Ads Area

Google Pay ব্যবহার করে মাসে 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম করুন

Google Pay  হল একটি ট্রানজেকশন সফটওয়্যার। যেটার সাহায্যে আপনি খুব সহজেই টাকা ট্রানজেকশন করতে পারবেন। এবং এটা থেকে আপনি online  টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি প্রিপেড এন্ড পোস্টপেড মোবাইল রিচার্জ, গ্যাস বুকিং, ইলেকট্রিক বিল পেমেন্ট, এছাড়াও আরো অনেক সুবিধা আপনি পেয়ে থাকবেন। গুগোল পে হল Google এর একটি অংশ। Online টাকা ইনকাম করতে সাহায্য করবে।

কিভাবে গুগল প্লে থেকে টাকা ইনকাম করা যায়


Google Pay কিভাবে ফোনে ইন্সটল করবেন:-

How to install google pay


Online টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে play store ওপেন করতে হবে। তারপর আপনি প্লে স্টোরে সার্চ ইঞ্জিনে টাইপ করুন Google Play এবং সার্চ বাটনে ক্লিক করুন। তারপর সার্চ লিস্টে Google Pay পেয়ে যাবেন এটাকে ইন্সটল করুন।

Google Pay কিভাবে চালু করবেন:-

Google Pay চালু করার জন্য প্রথমে অ্যাপ টি ওপেন করুন। তারপর আপনাকে আপনার ফোন নাম্বার এবং ইমেইল ইনপুট করার জন্য বলবে। সেটাকে আপনি ব্লক করে দেবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটাকে ইনপুট করে দেবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার গুগোল পে চালু হয়ে যাবে। তারপর আপনাকে আপনার গুগল পেতে গিয়ে ব্যাংক একাউন্ট এড কেরতে হবে।

Google Pay তে কিভাবে ব্যাংক একাউন্ট এড করবেন:-

How to add Bank of account


আপনি যে অনলাইনে টাকা ইনকাম করবেন তার জন্য প্রথমে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এটার জন্য আপনাকে প্রথমে গুগোল পে একাউন্টে গিয়ে অ্যাড ব্যাংক একাউন্ট ক্লিক করতে হবে। তারপর সেখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করেতে হবে। তারপর সেখান থেকে আপনার ব্যাংক থেকে সিলেক্ট করে আপনারা ব্যাংক ভেরিফাই করার মাধ্যমে একটিভ করতে হবে।

Google Pay এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন:-

How to earn money


Online টাকা ইনকাম করার জন্য আপনাকে অন্য একজনের সাথে ট্রানজেকশন করতে হবে। এবং সেটার মাধ্যমে আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে। সেটা ১০০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া আপনিইলেকট্রিক বিল পেমেন্ট গ্যাস বুকিং ট্রেন টিকিট বুকিং ইত্যাদির মাধ্যমে আপনি ক্যাশব্যাক পেতে পারেন। এবং 10 হাজার টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি রেফারেলের মাধ্যমে প্রত্যেক জনের কাছ থেকে 100 টাকার বেশি পেতে পারেন।

Post a Comment

0 Comments

Ads Area