Ads Area

Indian Constitution||ভারতীয় সংবিধান||GK Part 1

Indian Constitution||ভারতীয় সংবিধান||GK Part 1

হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি Indian Constitution||ভারতীয় সংবিধান||GK Part 1। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ GK Questions। এগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কমন যোগ্য। আশা করছি তোমাদের Indian Constitution||ভারতীয় সংবিধান||GK Part 1 এর পর্ব ভালো লাগবে।

Indian Constitution||ভারতীয় সংবিধান||GK Part 1

1) সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন?
- এম এন রায়।
2) গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে কে সদস্য ছিলেন?
- সোমনাথ লাহিড়ী।
3) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
- দিল্লির কনস্টিটিউশন হলে।
4) গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল?
-1946 সালের 9 ডিসেম্বর।
5) কোন মিশন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল?
- ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী।
6) গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
- সচ্চিদানন্দ সিনহা।
7) 1946 সালের 11 ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন?
- ড: রাজেন্দ্র প্রসাদ।
8) স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা কবে মঞ্জুর করা হয়েছিল?
-1947 সালের 22 শে জুলাই।( পতাকাটির নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি অন্ধ্র প্রদেশের বাসিন্দা)
9) খসড়া কমিটি(Drafting Committee) কবে গঠিত হয়েছিল?
-1947 সালের 29 শে আগস্ট।
10) খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
- বি আর আম্বেদকর।
11) কত সালে সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল?
-1949 সালে 26 শে নভেম্বর( এইসময় সংবিধানের একটি প্রস্তাবনা এবং মোট 395 টি ধারা এবং আটটি তফশিলি ছিল)।
12) ডঃ রাজেন্দ্র প্রসাদ কবে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন?
-1950 সালের 24 শে জানুয়ারি( এই দিনই গণপরিষদের শেষ অধিবেশন বসে এবং এই দিনে ভারতের জাতীয় গান ও জাতীয় সংগীত গৃহীত হয়েছিল)
13) কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল?
-1950 সালের 26 শে জানুয়ারি।
14) সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল?
- 2 বছর 11 মাস 17 দিন।
15) গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন?
- জহরলাল নেহেরু।
16) গণপরিষদের রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন?
- সরদার বল্লভভাই প্যাটেল।
17) স্বাধীন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশনে গৃহীত হয়?
- চতুর্থ অধিবেশনে।
18) কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?
- ড: বি আর আম্বেদকরকে।
19) ভারতের সংবিধান গৃহীত হয় কত জন সদস্যের স্বাক্ষরের মাধ্যমে?
- 284 জন।
20) বর্তমানে ভারতের সংবিধানে কয়টি অংশ(Parts) আছে?
- 25 টি।
21) ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসরা কে রচনা করেন?
- জহরলাল নেহেরু।
22) আজ পর্যন্ত কতবার ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে?
- মাত্র একবার।
23) কাকে ভারতের সংবিধানের প্রাণ বলা হয়েছে?
- প্রস্তাবনাকে।
24) বোম্বাই পুনর্গঠন আইন কবে গৃহীত হয়?
-1960 সালে।
25) সংবিধানের কততম সংশোধন দ্বারা আরো চারটি নির্দেশমূলক নীতি চতুর্থ কোথায় যুক্ত হয়েছে?
- 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
26) মূল সংবিধানে নির্দেশমূলক নীতির সংখ্যা কয়টি ছিল?
- 13 টি।
27) ভারতের জাতীয় নিরাপত্তা আইন কবে পাস হয়?
- 1980 সালে।
28) নাগরিকের অর্থনৈতিক ন্যায় বিচারের কথাটির সংবিধানের কোথায় উল্লেখ রয়েছে?
- নির্দেশমূলক নীতিতে।
29) আজ পর্যন্ত কয়টি অর্থ কমিশন নিয়োগ করা হয়েছে? 
- 14টি।
30) ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা তে ভারতকে কি বলে অভিহিত করা হয়েছে?
- রাজ্য সমূহের ইউনিয়ন।
31) কত তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে?
- 42 তম সংবিধান সংশোধনীর দ্বারা(1976)।
32) কোন অবস্থায় মৌলিক অধিকার গুলি ভঙ্গ করা যায়?
- জরুরি অবস্থায়।
33) 11 তম মৌলিক কর্তব্যটি কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়?
- 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
34) সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক নির্দেশ করেছেন?
- 256 থেকে 263 নম্বর ধারায়।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্কের কথা বলা হয়েছে?
- 264 থেকে 293 নম্বর ধারায়।
36) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি লিখিত হয়েছে?
- 51(A) নম্বর ধারায়।
37) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সংসদের উভয় পক্ষের দ্বারা কদিনের মধ্যে অনুমোদন করতে হবে?
- এক মাসের মধ্যে।
38) ভারতের প্রথম নাগরিক কে?
- রাষ্ট্রপতি।
39) ভারতের শাসনব্যবস্থা শীর্ষস্থানে কে আছেন?
- ভারতের রাষ্ট্রপতি।
40) সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি রুপোর ভারতীয় ইউনিয়নের শাসন ক্ষমতা ন্যস্ত করা হয়েছে?
- 53 নম্বর ধারা অনুসারে।
41) বিদেশে ভারতের রাষ্ট্রদূতদের কে নিয়োগ করেন?
- রাষ্ট্রপতি।
42) কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
- 360 নম্বর ধারা অনুসারে।
43) কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন?
- 356 নম্বর ধারা।
44) কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
- 352 নম্বর ধারা।
45) কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এর কথা বলা হয়েছে?
- 61 নম্বর ধারায়।
46) রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিংবা তার অনুপস্থিতিতে সুপ্রিমকোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতির উপস্থিতিতে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন।
47) কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে?
- 55 নম্বর ধারায়।
48) রাষ্ট্রপতি কোন বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না?
- অর্থ বিল।
49) ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন?
- রাষ্ট্রপতি।
50) রাষ্ট্রপতি হিসেবে কে বেশী দিন কার্যক্ষমতা নির্বাহ করেছেন?
- ডঃ রাজেন্দ্র প্রসাদ।

Indian Constitution||ভারতীয় সংবিধান||GK Part 1 তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্ট এর মাধ্যমে তোমাদের মতামতটি জানাতে ভুলবেনা ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Ads Area