Hello friends, আমরা জানি যে History Gk Questions প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তাই আজ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি 100+ History Gk Questions In bengali এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই History Gk Questions থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে জাবে। তোমাদের আশা করছি এই 100+ History Gk Questions In bengali(ইতিহাস প্রশ্ন উত্তর)|Free PDF পর্বটি ভাল লাগবে।
100+ History Gk In Bengali
01.শেষ মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।
02. কোন্ মোগল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি দিয়ে পড়ে মারা যান?
উত্তর: হুমায়ুন।
03. চন্দননগরে কারা কুঠি নির্মাণ করেছিলেন?
উত্তর: ফরাসিরা।
04 মোগলযুগে হিরের খনি কোথায় ছিল?
উত্তর: গোলকুন্ডায়।
05. ভারতে তামাকের প্রচলন করে কারা?
উত্তর: পোর্তুগিজরা।
06. পন্ডিচেরির ফরাসি কুঠির গভর্নর কে ছিলেন?
উত্তর: দুপ্নে।
07. আলবুকার্ক কে ছিলেন?
উত্তর: পোর্তুগিজ অধিকৃত অঞ্চলগুলির শাসনকর্তা।
08. মাদ্রাজে ইংরেজদের প্রতিষ্ঠিত দুর্গের নাম কী?
উত্তর: সেন্ট জর্জ দুর্গ।
09. বাংলার প্রথম স্বাধীন নবাব কে?
উত্তর: মুরশিদকুলি খাঁ।
10. কোন সন্ধির দ্বারা ইংরেজরা দেওয়ানি লাভ করে?
উত্তর: এলাহাবাদের দ্বিতীয় সন্ধি।
11. কলকাতার ফোর্ট উইলিয়াম দূর্গ করে নির্মিত হয়?
উত্তর: ১৭০০ খ্রিস্টাব্দে।
12. কোন্ আইন বলে ভারতে প্রথম সুপ্রিমকোর্ট গঠিত হয়?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট। (১৭৭৫ খ্রিস্টাব্দে)।
13. ইতিহাসে সৈয়দ ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়?
উত্তর: সৈয়দ হুসেন আলি ও সৈয়দ আবদুল্লাকে।
14. মাল-জমিনি প্রথার প্রবর্তন করেন কে?
উত্তর: মুরশিদকুলি খাঁ।
15. পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতিকে ছিলেন?
উত্তর: রবার্ট ক্লাইভ।
16. সিরাজের প্রধান সেনাপতির নাম কী ছিল?
উত্তর: মিরজাফর।
17. 'নীলজল নীতি কী?
উত্তর: গোয়ার পোর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি।
18. সিরাজউদ্দোলাকে কে হত্যা করেন?
উত্তর: মিরজাফরের পুত্র মিরন।
19. সিরাজের স্ত্রীর নাম কী ছিল?
উত্তর: লুৎফউন্নিসা।
20. অমৃতসর সরোবর কে খনন করেছিলেন?
উত্তর: শিখগুরু রামদাস।
100+ History Gk In Bengali
21. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কবে ঘটেছিল?
উত্তর: ১১৭৬ বঙ্গাব্দে বা ১৭৭০ খ্রিস্টাব্দে।
22. জগৎশ্রেষ্ঠ কে ছিলেন?
উত্তর: বাংলার শ্রেষ্ঠ মহাজন।
23 পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: বালাজি বিশ্বনাথ।
24. বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
উত্তর: স্যার আয়ার কূট।
25. বন্দিবাসের যুদ্ধে ফরাসি পক্ষের সেনাপতি কে ছিলেন?
উত্তর: কাউন্ট-ডি-লালি।
26. ‘সব লাল হো জায়েগা'—এটি কার উক্তি?
উত্তর: রণজিৎ সিংহ-এর।
27.‘এশিয়াটিক সোসাইটি’-কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার উইলিয়াম জোন্স।
28. টিপু সুলতানের জীবনে শ্রেষ্ঠ যুদ্ধ কোন্টি?
উত্তর: মল্লভেরির যুদ্ধ।
29. কার শাসনকালে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তর: লর্ড এলেন বরারের শাসনকালে।
30. ‘পঞ্ক’-এর প্রবর্তক কে ছিলেন?
উত্তর: গুরু গোবিন্দ সিংহ।
31. ‘সূর্যাস্ত আইন’ কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্ণওয়ালিশ।
32. ইন্ডিয়ান পেনাল কোড’ কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
33. ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল কাকে?
উত্তর: মহারাজা নন্দকুমারকে।
34. টিপু সুলতান ফ্রান্সের কোন্ ক্লাবের সদস্য হয়েছিলেন?
উত্তর: ফ্রান্সের ‘জেকোবিন ক্লাবে'র।
35. ওয়ারেন হেস্টিংস কোন্ সন্ধিকে ‘অপমানজনক শান্তি' বলে অভিহিত করেছেন?
উত্তর: ম্যাঙ্গালোরের সন্ধি।
36. ‘মহীশূর শার্দূল’ কে?
উত্তর: টিপু সুলতান।
37. 'ভারতের ম্যাকিয়াভেলি' কাকে বলা হয়?
উত্তর: মারাঠা নেতা নানাফড়নবিশকে।
38. অহল্যাবাই কে ছিলেন?
উত্তর: ইন্দোরের মনহররাও হোলকারের বিধবা পুত্রবধূ।
39. রঞ্জিত সিং-কে কে রাজা উপাধি দিয়েছিলেন?
উত্তর: আফগান অধিপতি জামান শাহ।
40. কে প্রথম এদেশে পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
100+ History Gk In Bengali
41. কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম সর্বোচ্চ বিচারকের নাম কী ছিল?
উত্তর: স্যার ইলিজা ইম্পে।
42. পিটের ভারত আইন কবে পাশ হয়?
উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে।
43. ‘Wealth of Nation'—গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: অ্যাডাম স্মিথ।
44. তিনি কে যিনি Poverty and Un-British Rule in India'—–—–গ্রন্থটি রছনা করেছিলেন?
উত্তর: দাদাভাই নওরোজী।
45. ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোন্টি?
উত্তর: সন্ন্যাসি ফকির বিদ্রোহ।
46. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে?
উত্তর: ‘আনন্দমঠ' উপন্যাসে।
47. ইংরেজ বিরোধী প্রথম সংগঠিত উপজাতি কৃষক বিদ্রোহ কোন্টি?
উত্তর: ‘চূয়াড় বিদ্রোহ'।
48. দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ কোন্টি?
উত্তর: মাদ্রাজের ‘পলিগার বিদ্রোহ'।
49. পাইক বিদ্রোহের অপর নাম কী?
উত্তর: খুরদার বিদ্রোহ।
50. কোল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?
উত্তর: ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে।
51. সাঁওতাল বিদ্রোহ অপর কী নামে পরিচিত?
উত্তর: হুল বিদ্রোহ বা ‘খেওয়ারি হুল’।
52. দুদুমিঞার প্রকৃত নাম কী?
উত্তর: মহম্মদ মুসিন বা মহম্মদ মহসীন।
53. ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে ফরাসিরা কী নামে অভিহিত করেছিল?
উত্তর: ‘দার উল-হারব' বা শত্রুর দেশ।
54. ওয়াহাবি আন্দামানের প্রকৃত নাম কী?
উত্তর: তারিখ-ই-মহম্মদীয়া।
55. সিপাহি বিদ্রোহের নেতৃবৃন্দ কাকে দিল্লির বাদশাহ ঘোষণা করে বিদ্রোহ শুরু করেছিল?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহকে।
56. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলে অভিহিত করেছেন?
উত্তর: দামোদর বিনায়ক সাভারকার।
57. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় আচার্য কে ছিলেন?
উত্তর: সৈয়দ হুসেন বিলগ্রামি।
58. রামমোহনের জীবনীকার কে ছিলেন?
উত্তর: মিস সোফিয়া কোলেট।
59. ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
60. ‘বিধবা বিবাহ আইন' কে পাস করেন?
উত্তর: লর্ড ডালহৌসি।
100+ History Gk In Bengali
61. কে ‘চাঁদের কলঙ্ক’ বলেছেন বিদ্যাসাগরের ‘বিধবা বিবাহ আন্দোলনকে?
উত্তর: ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়।
62.‘গোরক্ষিণী সভা’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
63. কাকে ‘নব্য বাংলার চিত্রকলার অগ্রদূত’ বলা হয়?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুরকে।
64. থিওডর বেক কে ছিলেন?
উত্তর: আলিগড় কলেজের অধ্যক্ষ।
65. ‘প্রথম আধুনিক মানুষ’ নামে পরিচিত মুসলিম সমাজের কে?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান।
66. 'প্রাচ্য ও পাশ্চাত্য' কার রচনা?
উত্তর: স্বামী বিবেকানন্দের রচনা।
67. 'ভারতীয় জাতীয়তাবাদের জনক' কাকে বলা হয় ?
উত্তর: স্বামী বিবেকানন্দকে।
68. দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড লিটন।
69. ‘ইলবাৰ্ট বিল’ কে চালু করেন?
উত্তর: লর্ড রিপন।
70. কোন্ কমিশনের ভিত্তিতে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন?
উত্তর: রিজলে কমিশনের ভিত্তিতে।
71. কে বয়কট আন্দোলনের ডাক দেন?
উত্তর: কৃষ্ণকুমার মিত্র।
72. স্বদেশি যুগে ‘লক্ষ্মীর ভান্ডার’কে গড়ে তোলেন?
উত্তর: সরলাদেবী চৌধুরানি।
73. ‘ডন সোসাইটির’ প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
74. অ্যান্টি সার্কুলার সোসাইটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দের নভেম্বরে।
75. কার আমলে দিল্লি ভারতের রাজধানী হয়?
উত্তর: লর্ড হার্ডিঞ্জের।
76. কত খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়?
উত্তর: ১৯০৯ খ্রিস্টাব্দে।
77. ‘অনুশীলন সমিতি’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০২ খ্রিস্টাব্দের ২৪ মার্চ।
78. ঢাকার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: পুলিনবিহারী দাস।
79. চাপেকর ভ্রাতৃদ্বয় কারা?
উত্তর: দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণহরি চাপেকর।
80. মদন লাল ধিংড়া কাকে হত্যা করেন?
উত্তর: কার্জন উইলিকে।
100+ History Gk In Bengali
81. ‘ভবানী মন্দির' পুস্তিকাটি কে প্রকাশ করেন?
উত্তর: অরবিন্দ ঘোষ।
82. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: আমেরিকার সানফ্রান্সিকো শহরে।
83. কাকোরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিলেন?
উত্তর: রামপ্রসাদ বিসমিল।
84, ‘ইন্ডিয়ান হোমরুল সোসাইটি’ কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর: ইংল্যান্ডে।
85. ৬৪ দিন অনশন করে কে কারাগারে মৃত্যুবরণ করেন?
উত্তর: যতীন দাস।
86. বাংলার 'কসাই কাজি' কাকে বলা হয়?
উত্তর: ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে।
87. সেই বিপ্লবী দলটির নাম কী ছিল যেটি ভগৎ সিং প্রতিষ্ঠিত করেছিলেন?
উত্তরঃ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন।
88. বাঘাযতীনের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
89. স্বদেশি যুগের একটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম বলো।
উত্তর: সন্ধ্যা/সঞ্জীবনী।
90. যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: বারীন্দ্রকুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত।
91. লখনউ চুক্তি (১৯১৬) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।
92. তিনি কে ছিলেন যিনি লাহর অধিবেসনে সভাপতি ছিলেন?
উত্তরঃ উত্তর: জওহরলাল নেহরু।
93. অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উত্তরঃ ১৯২০ খ্রিস্টাব্দে।
94 স্বারাজ্য দল কে গঠন করেন?
উত্তর: চিত্তরঞ্জন দাশ।
95. ‘All white’ কমিশন কোন্ কমিশনকে বলা হয়?
উত্তর: সাইমন কমিশনকে।
96. কোন আইন রচিত হয়েছিল যেটি সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে হয়?
উত্তর: ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
97. জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কখন হয়েছিল?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল।
98. খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম করো।
উত্তর: মহম্মদ আলি/সওকত আলি।
99.‘নেহরু রিপোর্টের' খসড়া কে রচনা করেন?
উত্তর: মতিলাল নেহরু।
100. 'সীমান্ত গান্ধি' কাকে বলা হয়?
উত্তর: খান আব্দুল গফফর খানকে।
100+ History Gk In Bengali
101. পুনাচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৩২ সালের ২৫ সেপ্টেম্বর।
102. হোমরুল আন্দোলনের ফলে কোন আইন প্রবর্তিত হয়েছিল?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন।
103. সারা ভারত খিলাফৎ কমিটির সভাপতি কে নিযুক্ত ছিলেন?
উত্তর: গান্ধিজি।
104. ‘দেশপ্রিয়' নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
105. ‘অর্ধনগ্ন ফকির' কাকে বলা হয়?
উত্তর: গান্ধিজিকে।
106. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল?
উত্তর: ১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে।
107, কবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে?
উত্তর: ১৯৩৭ খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
108. ‘কৃষক প্রজা পার্টি’ কে গঠন করেন?
উত্তর:আব্দুল কাশেম ফজলুল হক।
109. শের-ই-বঙ্গাল' নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: আব্দুল কাশেম ফজলুল হক।
110. মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রে দাবি কে প্রথম উত্থাপন করেছিলেন?
উত্তর: মহম্মদ ইকবাল।
111. কবে লাহোর প্রস্তাব গ্রহণ করা হয়?
উত্তর: ১৯৪০ খ্রিস্টাব্দের ২৩ মার্চ।
112. মুসলিম লিগের লাহোর প্রস্তাবের সময় কে রচনা করেন?
উত্তর: স্যার সিকান্দার হায়াত খান।
113. কে প্রথম ‘পাকিস্তান’ গঠনের প্রস্তাব দেন?
উত্তর: চৌধুরি রহমত আলি।
114. সর্বভারতীয় স্বাধীন মুসলিম অধিবেশন কোথায় কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪০-এ দিল্লিতে।
115. সর্বভারতীয় স্বাধীন মুসলিম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তর: আল্লাবক্স।
116. ‘ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর (কানপুরে)।
117. ‘কংগ্রেস সমাজতন্ত্রী দল’ কবে গড়ে ওঠে?
উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দে।
118. কংগ্রেস সমাজতন্ত্রীদলের একজন অন্যতম প্রতিষ্ঠাতা নাম করো।
উত্তর: জয়প্রকাশ নারায়ণ।
119. সারা ভারত কিষাণ সভা কবে স্থাপিত হয়?
উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে।
120. কার নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠিত হয়?
উত্তর: সূর্য সেন-এর।
100+ History Gk In Bengali
প্রশ্ন: 321. বেঙ্গল ভলান্টিয়ার্স দল কে গঠন করেন?
উত্তর: হেমচন্দ্র ঘোষ।
122. ডালহৌসি স্কোয়ারের বর্তমান নাম কী?
উত্তর: ‘বি-বা-দী বাগ’।
123. 'তাম্রলিপ্ত জাতীয় সরকার’-এর সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: সতীশচন্দ্র সামন্ত।
124. সুভাষচন্দ্রকে প্রথম ‘নেতাজী' আখ্যা কারা দিয়েছিল ?
উত্তর: জার্মানির প্রবাসী ভারতীয়গণ।
125. ‘আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বার্লিনে।
126. পূর্ব এশিয়ায় ‘ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক’ কাকে বলা হয়?
উত্তর: রাসবিহারী বসুকে।
127. ‘দ্য ইন্ডিয়ান স্ট্রাগল' কার রচনা?
উত্তর: সুভাষচন্দ্র বসুর।
128. 'বীরোচিত সংগ্রাম' বলা হয় কোন বিদ্রোহ কে?
উত্তর: নৌ বিদ্রোহকে (১৯৪৬)।
129. সিমলা বৈঠক কবে আহুত হয়?
উত্তর: ১৯৫৫-এর ২৪ জুন।
130. কবে ভারতে এসেছিল মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন?
উত্তর: ১৯৪৬-এর মার্চ মাসে।
131. মন্ত্রী মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর: ভারত সচিব স্যার পেথিক লরেন্স।
132. ক্যাপ্টেন লক্ষ্মী নাথন কোন্ বাহিনীর নেতৃত্ব দেন?
উত্তর: ঝাঁসীর রানি ব্রিগেডে।
133. সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত লেফ্ট কনসোলিডেশন কমিটি থেকে কোন দলটি বেরিয়ে আসে?
উত্তর: কমিউনিস্ট দল।
134. ভারতছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি কোন্ দল ?
উত্তর: কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া।
135. কোন্ সময় লর্ড ওয়াভেল ভারতের ভাইসর হিসাবে কার্যভার গ্রহণ করেন?
উত্তর: ১৯৪৩-৪৭ সালে।
136. ভারতের স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উত্তর: জে. বি. কৃপালনী।
137. ‘কদম কদম' বাড়ায়ে যা’ ধ্বনি কে দেন?
উত্তর: গুরুবক্স সিং ধীলন।
138. ভারতের অন্তবর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: লিয়াকৎ আলি খান।
139. কাকে ‘ভারতের বিসমার্ক’ বলা হয়?
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেলকে।
140. ভারতের স্বাধীনতা আইন কীসের ভিত্তিতে পাশ হয়?
উত্তর: মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে।
141. ভারত বিভাগের সিদ্ধান্তের ঘোষণা কবে হয়?
উত্তর: ১৯৪৭-এর ৩ জুন।
142. ভারতের স্বাধীনতা আইন করে পাশ হয়?
উত্তর: ১৯৪৭-এর ১৮ জুলাই।
143. দেশভাগের আগে ভারতের কোথায় কোথায় গণভোট হয়েছিল?
উত্তর: North-West সীমান্ত প্রদেশ ও শ্রীহট্ট জেলায়।
144. ভারতের স্বাধীনতা কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ক্লেমেন্ট এটলি।
145. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে?
উত্তর: মাউন্ট ব্যাটেন।
146. তিনি কে ছিলেন যিনি স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল?
উত্তর: চক্রবর্তী রাজা গোপালাচারী।