Ads Area

১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)

 ১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)

১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)

১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)

>১। ‘ইকোলজি’ ‘শব্দটি প্রথম ব্যবহার করেন কোন্  বিজ্ঞানী?

উত্তর ঃ জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেকল্।

> ২। ‘ইকোলজি’ শব্দটির প্রথম প্রচলন হয় কত

খ্রিস্টাব্দে?

উত্তর : ১৮৬৯ খ্রিস্টাব্দে।

> ৩। পরিবেশ গঠিত হয় কোন উপাদান দ্বারা?

উত্তর ঃ সজীব ও অজীব উভয় উপাদান দ্বারা। 

>৪। বারিমণ্ডল গঠিত হয় কাদের নিয়ে?

উত্তর : জলে অবস্থিত জীবদের নিয়ে।

>৫। জীব থেকে জীবের উৎপত্তি তত্ত্ব কে প্রমাণ করেন?

উত্তর : ফ্রানসিসকো রেডি।

> ৬। একটি জৈব পরিবেশীয় বিপর্যয়ের নাম লেখো।

উত্তর : ইউট্রিফিকেশন।

৭। প্রাকৃতিক পরিবেশের সৃষ্টিকর্তা কে?

উত্তর : প্রকৃতি।

৮। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে?

উত্তর : ওজোন স্তরকে।

> ৯। জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কী বলে?

উত্তর : অভিযোজন।

>১০। মহাদ্রাবক কাকে বলে?

উত্তর : জলকে।

> ১১। মনুষ্যসৃষ্ট পরিবেশ বিপর্যয়-এর একটি নাম

উল্লেখ করো।

উত্তর : পারমাণবিক বিস্ফোরণ বা কীটনাশক দুর্ঘটনা। 

> ১২। ভূমিকম্পের তীব্রতা কোন্ স্কেলে মাপা হয়?

উত্তর : রিক্টার স্কেলে।

> ১৩। ভূমিকম্পের তীব্রতা কোন্ যন্ত্রে মাপা হয়?

উত্তর : সিসমোগ্রাফ যন্ত্রে।

> ১৪। পরিবেশের সংকটের { অন্যতম কারণ কী?

উত্তর : গ্রিণ হাউস প্রভাব।

> ১৫। প্রাকৃতিক ভারসাম্যহীনতার অন্যতম কারণ কোনটি?

উত্তর : অরণ্যসম্পদের ধ্বংস।

> ১৬। প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য হলে কী ঘটবে?

উত্তর : পৃথিবীতে জীবনের অস্তিত্বই বিপন্ন হবে।

 > ১৭। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ কী?

উত্তর : গ্রিণ হাউস প্রভাব।

> ১৮। সর্বত্র প্রাপ্তব্য একটি প্রাকৃতিক সম্পদের নাম

লেখো।

উত্তর : অক্সিজেন।

> ১৯।একটি অক্ষয় প্রাকৃতিক সম্পদের নাম লেখো।

 উত্তর ঃ বায়ুশক্তি।

২০। বিজ্ঞানসম্মত পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণ করাকে কী বলে?

উত্তর : সিলভিকালচার।

১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)


>২১ । লবণাক্ত পরিবেশে জন্মায় এমন উদ্ভিদদের কী

বলে?

উত্তর : হ্যালোফাইটস্।

> ২২। ভূত্বকের উপরিভাগের কোমল শিলাস্তর কি নামে পরিচিত?

উত্তরঃ মাটি।

> ২৩। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে ‘গ্রিণ হাউস গ্যাস হিসেবে মিথেন কত শতাংশ দায়ী?

উত্তর : ১৮ শতাংশ।

> ২৪। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিণহাউসরূপী সিএফসি গ্যাসের আপেক্ষিক ভূমিকা কত

শতাংশ?

উত্তরঃ ১৪ শতাংশ।

> ২৫। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে এমন একপ্রকার উদ্ভিদের নাম

লেখো।

উত্তর ঃ ধঞ্জে (শিম্ব গোত্রীয় উদ্ভিদ)।

> ২৬। দেশের অগ্রগতি কিসের ওপর নির্ভর করে গড়ে ওঠে?

উত্তর : সম্পদের ওপর।

> ২৭। প্রকৃতির একটি মূল্যবান সম্পদ কী? 

উত্তর:মিষ্টি জল।

> ২৮। সম্পদের বিলুপ্তি এবং সংকটের অন্যতম প্রধান কারণ কী?

 উত্তর ঃ জনসংখ্যা বৃদ্ধি।

> ২৯। ভারতসহ উন্নয়নশীল দেশগুলি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কত ভাগ?

উত্তরঃ মাত্র ১০ থেকে ১৫ ভাগ।

>৩০। সৌর বিকিরণের প্রাণবিনাশকারী উপাদান

কোনটি?

উত্তর ঃ অতিবেগুনি রশ্মি।

> ৩১। উদ্ভিদেরা সেচের জলের শতকরা কত অংশ গ্রহণ করে?

উত্তর : ২০ ভাগ। > ৩২।

শহরাঞ্চলের কঠিন বর্জ্য পদার্থকে ব্যবহার করে কোন্ গ্যাস তৈরি করার প্রক্রিয়াকরণ জনপ্রিয়

হয়েছে?

উত্তর : ল্যান্ডফিল গ্যাস। 

> ৩৩। গৃহস্থালির একটি কঠিন বর্জ্য পদার্থের নাম লেখো।

উত্তর ঃ মাছের কাঁটা।

> ৩৪। কলকারখানার একটি গ্যাসীয় বর্জ্য পদার্থের নাম লেখো।

উত্তর : সালফার ডাইঅক্সাইড।

> ৩৫। কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি কঠিন বর্জ্য পদার্থের নাম লেখো।

উত্তর : আখের ছিবড়ে।

৩৬। চিকিৎসা সংক্রান্ত একটি কঠিন বর্জ্য পদার্থের

নাম লেখো।

উত্তর ঃ ওষুধের ফয়েল।

> ৩৭। চিকিৎসা সংক্রান্ত একটি সংক্রামক বর্জ্য পদার্থের নাম লেখো।

উত্তর ঃ সিরিঞ্জ।

> ৩৮। একটি জীববিশ্লেষ্য বর্জ্য পদার্থের নাম লেখো।

উত্তর ঃ প্রোটিন। 

> ৩৯। ক্লোরিন শিল্পের ক্ষেত্রে কোন্ বিষাক্ত বর্জ্য পদার্থ নির্গত হয়?

উত্তর ঃ পারদ।

*> ৪০। ফসফেটযুক্ত সারের ক্ষেত্রে ক্লোরিন ছাড়া অন্য দুটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো। 

উত্তর : ক্যাডমিয়াম ও সিসা।

১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)


> ৪১। প্লাসটিড কারখানায় বিষাক্ত ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক বর্জ্যটি কী?

উত্তরঃ ভিনাইল ক্লোরাইড।

> ৪২। আমাদের দেশে কত শতাংশ বর্জ্য পৌরসভা থেকে উৎপন্ন হয়?

উত্তর : প্রায় ৮০ শতাংশ।

> ৪৩। হাসপাতালের কত শতাংশ বর্জ্য সংক্রামক?

উত্তর : ১০ শতাংশ।

> ৪৪। সার কারখানায় একটি বর্জ্য পদার্থের নাম

লেখো।

উত্তর ঃ আর্সেনিক।

> ৪৫। নাইট্রোজেনঘটিত একটি সারের নাম লেখো।

উত্তর ঃ ইউরিয়া।

> ৪৬। কৃষিক্ষেত্রে বিষাক্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো।

উত্তর : প্যারাথিয়ন।

> ৪৭। রং কারখানায় বিষাক্ত ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক বর্জ্যটির নাম কী?

উত্তর ঃ বেঞ্জিডিন।

> ৪৮। প্লাস্টিক কারখানা বিষাক্ত, ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক বর্জ্যটি কী?

উত্তর : ভিনাইল ক্লোরাইড।

> ৪৯। ভারতবর্ষের শিল্পক্ষেত্রগুলি বর্তমানে কত পরিমাণ বর্জ্য জমার জন্য দায়ী? 

উত্তর : দশ লক্ষ টনেরও বেশি।

> ৫০। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত দূষণকারী বর্জ্য পদার্থটি কী?

উত্তর ঃ ফ্লাই অ্যাশ।

> ৫১। বেশির ভাগ বিপজ্জনক বর্জ্য সাধারণত কোথা থেকে তৈরি হয়?

উত্তর ঃ শিল্পকারখানা থেকে। 

> ৫২। পৌর বর্জ্য পদার্থের অপসারণের উপযুক্ত পদ্ধতি কী? 
উত্তর : স্যানিটারি ল্যান্ডফিল।

> ৫৩। বৃষ্টির যে জল ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধুয়ে জলাশয়ে পড়ে, সেই বর্জ্য পদার্থ ধোওয়াকে কী বলে?

উত্তর : লিচেট।

> ৫৪। একজন স্বাভাবিক ভারতীয় নাগরিক কর্তৃক প্রতিদিন কত পরিমাণ গার্হস্থ্য বর্জ্য উৎপাদিত

হয়?

উত্তর : ১ কিলোগ্রাম।

> ৫৫। সামাজিক পরিবেশ সুস্থ রাখতে কী গড়ে তোলা বিশেষ জরুরি?

উত্তর : সামাজিক মূল্যবোধ।

> ৫৬। পরিবেশের বিভিন্ন পরিবর্তন শুরু হয়েছিল কবে?

 উত্তর : ৪৫০ কোটি বছর আগে।

> ৫৭। ভৌত পরিবেশের একটি উদাহরণ দাও। 

উত্তর ঃ বর্জ্য পদার্থ।

> ৫৮। রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে প্রথম অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর : ১৯৭২ সালে।

> ৫৯। ভারতের মানুষ জনের স্বাস্থ্যহানির বড়ো কারণ কী? 

উত্তর : পরিবেশ দূষণ।

> ৬০। মানুষের শক্তির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী বাড়ল?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড।

১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)


> ৬১। যানবাহন থেকে নির্গত দূষণকারী পদার্থটি কী? 

উত্তর : কার্বন ডাইঅক্সাইড।

> ৬২। ১৯৭২ সালে রাষ্ট্রসংঘের মানুষের পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তর ঃ রিও ডি জেনিরো-তে।

> ৬৩। ওজোনস্তরের ক্ষয় হবার জন্য দায়ী কোন্গ্যা সটি? 

উত্তর ঃ ক্লোরোফ্লুলোকার্বন।

> ৬৪। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে কবে প্রথম আদিম মানুষের আবির্ভাব ঘটেছিল? 

উত্তর : ৩০ লক্ষ বছর আগে।

> ৬৫। জলবিস্ফোরণের প্রধান কারণ কী?

উত্তর ঃ শিল্পবিপ্লব।

> ৬৬। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কীসের ভিত্তিতে

বাস্তুতন্ত্র গড়ে উঠেছে?

উত্তর : জলবায়ু ও ভৌগোলিক অবস্থার ভিত্তিতে। 

> ৬৭। মিষ্টিজলের কত শতাংশ তরল জল হিসেবে পাওয়া যায়?

উত্তর : ২০ শতাংশ।

> ৬৮। গোরুর দুধে কোন্ কীটনাশকের অবশেষ পাওয়া গেছে?

উত্তর : ডি.ডি.টি।

> ৬৯। বর্তমানে ব্যবহৃত বিভিন্ন প্রকার জীবনাশক রাসায়নিকের পরিমাণ কত?

উত্তর ঃ এক লক্ষের বেশি।

> ৭০। মানুষের সৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থটি কি?

উত্তর ঃ পুটোনিয়াম—২৩৯।

৭১। জল প্রকৃতির কি উপাদান?

উত্তর : ভৌত উপাদান।

> ৭২। প্রাণী জগৎ প্রকৃতির কি উপাদান?

উত্তর : জৈব উপাদান।

> ৭৩। পৃথিবীর ভূগর্ভস্থ সুপেয় জলের পরিমাণ কত?

উত্তর : ৯০ শতাংশ।

> ৭৪। টাইফয়েড, কলেরা জীবাণুর বাহক কী?

উত্তর : জল।

> ৭৫। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত?

উত্তর : ২২ ডিগ্রি সেলসিয়াস।

> ৭৬। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিণ বেঞ্চ কত খ্রিস্টাব্দে

গঠিত হয়েছে?

উত্তর : ১৯৮৬ খ্রিস্টাব্দে।

> ৭৭। জীবদেহের মৃত ও অবশেষকে কী বলে?

উত্তর : হিউমাস।

> ৭৮। সমস্ত পৃথিবীর পরিবেশ সম্পর্কে স্থিতিশীল

উন্নয়ন কর্মসূচী কী?

উত্তর : এজেন্ডা-২১।

> ৭৯। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জলসম্পদের সুস্থায়ী

ব্যবহার ও সঞ্চয় প্রক্রিয়াকে কী বলে? 

> ৮০। 'লিথোস্ফিয়ার’ বলতে কী বোঝায়?

উত্তরঃ নীল বিপ্লব।

উত্তর : অশ্মমণ্ডল।

১০০ টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর (Environment Science Questions Answers)


> ৮১। বাস্তুতন্ত্র কী?

উত্তরঃ যেখানে সকল জীব ও ভৌত পরিবেশের সঙ্গে মিথষ্ক্রিয়া ঘটে।

> ৮২। আবর্জনা স্তূপ থেকে কী উৎপন্ন হয়?

উত্তর : মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 

> ৮৩। সংক্রামিত জল সরবরাহের ফলে কোন্ মহামারি দেখা দিতে পারে?

উত্তর : কলেরা।

> ৮৪। ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের জলের যথাযথ সুসংহত ব্যবহার না করলে কী হয়?

উত্তর : জল লবণাক্ত হয়।

> ৮৫। এইডস (AIDS)-এর জন্য কোন ভাইরাসটি দায়ী?

উত্তর ঃ HIV

> ৮৬। ভারতে ভৌগোলিক অঞ্চলের মধ্যে তৃণভূমি আচ্ছাদিত অংশের পরিমাণ কত?

উত্তর : ২১ ভাগ।

> ৮৭। মানুষের দ্বারা সৃষ্ট প্রধান গ্রিণহাউস গ্যাসটি কী?

উত্তরঃ CFCT

> ৮৮। পৃথিবীর মোট স্থলভাগে মরুভূমির অংশ শতকরা কত?

উত্তর : ২৫ ভাগ।

> ৮৯। ভারতে ‘জাতীয় পরিবেশ সচেতনতা প্রসার' প্রকল্প শুরু হয় কত সালে?

উত্তর : ১৯৮৬ সালে।

> ৯০। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিণ হাউস গ্যাসগুলির মধ্যে কোন্ গ্যাসের ভূমিকা সর্বাধিক?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড।

> ৯১। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিণ হাউস গ্যাস বৃদ্ধিতে কোন্ দেশ সবচেয়ে দায়ী?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন।

> ৯২। ওজোন গহ্বর প্রথম কোথায় দেখা যায়?

উত্তর : আন্টার্কটিকায়।

> ৯৩। ক্লোরোফ্লুরোকার্বনের প্রধান উৎস কী?

উত্তর : রেফ্রিজারেশন শিল্প।

৯৪। ভূমিক্ষয়ের একটি মনুষ্যসৃষ্ট কারণ কী?

উত্তর : অনিয়ন্ত্রিত পশুপালন।

> ৯৫। ইউরোপে শিল্প বিপ্লবের পর থেকে কোন্ জ্বালানি খুব বেশি ব্যবহৃত হচ্ছে?

উত্তর : জীবাশ্ম জ্বালানি।

> ৯৬। বায়ুমণ্ডলে ওজোনস্তরের ফলে কোন্ রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারে না?

উত্তর ঃ অতি বেগুনি রশ্মি।

> ৯৭। কেঁচোর সাহায্যে উৎপাদিত কম্পোস্ট সারকে কী বলা হয়?

উত্তর : ভার্মিকম্পোস্ট (Vermi Compost)। > ৯৮। ক্রমবর্ধমান মরুকরণের মূল কারণ কী?

উত্তর : আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন।

> ৯৯। ওজোনস্তরে গহ্বরের ফলে মানুষের কোন রোগ বেশি হতে পারে?

উত্তর : ত্বকের ক্যানসার।

১০০। বর্তমানে তৃতীয় বিশ্বের কত শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করে?

উত্তর : ৩০ শতাংশ।

Post a Comment

0 Comments

Ads Area