পরিবেশ বিদ্যা Important GK in Bengali(Environment Science)
পরিবেশ বিদ্যা Important GK in Bengali(Environment Science)
০১। বর্তমানে বিশ্বের কত শতাংশ শিশু অপুষ্টিতে ভোগে?
উত্তর : ৩৩ শতাংশ।
০২। বর্তমানে তৃতীয় বিশ্বে পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে কত শতাংশ শিশুর মৃত্যু হয়?
উত্তর : ১০ শতাংশ।
০৩। তৃতীয় বিশ্বে প্রতিদিন কতজন মানুষ জলবাহিত রোগে মারা যায়?
উত্তর :২৫,০০০ জন।
০৪। তৃতীয় বিশ্বে শতকরা কতজন মানুষ নিরাপদ পানীয় জলের অভাব বোধ করে?
উত্তর : ৩২ শতাংশ।
০৫। ভারতে আজ থেকে একশো বছর আগে মোট বনাঞ্চলের পরিমাণ বর্তমান অপেক্ষা ছা আনুমানিক কত বেশি ছিল?
উত্তর ঃ তিনগুন।
০৬। মানুষের অর্থনৈতিক কার্যকলাপের ফলে পৃথিবী থেকে প্রতি বছর কি পরিমাণ বনভূমি ধ্বংস হচ্ছে?
উত্তর ঃ ১৭০ লক্ষ হেক্টর।
০৭। বর্তমানে পৃথিবীতে জলাভূমির লোপ পাওয়ার অন্যতম কারণ কী?
উত্তর : নগরায়ণ।
০৮। ভারতে থর মরুভূমি প্রতি বছর গড়ে কত পরিমাণ বিস্তারলাভ করছে?
উত্তর ঃ ৪ কিমি।
০৯। কৃষি জমিতে অত্যধিক রাসায়নিক সার প্রয়োগ করলে জমিতে কী বৃদ্ধি পায়?
উত্তর : অম্লত্ব।
১০। বর্তমানে পৃথিবীর বেশির ভাগ দেশ কোন্ সামাজিক সমস্যার সম্মুখীন ?
উত্তরঃ বেকারত্ব।
১১। ভারতে ‘জাতীয় পরিবেশ সচেতনতা প্রসার' প্রকল্পের মূলভাবনা বা স্লোগান কি ছিল?
উত্তর : জলই জীবন।
১২। ভারতে স্কুলস্তরে ‘ইকোক্লাব’-এর ছাত্র সদস্যদের দ্বারা পরিবেশ রক্ষার উদ্দেশ্যে গঠিত বাহিনীর নাম কী?
উত্তর : জাতীয় সবুজ বাহিনী।
১৩। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কী?
উত্তরঃ বনভূমি হ্রাস।
১৪। ফুসফুস, শ্বাসনালী চোখ আক্রান্ত হয় কোন্গ্যা সের প্রভাবে?
উত্তর : সালফার ডাইঅক্সাইড।
১৫। শহরাঞ্চলের বায়ুতে কোন হাইড্রোকার্বনের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর : মিথেন।
১৬। ধোঁয়াশার কোন গ্যাসীয় উপাদানটি চোখে অস্বস্তি বা জ্বালা সৃষ্টি করে?
উত্তর : পার-অক্সাইল নাইট্রেট।
১৭। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে को সৃষ্টি হয়?
-উত্তর : কার্বন মনোক্সাইড।
১৮। একটি উদ্ভিদসৃষ্ট বায়ুদূষকের নাম লেখো।
উত্তর : পরাগরেণু।
১৯। একটি সমুদ্রসৃষ্ট বায়ুদূষকের নাম লেখো।
উত্তর : লবণ কণা।
২০। মানবদেহে সালফার ডাইঅক্সাইডের প্রাথমিক প্রভাব লক্ষ্য করা যায় কোথায়?
উত্তর ঃশ্বাসনালীতে।
২১। সালফার ডাইঅক্সাইড দূষণের প্রভাবে গাছের কি বিনষ্ট হয়?
উত্তর ঃক্লোরোফিল।
২২। হাইড্রোজেন ফ্লুরাইডের প্রভাবে উদ্ভিদ ও প্রাণীদেহে কি সৃষ্টি হয়?
উত্তর ঃ ফ্লুরোসিস।
২৩। বায়ুতে ভাসমান কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণাকে কী বলে?
উত্তর : এরোসল।
২৪। সিসা দূষণের ৭০ শতাংশই সৃষ্টি হয় কী থেকে?
উত্তর : কলকারখানা ও যানবাহন চলাচলের ফলে।
২৫। বায়ুদূষণের বিভিন্ন উপাদানের ঘনত্ব কোন স্কেলের সাহায্যে দেখানো হয়?
উত্তরঃ PPMI
২৬। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন্ গ্যাসীয় পদার্থটি?
উত্তর: সালফার ডাইঅক্সাইড।
২৭। ভাইরাস হেপাটাইটিস কি বাহিত রোগ?
উত্তর : জলবাহিত।
২৮। স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় কোন উপাদানের প্রভাবে?
উত্তর : সিসা।
২৯। জলাভূমিতে শৈবাল পচে যে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় তার নাম কী?
উত্তর ঃ স্ট্রিকনিন।
৩০। জলদূষণকারী একটি বিষাক্ত ধাতুর নাম লেখো।
উত্তর ঃ ক্যাডমিয়াম।
৩১। ‘মেলানোসিস' রোগটির উৎপত্তির কারণ কী?
উত্তর : আর্সেনিক দূষণ।
৩২। অজৈব সার বেশি ব্যবহারের ফলে জমিতে কী বৃদ্ধি পায়?
উত্তর : অম্লত্ব বাড়ে।
৩৩। পরিষ্কার বৃষ্টির জলে অম্লত্বের পরিমাণ কত?
উত্তরঃ ৫ - ৬ pHT
৩৪। সিলিকনের প্রভাবে ফুসফুসে কী রোগের উৎপত্তি ঘটে?
উত্তর : সিলিকোসিস।
৩৫। আর্সেনিক দূষণের ফলে পায়ের পাতায় কী রোগ হয়?
উত্তর : ব্ল্যাকফুট ডিজিজ।
৩৬। পোলিও কি বাহিত রোগ?
উত্তর : জলবাহিত রোগ।
৩৭। পৃথিবীর জলভাগের মোট পরিমাণের মধ্যে লবণাক্ত প্রকৃতির জলের পরিমাণ কত?
উত্তর : ৯৭ শতাংশ।
৩৮। ব্যাটারি শিল্প থেকে নির্গত কোন আবর্জনা ও বর্জ্য পদার্থ জলদূষণে সাহায্য করে?
উত্তর ঃ সিসা ও অ্যাসিড।
৩৯। কোন্ আবর্জনা বা বর্জ্য জল দূষণে সাহায্য করে যখন পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত হয়?
উত্তরঃ ক্লোরাইড।
৪০।মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় কিসের জন্য?
উত্তর ঃ ওজোন স্তর রক্ষা করার জন্য।
পরিবেশ বিদ্যা Important GK in Bengali(Environment Science)
৪১। কিওটো চুক্তির মূল্য উদ্দেশ্য কী?
উত্তর :গ্রিণ হাউস গ্যাসের পরিমাণ কমিয়ে ফেলা।
৪২। তেজস্ক্রিয়তার প্রধান প্রতিক্রিয়া কী?
উত্তরঃ ক্যানসার।
৪৩। বায়ুমণ্ডলে অবস্থিত একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
উত্তরঃ থোরিয়াম।
৪৪। ওজোন স্তরের অস্তিত্ব বায়ু মণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায় ?
উত্তর :স্ট্র্যাটোস্ফিয়ারে।
৪৫। সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় ঘটে কিসের প্রভাবে?
উত্তর ঃ ভূমিকম্পের প্রভাবে।
৪৬। ভারত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর ঃ সাইক্লোন।
৪৭। সুনামির ঢেউগুলির সর্বাধিক গতিবেগ উত্তরঃ
ঘন্টায় ৮০০ কিমি। কত?
৪৮। মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধির জন্য দায়ী কে?
উত্তর : গ্লোবাল ওয়ার্মিং।
৪৯। সাইলেন্টভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : কেরল রাজ্যের পালঘাট জেলায় ।
পরিবেশ বিদ্যা Important GK in Bengali(Environment Science)
৫০। মনুষ্যসৃষ্ট তেজস্ক্রিয় দূষণের একটি অন্যতম উদাহরণ কী?
উত্তরঃ হিরোশিমা-নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ।
৫১। উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়কে কী বলে?
উত্তর: হ্যারিকেন।
৫২। মানবদেহের কোন অঙ্গ সিসা মিশ্রিত পেট্রোল জ্বালানির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : স্নায়ুতন্ত্রের।
৫৩। মানুষের পানীয় জলে ক্যাডমিয়ামের গ্রাহ্যমাত্রা কত?
উত্তর : প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম।
৫৪। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে সংঘটিত পৃথিবীর বৃহত্তম দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল?
উত্তর ঃ রাশিয়ার চেরাবোবিলে।
৫৫। সালফার ডাইঅক্সাইডের প্রধান প্রাকৃতিক উৎস কী?
উত্তর : আগ্নেয়গিরির উদ্গিরণ।
৫৬। ফ্লুরোসিস রোগে মানুষের কোন্ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : দাঁত ও হাড়।
৫৭। শক্তির মূল উৎস কী?
উত্তর ঃ সূর্য।
৫৮। একটি দূষণমুক্ত প্রচলিত শক্তির উৎস কী?
উত্তর : জলবিদ্যুৎ।
৫৯। জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
উত্তর : কয়লা ও খনিজ তেলকে।
৬০। আমাদের প্রয়োজনীয় শক্তির অধিকাংশ কোথা থেকে আসে?
উত্তর : জীবাশ্ম জ্বালানি থেকে।
৬১। সাদা কয়লা বলা হয় কোন্ শক্তিকে
উত্তর ঃ জলবিদ্যুৎ শক্তিকে।
৬২। কোল গ্যাসের প্রধান উপাদান কী কী?
উত্তর : মিথেন ও হাইড্রোজেন।
৬৩। প্রাকৃতিক গ্যাসের প্রধান গ্যাসীয় উপাদান কী?
উত্তর : মিথেন।
৬৪। এক পাউন্ড ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎশক্তি উৎপন্ন হয়, সম পরিমাণ বিদ্যুৎশক্তি উৎপাদনে কত কয়লার প্রয়োজন?
উত্তর : ৬ হাজার টন।
৬৫। পারমাণবিক বিদ্যুৎশক্তির মুখ্য সমস্যা কী?
উত্তরঃ তেজস্ক্রিয় দূষণ হয়।
৬৬। পৃথিবীতে প্রথম মানবজাতির মঙ্গলের জন্য পরমাণু শক্তির ব্যবহার শুরু কবে হয়?
উত্তর : ১৯৫৪ সালে।
৬৭। তারাপুরে অবস্থিত ভারতের প্রথম আণবিক চুল্লিটির নাম কী?
উত্তর : অপ্সরা।
৬৮। সৌরশক্তির সাহায্যে বিশুদ্ধ জল উৎপাদন পদ্ধতিকে কী বলে?
উত্তর : সৌর পাতন।
৬৯। বিশ্বে সৌরশক্তি উৎপাদনে ভারতের স্থান কত?
উত্তর ঃ চতুর্থ।
৭০। যে পদ্ধতির সাহায্যে সূর্যরশ্মিকে সরাসরি বিদ্যুৎশক্তিতে পরিবর্তন করা হয় তাকে কী বলে?
উত্তর : ফোটোভোল্টিক।
৭১। কোনোরকম জ্বালানি ছাড়াই রান্না করা যায় কোন্ যন্ত্রের সাহায্যে?
উত্তর : সোলার কুকার।
৭২। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী?
উত্তরঃ মিথেন ও ইথেন।
৭৩। এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রটি ভারতের কোথায় অবস্থিত?
উত্তর : গুজরাতের লাম্বায়।
৭৪। পশ্চিমবঙ্গে জৈব গ্যাস প্রকল্প চালু হয়েছে কোথায়?
উত্তর : গোসাবায়।
৭৫। বর্তমানে ভারতে বায়োগ্যাস প্ল্যান্টের সংখ্যা কত?
উত্তর : ৪ লক্ষের বেশি।
৭৬। জ্বালানি কাঠ পোড়ানোর ফলে কত শতাংশ শক্তি বিনষ্ট হয়?
উত্তর : ৯০ শতাংশ।
৭৭। শ্রী সুন্দরলাল বহুগুনা কোন্ আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন?
উত্তর: চিপকো আন্দোলন।
৭৮। পুনর্নবীকরণযোগ্য সম্পদ কোনটি?
উত্তর:বন সম্পদ।
পরিবেশ বিদ্যা Important GK in Bengali(Environment Science)
৭৯। মানসিক প্রশান্তিদায়ক রেসারপিন কোথায় পাওয়া যায়?
উত্তর: সর্পগন্ধার মূলে।
৮০। ভারতে কত রকমের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়?
উত্তরঃ ৪৫,০০০।
৮১। বিশ্বের সমস্ত প্রাণী সম্পদের মধ্যে কত শতাংশ ভারতে আছে?
উত্তর:৬.৪ শতাংশ।
৮২। ভারতে মোট কত প্রজাতির ছত্রাক আছে?
উত্তরঃ ১২,৫০০।
৮৩। আমাদের দেশে বন্যপ্রাণীর অভয়ারণ্যের সংখ্যা কত?
উত্তর: ৫০০টি।
৮৪। ভারতে মোট প্রাণী প্রজাতির সংখ্যা কত?
উত্তর:৮১,০০০।
৮৫। ‘অ্যাজাডিব্যাকটা ইন্ডিকা’ গাছটির সাধারণ নাম কী?
উত্তরঃ নিম।
৮৬। আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন্ বিষাক্ত গুল্ম ছড়িয়ে পড়ে?
উত্তর : পার্থেনিয়াম।
৮৭। ভারতে কত সংখ্যক জীব বর্তমানে বিলুপ্তির মুখোমুখি ?
উত্তর:৮১টি।
৮৮। পশ্চিমবঙ্গের মোট বনাঞ্চলের পরিমাণ কত?
উত্তরঃ ১২,০০০ বর্গকিমি।
৮৯। সুন্দরবনকে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ' বলে ঘোষণা করা হয় কবে?
উত্তর : ১৯৮৯ সালে।
৯০। ভারতে মোট অরণ্যভূমির পরিমাণ মোট ভূমিভাগের কত ভাগ?
উত্তর : ১৯ ভাগ।
৯১।ভারতে পাখির কত প্রজাতি আছে?
উত্তর: ১,২২৮টি।
৯২। পৃথিবীতে কোন্ প্রাণী সর্বাপেক্ষা দ্রুত হারে কমছে?
উত্তর : পক্ষী।
৯৩। জৈব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ দেশটি কী?
উত্তর : ব্রাজিল।
৯৪। ভারতে লুপ্ত একটি প্রজাতির নাম কী?
উত্তর : চিতা।
৯৫। ভারতে ‘রাষ্ট্রীয় পরিবেশ প্রতিবেদন' রচনা করে কোন্ সংস্থা?
উত্তর : NCEP.
৯৬। পরিবেশের সম্পদগুলি রক্ষার জন্য ভারতে ২০০৩ সালে কোন আইন প্রবর্তিত হয়?
উত্তর : জৈব বৈচিত্র্য আইন।
৯৭। ভারতে জলদূষণ নিয়ন্ত্রণের সালে প্রণীত হয়?
উত্তর : ১৯৭৪ সালে।
৯৮। পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত পরিমাণ জন্য আইন কত?
উত্তরঃ ০.০৫ মিলিগ্রাম লিটার।
৯৯। ভারতে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের তীব্রতার গ্রাহ্যসীমা কত ধরা
হয়েছে?
উত্তর : ৭৫ ডেসিবেল।
>১০০। ভারতে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য রাতে বাণিজ্যিক অঞ্চলে শব্দের তীব্রতার গ্রাহ্যসীমার
পরিমাণ কত?
উত্তরঃ৫৫ ডেসিবেল।