Most Important 100 Geography Questions Answers In Bengali
Most Important 100 Geography Questions Answers||১০০ টি গুরুত্বপূর্ণ ভুগলের প্রস্ন পত্র
প্রশ্ন: 1. সকল শাস্ত্রের জননী কোন্ শাস্ত্রকে বলা
হয়?
উত্তর: ভূগোল শাস্ত্রকে।
প্রশ্ন: 2. ‘ভূগোল' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে? উত্তর: এরাটস্থেনিক?
প্রশ্নঃ3. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: বুধ।
প্রশ্নঃ 4. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র।
প্রশ্ন: 5. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
উত্তর: ১৫ কোটি কিমি।
প্রশ্নঃ6. পৃথিবীর গড় ব্যাস কত?
উত্তর: ১২,৮০০ কিমি।
প্রশ্ন:7. সূর্য পৃথিবীর থেকে কতগুণ বড়ো?
উত্তর:১৩ লক্ষ গুণ।
প্রশ্ন:8. ৩৬৬ দিনের বছরকে কী বলে?
উত্তর: অধিবর্ষ।
প্রশ্ন:9. এ. সূর্য পৃথিবী থেকে কতগুণ ভারী?
উত্তর: ৩১ লক্ষ গুণ।
প্রশ্ন: 10.সূর্যকে পরিক্রমণ করে পৃথিবী যে পথে তাকে কী বলে?
উত্তর: কক্ষপথ।
প্রশ্নঃ 11. কোন্ রেখাকে মহাবৃত্ত বলে?
উত্তর:নিরক্ষরেখাকে।
প্রশ্নঃ 12. কোন্ গ্রহকে 'লালগ্রহ' বলা হয়?
উত্তর: মঙ্গলকে।
প্রশ্ন: 13. কোন্ গ্রহকে ‘নীলগ্রহ' বলা হয়?
উত্তর: পৃথিবীকে।
প্রশ্ন: 14. পৃথিবীর কটি গতি আছে?
উত্তর: দুটি।
প্রশ্নঃ 15. একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে কী বলা হয়?
উত্তর: সৌর বৎসর।
প্রশ্নঃ 16. যখন সূর্যকে পৃথিবী পরিক্রমণ করে সর্বনিম্ন দূরত্ব তাদের মধ্যে কোন তারিখে হয় ?
উত্তর: ৩ জানুয়ারি।
প্রশ্ন: 17. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব করে সর্বাধিক হয়?
উত্তর: ৪ জুলাই।
প্রশ্ন: 18. সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে
পড়ে কবে?
উত্তর: ২১ জুন।
প্রশ্ন: 19. সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে
কবে?
উত্তর: ২২ ডিসেম্বর।
প্রশ্ন/20. সর্বোচ্চ অক্ষাংশ বলা হয় কত ডিগ্রি উত্তর বা দক্ষিণ অংশকে?
উত্তর; ৯০°।
Most Important 100 Geography Questions Answers||১০০ টি গুরুত্বপূর্ণ ভুগলের প্রস্ন পত্র
প্রশ্ন: 21. নিরক্ষরেখার কৌণিক মান কত?
উত্তর: ০°।
প্রশ্নঃ 22. জোয়ার-ভাটার একটি অন্যতম প্রধান কারণ উল্লেখ করো।
উত্তর: চন্দ্রের আকর্ষণ।
প্রশ্ন:/23 অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কোন্ জোয়ার হয় ? উত্তর: ভরা জোয়ার।
প্রশ্নঃ 24. পৃথিবীর উত্তর গোলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গোলার্ধে কোন্ ঋতু?
উত্তর: বসন্ত কাল।
প্রশ্ন: 25. গর্জনশীল চল্লিশা কোন্ গোলার্ধে হয়?
প্রশ্নঃ 25. গর্জনশীল চল্লিশা কোন্ গোলার্ধে হয়?
উত্তর:দক্ষিণ গোলার্ধে।
প্রশ্ন: 26.কোন্ স্কেলে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়?
উত্তর: মিলিবার স্কেলে।
প্রশ্নঃ 27. তেজী কোটাল বা ভরা কোটাল কখন হয়?
উত্তর: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।
প্রশ্ন: 28. মরা জোয়ার বা মরা কোটাল কখন হয়? উত্তর: সপ্তমী ও অষ্টমী তিথিতে।
প্রশ্ন: 29.পৃথিবীর যে দিকে চাঁদ থাকে সেই দিকের
জোয়ারকে কী বলে?
উত্তর; মুখ্য জোয়ার।
প্রশ্নঃ 60. সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় এলে তাকে কী বলে?
উত্তর: সিজিগি।
প্রশ্নঃ 31. গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ কী?
উত্তর: বিকর্ষণ।
প্রশ্ন: 32. কোন্ মেঘকে 'বৃষ্টি মেঘ' বলে?
উত্তর:কিউমুলোনিম্বাস মেঘকে।
প্রশ্ন: 33. টাইফুন কী?
আকস্মিক বা অনিয়মিত বায়ু।
প্রশ্ন: 34. বঙ্গোপসাগরে বা আরব সাগরে সৃষ্ট ক্রান্তীয়
ঘূর্ণবাতকে কী বলে?
উত্তরঃ কর্নেডো সাইক্লোন
প্রশ্নঃ 35. প্রত্যহ কতবার জোয়ার ও কতবার ভাটা হয়?
উত্তর: দু'বার জোয়ার ও দু'বার ভাটা হয়।
প্রশ্ন: 36. ভূমিকম্পের মূল কারণ কী?
উত্তর: ভূ-আলোড়ন।
প্রশ্নঃ 37. কয়লা রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
উত্তর: গ্রাফাইটে।
প্রশ্ন: 38. কয়লা কী জাতীয় শিলা?
উত্তর:জৈব পাললিক শিলা।
প্রশ্ন: 39. নাইস কী জাতীয় শিলা?
উত্তর: রূপান্তরিত শিলা।
প্রশ্নঃ 40. মার্বেল কোন্ শিলার পরিবর্তিত রূপ?
উত্তর:চুনাপাথরের।
প্রশ্নঃ 41.চীন ঘূর্ণাবর্ত কী নামে পরিচিত?
টাইফুন।
প্রশ্ন; 43 কোন্ কয়লায় কার্বনের ভাগ সবচেয়ে বেশি
. থাকে?
Most Important 100 Geography Questions Answers||১০০ টি গুরুত্বপূর্ণ ভুগলের প্রস্ন পত্র
উত্তর: অ্যানথ্রাসাইট।
44. ভূমধ্যসাগরের সবচেয়ে বড়ো দ্বীপ কোনটি?
প্রশ্নঃ উত্তর: মাল্টাদ্বীপ।
প্রশ্নঃ 45. আবহবিদরা ‘ঝড়ের মেঘ'কে কী বলেন?
উত্তর: কিউলোনিম্বাস।
46. জলের গভীরতা মাপার একক কী? উত্তর; ফ্যাদম।
প্রশ্ন:/47. পৃথিবীর কোন্ নদী সবচেয়ে খরস্রোতা?
উত্তর: রাইন নদী।
প্রশ্নঃ রাজমহল পাহাড় কোন্ শিলায় গঠিত?
উত্তর: গ্র্যানাইট।
প্রশ্নঃ 49. কোন্ মেঘে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস মেঘে।
প্রশ্ন:50. কোন্ মেঘ 'বাদল মেঘ' নামে পরিচিত?
উত্তর: নিম্বাস/নিম্বোস্টাটাস।
প্রশ্ন: 51. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?
উত্তর: সাইবেরিয়ার সমভূমি।
প্রশ্ন: 52. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি
উত্তর: গ্রিনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গমিটার)।
প্রশ্নঃ 520. পৃথিবীর ছাদ কাকে বলে?
উত্তর: পামির মালভূমিকে।
** পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার কোথায় অবস্থিত?
উত্তর: কানাডায়।
প্রশ্নঃ 55. পৃথিবীর উন্নতম স্থানের নাম কী?
উত্তর: জেকোবাবাদ।
প্রশ্নঃ 56. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়
কোথায়?
উত্তর: মৌসিনরামে।
প্রশ্নঃ 57. পৃথিবীর বৃহত্তম মালভূমি কোন্টি?
উত্তর: তিব্বতের মালভূমি।
প্রশ্ন: 58. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোন্টি
উত্তর: হাওয়াই দ্বীপের মৌনালোয়া।
24:59.
প্রশ্নঃ 60.কোন্ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ
রেখা কল্পনা করা হয়েছে?
উত্তর: বেরিং প্রণালী।
প্রশ্নঃ 61. চলমান বালিয়াড়িকে কী বলে?
প্রশ্ন: 61. চলমান বালিয়াড়িকে কী বলে?
উত্তর: থ্রিয়ান।
প্রশ্নঃ 62. সাহারার বালুকাময় মরুভূমিকে কী বলে?
উত্তর: আর্গ।
প্রশ্নঃ 63. মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কী বলে?
উত্তর: ওয়াদি।
প্রশ্ন: 64. হিম প্রাচীর দেখা যায় কোথায়?
উত্তর: আটলান্টিক মহাসাগরে।
প্রশ্ন: 65. পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ তৈলশোধনাগার
কোথায় আছে?
উত্তর: আবাদানে।
প্রশ্ন: 66. কোথাকার তাম্রখনি পৃথিবীর মধ্যে বৃহত্তম?
উত্তর: চিলির।
প্রশ্ন: 67. 'পঞ্চসাগরের বন্দর' কাকে বলা হয়?
উত্তর: মস্কোকে।
প্রশ্নঃ 68. পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কী?
উত্তর: তাকলামাকান। প্রশ্ন: 69. পৃথিবীর বৃহত্তম লৌহখনি কোথায় আছে?
উত্তর: মেসারিয়েছে।
প্রশ্নঃ 70. পৃথিবীর সবচেয়ে বেশি হীরক কোথায় পাওয়া
যায় ??
উত্তর: কঙ্গো অববাহিকায়।
প্রশ্নঃ 71. কোন্ দেশ কফি উৎপাদনে ও রপ্তানিতে প্রথম?
উত্তর: ব্রাজিল।
প্রশ্নঃ 72. বিশ্বের কোন দেশ সব চেয়ে বেশি কফি ব্যবহার
করে?
উত্তর:আমেরিকা।
Most Important 100 Geography Questions Answers||১০০ টি গুরুত্বপূর্ণ ভুগলের প্রস্ন পত্র
প্রশ্নঃ 73. রবার উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম?
উত্তর: মালয়েশিয়া।
প্রশ্নঃ 74. কোন্ দেশ সর্বাধিক পশম উৎপাদন করে?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্নঃ 75. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর: বৈকাল হ্রদ।
প্রশ্নঃ 76. বিশ্বের সবচেয়ে দুষিত শহর কোন্টি।
উত্তর: মেস্কিকো।
প্রশ্ন: 77. বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তেলের খনি
কোনটি?
সাফানিয়া।
প্রশ্নঃ 78. গোবি মরুভূমিটি কোথায় অবস্থিত?
উত্তর: মঙ্গোলিয়ায়।
এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর আছে?
উত্তর: লোহিত সাগর। প্রশ্নঃ 80. এশিয়া মহাদেশের বৃহত্তম সমুদ্রবন্দর কোনটি?
উত্তর:
হংকং।
প্রশ্নঃ 81. পৃথিবীর খনিজ তেলের দাম নির্ধারণকারী
সংস্থার নাম কী?
উত্তর:OPEC (ওপেক)।
প্রশ্ন: 82. লন্ডন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: টেমস্ নদী।
প্রশ্নঃ 83. মস্কো কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর: মস্কোভা নদী।
প্রশ্নঃ 84. তার রঙের জন্য নামকরণ করা
হয়েছে কোন্ পর্বতকে?
উত্তর: নীলগিরি পর্বতকে।
প্রশ্নঃ 85. বিশ্বের বৃহত্তম মহাসাগর উত্তর: প্রশান্ত মহাসাগর।
কোন্টি?
প্রশ্ন: 86. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত?
উত্তর:জিম্বাবোয়েতে।
Most Important 100 Geography Questions Answers||১০০ টি গুরুত্বপূর্ণ ভুগলের প্রস্ন পত্র
প্রশ্নঃ 87. গ্রান্ড জলপ্রপাত কোন্ দেশে অবস্থিত?
উত্তর:ল্যাব্রাডোর।
প্রশ্নঃ 88. এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন্
খান?
উত্তর: সুয়েজ খাল।
প্রশ্ন: 89. আরব সাগরের রানি কাকে বলা হয়?
উত্তর: কোচি বন্দরকে। প্রশ্ন: 90. কোন্ দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
উত্তর: ফিনল্যান্ডকে।
প্রশ্ন: 91. বিশ্বের ‘চিনির ভাণ্ডার' বলা হয় কাকে?
উত্তর:কিউবাকে।
প্রশ্নঃ 92. রামধনু দেশ কোনটি?
উত্তর: হাওয়াই দ্বীপপুঞ্জ।
প্রশ্নঃ 93. ডুরান্ড রেখা কোন কোন দেশের সীমা নির্ধারণ করে? উত্তর: ভারত-আফগানিস্তান (পাকিস্তান)।
প্রশ্ন: 94. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীল নদ।
প্রশ্নঃ 95. পৃথিবীর গভীরতম গিরিখাত কোন্টি?০১২
উত্তর: কালকা নদীর গিরিখাত।
প্রশ্নঃ 96. বিখ্যাত মৃত আগ্নেয় গিরি মাউন্ট পোপ কোথায় অবস্থিত?
উত্তর:মায়ানমারে।
প্রশ্ন: 97. শ্রীলঙ্কার বৃহত্তম নদীটির নাম কী?
উত্তর: মহাবলী গঙ্গা।
প্রশ্নঃ 98. বিশ্বের বৃহত্তম তেলের খনিটি কোনটি?
উত্তর:ঘাওয়ার।
প্রশ্ন: 99. ব্রহ্মদেশের প্রধান নদী কোনটি?
উত্তর: ইরাবতী।
প্রশ্নঃ 100. সব থেকে কোন দেশে বিশ্বের বেশি তামা উৎপাদিত হয়?