Ads Area

Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

Hello friends, আমরা জানি যে Geography Questions সরকারি চাকরি পরীক্ষার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের সাথে  Geography Questions আলোচনা করছি। এই পর্বটির নাম হল Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk। আশা করছি তোমাদের এই Geography Questions In Bengali এর প্রশ্নগুলি  খুবি ভাল লাগবে। 

100 Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

1. কোন শহরকে ‘চন্দন বৃক্ষের মন্দির’ বলা হয়?

উত্তর: মাদুরাইকে। 

2. কোন শহরকে ‘হ্রদের নগরী’বলে?

উত্তর: হায়দরাবাদকে।

3. কোন শহরকে ‘আনন্দের শহর' বলা হয়?

উত্তর: কলকাতাকে।

4. ভারতের কাগজশিল্প কত সালে, কোথায় গড়ে ওঠে?

উত্তর: ১৮১২ সালে, শ্রীরামপুরে। 

5. ভারতের বৃহত্তম সুড়ঙ্গপথের নাম কী? 

উত্তর: জওহর টানেল, বানিহান গিরিপথ (জম্মু ও কাশ্মীর)।

6. ‘গান্ধিসাগর অভয়ারণ্য' কোথায় আছে?

উত্তর: মধ্যপ্রদেশে মান্ডসাউরে।

7. ‘তুঙ্গভদ্রা' অভয়ারণ্য' কোথায় আছে?

উত্তর: কর্ণাটকের বেল্লারীতে।

8. ‘রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্ৰ আছে ভারতের কোন্রা জ্যে?

উত্তর: উত্তরপ্রদেশে।

9. ‘নারোরা পরমাণু বিদ্যুৎকেন্দ্র আছে কোন্ রাজ্যে?

উত্তর: উত্তরপ্রদেশে।

10. ভারতের সর্বোচ্চ সড়কপথ কোন্‌টি

উত্তর: খারদুংলা সড়কপথ।

11. কত সালে মাদ্রাজের নাম বদলে চেন্নাই হয়?

উত্তর: ১৯৯৬ সালে।

12. ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র করে তৈরি হয়?

উত্তর:১৯৫৩ সালে।

113.সর্বপ্রথম কে অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন ? 

উত্তর: ফরাসি ভূগোলবিদ ডি. অ্যাসভিল।

14. ভারতের কোন্ কোন্ প্রতিবেশী রাষ্ট্রে যেতে গেলে পাশপোর্ট দরকার হয় না?

উত্তর:নেপাল ও ভুটান।

15. ভারতের কোন রাজ্যের তিন দিকেই আন্তর্জাতিক সীমানা রয়েছে?

উত্তর:সিকিম।

16. ভারতের কোন্ কোন্ রাজ্যে কোনো বিমান বন্দর নেই? 

উত্তর:মেঘালয় ও সিকিম।

17. কোচবিহার করদ রাজ্য কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়?

উত্তর: ১৯৪৯ সালে।

18. ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোন্‌টি? 

উত্তর: দিল্লির পিতামপুরার টিভি টাওয়ার।

19. ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর জেলার নাম কী?

উত্তর: এর্নাকুলাম (কেরল)।

20. ভারতের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয়?

উত্তর:আলেয়ী।

Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

21. ভারতের সর্বাপেক্ষা পরিচ্ছন্ন শহর কোনটি?

উত্তর: ব্যাঙ্গালুরু। 

22. ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তর:কটকে।

23. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তর: পুনেতে।

24. ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তর: কোয়েম্বাট্যুরে।

25. ভারতের প্রথম কাগজ কারখানা কোথায় স্থাপিত হয়?

উত্তর:ডালমিয়া নগরে।

26.ভারতের কোন ধানের চাষ বেশি হয়?

 উত্তর:আমন ধান।

27. ভারতের কোন  রাজ্য গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

উত্তর:উত্তরপ্রদেশ।

28. কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ভারতের তুলা উৎপাদনে জন্য?

উত্তর: মহারাষ্ট্র।

29.  ভারতে গম গবেষণা কেন্দ্রটি কোথায় আছে? 

উত্তর: দিল্লির কাছে পুসা হয়।

30. ভারতে মোট আয়তনের মধ্যে কৃষিকাজে ব্যবহৃত জমির অংশ কত?

উত্তর: প্রায় ৫৩ শতাংশ।

31. কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোথায় বেশি দেখা যায় ?

উত্তর: মহারাষ্ট্রে।

32. কৃষ্ণমৃত্তিকা কী চাষের উপযোগী?

উত্তর: কার্পাস চাষে।

33. ফিরোজাবাদ কীজন্য বিখ্যাত?

উত্তর:কাচের চুড়ি জন্য।

34. বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি কোথায় আছে? 

উত্তর: কচ্ছের রানে (গুজরাট)।

35. ভারতের ১নং জাতীয় জলপথ কোন দুটি জায়গাকে সংযুক্ত করেছে?

উত্তর: এলাহাবাদ ও হলদিয়া।

36. টোডা উপজাতিকে কোথায় দেখা যায় ? 

উত্তর: নীলগিরি পার্বত্য অঞ্চলে।

37.  যে নদীর  নদীর জল নিয়ন্ত্রণ করে ফারাক্কা বাঁধ  সেটির নাম লেখো?

উত্তর: গঙ্গা ও পদ্মা নদীর।

38. প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র ভারতের যে রাজ্যে স্তাপিত হয় সেটি  কোথায়?

উত্তর: তারাপুরে।

39. হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌টি যা ভারতের মধ্যে অবস্থিত?

উত্তর: কাঞ্চনজঙ্ঘা।

40. ভারতের কোন রাজ্যে বেশি চা উৎপন্ন হয়?

উত্তর: অসমে।

Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

41. উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র কোনটি?

উত্তর: কানপুর।

42. ভারতের কোথায় সর্বোৎকৃষ্ট কোক কয়লা পাওয়া যায়? 

উত্তর: ঝরিয়ায় (ঝাড়খণ্ড)।

43. ভারতের শ্রেষ্ঠ বন্দর মুম্বই অবস্থিত কোথায়?

উত্তর: কোঙ্কন উপকূলে। 

44. মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী? 

উত্তর: পাঁচমারি। 

45. ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম কী?

উত্তর: রাঁচি।

46. নতুন রাজ্য তেলেঙ্গানার রাজধানীর নাম কী?

উত্তর: অমরাবতী। 

47. ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি কোন্‌টি?

উত্তর: পালামৌ খনি অঞ্চল।

48. বছরে দু'বার বর্ষাকাল কোথায় হয়? 

উত্তর: করমন্ডল উপকূলে (তামিলনাড়ু)।

49. ভারতের প্রথম বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে ওঠে কোথায়?

উত্তর: হলদিয়ায়।

50. ভারতের দ্বিতীয় রাজধানী’ বলে পরিচিত কোন্ শহর?

উত্তর: দেরাদুন।

51. হাঙরের লিভার থেকে তেল তৈরির কারখানা কোথায় আছে?

উত্তর: ফেজারগঞ্জে ও জুনপুটে।

52. মোরাদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: রামগঙ্গা নদীর তীরে।

53. আন্দামান ও নিকোবর দ্বীপুপুঞ্জ কোন্ সাগরে অবস্থিত?

উত্তর: বঙ্গোপসাগরে।

54. বোকারোতে কার সহায়তায় ইস্পাত কারখানা হয়?

উত্তর:রাশিয়ার সহায়তায়।

55. শতদ্রু নদীর ওপর অবস্থিত বাঁধ দুটির নাম কী?

উত্তর: ভাকরা বাঁধ ও নাঙ্গাল বাঁধ।

56. মাছরাঙা দ্বীপ কোথায়?

উত্তর: সুন্দরবনের প্রবেশ দ্বার হাসনাবাদের কাছে ইছামতী নদীর মাঝে।

57. ভারতে কোন্ মৃত্তিকা সবচেয়ে উর্বর?

উত্তর: নবীন পলল মৃত্তিকা।

58. ভারতে কেন্দ্রীয় খাদ্যগবেষণাগার কোন শহরে অবস্থিত?

উত্তর: মহীশূরে।

59. কোন্ নদীর ওপর আলমতি বাঁধ অবস্থিত? 

উত্তর: কৃষ্ণা নদীর ওপর।

60. ২০১১ সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?

উত্তর: ৯,১৩,৪৭,৭৩৩ জন।

Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

61. জনঘনত্বের বিচারে (২০১১) ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত?

উত্তর: দ্বিতীয়।

62. পশ্চিমবঙ্গের নতুন জেলা আলিপুরদুয়ার কোন্ জেলা বিভক্ত করে হয়েছে?

উত্তর: জলপাইগুড়ি।

63. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তফশিলি জাতির লোক বাস করে?

উত্তর:দক্ষিণ ২৪ পরগণায়।

64. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তফশিলি উপজাতির লোক বাস করে?

উত্তর: পুরুলিয়ায়।

65. পৃথিবীর অন্যতম বিরল জনগোষ্ঠীর মানুষ টোটোরা যে টোটোপাড়ায় বসবাস করে তা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উত্তর: জলপাইগুড়ি জেলায়। 

66. দার্জিলিং পার্বত্য অঞ্চলে লেপচা উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়েছে?

উত্তর: ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি। 

67. পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কোন্‌টি?

উত্তর: ছাতিম।

68. রূপনারায়ন ও সুবর্ণরেখা নদী আছে পশ্চিমবঙ্গের কোন জেলায়? 

উত্তর: পূর্ব মেদিনীপুরে।

69. পশ্চিমবঙ্গের জলবায়ু কী ধরনের?

উত্তর: উষু ও আর্দ্র প্রকৃতির।

70. প্রথম কোন্ বাঙালি মহিলা এভারেস্টের চূড়ায় ওঠেন?

উত্তর: শিপ্রা মজুমদার।

71. প্রথম কোন্ বাঙালি মহিলা দক্ষিণমেরু অভিযান করেন?

উত্তর: সুদীপ্তা সেনগুপ্ত।

72. গোরুমারা অভয়ারণ্য কোথায় আছে?

উত্তর: জলপাইগুড়ি জেলায়। 

73. দার্জিলিং জেলার বিখ্যাত পর্বতের নাম কী?

উত্তর: মহালধিরাম পর্বত।

74. গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোথায়?

উত্তর: দার্জিলিং-এ।

75. ইতিহাস বিখ্যাত ‘পলাশি’ কোন জেলায় অবস্থিত?

উত্তর: নদীয়া জেলায়।

76. 'উত্তরবঙ্গের ত্রাসের নদী' বলা হয় কাকে?

উত্তর: তিস্তাকে।

77. মুকুটমণিপুর বাঁধ কোন্ নদীর ওপর নির্মিত?

উত্তর: মহানন্দা নদরা ওপর। 

78. পাগলাঝোরা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

উত্তর: মহানন্দা নদীতে।

79. সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন্ জেলায় অবস্থিত?

 উত্তর: দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

80. পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন মাটি দেখা যায়?

উত্তর: পলিমাটি।

Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

81. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেড সাইট’ নামে ঘোষণা করা হয়েছে কবে?

উত্তর: ১৯৮৯ সালে।

82. পশ্চিমবঙ্গের কোন জেলার স্বাভাবিক উদ্ভিদ হল কেন্দুবৃক্ষ?

উত্তর: পুরুলিয়া জেলায়।

83. পশ্চিমবঙ্গের কোথায় ভারতের সবচেয়ে বড়ো বোটানিক্যাল গার্ডেন অবস্থিত?

উত্তর: হাওড়ায়।

84. পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোন্‌টি?

উত্তর: পাট।

85. পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বাগিচা ফসল কোনটি?

উত্তর: চা।

86. পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ কোন জেলাকে বলা হয়?

উত্তর: বর্ধমান জেলাকে।

87. কোন্ জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্যাগার’?

উত্তর: নদিয়া জেলাকে।

88. কোন্ কোম্পানির উদ্যোগে জলপাইগুড়িতে প্রথম রবার চাষ হয়?

উত্তর:ডাকব্যাক কোম্পানির উদ্যোগে।

89. বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর: নদিয়ার মোহনপুরে।

90. উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর: কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে। 

91. পশ্চিমবঙ্গের সর্বোচ্চস্থানে অবস্থিত রেলওয়ে প্ল্যাটফর্ম ঘুম কোন্ জেলায় অবস্থিত?

উত্তর:দার্জিলিং জেলায়।

92. ‘বাংলার অক্সফোর্ড' বলা হয় কাকে? 

উত্তর:নদিয়াকে।

93. স্থানীয়ভাবে কোডাল নামে পরিচিত অরণ্য কোন্ জেলায় আছে? 

উত্তর:মালদা জেলায়।

94. পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডিপোকার চাষ হয়?

উত্তর: কোচবিহার জেলায়।

PDF পেতে নিচে দেওয়া Download button এ click করো 

File Details:

File Name:-Geography Questions In Bengali Free PDF(ভূগোল প্রস্ন উত্তর)|Ajker Gk

File Type:- PDF

File Size:- 415 kb

Post a Comment

0 Comments

Ads Area