Top 50 WBP Question Answer:-
1) 2021 সালের খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় আয়োজিত করা হবে- হরিয়ানা।
2) উত্তরাখণ্ডের একটি জাতীয় উদ্যানের নাম লেখ- পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান।
3) 2023 সালের পুরুষদের হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে- ভারতে।
4) হাউডি মদি ইভেন্ট কোথায় আয়োজিত হয়েছিল- এন আর জি স্টেডিয়াম ইন হাউসটোন(আমেরিকা)।
5) বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত- ওয়াশিংটন ডিসি।
6) আই সি আই সি আই ব্যাঙ্ক এর এম ডি এবং সি ই ও- সন্দ্বীপ বক্সি।
7) রেলওয়ে বোর্ডের বর্তমান এমডি এবং সিইও কে- সুনিত শর্মা।
8) রেলওয়ে বোর্ডের প্রথম সিইও কে ছিলেন- বিনোদ কুমার যাদব।
9) ভারতের প্রথম পরাগারণ্য পার্ক কোথায় চালু হলো- উত্তরাখণ্ড।
10) উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে- মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত এবং রাজ্যপাল বেবি রানী মৌর্য।
11) ডি আর ডি ও প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়- 1st জানুয়ারি।
12) রিমোট সিস্টেম স্যাটেলাইট 'YAOGAN-33' কোন দেশ লঞ্চ করেছে- চীন।
13) যুক্তরাজ্য সম্প্রতি কাকে নাইটহুড সম্মান প্রদান করেছে- লুইস হ্যামিলটনকে।
14) সিদ্ধার্থ মহান্তি কোনটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন- এলআইসি।
14) সম্প্রতি প্রয়াত মাতা প্রসাদ কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন- অরুণাচল প্রদেশ।
15) পদ্ম পুরস্কার প্রাপ্ত ভি শান্তা কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন- চিকিৎসক।
16) 2001 সালে ভারত কততম ইন্ডিয়ান আর্মি ডে পালন করল- 73 তম।
17) Sadyr Zhaparov( সাদির ঝাপারভ) কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন- কিরগিজস্তান।
18) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের টেক হাব ট্যাগ পেয়েছে কোন শহর- বেঙ্গালুরু।
19) 'A Brief History of Time' শীর্ষক বইটির লেখক হলেন- স্টিফেন হকিংস।
20) ভারতীয় সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন- ডক্টর বি আর আম্বেদকর।
21) লেক সম্পর্কিত অধ্যয়ন কে কি বলা হয়- লিমনোলজি।
22) কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্ট এর সদস্য মনোনীত হয়েছিলেন- দাদাভাই নওরোজি।
24) কোন মুঘল সম্রাট আগ্রা থেেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন- শাহজাহান।
25) কোন মুঘল সম্রাট আলমগীর উপাধিকে ধারণ করেছিলেন- ঔরঙ্গজেব।
26) 2020 সালের ইউএস ওপেন একক মহিলা শিরোপা কে পেয়েছেন- নাওমি ওসাকা।
27) 'জয় জওয়ান, জয় কিষান' এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন- লাল বাহাদুর শাস্ত্রী।
28) সুদির্মন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত- ব্যাডমিন্টন।
29) কোন সংস্থাটি বার্ষিক গ্লোবাল কম্পেটিতিভেনেস প্রকাশ করে থাকে- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
30) এমিনেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড ফর দা ইয়ার 2020 পুরস্কার কে পেলেন- বিনোদ কুমার যাদব।
31) রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত- ফুটবল।
32) 2021 সালের G7 সামিট হোস্ট করবে কোন দেশ- ইংল্যান্ড।
33) প্রতিবছর কবে ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালন করা হয়- 24th জানুয়ারি।
34) কে সম্প্রতি হ্যালো ভোটার ওয়েবরেডিও পরিষেবা চালু করলেন- রামনাথ কোবিন্দ।
35) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021 ভারতের স্থান কত-139তম।
36) ইউনাইটেড ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা কে- তারকনাথ দাস।
37) বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলেন কে- বিরাট চন্দ্র।
38) বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম কোথায় তৈরি হচ্ছে- সিঙ্গাপুর।
39) জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়- 25শে জানুয়ারি।
40) বিশ্ব নারী দিবস কবে পালিত হয়-8ই মার্চ।
41) কত সালে ব্রিটিশরা বাংলা অনুশীলন সমিতি কে নিষিদ্ধ করেন- 1909 সালে।
42) সুন্দরবন দিবস কবে পালিত হয়-21শে আগস্ট।
43) আকবরনামা কে লিখেছেন- আবুল ফজল।
44) অর্কিডের শহর কাকে বলা হয়- কালিম্পং।
45) কবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়-1920 সালে।
46) ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়- রোম।
47) ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেন- রাধাকান্ত দেব।
48) WHO সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে- এল সালভাদর।
49) কৈবল্য কথাটি কোন ধর্মের সাথে যুক্ত- জৈন ধর্ম।
50) মস্তিষ্কের কোন অংশ বুদ্ধি স্মরণশক্তি এবং জ্ঞান এসবের জন্য দায়ী- সেরিব্রাম।
Top 50 WBP Question Answer এরপর বুটিক তোমাদের কেমন লেগেছে? আশা করছি তোমাদের এই পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ধন্যবাদ।