Hello friends, আজ আমরা পরিবেশ বিদ্যা বা Environment Science (Centre for science and environment) নিয়ে আলোচনা করবো।Important Environment Questions In Bengali(পরিবেশ বিদ্যা) এই বিষয়টি চাকরির পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ। এখানে ৬০ টি পরিবেশ বিদ্যা বা Environment Science (Centre for science and environment)প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন আসার সম্ভবনা আছে।
Important Environment Questions In Bengali(পরিবেশ বিদ্যা)| Centre for science and environment
১। ভারতে পরিবেশ হিসাব পরীক্ষা আদেশনামা জারি হয় কত সালে?
উত্তর : ১৯৯৭ সালে।
২। ভারতে উপকূলভাগ নিয়ন্ত্রণ আদেশনামা জারি হয় কোন সালে?
উত্তর : ১৯৯১ সালে।
৩। কত সালে ভারতে কারখানা আইন বা ফ্যাক্টরি অ্যাক্ট প্রণীত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।
৪। ভারতে ‘কীটনাশক আইন’ কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৯৬৮ সালে।
৫। বন্যপ্রাণী ও তাদের বাসস্থান রক্ষা করার দায়িত্ব কার?
উত্তর : মানুষের।
৬। বিশুদ্ধ পানীয় জলে লোহার প্রতি লিটারে গ্রাহ্য সীমা কত?
উত্তরঃ ০.০৩ মিলিগ্রাম।
৭ । শিল্পাঞ্চলে প্রলম্বিত ধূলিকণার গ্রাহ্যসীমা বাতাসে বছরে গড়ে প্রতি ঘনমিটার বাতাসে কত?
উত্তর : ৩৬০ মাইক্রোগ্রাম।
৮। বসতি এলাকায় বা গ্রামাঞ্চলে শ্বসন বায়ুতে ধূলিকণার উপস্থিতির গ্রাহ্যসীমা বছরে গড়ে প্রতি ঘনমিটার বাতাসে কত?
উত্তর : ৬০ মাইক্রোগ্রাম।
৯। প্রতি বছর গড়ে শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাইঅক্সাইডের গ্রাহ্য সীমার পরিমাণ কত?
উত্তর : ৮০ মাইক্রোগ্রাম ঘনমিটার।
১০। কত মিটার পর্যন্ত এলাকাকে শান্ত এলাকা হিসেবে গণ্য করা হয় শব্দদূষণ নিয়ন্ত্রণে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত চত্বরের?
উত্তরঃ ১০০ মিটার।
১১। দিনের বেলায় শান্ত এলাকায় শব্দের তীব্রতার গ্রাহ্য সীমার পরিমাণ কত?
উত্তর : ৫০ ডেসিবেল।
১২। দিনের বেলায় বসতি এলাকায় শব্দের তীব্রতায় গ্রাহ্যসীমা কত?
উত্তর : ৫৫ ডেসিবেল।
১৩। বাণিজ্যিক এলাকায় দিনের বেলায় শব্দের তীব্রতার গ্রাহ্যসীমা কত?
উত্তর : ৬৫ ডেসিবেল।
১৪। পার্থিব মূলধনের যে কোনো একটি উদাহরণ দাও।
উত্তর : বনাঞ্চল।
১৫। পরিবেশজনিত কারণে ‘মায়া’ সভ্যতার বিনাশ কোন শতাব্দীতে হয়?
উত্তর : দশম শতাব্দীতে।
১৬। আফ্রিকার ‘মালি’ সভ্যতার পতন কবে হয় আবহ পরিবর্তন জনিত বিপর্যয়ের ফলে ?
উত্তর : চতুর্থ শতাব্দীতে।
১৭। সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি কি?
উত্তর: জীবন সহায়ক পদ্ধতি সমূহের সংরক্ষণ।
১৮। কোন্ দেশ জৈব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ?
উত্তর : ভারত।
১৯। সবচেয়ে পুরোনো লোকায়ত কৃষিবন পদ্ধতি কোনটি?
উত্তর : জুম চাষ।
২০। জুম চাষের ফলে কী সংরক্ষণ করা সম্ভব হয়?
উত্তর:বন ও ভূমি উভয়ই।
Important Environment Questions In Bengali(পরিবেশ বিদ্যা)| Centre for science and environment
২১। কোন্ জলবায়ুতে কৃষিতে নানা রোগের মাতত সম্ভাবনা প্রকট হয়?
উত্তর:ক্রান্তীয় আর্দ্র জলবায়ুতে।
২২। জৈব কীটনাশক হিসেবে বেশিরভাগ কী ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাকটেরিয়া।
২৩। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ইংরেজরা এক বনসৃজন পদ্ধতির প্রবর্তন করে, তাকে কী বলা হত?
উত্তর: ট্রাকিয়া।
২৪। শস্য, প্রাণী এবং গাছের সম্মিলিত চাষকে কী বলে?
উত্তর : কৃষিবন।
২৫। জৈব সার হিসেবে ব্যবহৃত মিথোজীবী ফার্ণের নাম কী?
উত্তর : অ্যাজোলা ।
২৬। উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে কী গ্রহণ করে?
উত্তর: সূর্যকিরণ।
২৭। পরিবেশের ওপর কৃষির প্রভাব নিয়ে উদ্বেগের প্রধান কারণ কী?
উত্তর : কীটনাশক।
২৮। অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে জমির কি হয়?
উত্তর : উর্বরতা কমে যায়।
২৯। পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের রূপায়ণের জন্য তার নাম কী?
উত্তর : ভাকরা নাঙ্গাল বাঁধ প্রকল্প।
৩০। ভারতে দূষণ প্রতিরোধে কেন্দ্রীয় স্তরে সরকারি সংস্থার নাম কী?
উত্তর : সেন্ট্রাল পল্যুশন কন্ট্রোল বোর্ড (CPCB)।
৩১। ভারতে দূষণ প্রতিরোধে রাজ্যস্তরে সরকারি সংস্থার নাম কী?
উত্তর : স্টেট পল্যুশন কন্ট্রোল বোর্ড (SPCB)।
৩২। ‘পাপিক্কো’ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উত্তর : পান্ডুরাও হেগড়ো।
৩৩। নর্মদা বাঁচাও আন্দোলনের (NBA) নেত্রী কে?
উত্তর : মেধা পাটকার।
৩৪। তার বৈজ্ঞানিক নাম কী যে উদ্ভিদ থেকে পেট্রোলিয়াম জাতীয় তরল হাইড্রোকার্বন পাওয়া যায়?
উত্তর : হিভিয়া ব্রাসিলিয়েনসিস।
৩৫। আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ আসে ?
উত্তর : ২ শতাংশ।
৩৬। ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের কত ভাগ জলবিদ্যুৎ থেকে সংগ্রহ করা হয়?
উত্তর : ৫ - ১০ ভাগ।
৩৭। পেট্রোলের বিকল্প হিসেবে কোন্ উদ্ভিদজাত পদার্থ ব্যবহার করা হয়?
উত্তর : ইথানল বা ইথাইল অ্যালকোহল।
৩৮। খনিজ তেলে উপস্থিত কোন্ ধাতুর ফলে পরিবেশ দূষিত হয়?
উত্তর : লেড বা সীসা।
৩৯। ক্যাডমিয়াম হাড়ের কোন্ ধাতুর প্রতিস্থাপিত করে?
উত্তর: ক্যালশিয়াম।
৪০। DDT-র কার্যকারীতার সময়সীমা কত বছর?
উত্তর : প্রায় ১০ বছর পর্যন্ত।
Important Environment Questions In Bengali(পরিবেশ বিদ্যা)| Centre for science and environment
৪১। মশার প্রধান লার্ভাভক্ষণকারী মাছের নাম কী?
উত্তর : গাম্বুসিয়া স্পিঃ।
৪২। ম্যালেরিয়া রোগ নির্ধারণে কোন ওষুধ প্রয়োগ করা হয়?
উত্তর : ক্লোরোকুইন/প্যারাকুইন/ম্যালাকুইন।
৪৩। মানুষের দেহের পরোক্ষভাবে রোগ প্রতি রোধের ক্ষমতা কিভাবে সঞ্চার করা হয়?
উত্তর : ইমুনোগ্লোবুনিন ইঞ্জেকশন করে।
৪৪। পাখির দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কী?
উত্তর: আর্বোভাইরাস।
৪৫। মৃত্তিকায় বিস্তারলাভ ঘটে এমন রোগজীবাণুর নাম কী?
উত্তর : টিটেনাস বা অ্যানথ্রাক্স।
৪৬। উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কী?
উত্তর: এপিডেমিক টাইফাস।
৪৭। শারীরিক স্পর্শের দ্বারা ঘটে এমন রোগের নাম কী?
উত্তর: সেক্সুয়ালী ট্রান্সমিটেড ডিজিজ বা AIDS
৪৮। ভারতের কত সংখ্যক মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বাস করে?
উত্তর : ২৫ থেকে ৩০ কোটি মানুষ।
৪৯। ডিটারজেন্টে ব্যবহৃত পদার্থের মূল উপাদান কী?
উত্তর : ফসফেট যৌগ।
৫০। কৃষিক্ষেত্রে ব্যবহৃত নাইট্রেট সার জীবদেহে যে রোগের সৃষ্টি করে তার নাম কী?
উত্তর : মিথিমোগ্লোবিনোমিয়া।
৫১। ভারতের শহরাঞ্চলে শতকরা কত ভাগ বায়ুদূষণ মোটর ভেহিকেল দ্বারা হয়?
উত্তর : শতকরা ৫০ ভাগ।
৫২। ভারতবর্ষে মোট কতগুলি স্বাদুজলের রিজার্ভেয়র আছে?
উত্তর : প্রায় ৩০০০ ।
৫৩। বিশ্বের কতভাগ ফসল কীট পতঙ্গ দ্বারা ধ্বংস প্রাপ্ত হয়?
উত্তর : ৩৩ ভাগ।
৫৪। প্লাস্টিক কারখানার বিষাক্ত, ক্যানসার সৃষ্টিকারী বর্জ্যটি কী?
উত্তর: ভিনাইল ক্লোরাইড।
৫৫। মাটিতে মোট ওজনের মধ্যে খনিজের পরিমাণ শতকরা কত ভাগ?
উত্তর : ৯০ ভাগ।
৫৬। মাটিতে অক্সিজেনের পরিমাণ থাকে শতকরা কত ভাগ?
উত্তর : ২০ ভাগ।
৫৭। বর্তমানে ভারতে কত ধরনের পরিবেশ আইন বিদ্যমান?
উত্তর : প্রায় ২০০ |
৫৮। একজন সুস্থ মানুষের শ্বাসপ্রশ্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ুর প্রয়োজন হয়?
উত্তর : ১৪ কেজি।
৫৯। অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কী?
উত্তর : হালন।
৬০। এই পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত হয় কিসে?
উত্তর : উদ্ভিদদেহে।