100+ Computer And Internet Questions In Bengali(কম্পিউটার এবং ইন্টারনেট)
নমস্কার friends, বিভিন্ন চাকরির পরীক্ষায় Computer And Internet GK Questions In Bengali খুবিই গুরুত্বপূর্ণ টপিক। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ Computer And Internet GK Questions In Bengali। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়েজাবে।
> ১। কম্পিউটারের জনক হিসেবে পরিচিত চার্লস ব্যাবেজ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : ব্রিটেনের।
> ২। তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার তৈরি করেছিলেন কে?
উত্তর : হাওয়ার্ড একেন।
>৩। WWW কে আবিষ্কার করেন?
উত্তরঃ টিম বার্নাস লি এবং রবার্ট কেউলিয়াও।
>৪। কম্পিউটারের প্রধান দুটি অংশ কী কী?
উত্তর : হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
>৫। হার্ডওয়্যার কাকে বলে?
উত্তর : কম্পিউটারের যে যন্ত্রগুলি দিয়ে আমরা হাতে ধরে কাজ করতে পারি, সেই যন্ত্রগুলিকে হার্ডওয়্যার বলে।
৬। সফটওয়্যার কাকে বলে?
উত্তর : কম্পিউটারে হার্ডওয়্যারকে ঠিকভাবে চালাতে প্রয়োজনীয় বিভিন্ন পদ্ধতি, রুটিন, প্রোগ্রামকে সফটওয়্যার বলে।
৭। সফটওয়্যারের কটি ভাগ? কী কী?
উত্তর ঃ দুটি ; অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সফটওয়্যার।
৮। কতকগুলি অপারেটিং সফটওয়্যারের নাম লেখো।
উত্তর : উইন্ডোজ, ইউনিক, ও. এস., লিনাস্ক, ডস্।
৯। কতকগুলি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখো।
উত্তর : এম.এস.পেন্ট, ওয়ার্ড, পেজমেকার, কোরেল ড্র প্রভৃতি।
> ১০। হার্ডওয়্যারের মধ্যে কটি অংশ থাকে?
উত্তর : পাঁচটি।
> ১১। একটি কম্পিউটারে যে সমস্ত যন্ত্র থাকে তার কয়েকটির নাম লেখো।
উত্তর : কী বোর্ড, মনিটর, ফ্লপিড্রাইভ, সি.পি.ইউ, প্রসেসর,
সিডি-ভিসিডি ড্রাইভ (রম) ইত্যাদি।
>১২। কটি ভাগে ভাগ করা যায় বর্তমানে কম্পিউটারকে ও কী কী?
উত্তর ঃ চারটি ভাগে--মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার, সুপার কম্পিউটার ।
>১৩। কম্পিউটারের ব্রেন কাকে বলে?
উত্তর : CPU-কে।
>১৪। CPU-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর : সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
>১৫। CPU-এর অংশ কটি ?
উত্তরঃ তিনটি। অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং স্টোরেজ বা হার্ডডিস্ক।
> ১৬। কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলির নাম লেখো।
উত্তর : মাউস, কী বোর্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা।
> ১৭। কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলির নাম লেখো।
উত্তরঃ প্রিন্টার, মনিটর, স্পিকার।
>১৮। হার্ড ডিস্ক ড্রাইভগুলি কী কী?
উত্তর ঃ C, D, E, FI
>১৯। DOS কাকে বলে?
উত্তর : ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে ডিস্ক অপারেটিং সিস্টেম বলে
>২০। কম্পিউটারের প্রধান প্রসেসিং-এর কাজ করে কে?
উত্তরঃ ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট।
>২১। স্প্রেডসিট সফটওয়্যার কী?
উত্তরঃ যে সফটওয়্যারের সাহায্যে Row Column এ তথ্য সাজানো যায়, তাকে স্প্রেডসিড সফটওয়্যার বলে।
>২২। পেজেন্টেশন সফটওয়্যার কী?
উত্তর : এই সফটওয়্যারে প্যাকেজের দ্বারা খুব সহজে বিভিন্ন সেমিনার বা প্রদর্শনীতে সুন্দরভাবে স্লাইড, ব্যানার ইত্যাদি প্রস্তুত করা যায়।
>২৩। কম্পিউটার ভাইরাস (VIRUS) কী ?
উত্তর : Vital Information Resources Under Seize
>২৪। কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম লেখো।
উত্তর ঃ ফাইল ভাইরাস, পলিমরফিক ভাইরাস, বুটসেক্টর ভাইরাস।
> ২৫। প্রিন্টারের কাজ কী?
উত্তর ঃ প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের সাহায্যে যাবতীয় দেখার জিনিস ও ছবি ছেপে বের করা হয়।
২৬। প্রিন্টার কত প্রকার?
উত্তর ঃ ছাপার পদ্ধতি অনুসারে প্রিন্টার তিন প্রকার।
ডট্ম্যাট্রিক্স, ইংকজেট এবং লেজার প্রিন্টার।
> ২৭। প্রিন্টারের স্পিড কীসের সাহায্যে মাপা হয়?
উত্তরঃ Page Per Minute (PPM) এবং Character Per Second (CPS)-এর মাধ্যমে।
> ২৮। ইমপ্যাক্ট প্রিন্টার কাকে বলে?
উত্তর : ডম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে।
> ২৯। নন্-ইমপ্যাক্ট প্রিন্ট্রার কাকে বলে?
উত্তর : Inkjet printers and laser printers are called
> ৩০। Bit কী?
উত্তর : কম্পিউটারের বেসিক ইউনিট।
> ৩১। Bit-এর কয়টি ভ্যালু থাকে?
উত্তর ঃ দুটি। ‘এক’ এবং ‘শূন্য’।
> ৩২। চারটি বিট-এর সমন্বয়কে কী বলে?
উত্তর : নিবল (Nibble) বলে।
> ৩৩। বাইট (bite) কাকে বলে?
উত্তর : আটটি বিটের সমষ্টিকে ‘বাইট’ (Bite) বলে।
> ৩৪। কোন্ Bit-এর Video Card এ High Colour ছবি তৈরি করবে?
উত্তরঃ 16 Bit Vedeo Card |
> ৩৫। কত Bit-এর Video Card এ True Colour-এর ছবি প্রদর্শিত হয়?
উত্তর: 24 Bit Video Card |
> ৩৬। ফলস্ অ্যালার্ম কী?
উত্তর ঃ কখনও কিছু পুরোনো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ভুল করে ভালো প্রোগ্রামকেও ভাইরাস এফেক্টেড বলে সংকেত দেয়, একে ফল্স অ্যালার্ম বলে।
৩৭। মোে
> ৩৭। মোডেম কী? উত্তর : টেলিফোন লাইনের মাধ্যমে কম্পিউটার তথ্য আদান-প্রদানের মাধ্যমকে বলা হুয় মোডেম।
৩৮। মোডেম কত প্রকার?
উত্তর : তিনপ্রকর। ডেস্কটম মোডেম, পোর্টেবল মোডেম এবং ইনটারনাল মোডেম।
৩৯। কেবল মোডেম কাকে বলে?
উত্তর : কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যে মোডেম
কাজ করে, তাকে কেবল মোডেম বলে।
> ৪০। সাউন্ড কার্ড কাকে বলে?
উত্তর : কম্পিউটারের সাউন্ড সিস্টেমকে উন্নত করার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তাকে সাউন্ড কার্ড বলে।
> ৪১। ফুলডুপ্লে সাউন্ড কার্ড কী?
উত্তর : এটি একটি যন্ত্রাংশ। এটি কম্পিউটারে ব্যবহার করলে একসঙ্গে শোনা ও বলার কাজ করা যায়।
> ৪২। দশমিক সংখ্যা পদ্ধতিটি কী?
উত্তর : দশমিক সংখ্যা হল সেই সংখ্যা পদ্ধতি যেটি ০ থেকে ৯ পর্যন্ত এই দশটি অঙ্কের সাহায্যে যে সংখ্যা পদ্ধতি গঠিত।
> ৪৩। Track কী? উত্তর : চলমান স্টোরেজ মাধ্যমের বাস্তবপথ যেখানে Data
রেকর্ড করা হয়।
> 88| Terminal কাকে বলে?
উত্তর : এটি একটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়।
৪৫। Queue কী?
উত্তর : কম্পিউটার সিস্টেম সার্ভিসের অপেক্ষারত একটি লাইন বা দলবদ্ধ আইটেম।
৪৬। DPI কী?
উত্তর : dot per inch.
> ৪৭। হার্ডওয়্যার কোন গুলি?
উত্তর ঃ সি.পি.ইউ. মনিটর, প্রিন্টার, মাউস ইত্যাদি সব যন্ত্রপাতিই হার্ডওয়্যার।
> ৪৮। Frequency-এর একক কী?
উত্তরঃ হার্জ।
> ৪৯। কৰে পেন্টিয়াম প্রসেসর চালু হয়?
উত্তর : ১৯৯৩ সালে।
> ৫০। পেন্টিয়াম প্রসেসরের স্পিড কত?
100+ Computer And Internet Questions In Bengali(কম্পিউটার এবং ইন্টারনেট) Part-1
উত্তর : ৭৫-৪৫০ মেগাহার্জ।
> ৫১। পেন্টিয়াম-III কবে চালু হয়?
উত্তর : ১৯৯৯ সালে।
> ৫২। Word কী?
উত্তর : দুই বা দুই-এর বেশি Byte-এর সমন্বয় হল word।
> ৫৩। দুটি অবজেক্টের মধ্যে সংযোগ স্থাপনকে কী বলে?
উত্তরঃ হাইপারলিংক।
>৫৪। পেন্টিয়াম 586 কী?
উত্তরঃ নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
> ৫৫।ফল্স অ্যালার্ম কী?
উত্তর ঃ কখনও কিছু পুরোনো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ভুল করে ভালো প্রোগ্রামকেও ভাইরাস এফেক্টড বলে সংকেত দেয়। একে ফল্স অ্যালার্ম বলে।
> ৫৬। কম্পিউটার, মেমরি স্পিড পরিমাপের একক কী?
উত্তর : মেগাহাজ।
> ৫৭। একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি কত?
উত্তরঃ 1.44 মেগাবাইট।
> ৫৮। ষট্ দশমিক পদ্ধতিতে 15 কীভাবে লেখা হবে?
উত্তর : ‘এফ’ (F) দিয়ে।
> ৫৯। FAX-কথাটির অর্থ কী?
উত্তর : ফ্যাক্ক্সিমিলি (facsimile)।
> ৬০। e-mail এর e- শব্দের অর্থ কী?
উত্তর : ইলেকট্রনিক্স (electronics)।
> ৬১। আইকন কী?
উত্তর : কম্পিউটারের ডেস্কটপের ওপর কতকগুলি ছোটো ছবির মতো দেখতে পাওয়া যায়, এদের আইকন বলে।
> ৬২। কারসার কী?
উত্তরঃ ডস প্রম্পদে সামনে ছোটো একটি সাদা হাইফেন (-) এর মতো আলো জ্বলতে নিভতে থাকে। একে কারসার বলে।
>৬৩। ফাইল কী?
উত্তর ঃ নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে বলে ফাইল।
> ৬৪। ডিরেক্টরি কী?
উত্তর ঃ ফাইলগুলিকে যে স্তরে স্তরে সাজানো হয়, তাকে ডিরেক্টরি বলে। >
৬৫। ইউনিক্স ও লিনাক্স কী?
উত্তর : বহু ব্যবহার্য অপারেটিং সিস্টেমকে ইউনিক্স এবং বহু ব্যবহার্য দ্রুত ক্রিয়াশীল অপারেটিং সিস্টেমকে লিনাক্স বলে।
> ৬৬। মাইক্রোপ্রসেসর কী?
উত্তর : এটি একটি চিপ ভিত্তিক যন্ত্র, নিজেই পুরোপুরি প্রসেসরের কাজ করে এবং অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন করতে সক্ষম।
>৬৭। একটি CD-র উপাত্ত সঞ্চয়ের ক্ষমতা কত?
উত্তর : ৬৫০ মেগাবাইট।
> ৬৮। একটি কম্পিউটারে এক অংশ থেকে অন্য অংশে উপাত্ত (Data) কোন্ পরিবাহীর মাধ্যমে সঞ্চালিত হয়।?
উত্তর : বাস (BUS)
> ৬৯ ড্রাগ অ্যান্ডি ড্রপ' (Drag and Drop) অপারেশন কম্পিউটারে কার সাহায্যে করা হয়?
উত্তর : মাউসের সাহায্যে।
> ৭০। প্রথম গণনার কাজে ব্যবহৃত হয় কোন্ কম্পিউটার?
উত্তর : অ্যাবাকাস।
> ৭১। ফ্লপি ড্রাইভে ফ্লপি ১ মিনিটে কত বার ঘোরে?
উত্তর : ৩০০ বার।
> ৭২। কম্পিউটার পাঞ্জ কার্ডে কতগুলি সারি থাকে?
উত্তর : ৪০টি।
> ৭৩। 'Online Merit Test'-এর অর্থ কী?
উত্তর : Internet-এর মাধ্যমে পরীক্ষা। > ৭৪। Queue (কিউ) কী?
উত্তর : ‘কিউ’ হল কম্পিউটার সিস্টেমে সার্ভিসের জন্য অপেক্ষারত একটি লাইন কিংবা দলবদ্ধ আইটেম।
> ৭৫। প্রধান তিনটি Logic Gate কী কী?
উত্তরঃ AND, OR, NOTI
> ৭৬। কোন ধরনের Cable -এর মাধ্যমে সর্বোচ্চ 100 Mbps গতিতে Data Transmission হয়?
উত্তর: UTP Cable-এর মাধ্যমে।
৭৭। Network স্তরের কার্যকরী যন্ত্র বা Device গুলির নাম কী?
উত্তর: Router, Broutor, Gateway.
> ৭৮। Session স্তরের কার্যকরী যন্ত্রের নাম কী
উত্তর: Gateway.
> ৭৯। কোন ধরনের Toplogy-তে কোনো একটি Computer-অচল হলে সম্পূর্ণ Network System-ই বিকল হয়?
উত্তর: Ring Network.
> ৮০। Control Menu কোন Bar-এর অন্তর্গত?
উত্তর : Titler Bar |
> ৮১। Microsoft Word Window-র Menu Bar-এর
প্রথম Menu-টির নাম কী?
উত্তর : File I
> ৮২। Microsoft Word-এ Cut Option টি কোন্
Menu-র অন্তর্গত?
উত্তর ঃ Edit।
> ৮৩। CAD কথাটির কোন্ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : ডিজাইনের ক্ষেত্রে।
> ৮৪। কীভাবে Shortcut Menu কে Open করা যায়?
উত্তর : object বা Icon-এর উপর Right Click করে।
> ৮৫। কোন্ তারিখে কম্পিউটার তথ্য আদানপ্রদান শুরু করে?
উত্তর : ১৯৬৯-এর ২১ নভেম্বর।
> ৮৬। ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজে কোন ভাষা
ব্যবহৃত হয়?
উত্তর : HTML.
> ৮৭। ফ্রি হোস্টিং ওয়েবসাইট কী?
উত্তর : www geocities.com |
> ৮৮। ফ্লপির সঞ্জয় ক্ষমতা কত?
উত্তর : ১.৪৪ এম. বি
> ৮৯। C-2 ট্রান্সাকশন-এর উদাহরণ দাও।
উত্তর : ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া।
> ৯০। 1024 বাইট = কত কিলোবাইট?
উত্তর : 1 কিলোবাইট।
> ৯১। বিভিন্ন Web Page-এ প্রয়োজনীয় তথ্যের সন্ধানে ঘোরাফেরাকে কী বলে?
উত্তর : Surfing।
> ৯২। www এর নিজস্ব Protocal-এর নাম কী?
উত্তর : HTTP I
> ৯৩। কাকে পৃথিবীর প্রথম প্রোগ্রামার বলা হয়?
উত্তর : লেডি অগাস্টা অডা লোভেল্যাককে।
> ৯৪। ১ গিগাবাইট = কত মেগাবাইট?
উত্তর : ১০২৫ মেগাবাইট।
100+ Computer And Internet Questions In Bengali(কম্পিউটার এবং ইন্টারনেট) Part-1
> ৯৫। ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি?
উত্তর : এশিয়া মহাদেশে।
> ৯৬। Microsoft Word-এ কোনো Text-কে Underline করার জন্য short cut key হিসেবে কী ব্যবহৃত হয়?
উত্তর ঃ Ctrl + In
> ৯৭। Microsoft Word-এ কোনো Text কে Bold করার জন্য Short cut key হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ Ctrl + BI
> ৯৮ | Analog সংকেতকে Digital সংকেতে এবং Digital সংকেতকে Analog সংকেতে রূপান্তরিত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর : Modem।
> ৯৯। কোন্ ধরনের Cable -এর মাধ্যমে সর্বোচ্চ 100 Mbps গতিতে Data Transmission হয়?
উত্তর : UTP Cables. I
>১০০। ড্রপারস-এর কাজ কী?
উত্তর : ভাইরাসকে হার্ডডিস্কে বসাতে সাহায্য করা।
>১০১। কম্পিউটার যে ভাইরাসে আক্রান্ত তা বোঝার দুটি উপায় লেখো।
উত্তর ঃ (১) কম্পিউটার বুট করতে গিয়ে বন্ধ হয়ে গেলে, (২) নির্দিষ্ট কোনো সফটওয়্যার চলতে চলতে
কম্পিউটার বন্ধ হয়ে গেলে।
>১০২। কতকগুলি MS-DOS -এর নির্দেশকের নাম লেখো।
উত্তর :MD, FD, CLS, Dell
> ১০৩। প্রচলিত কয়েকটি কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম লেখো।
উত্তর : Intel, HCL, AMD I
>১০৪। কাকে মাইক্রোপ্রসেসরও বলা হয়?
উত্তর : CPU-কে।
>১০৫। কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড কোন্টি?
উত্তর : মাদার বোর্ড।
>১০৬াকার গতির ওপর কম্পিউটারের দ্রুততা নির্ভর করে?
উত্তর : CPU (Central Processing Unit)
> ১০৭। ফ্লপি ড্রাইভ করে এবং কারা চালু করে?
উত্তর : IBM চালু করে 1970 সালে।
>১০৮। বাইনারি সিস্টেম কী?
উত্তর : এবং 1-এর অন্তহীন সমন্বয়ে গঠিত হয়েছে বাইনারি সিস্টেম।
>১০৯। কে, কখন, প্রথম বাইনারি সিস্টেম চালু করে?
উত্তর : সপ্তদশ শতাব্দীর গোড়ায় টমাস হ্যারিয়েট প্রথম বাইনারি সিস্টেম চালু করে।
>১১০। ১ মেগাবাইট কত বাইট?
উত্তর: ১০,৪৮,৫৭৬ বাইট।
> ১১১। এমন কিছু প্রোগ্রাম দেখা যায় যেগুলি ভাইরাস বলে মনে হলেও প্রকৃতপক্ষে ভাইরাস নয়—
এরকম দুটির নাম লেখো।
উত্তর : কোরাপ্ট প্রোগ্রাম, ড্রপারস, ফল্স অ্যালার্ম ইত্যাদি।
>১১২। রম (ROM) কত প্রকারের হয়?
উত্তর : ৩ প্রকারের।
>১১৩। র্যাম (RAM) কত প্রকারের হয়?
উত্তর : ২ প্রকারের।
>১১৪। বুটিং (Booting) কত ধরনের হয়?
উত্তর : ২ ধরনের।
>১১৫। কম্পিউটার চালু রাখার জন্য যে সব ইনফরমেশন
ও ইন্সট্রাকশন দরকার সে সবের সন্নিবেশ কীসে থাকে?
উত্তরঃ রম (ROM)-এ
> ১১৬। Power Point কী ধরনের সফটওয়্যার?
উত্তর : প্রেজেন্টেশন।
>১১৭। .com কী?
উত্তর : একটি ডমেন।।
> ১১৮। .org কী ?
উত্তর : ব্রাউজার।
> ১১৯। ক্যাসপার স্কাই (Kasper sky) কী?
উত্তর : একটি অ্যান্টি ভাইরাস।