১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)
১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)
>১। ‘ইকোলজি’ ‘শব্দটি প্রথম ব্যবহার করেন কোন্ বিজ্ঞানী?
উত্তর ঃ জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেকল্।
> ২। ‘ইকোলজি’ শব্দটির প্রথম প্রচলন হয় কত
খ্রিস্টাব্দে?
উত্তর : ১৮৬৯ খ্রিস্টাব্দে।
> ৩। পরিবেশ গঠিত হয় কোন উপাদান দ্বারা?
উত্তর ঃ সজীব ও অজীব উভয় উপাদান দ্বারা।
>৪। বারিমণ্ডল গঠিত হয় কাদের নিয়ে?
উত্তর : জলে অবস্থিত জীবদের নিয়ে।
>৫। জীব থেকে জীবের উৎপত্তি তত্ত্ব কে প্রমাণ করেন?
উত্তর : ফ্রানসিসকো রেডি।
> ৬। একটি জৈব পরিবেশীয় বিপর্যয়ের নাম লেখো।
উত্তর : ইউট্রিফিকেশন।
৭। প্রাকৃতিক পরিবেশের সৃষ্টিকর্তা কে?
উত্তর : প্রকৃতি।
৮। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে?
উত্তর : ওজোন স্তরকে।
> ৯। জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কী বলে?
উত্তর : অভিযোজন।
>১০। মহাদ্রাবক কাকে বলে?
উত্তর : জলকে।
> ১১। মনুষ্যসৃষ্ট পরিবেশ বিপর্যয়-এর একটি নাম
উল্লেখ করো।
উত্তর : পারমাণবিক বিস্ফোরণ বা কীটনাশক দুর্ঘটনা।
> ১২। ভূমিকম্পের তীব্রতা কোন্ স্কেলে মাপা হয়?
উত্তর : রিক্টার স্কেলে।
> ১৩। ভূমিকম্পের তীব্রতা কোন্ যন্ত্রে মাপা হয়?
উত্তর : সিসমোগ্রাফ যন্ত্রে।
> ১৪। পরিবেশের সংকটের { অন্যতম কারণ কী?
উত্তর : গ্রিণ হাউস প্রভাব।
> ১৫। প্রাকৃতিক ভারসাম্যহীনতার অন্যতম কারণ কোনটি?
উত্তর : অরণ্যসম্পদের ধ্বংস।
> ১৬। প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য হলে কী ঘটবে?
উত্তর : পৃথিবীতে জীবনের অস্তিত্বই বিপন্ন হবে।
> ১৭। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ কী?
উত্তর : গ্রিণ হাউস প্রভাব।
> ১৮। সর্বত্র প্রাপ্তব্য একটি প্রাকৃতিক সম্পদের নাম
লেখো।
উত্তর : অক্সিজেন।
> ১৯।একটি অক্ষয় প্রাকৃতিক সম্পদের নাম লেখো।
উত্তর ঃ বায়ুশক্তি।
২০। বিজ্ঞানসম্মত পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণ করাকে কী বলে?
উত্তর : সিলভিকালচার।
১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)
>২১ । লবণাক্ত পরিবেশে জন্মায় এমন উদ্ভিদদের কী
বলে?
উত্তর : হ্যালোফাইটস্।
> ২২। ভূত্বকের উপরিভাগের কোমল শিলাস্তর কি নামে পরিচিত?
উত্তরঃ মাটি।
> ২৩। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে ‘গ্রিণ হাউস গ্যাস হিসেবে মিথেন কত শতাংশ দায়ী?
উত্তর : ১৮ শতাংশ।
> ২৪। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিণহাউসরূপী সিএফসি গ্যাসের আপেক্ষিক ভূমিকা কত
শতাংশ?
উত্তরঃ ১৪ শতাংশ।
> ২৫। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে এমন একপ্রকার উদ্ভিদের নাম
লেখো।
উত্তর ঃ ধঞ্জে (শিম্ব গোত্রীয় উদ্ভিদ)।
> ২৬। দেশের অগ্রগতি কিসের ওপর নির্ভর করে গড়ে ওঠে?
উত্তর : সম্পদের ওপর।
> ২৭। প্রকৃতির একটি মূল্যবান সম্পদ কী?
উত্তর:মিষ্টি জল।
> ২৮। সম্পদের বিলুপ্তি এবং সংকটের অন্যতম প্রধান কারণ কী?
উত্তর ঃ জনসংখ্যা বৃদ্ধি।
> ২৯। ভারতসহ উন্নয়নশীল দেশগুলি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কত ভাগ?
উত্তরঃ মাত্র ১০ থেকে ১৫ ভাগ।
>৩০। সৌর বিকিরণের প্রাণবিনাশকারী উপাদান
কোনটি?
উত্তর ঃ অতিবেগুনি রশ্মি।
> ৩১। উদ্ভিদেরা সেচের জলের শতকরা কত অংশ গ্রহণ করে?
উত্তর : ২০ ভাগ। > ৩২।
শহরাঞ্চলের কঠিন বর্জ্য পদার্থকে ব্যবহার করে কোন্ গ্যাস তৈরি করার প্রক্রিয়াকরণ জনপ্রিয়
হয়েছে?
উত্তর : ল্যান্ডফিল গ্যাস।
> ৩৩। গৃহস্থালির একটি কঠিন বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর ঃ মাছের কাঁটা।
> ৩৪। কলকারখানার একটি গ্যাসীয় বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর : সালফার ডাইঅক্সাইড।
> ৩৫। কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি কঠিন বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর : আখের ছিবড়ে।
৩৬। চিকিৎসা সংক্রান্ত একটি কঠিন বর্জ্য পদার্থের
নাম লেখো।
উত্তর ঃ ওষুধের ফয়েল।
> ৩৭। চিকিৎসা সংক্রান্ত একটি সংক্রামক বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর ঃ সিরিঞ্জ।
> ৩৮। একটি জীববিশ্লেষ্য বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর ঃ প্রোটিন।
> ৩৯। ক্লোরিন শিল্পের ক্ষেত্রে কোন্ বিষাক্ত বর্জ্য পদার্থ নির্গত হয়?
উত্তর ঃ পারদ।
*> ৪০। ফসফেটযুক্ত সারের ক্ষেত্রে ক্লোরিন ছাড়া অন্য দুটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো।
উত্তর : ক্যাডমিয়াম ও সিসা।
১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)
> ৪১। প্লাসটিড কারখানায় বিষাক্ত ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক বর্জ্যটি কী?
উত্তরঃ ভিনাইল ক্লোরাইড।
> ৪২। আমাদের দেশে কত শতাংশ বর্জ্য পৌরসভা থেকে উৎপন্ন হয়?
উত্তর : প্রায় ৮০ শতাংশ।
> ৪৩। হাসপাতালের কত শতাংশ বর্জ্য সংক্রামক?
উত্তর : ১০ শতাংশ।
> ৪৪। সার কারখানায় একটি বর্জ্য পদার্থের নাম
লেখো।
উত্তর ঃ আর্সেনিক।
> ৪৫। নাইট্রোজেনঘটিত একটি সারের নাম লেখো।
উত্তর ঃ ইউরিয়া।
> ৪৬। কৃষিক্ষেত্রে বিষাক্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর : প্যারাথিয়ন।
> ৪৭। রং কারখানায় বিষাক্ত ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক বর্জ্যটির নাম কী?
উত্তর ঃ বেঞ্জিডিন।
> ৪৮। প্লাস্টিক কারখানা বিষাক্ত, ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক বর্জ্যটি কী?
উত্তর : ভিনাইল ক্লোরাইড।
> ৪৯। ভারতবর্ষের শিল্পক্ষেত্রগুলি বর্তমানে কত পরিমাণ বর্জ্য জমার জন্য দায়ী?
উত্তর : দশ লক্ষ টনেরও বেশি।
> ৫০। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত দূষণকারী বর্জ্য পদার্থটি কী?
উত্তর ঃ ফ্লাই অ্যাশ।
> ৫১। বেশির ভাগ বিপজ্জনক বর্জ্য সাধারণত কোথা থেকে তৈরি হয়?
উত্তর ঃ শিল্পকারখানা থেকে।
> ৫২। পৌর বর্জ্য পদার্থের অপসারণের উপযুক্ত পদ্ধতি কী?
উত্তর : স্যানিটারি ল্যান্ডফিল।
> ৫৩। বৃষ্টির যে জল ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধুয়ে জলাশয়ে পড়ে, সেই বর্জ্য পদার্থ ধোওয়াকে কী বলে?
উত্তর : লিচেট।
> ৫৪। একজন স্বাভাবিক ভারতীয় নাগরিক কর্তৃক প্রতিদিন কত পরিমাণ গার্হস্থ্য বর্জ্য উৎপাদিত
হয়?
উত্তর : ১ কিলোগ্রাম।
> ৫৫। সামাজিক পরিবেশ সুস্থ রাখতে কী গড়ে তোলা বিশেষ জরুরি?
উত্তর : সামাজিক মূল্যবোধ।
> ৫৬। পরিবেশের বিভিন্ন পরিবর্তন শুরু হয়েছিল কবে?
উত্তর : ৪৫০ কোটি বছর আগে।
> ৫৭। ভৌত পরিবেশের একটি উদাহরণ দাও।
উত্তর ঃ বর্জ্য পদার্থ।
> ৫৮। রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে প্রথম অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : ১৯৭২ সালে।
> ৫৯। ভারতের মানুষ জনের স্বাস্থ্যহানির বড়ো কারণ কী?
উত্তর : পরিবেশ দূষণ।
> ৬০। মানুষের শক্তির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী বাড়ল?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড।
১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)
> ৬১। যানবাহন থেকে নির্গত দূষণকারী পদার্থটি কী?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড।
> ৬২। ১৯৭২ সালে রাষ্ট্রসংঘের মানুষের পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর ঃ রিও ডি জেনিরো-তে।
> ৬৩। ওজোনস্তরের ক্ষয় হবার জন্য দায়ী কোন্গ্যা সটি?
উত্তর ঃ ক্লোরোফ্লুলোকার্বন।
> ৬৪। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে কবে প্রথম আদিম মানুষের আবির্ভাব ঘটেছিল?
উত্তর : ৩০ লক্ষ বছর আগে।
> ৬৫। জলবিস্ফোরণের প্রধান কারণ কী?
উত্তর ঃ শিল্পবিপ্লব।
> ৬৬। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কীসের ভিত্তিতে
বাস্তুতন্ত্র গড়ে উঠেছে?
উত্তর : জলবায়ু ও ভৌগোলিক অবস্থার ভিত্তিতে।
> ৬৭। মিষ্টিজলের কত শতাংশ তরল জল হিসেবে পাওয়া যায়?
উত্তর : ২০ শতাংশ।
> ৬৮। গোরুর দুধে কোন্ কীটনাশকের অবশেষ পাওয়া গেছে?
উত্তর : ডি.ডি.টি।
> ৬৯। বর্তমানে ব্যবহৃত বিভিন্ন প্রকার জীবনাশক রাসায়নিকের পরিমাণ কত?
উত্তর ঃ এক লক্ষের বেশি।
> ৭০। মানুষের সৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থটি কি?
উত্তর ঃ পুটোনিয়াম—২৩৯।
৭১। জল প্রকৃতির কি উপাদান?
উত্তর : ভৌত উপাদান।
> ৭২। প্রাণী জগৎ প্রকৃতির কি উপাদান?
উত্তর : জৈব উপাদান।
> ৭৩। পৃথিবীর ভূগর্ভস্থ সুপেয় জলের পরিমাণ কত?
উত্তর : ৯০ শতাংশ।
> ৭৪। টাইফয়েড, কলেরা জীবাণুর বাহক কী?
উত্তর : জল।
> ৭৫। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত?
উত্তর : ২২ ডিগ্রি সেলসিয়াস।
> ৭৬। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিণ বেঞ্চ কত খ্রিস্টাব্দে
গঠিত হয়েছে?
উত্তর : ১৯৮৬ খ্রিস্টাব্দে।
> ৭৭। জীবদেহের মৃত ও অবশেষকে কী বলে?
উত্তর : হিউমাস।
> ৭৮। সমস্ত পৃথিবীর পরিবেশ সম্পর্কে স্থিতিশীল
উন্নয়ন কর্মসূচী কী?
উত্তর : এজেন্ডা-২১।
> ৭৯। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জলসম্পদের সুস্থায়ী
ব্যবহার ও সঞ্চয় প্রক্রিয়াকে কী বলে?
> ৮০। 'লিথোস্ফিয়ার’ বলতে কী বোঝায়?
উত্তরঃ নীল বিপ্লব।
উত্তর : অশ্মমণ্ডল।
১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)
> ৮১। বাস্তুতন্ত্র কী?
উত্তরঃ যেখানে সকল জীব ও ভৌত পরিবেশের সঙ্গে মিথষ্ক্রিয়া ঘটে।
> ৮২। আবর্জনা স্তূপ থেকে কী উৎপন্ন হয়?
উত্তর : মিথেন ও হাইড্রোজেন সালফাইড।
> ৮৩। সংক্রামিত জল সরবরাহের ফলে কোন্ মহামারি দেখা দিতে পারে?
উত্তর : কলেরা।
> ৮৪। ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের জলের যথাযথ সুসংহত ব্যবহার না করলে কী হয়?
উত্তর : জল লবণাক্ত হয়।
> ৮৫। এইডস (AIDS)-এর জন্য কোন ভাইরাসটি দায়ী?
উত্তর ঃ HIV
> ৮৬। ভারতে ভৌগোলিক অঞ্চলের মধ্যে তৃণভূমি আচ্ছাদিত অংশের পরিমাণ কত?
উত্তর : ২১ ভাগ।
> ৮৭। মানুষের দ্বারা সৃষ্ট প্রধান গ্রিণহাউস গ্যাসটি কী?
উত্তরঃ CFCT
> ৮৮। পৃথিবীর মোট স্থলভাগে মরুভূমির অংশ শতকরা কত?
উত্তর : ২৫ ভাগ।
> ৮৯। ভারতে ‘জাতীয় পরিবেশ সচেতনতা প্রসার' প্রকল্প শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে।
> ৯০। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিণ হাউস গ্যাসগুলির মধ্যে কোন্ গ্যাসের ভূমিকা সর্বাধিক?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড।
> ৯১। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিণ হাউস গ্যাস বৃদ্ধিতে কোন্ দেশ সবচেয়ে দায়ী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।
> ৯২। ওজোন গহ্বর প্রথম কোথায় দেখা যায়?
উত্তর : আন্টার্কটিকায়।
> ৯৩। ক্লোরোফ্লুরোকার্বনের প্রধান উৎস কী?
উত্তর : রেফ্রিজারেশন শিল্প।
৯৪। ভূমিক্ষয়ের একটি মনুষ্যসৃষ্ট কারণ কী?
উত্তর : অনিয়ন্ত্রিত পশুপালন।
> ৯৫। ইউরোপে শিল্প বিপ্লবের পর থেকে কোন্ জ্বালানি খুব বেশি ব্যবহৃত হচ্ছে?
উত্তর : জীবাশ্ম জ্বালানি।
> ৯৬। বায়ুমণ্ডলে ওজোনস্তরের ফলে কোন্ রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারে না?
উত্তর ঃ অতি বেগুনি রশ্মি।
> ৯৭। কেঁচোর সাহায্যে উৎপাদিত কম্পোস্ট সারকে কী বলা হয়?
উত্তর : ভার্মিকম্পোস্ট (Vermi Compost)। > ৯৮। ক্রমবর্ধমান মরুকরণের মূল কারণ কী?
উত্তর : আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন।
> ৯৯। ওজোনস্তরে গহ্বরের ফলে মানুষের কোন রোগ বেশি হতে পারে?
উত্তর : ত্বকের ক্যানসার।
১০০। বর্তমানে তৃতীয় বিশ্বের কত শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করে?
উত্তর : ৩০ শতাংশ।