Ads Area

Gk express part-2|| জিকে এক্সপ্রেস পর্ব 2

হ্যালো বন্ধুরা আজ আমরা  gk express part-2 কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আছে। আপনাদের আপকামিং wbp constable, lady constable, RRB, Kolkata Police ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের জিকে এক্সপ্রেস পর্ব 2 এই টপিকটি আপনাদের ভালো লাগবে।
জিকে এক্সপ্রেস পর্ব 2

Gk express part-2|| জিকে এক্সপ্রেস পর্ব 2

1) 2021 বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবির নাম কি?

- নোমাডল্যান্ড।

2) হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন?

- রাস্ট্রপতি।

3) 2020 ফ্রেঞ্চ ওপেন পুরুষ সিঙ্গেলে জয়ীর নাম কি?

- রাফেল নাদাল।

4) নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?

- কৃষ্ণা নদীর উপর।

5) ভারতের রাজনীতির জনক কাকে বলা হয়?

- দাদাভাই নওরোজি কে।

6) আরাবল্লী কোন ধরনের পর্বতশ্রেণী?

- ক্ষয়জাত পর্বত শ্রেণী।

7) সাঁচি স্তুপ কোন রাজ্যে অবস্থিত?

- মধ্যপ্রদেশ।

8) দ্বিতীয় অশোক কাকে বলা হয়?

- কনিষ্ককে।

9) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?

- সচেতা কৃপালিনী। 1963 সালে উত্তর প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন।

10) কাশ্মীরের আকবর কাকে বলা হয়?

- জয়নুল আবেদীনকে।

11) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?

- ওয়ারেন হেস্টিংস।

12) মৌমাছি কার ছদ্মনাম?

- বিমল ঘোষ।

13) ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত?

- চাণক্য বা কৌটিল্য।

14) অতি পরিবাহী পদার্থের রোধের মান কত?

- 0।

15) চ্যাপ্টা কৃমি রেচন অঙ্গের নাম কি?

- ফ্লেম কোষ।

16) সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়?

- ক্লোরোপ্লাস্টের গ্রানায়।

17) ক্লোরেল্লা কি?

- ক্লোরেল্লা একপ্রকার শৈবাল।

18) থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত?

- ব্যাডমিন্টন।

19) ইউরিক অ্যাসিড কাকে বলা হয়?

- লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে।

20) মানব দেহের কোন অংশেিি টিবয়া নামক হাড় থাকে?

- পায়ে।

21) সবচেয়ে ভারী গ্যাস কোনটি?

- রেডন।

22) দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়?

- উত্তল লেন্স।

23) ওয়ান ওয়ার্ড সমান কত বিট?

- সিক্সটিন বিট।

24) শিবসমুদ্রম জলপ্রপাত টি কোন নদীর উপর অবস্থিত?

- কাবেরী নদী। কর্ণাটক ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত।

25) প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?

- ফ্রান্স(1924 সালে)।

26) প্রথম সাউথ এশিয়ান গেমস এর আসর কোথায় হয়েছিল?

- কাঠমান্ডুতে(1984 সালে)।

27) ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন তত্ত্বের উপর নির্ভর ছিল?

- মহলানবিশ তত্ত্ব(1956-61)।

28) তামা+টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয়?

- ব্রোঞ্জ।

29) সুপ্রিম কোর্টের কথা কোন আর্টিকেলে বলা আছে?

- ধারা 124।

30) সম্প্রতি ইন্টারন্যাশনাল বুকার 2021 কে জিতলেন?

- ডেভিড বিউফা। তিনি ইংরেজি সাহিত্যে এই পুরস্কার পেয়েছেন।

31) ভারতের বৃহত্তম বন্দর কোনটি?

- জহরলাল নেহেরু বন্দর।

32) প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্স পুরস্কার পেয়েছেন?

- সুস্মিতা সেন(1994 সালে)।

33) 1907 সালে স্যার কার্জন উইলকে হত্যা করেন কে?

- এম এল ধিংরা।

34) ডামালি কোন রাজ্যের প্রচলিত নিত্য?

- জম্মু-কাশ্মীরের।

35) পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করেন কে?

- ফিরোজ শাহ তুঘলক।

36) স্বর্ণ প্যাগোডার দেশ কাকে বলা হয়?

- মায়ানমারকে।

37) মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়?

- নানা ফড়নবিশকে।

38) সরীসৃপ ও উভচর প্রাণী বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়?

- হারপেটলজি।

39) পুতুল নাচের ইতিকথা কার লেখা?

- মানিক বন্দ্যোপাধ্যায়।

40) নিউ ইন্ডিয়া সংবাদপত্রের সম্পাদক কে?

- অ্যানি বেসান্ত।

41) বক্কেশ্বর এর উষ্ণ প্রসবন কোথায় দেখা যায়?

- বীরভূম।

42) কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়?

- তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়(1961-66)।

43) ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি?

- আরাবল্লী।

44) রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

- সোডিয়াম।

45) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে?

- দন্তী দুর্গ।

46) ফতেপুর সিক্রিতে ইবাদখানার নির্মাণ কে করেছিলেন?

- আকবর।

47) বঙ্গবন্ধু নামে কে পরিচিত?

- শেখ মুজিবুর রহমান।

48) পন্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?

- সন্তর।

49) ভারতে কে প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন?

- বিশ্বনাথ আনন্দ।

50) 2021 সালের G7 সুমিট কোথায় আয়োজিত হয়েছিল?

- ব্রিটেন।

Post a Comment

0 Comments

Ads Area