Ads Area

চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

 চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

প্রশ্ন: 1. প্রথম মালয়ালাম চলচ্চিত্র হিসাবে কোন্ ছবিটি রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভূষিত হয়েছিল?

উত্তর: চেম্মিন।

‘প্রশ্ন: 2. ‘চেম্মিন’ ছবিটির পরিচালক কে ছিলেন?

উত্তর: রামু কারিয়াট।

প্রশ্ন: 3. তপন সিংহের কোন চলচ্চিত্রটি সর্বপ্রথম রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল?

উত্তর: কাবুলিওয়ালা।

প্রশ্ন: 4. চিন দেশের ছবি ‘Warriors of Heaven and Earth'-এ সংগীত পরিচালনা করেন কোন্

ভারতীয় সঙ্গীতকার?

উত্তর: এ. আর. রহমান।

প্রশ্ন: 5. অভিনেত্রী দেবশ্রী রায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেছিলেন কোন ছবির অভিনয়ের জন্য?

উত্তর: ১৯শে এপ্রিল।

প্রশ্ন: 6. ফরাসি সরকারের বিশেষ পুরস্কার ‘লিজিয়ন অব

অনার’ কোন্ ভারতীয় চিত্র পরিচালক পেয়েছেন?

উত্তর: সত্যজিৎ রায়।

প্রশ্ন: 7. প্রথম একই ছবিতে নায়ক এবং নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছেন?

উত্তর: এ. সালুঙ্কে।

প্রশ্ন: ৪. কোন্ পরিবার চারপুরুষ ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত?

উত্তর: কাপুর পরিবার।

প্রশ্ন: 9. কোন্ ছবি একদম স্টুডিওর সেট ব্যবহার না করে তৈরি হয়?

উত্তর: আসমান মহল। 

প্রশ্ন: 10. সিনেমাস্কোপ কোন ছবিতে প্রথম ব্যবহার করা হয়?

উত্তর: কাগজ কী ফুল।

প্রশ্ন: 11. কাগজ কী ফুল ছবির পরিচালক কে?

উত্তর: গুরু দত্ত।

প্রশ্ন: 12. কোন্ ভারতীয় প্রথম অ্যানিমেটেড ছবি প্রস্তুত করেন?

উত্তর: আর. সি. বড়াল।

প্রশ্ন: 13. প্রথম অ্যানিমেটেড ছবির নাম কী?

উত্তর: অন এ মুনলিট নাইট।

প্রশ্ন: 14. অস্কার পুরস্কারের অপর নাম কী?

উত্তর: অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Academy)।

প্রশ্ন: 15. অস্কার পুরস্কার কোন দেশ অনুমোদন করে?

উত্তর: ইউ. এস. এ।

প্রশ্ন: 16. কোন্ ভারতীয় অভিনেত্রী ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’-র জাতীয় পুরস্কার পর পর তিন বছর পান?

উত্তর: স্মিতা পাতিল।

প্রশ্ন: 17. প্রথম ফিল্মফেয়ার পুরস্কার ছবি কোন্‌টি? উত্তর: বিমল রায়ের ‘দো বিঘা জমি?

প্রশ্ন: 18.  তাঁর নাম কী যিনি ইয়াদেঁ ছবি মাত্র একজন অভিনেতা ছিলেন?

উত্তর: সুনীল দত্ত।

প্রশ্ন: 19. দেবদত্ত পিশোরিমল কোন্ অভিনেতার আসল নাম ?

উত্তর: দেবানন্দ-এর।

প্রশ্ন: 20. মৃণাল সেন-এর আত্মজীবনীর নাম কী?

উত্তর: Always Being Born. 

চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

প্রশ্ন: 21. ওমরেশ পুরীর আত্মজীবনীর নাম কী?

উত্তর: Memories of A Myriad Mogambo.

প্রশ্ন: 22. ১৯২২ সালে লস্ অ্যাঞ্জেলসের কোন হোটেলে প্রথম অস্কার পুরস্কারের অনুষ্ঠান হয়েছিল?

উত্তর: হোটেল শেরাটন।

প্রশ্ন: 23.কোন্ হিন্দি ফিল্ম অভিনেতার প্রকৃত নাম কুমুদলাল গাঙ্গুলী ?

 উত্তর: অশোককুমার-এর।

প্রশ্ন: 24. হিন্দি চলচ্চিত্রাভিনেত্রী মীনা কুমারির আসল নাম কী?

উত্তর: মাহজাবিন।

প্রশ্ন: 25. মহানায়ক উত্তম কুমারের আসল নাম কী?

উত্তর:অরুন চট্টোপাধ্যায়।

প্রশ্ন: 26. দাদা সাহেব ফালকে পরিচালিত ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি ‘রাজা হরিশচন্দ্র’ কবে মুক্তি পেয়েছিল?

উত্তর: ১৯১৬ সালে।

প্রশ্ন: 27.২০১৩ সালে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিন ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য কোন্ অভিনেত্রীকে বিশেষ সম্মানে ভূষিত করল ভারতের মার্কিন দূতাবাস?

উত্তর: রানি মুখার্জীকে।

প্রশ্ন: 28. অভিনেতা শশীকাপুরের আসল নাম কী?

উত্তর: বলবীর রাজ কাপুর।

প্রশ্ন: 29. অমিতাভ বচ্চনের পর কোন্ চলচ্চিত্রাভিনেত্রা ‘লজিয়ঁ দ্য অনার' পান?

উত্তর: শাহরুখ খান।

প্রশ্ন: 30. হিন্দি চলচ্চিত্রের সুপারস্টার রাজেশ খান্নার মৃত্যু হয় ২০১২ সালের কোন তারিখে?

উত্তর: ১৮ জুলাই।

প্রশ্ন: 31. বিখ্যাত ছবি ‘ক্লিওপেট্রার’ নায়িকা কে ছিলেন?

উত্তর: এলিজাবেথ টেলর।

প্রশ্ন: 32. কোন্ ভারতীয়র ছবি রাশিয়ান স্ট্যাম্পে পাওয়া যায়?

উত্তর: কালিদাস।

প্রশ্ন: 33. বিশ্বে সবচেয়ে বেশিবার (১০ লক্ষেরও বেশি) ক্যাসেট বিক্রি হয়েছে কোন্ গায়কের?

উত্তর:পল ম্যাককার্টনির।

প্রশ্ন: 34. মান্না দে-র আত্মজীবনীর নাম কী?

উত্তর: জীবনের জলসাঘর।

প্রশ্ন: 35. পণ্ডিত রবিশঙ্কর-এর আত্মজীবনীর নাম কী? উত্তর: My Music, My Life.

প্রশ্ন: 36. চার্লি চ্যাপলিন-এর আত্মজীবনীর নাম কী?

উত্তর: My Autobiography.

প্রশ্ন: 37. ললিত কলা অ্যাকাডেমি কবে স্থাপিত হয়?

উত্তর: ১৯৫৪ সালে।

প্রশ্ন: 38. সঙ্গীত নাটক অ্যাকাডেমি স্থাপিত হয় কবে?

উত্তর: ১৯৫৩ সালে। 

প্রশ্ন: 39. কখন থেকে দেওয়া শুরু হয় সঙ্গীতে গ্র্যামি পুরস্কার ?

উত্তর: ১৯৫৮ সালে।

প্রশ্ন: 40. ‘আৰ্থ বডি’ কোন্ বাদ্যযন্ত্রের অপর নাম?

উত্তর: মৃদঙ্গ।

চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

প্রশ্ন: 41. সংগীতকার এ. আর. রহমানের আগের নাম কী?

উত্তর: এ. এস. দিলীপকুমার। প্রশ্ন: 42. পালকির গান-এ কে সুর দেন?

উত্তর: সলিল চৌধুরি।

প্রশ্ন: 43. চর্যাগীতি লেখা হয়েছিল কোন্ ভাষায়?

উত্তর: প্রাকৃত ভাষায় ৷ প্রশ্ন: 44. কোন্‌ কর্ণাটকী সঙ্গীত শিল্পী প্রথম ‘ভারতরত্ন’ সম্মান পুরস্কার পান?

উত্তর: মাদুরাই শানমুখাভারিভু শুভলক্ষ্মী।

প্রশ্ন: 45. ‘টপ্পা’ গানের প্রথম স্রষ্টা কে?

উত্তর: গুলাম নবী (শৌরী মিঞা)।

প্রশ্ন: 46. ভারতে ‘সরোদ’ বাজনা কে প্রবর্তন করেন?

উত্তর: ওস্তাদ আলাউদ্দিন খান।

প্রশ্ন: 47. চন্দ্র সারঙ্গ বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন? 

উত্তর: ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

প্রশ্ন: 48. কোন্ সুরকার যাত্রায় প্রথম চরিত্রের মুখে গান প্রয়োগ করেন?

উত্তর: ভূতনাথ দাস।

প্রশ্ন: 49. ‘টপ’ কোন্ শ্রেণির সঙ্গীত?

উত্তর: কবিগান।

প্রশ্ন:50. 'ক্যারোল’ কী?

উত্তর: সমবেত খ্রিস্টীয় ধর্মীয় কণ্ঠসঙ্গীত।

প্রশ্ন: 51. কোন বিখ্যাত উপন্যাসভিত্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গোরা’-র।

প্রশ্নঃ 52. শাস্ত্রীয় ও লোকসঙ্গীত, নাচ ও অভিনয়কে মিশিয়ে তামিল সাহিত্যে যে নতুন লিখন শৈলী তৈরি হয়েছিল তার নাম কী?

উত্তর: কুরাভঞ্জি।

প্রশ্ন: 53. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতবিতান’ গ্রন্থে মোট গানের সংখ্যা কটি?

উত্তর: ২,২৩২ টি।

প্রশ্ন: 54. রবীন্দ্রসঙ্গীতের কটি পর্যায় ও কী কী?

উত্তর: ৬টি পর্যায়: পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, বিচিত্র ও আনুষ্ঠানিক।

প্রশ্ন: 55,‘রাজতরঙ্গিনী' বইটির রচয়িতা কে?

উত্তর: পণ্ডিত লোচন।

প্রশ্ন: 56. ‘সঙ্গীত পারিজাত' বইটির রচয়িতা কে?

উত্তর: পণ্ডিত অহোবল।

প্রশ্ন: 57. কোন্ ভারতীয় সঙ্গীত শিল্পীর গান প্রথম ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ট্রাকে রেকর্ডিং হয়?

উত্তর: জগজিৎ সিং ও চিত্রা সিং।

প্রশ্ন: 58. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৪ সালে কলম্বো ও জাফনার কোন্ নৃত্য নাট্যে অভিনয় করেন?

উত্তর: শাপমোচন।

প্রশ্ন: 59.  কাকে গজলের ‘শাহজাদা’ আখ্য দেন সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর।

উত্তর: মদমমোহন (কোহলি)-কে।

প্রশ্ন: 60. ‘সঙ্গীত রত্নাকর’ বইটির রচয়িতা কে?

উত্তর: শাঙ্ক দেব।

চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

প্রশ্ন: 61. ‘টুবা’ কী?

উত্তর: পিতলের বিরাট ও গম্ভীর বাদ্যযন্ত্র।

প্রশ্ন: 62. ‘রবাব’ কী?

উত্তর: ওস্তাদ আলাউদ্দিন খাঁর সৃষ্ট বাদ্যযন্ত্র।

প্রশ্ন: 63. ‘সাক্সোফোন' কী?

উত্তর: আদলফে সাস্কের সৃষ্ট এক ধরনের পিতলের বাঁশি।

প্রশ্ন: 64. তানসেনের প্রকৃত নাম কী?

উত্তর: রামতনু মিশ্র।

প্রশ্ন: 65. গীটার ও সেতারের বৈশিষ্ট্য মিশিয়ে কে ‘মোহন বীণা' তৈরি করেছেন? 

উত্তর: ‘পদ্মশ্রী’ ও ‘গ্র্যামি’ পুরস্কার পাওয়া পণ্ডিত বিশ্ব মোহন ভাট।

প্রশ্ন: 66. পাশ্চাত্য সঙ্গীতের তালকে কী বলে?

উত্তর: তেম্পো।

প্রশ্ন: 67. পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য কী?

উত্তর: গ্রাম্য ভাষা।

প্রশ্ন: 68. কোন্ সংগীত মন্ত্রে সব ধরনের রাগই বাজানো যায়?

উত্তর: সেতার।

প্রশ্ন: 69. বিশ্বে সর্বাধিক প্রচলিত গান কোন্‌টি?

উত্তর: ‘হ্যাপি বার্থ ডে টু ইউ'।

প্রশ্ন: 70. ‘হ্যাপি বার্থ ডে টু ইউ' গানটি কে লিখেছেন?

উত্তর: দুই বোন মিলড্রেড ও প্যাটি হিল। 

প্রশ্ন: 71. পৃথিবীতে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা গান (BBC দ্বারা নির্বাচিত) কোন্‌টি?

উত্তর: ভারতের জাতীয় স্রোত্র ‘বন্দেমাতরম্'।

প্রশ্ন: 72. লতা মঙ্গেশকর সব থেকে বেশিবার দ্বৈতকণ্ঠে কোন শিল্পীর সঙ্গে গান গেয়েছেন?

উত্তর: মহম্মদ রফি-র সঙ্গে।

প্রশ্ন: 73. ‘অপেরা' শব্দের অর্থ কী?

উত্তর: গীতিনাট্য।

প্রশ্ন: 74. ‘শিবাঞ্জলী’ রাগটি কার সৃষ্টি?

উত্তর: সরোদ শিল্পী আমজাদ আলি খান-এর।

প্রশ্ন: 75. মার্গ সঙ্গীতে বেনারস ঘরানার প্রতিষ্ঠাতাকে ছিলেন?

উত্তর: পণ্ডিত রামশাহী।

প্রশ্ন: 76. আব্বাসউদ্দিন আহমেদ কোন ক্ষেত্রে বিখ্যাত?

উত্তর: বাংলার পল্লী সঙ্গীতে।

প্রশ্ন: 77. মির্জা গালিব কোন গানে বিখ্যাত?

উত্তর: গজল।

প্রশ্ন: 78. কিষান মহারাজ কোন ঘরানার তবলা বাদক ছিলেন?

উত্তর: তিহাই ঘরানা।

কোন্ ক্ষেত্রে বিখ্যাত?

প্রশ্ন: 79. ওস্তাদ মসিদ খাঁ

উত্তর: ফারাক্কা ঘরানার।

প্রশ্ন: ৪০. তারের কোন যন্ত্রকে ‘কিং অব অর্কেস্ট্রা’ বলা হয়?

উত্তর: বেহালা।

চালচিত্র ও নৃত্য সংগীত Important 100 Questions In Bengali

প্রশ্ন: 81. কোন্ বিখ্যাত সঙ্গীত সাধক বধির ছিলেন?

উত্তর: বিটোফেন।

প্রশ্ন: 82. একক প্রদর্শন হিসাবে কোন্ নাচ স্বীকৃত? 

উত্তর: মোহিনী আট্টম এবং ওট্রানথালুই।

প্রশ্ন: 83. কোন্ নাচের মুখ্য বিষয় ‘রামায়ন’ ও ‘মহাভারত’?

উত্তর: কুচিপুড়ি।

প্রশ্ন:-84.মনিপুরের কোন্ আঞ্চলিক নৃত্যটি, কেবলমাত্র মহিলারাই পরিবেশন করেন?

উত্তর: রামনৃত্য।

প্রশ্ন: 85. যে নৃত্য হয় রাজস্থানে  হোলির সময় তার নাম কী?

উত্তর: ঘুমর।

প্রশ্ন: 86. ভারতনাট্টম নাচের নির্দেশ লিপিকে কী বলা হয়?

উত্তর: থিম্লানা।

প্রশ্ন: 87. কোন্ ভারতীয় নাচে মুঘল প্রভাবের পরিমাণ অত্যন্ত বেশি?

উত্তর: কথক।

প্রশ্ন: ৪৪. সত্যজিৎ রায় যে নতর্ক-এর ওপর একটি তথ্যচিত্র করেন তার নাম কী?

উত্তর: বিরজু মহারাজ।

প্রশ্ন: 89. মণিপুরি নৃত্যের ঢঙে রবীন্দ্রনাথের যে নৃত্য নাট্যটি বিখ্যাত হয়েছিল তার নাম কী?

উত্তর: নটীর পূজা।

প্রশ্ন: 90. ভারতের কোন্ নৃত্যকে রবীন্দ্রনাথ পুনরুজ্জীবিত করেছিলেন?

উত্তর: মণিপুরি।

প্রশ্ন: 91. ভারতের কোন্ নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়?

উত্তর: ছৌ।

প্রশ্ন: 92. নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলীর নাম কী?

উত্তর: রেংমা।

প্রশ্ন: 93. বৈশাখী মজুমদার কোন্ নাচের সঙ্গে যুক্ত?

উত্তর: ওড়িশি।

প্রশ্ন: 94. কোন্ রাজ্যের গুম্ফাতে লামাদের মুখোশ নৃত্য আজও বিখ্যাত?

উত্তর: সিকিম।

প্রশ্ন: 95. কোন্ রাজ্যের মন্দিরে ভারতনাট্টম নাচের উদ্ভব?

উত্তর: তামিলনাড়ু।

প্রশ্ন: 96. ওয়াঞ্ঝো উপজাতিদের ওয়াঞ্ঝো ওরিয়া নৃত্যেৎসব হয় কোন রাজ্যে ?

উত্তর: অরুণাচল প্রদেশে।

প্রশ্ন: 97. গুরু বিপিন সিংহ কোন্ নৃত্যটির সঙ্গে সম্পর্কিত?

উত্তর: মনিপুরি।

প্রশ্ন: 98. নৃত্যশিল্পী মেনকার আসল নাম কী?

উত্তর: লীলা রায়।

প্রশ্ন: 99. বসন্ত লক্ষ্মী কোন্ ক্ষেত্রের নাচে বিখ্যাত?

উত্তর: ভরত নাট্যম।

প্রশ্ন: 100. তামিলনাড়ুর প্রধান নৃত্য শৈলী কী নামে পরিচিত?

উত্তর: ভরতনাট্যম।


Post a Comment

0 Comments

Ads Area