Ads Area

Top 50 Questions Answer For WBP|| গুরুত্বপূর্ণ কিছু WBP র কোশ্চেন অ্যানসার

 Top 50 WBP Question Answer:-

হ্যালো বন্ধুরা আজকের Top 50 WBP question Answer পর্ব তে আমরা WBP আসার মত কিছু সম্ভাব্য কোশ্চেন অ্যানসার আপলোড করলাম। এই প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।আশা করছি তোমাদের এই পর্বটা খুবই ভালো লাগবে।

Top 50 important wbp question answer

1) 2021 সালের খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় আয়োজিত করা হবে- হরিয়ানা।

2) উত্তরাখণ্ডের একটি জাতীয় উদ্যানের নাম লেখ- পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান।

3) 2023 সালের পুরুষদের হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে- ভারতে।

4) হাউডি মদি ইভেন্ট কোথায় আয়োজিত হয়েছিল- এন আর জি স্টেডিয়াম ইন হাউসটোন(আমেরিকা)।

5) বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত- ওয়াশিংটন ডিসি।

6) আই সি আই সি আই ব্যাঙ্ক এর এম ডি এবং সি ই ও- সন্দ্বীপ বক্সি।

7) রেলওয়ে বোর্ডের বর্তমান এমডি এবং সিইও কে- সুনিত শর্মা।

8) রেলওয়ে বোর্ডের প্রথম সিইও কে ছিলেন- বিনোদ কুমার যাদব।

9) ভারতের প্রথম পরাগারণ্য পার্ক কোথায় চালু হলো- উত্তরাখণ্ড।

10) উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে- মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত এবং রাজ্যপাল বেবি রানী মৌর্য।

11) ডি আর ডি ও প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়- 1st জানুয়ারি।

12) রিমোট সিস্টেম স্যাটেলাইট 'YAOGAN-33' কোন দেশ লঞ্চ করেছে- চীন।

13) যুক্তরাজ্য সম্প্রতি কাকে নাইটহুড সম্মান প্রদান করেছে- লুইস হ্যামিলটনকে।

14) সিদ্ধার্থ মহান্তি কোনটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন- এলআইসি।

14) সম্প্রতি প্রয়াত  মাতা প্রসাদ কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন- অরুণাচল প্রদেশ।

15) পদ্ম পুরস্কার প্রাপ্ত ভি শান্তা কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন- চিকিৎসক।

16) 2001 সালে ভারত কততম ইন্ডিয়ান আর্মি ডে পালন করল- 73 তম।

17) Sadyr Zhaparov( সাদির ঝাপারভ) কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন- কিরগিজস্তান।

18) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের টেক হাব ট্যাগ পেয়েছে কোন শহর- বেঙ্গালুরু।

19) 'A Brief History of Time' শীর্ষক বইটির লেখক হলেন- স্টিফেন হকিংস।

20) ভারতীয় সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন- ডক্টর বি আর আম্বেদকর।

21) লেক সম্পর্কিত অধ্যয়ন কে কি বলা হয়- লিমনোলজি।

22) কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্ট এর সদস্য মনোনীত হয়েছিলেন- দাদাভাই নওরোজি।

24) কোন মুঘল সম্রাট আগ্রা থেেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন- শাহজাহান।

25) কোন মুঘল সম্রাট আলমগীর উপাধিকে ধারণ করেছিলেন- ঔরঙ্গজেব।

26) 2020 সালের ইউএস ওপেন একক মহিলা শিরোপা কে পেয়েছেন- নাওমি ওসাকা।

27) 'জয় জওয়ান, জয় কিষান' এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন- লাল বাহাদুর শাস্ত্রী।

28) সুদির্মন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত- ব্যাডমিন্টন।

29) কোন সংস্থাটি বার্ষিক গ্লোবাল কম্পেটিতিভেনেস প্রকাশ করে থাকে- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

30) এমিনেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড ফর দা ইয়ার 2020 পুরস্কার কে পেলেন- বিনোদ কুমার যাদব।

31) রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত- ফুটবল।

32) 2021 সালের G7 সামিট হোস্ট করবে কোন দেশ- ইংল্যান্ড।

33) প্রতিবছর কবে ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালন করা হয়- 24th জানুয়ারি।

34) কে সম্প্রতি হ্যালো ভোটার ওয়েবরেডিও পরিষেবা চালু করলেন- রামনাথ কোবিন্দ।

35) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021 ভারতের স্থান কত-139তম।

36) ইউনাইটেড ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা কে- তারকনাথ দাস।

37) বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলেন কে- বিরাট চন্দ্র।

38) বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম কোথায় তৈরি হচ্ছে- সিঙ্গাপুর।

39) জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়- 25শে জানুয়ারি।

40) বিশ্ব নারী দিবস কবে পালিত হয়-8ই মার্চ।

41) কত সালে ব্রিটিশরা বাংলা অনুশীলন সমিতি কে নিষিদ্ধ করেন- 1909 সালে।

42) সুন্দরবন দিবস কবে পালিত হয়-21শে আগস্ট।

43) আকবরনামা কে লিখেছেন- আবুল ফজল।

44) অর্কিডের শহর কাকে বলা হয়- কালিম্পং।

45) কবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়-1920 সালে।

46) ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়- রোম।

47) ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেন- রাধাকান্ত দেব।

48) WHO সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে- এল সালভাদর।

49) কৈবল্য কথাটি কোন ধর্মের সাথে যুক্ত- জৈন ধর্ম।

50) মস্তিষ্কের কোন অংশ বুদ্ধি স্মরণশক্তি এবং জ্ঞান  এসবের জন্য দায়ী- সেরিব্রাম।

Top 50 WBP Question Answer এরপর বুটিক তোমাদের কেমন লেগেছে? আশা করছি তোমাদের এই পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ধন্যবাদ।

Tags

Post a Comment

0 Comments

Ads Area