান"।

24) মেহেরগড় স্থানটি কে আবিষ্কার করেন?

- রিচার্ড ভিডো ও  জাঁ ফ্রাঁসোয়া জারিজ।

25) মেহেরগড় কোথায় অবস্থিত?

- বালুচিস্তানের কাচ্ছি অঞ্চলে।

26) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?

- ইরাবতী বা রাভি নদীতে অবস্থিত।

27) সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন?

- স্যার জন মার্শাল।

28) লোথাল কোন নদীর তীরে অবস্থিত?

- গুজরাট প্রদেশের ভোগাবর নদীর তীরে অবস্থিত ।

29) ঋক বৈদিক যুগে কৃষকদের কি বলা হত?

- কৃষ্টি।

30) জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

-  দ্বাদশ অঙ্গ।

31) গাভীস্টি কি?

- গোরু কে কেন্দ্র করে যে যুদ্ধ।

32) জৈন ধর্মের প্রবর্তক কে?

- মহাবীর।

33) আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

- বেদ।

34) বৈদিক যুগের ধ্বনি বণিকদের কি বলা হত?

- শ্রেষ্ঠী।

35) বেদের অর্থ কি?

- জ্ঞান।

36) আজ পর্যন্ত কয়টি উপনিষদ পাওয়া গেছে?

- 100টি।

37) বেদ গুলির মধ্যে কোনটি প্রাচীনতম?

- ঋকবেদ।

38) আর্যদের অর্থনীতি কিরূপ ছিল?

- মিশ্র অর্থনীতি।

39) আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল?

- গরু।

40) কর্ম ও জন্মন্তরবাদের কথা সর্বপ্রথম বলা হয় কোথায়?

- উপনিষদে।

41) ঋকবেদে সূত্র বা স্তোত্র কয়টি?

- 1017 টি (মতান্তরে 1028 টি)।

42) বৈদিক যুগের গ্রামের অধিপতি কে কি বলা হত?

- গ্রামীনী।

43) আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যবহার চালু করেন?

- লৌহ ধাতুর।

44) "দশরাজার যুদ্ধ" কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে?

- ঋগবেদে।

45) 'চতুরযাম' কে প্রবর্তন করেন?

- পার্শ্বনাথ।

46) 'পঞ্চমহাব্রত' কে প্রবর্তন করেন?

- মহাবীর।

47) মহাবীর কোন নদীর তীরে তপস্যা করতেন?

- ঋজুপালিকা।

48) জৈন ধর্মের দুটি পন্থা কি কি?

- দিগম্বর ও শ্বেতাম্বর।

49) যৌন সঙ্গীত কোথায় হয়?

- পাটলিপুত্র এবং বলভীনগরে।

50) জৈন সংগীতির নেতৃত্ব দেন কারা?

- জিন ভদ্র ও স্থুল ভদ্র।

Post a Comment

0 Comments

Ads Area