Top 100 Important Polity Questions Answer||১০০ টি সংবিধানের গুরুত্বপূর্ণ প্রস্ন উত্তর
Top 100 Important Polity Questions Answer||১০০ টি সংবিধানের গুরুত্বপূর্ণ প্রস্ন উত্তর
১। সংবিধান প্রণয়নের ধারণাটি কে সর্বপ্রথম উত্থাপন
করেন?
উত্তরঃ এম. এন. রায়।
>২। গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে কে সদস্য ছিলেন?
উত্তর : সোমনাথ লাহিড়ি।
>৩। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
উত্তর : দিল্লিতে।
>৪। গণপরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ।
>৫। ভারত ডোমিনিয়নের গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
উত্তর : ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
> ৬। গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর : জওহরলাল নেহরু।
< ৭। গণপরিষদের রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল।
> ৮। স্বাধীন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশনে গৃহীত হয়?
উত্তর : চতুর্থ অধিবেশনে।
>৯। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?
উত্তর : ড. বি. আর. আম্বেদকরকে।
> ১০। ভারতের সংবিধান গৃহীত হয় কত জন সদস্যের স্বাক্ষরের মাধ্যমে?
উত্তর : ২৮৪ জন সদস্যের।
> ১১ । ভারতের সংবিধান কয়টি অংশে (Part) বিভক্ত?
উত্তর : ২২ টি অংশে।
> ১২। ভারতের সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে কী বলে অভিহিত করা হয়েছিল?
উত্তর : সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র'।
১৩। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি?
উত্তর : ভারতে সংবিধান।
>১৪। ভারতীয় সংবিধানের একটি উৎস কী?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
১৫। ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া কে রচনা
করেন?
উত্তর : জওহরলাল নেহরু।
> ১৬। প্রস্তাবনায় সংবিধানের উৎস কাকে বলা হয়েছে?
উত্তর: ভারতের জনগণকে।
> ১৭। আজ পর্যন্ত কয়বার ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে?
উত্তর : মাত্র একবার।
১৮। কাকে ভারতের সংবিধানের প্রাণ বলা হয়েছে?
উত্তর : প্রস্তাবনাকে।
> ১৯। বোম্বাই পুনর্গঠন আইন কত সালে গৃহীত হয়?
উত্তর : ১৯৬০ সালে।
> ২০।পণ্ডিচেরীকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়
কবে?
উত্তর : ১৯৬২ সালে।
Top 100 Important Polity Questions Answer||১০০ টি সংবিধানের গুরুত্বপূর্ণ প্রস্ন উত্তর
> ২১। অরুণাচলপ্রদেশ কবে রাজ্য স্তরে উন্নীত হয়?
উত্তর : ১৯৮৬ সালে।
২২।দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল কবে?
উত্তর : ১৯৫৭ সালে।
> ২৩াডারতের সংবিধানে সর্বশেষ রাজ্যটি করে ঘোষণা করা হয়?
উত্তর : ২০১৪ সালে।
২৪।মহীশূর রাজ্যের নাম কর্ণাটক করা হয় কবে?
উত্তর : ১৯৭৩ সালে।
> ২৫। সংবিধানের কত নম্বর ধারাতে রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে?
উত্তর : ২ থেকে ৪ নং ধারাতে।
> ২৬ নাগাল্যান্ড রাজ্যটি কবে গঠিত হয়?
=) উত্তর : ১৯৬৩ সালে।
> ২৭। উত্তরাঞ্চল, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড রাজ্যগুলি করে গঠিত হয়?
উত্তর : ২০০০ সালে।
> ২৮। বোম্বাই রাজ্যকে ভেঙ্গে গুজরাট এবং মহারাষ্ট্র নামে স্বতন্ত্র দুটি রাষ্ট্র কবে গঠন করা হয়?
উত্তর : ১৯৬০ সালে।
> ২৯। দাদরা ও নগর হাভেলিকে ভারতের অন্তর্ভুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে?
উত্তর : দশম তম সংশোধনে।
> ৩০। বেরুবাড়ি পাকিস্তানকে হস্তান্তরিত করার জন্য কততম সংবিধান সংশোধনের প্রয়োজন হয়েছিল?
উত্তর : নবম তম সংবিধান সংশোধনের।
> ৩১। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কী বলা হয়?
উত্তর : লেফটেনান্ট গভর্নর।
> ৩২। ভারতের সংবিধানে কোন রাজ্যকে আলাদা সংবিধানের অধিকার দেওয়া হয়েছে?
উত্তরঃ জন্ম ও কাশ্মীর রাজ্যকে।
> ৩৩। ১৯৪৮ খ্রিস্টাব্দে সরকার দ্বারা গঠিত ভাষাভিত্তিক রাজ্যপুনর্গঠনের প্রথম কমিটির প্রধান কে ছিলেন?
উত্তর : বিচারপতি এস. কে. ধর
> ৩৪। প্রস্তাবনায় ভারতে কী ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার
কথা বলা হয়েছে?
উত্তর :গণতান্ত্রিক সমাজতন্ত্র।
> ৩৫। ভারতের সংবিধান এখনও পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
উত্তর : ১০৮ বার।
> ৩৬। সম্পত্তির অধিকার বর্তমানে কী ধরনের অধিকার?
উত্তর : সাধারণ আইনগত অধিকার।
> ৩৭। সংবিধানের কোন্ অধ্যায়ে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার বর্ণিত হয়েছে?
উত্তর : তৃতীয় অধ্যায়ে।
>৩৮। সংবিধানের কোন্ কোন্ ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে?
উত্তর : ১২ থেকে ৩৫ নং ধারায়।
> ৩৯। মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট লেখ (write) জারি করতে পারে কয় ধরনের?
উত্তর : পাঁচ ধরনের।
> ৪০। ভারতের পার্লামেন্ট প্রথম 'নিবর্তনমূলক আটক আইন' (Preventive Detention Act) কবে পাশ হয়?
উত্তর : ১৯৫০ সালে।
Top 100 Important Polity Questions Answer||১০০ টি সংবিধানের গুরুত্বপূর্ণ প্রস্ন উত্তর
>৪১। ভারতের জাতীয় নিরাপত্তা আইন' (National Security Act) কবে পাশ হয়?
উত্তর : ১৯৮০ সালে।
> ৪২। ধর্মীয় স্বাধীনতার অধিকার বলে কারা কৃপাণ ধারণ ও বহন করতে পারবে?
উত্তর : শিখরা।
> ৪৩। সংস্কৃতির অধিকারের সঙ্গে কোন অধিকার যুক্ত?
উত্তর : শিক্ষা বিষয়ক অধিকার।
৪৪। ভারতীয় সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির বিষয়বস্তু প্রধানত কী?
উত্তর : সামাজিক ও অর্থনৈতিক।
> ৪০। নাগরিকের অর্থনৈতিক ন্যায়বিচারের কথাটি সংবিধানে কোথায় উল্লেখ রয়েছে?
উত্তর : নির্দেশমূলক নীতিতে।
৪৬। মূল সংবিধানে নির্দেশমূলক নীতির সংখ্যা কয়টি ছিল?
উত্তর :১৩টি।
>৪৭। সংবিধানের কততম সংশোধন দ্বারা একসঙ্গে আরো চারটি নির্দেশমূলক নীতি চতুর্থ অধ্যায়ে যুক্ত
হয়েছে?
উত্তর : ৪২তম সংবিধান সংশোধনে।
> ৪৮। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লিখিত হয়েছে?
উত্তর : ৫১ (খ) ধারায়।
> ৪৯। ১১তম মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়?
উত্তর : ৮৬ তম সংশোধনে।
> ৫০। কোন অবস্থায় মৌলিক অধিকারগুলির ক্ষুণ্ন করা যায়?
উত্তর : জরুরি অবস্থায়।
> ৫১। কততম সংশোধনের দ্বারা ভারতকে ‘ধর্মনিরপেক্ষ রাষ্ট্র' বলে ঘোষণা করা হয়েছে?
উত্তর : ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধন দ্বারা।
> ৫২। নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য কী?
উত্তর : একটি কল্যাণব্রতী রাষ্ট্র গঠন।
> ৫৩। নীতি আয়োগের (NITI) পুরো কথাটি কী?
উত্তর : 'ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া'।
> ৫৪। ভারতের শাসন ব্যবস্থা কী ধরনের?
উত্তর : আধা যুক্তরাষ্ট্রীয়।
> ৫৫। অর্থ কমিশন গঠিত হয়েছে কীসের মাধ্যমে?
উত্তর : সংবিধানের মাধ্যমে।
> ৫৬। অর্থ কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন?
উত্তর : রাষ্ট্রপতির দ্বারা।
> ৫৭। নীতি আয়োগের শীর্ষে কার অবস্থান?
উত্তর : প্রধানমন্ত্রীর।
> ৫৮। আজ পর্যন্ত কয়টি অর্থ কমিশন নিয়োগ করা হয়েছে?
উত্তর : ১৪টি (চতুর্দশ অর্থ কমিশন)।
> ৫৯। সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র-রাজ্যের আর্থিক সম্পর্কের কথা বলা হয়েছে?
উত্তর : ২৬৪ থেকে ২৯৩ নং ধারায়।
> ৬০। সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্কের দিক নির্দেশ রয়েছে?
উত্তর : ২৫৬ থেকে ২৬৩ নং ধারায়।
Top 100 Important Polity Questions Answer||১০০ টি সংবিধানের গুরুত্বপূর্ণ প্রস্ন উত্তর
> ৬১। সারকারিয়া কমিশন কবে গঠিত হয়?
উত্তর : ১৯৮৩ সালে।
> ৬২। সারকারিয়া কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : তিন জন।
> ৬৩। ভারতীয় সংবিধানের ১নং ধারাতে ভারতকে কী বলে অভিহিত করা হয়েছে?
উত্তর : রাজ্যসমূহের ইউনিয়ন (Union of State)।
> ৬৪। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম অর্থকমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : কে. সি. নিয়োগী।
>৬৫। ভারতের শাসনব্যবস্থার শীর্ষস্থানে কে আছেন?
উত্তর : ভারতের রাষ্ট্রপতি।
> ৬৬। ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক?
উত্তর : নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক।
> ৬০। ভারতের প্রথম নাগরিক কে?
উত্তর : রাষ্ট্রপতি।
> ৬৮। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির ওপর ভারতীয় ইউনিয়নের শাসনক্ষমতা ন্যস্ত করা হয়েছে?
উত্তর : ৫৩ নং ধারা অনুসারে।
> ৬৯। সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত পদ্ধতির উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৫৫ নং ধারায়।
> ৭০। ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর : পার্লামেন্ট ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি বিশেষ নির্বাচক সংস্থার দ্বারা।
> ৭১। ভারতের সংবিধানে কয় ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে ?
উত্তর : তিন ধরনের।
৭২। রাষ্ট্রপতিকে কার্যভার গ্রহণের পূর্বে কে শপথবাক্য পাঠ করান?
উত্তর : ভারতের প্রধান বিচারপতি।
> ৭৩। সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে অভিযুক্ত করা যায়?
উত্তর : ৬১নং ধারায়।
৭৪। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তর : ৩৫২ নং ধারা অনুযায়ী।
> ৭৫। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন?
উত্তর : ৩৫৬ নং ধারা।
> ৭৬। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
উত্তর ; ৩৬০ নং ধারা অনুযায়ী।
>৭৭। বিদেশে ভারতের রাষ্ট্রদূতদের কে নিয়োগ করেন?
উত্তর : রাষ্ট্রপতি।
> ৭৮। সংবিধান অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা সর্বোচ্চ কতদিন পর্যন্ত বলবৎ থাকতে পারে?
উত্তর : অনির্দিষ্টকাল।
> ৭৯। জাতীয় জরুরি অবস্থার ঘোষণা সংসদের উভয়পক্ষের দ্বারা কতদিনের মধ্যে অনুমোদন করতে হবে?
উত্তর : ১ মাসের মধ্যে।
> ৮০। ১৯৫১ সালে ভারতে কোন রাজ্যে প্রথম শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা করা হয়?
উত্তর : পাঞ্জাবে।
Top 100 Important Polity Questions Answer||১০০ টি সংবিধানের গুরুত্বপূর্ণ প্রস্ন উত্তর
> ৮১। রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কতদিনের নোটিশ দিতে হয়?
উত্তর : ১৪ দিনের।
> ৮২। সংবিধানের কোন সংশোধনের ফলে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ ও সাহায্য গ্রহণ করতে বাধ্য?
উত্তর : ৪২-তম সংবিধান সংশোধন।
> ৮৩। জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি লোকসভার মেয়াদ কত দিন বাড়িয়ে দিতে পারেন?
উত্তর : এক বছর।
> ৮৪। রাষ্ট্রপতি কোন্ বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না?
উত্তর : অর্থবিল।
> ৮৫। লোকসভার সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা করেন?
উত্তর : রাষ্ট্রপতি।
> ৮৬। মৃত্যুদণ্ডাঙ্গ ব্যক্তির শাস্তি মুকুব কে করতে পারেন?
উত্তর : রাষ্ট্রপতি।
> ৮৭। ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন?
উত্তর : রাষ্ট্রপতি।
> ৮৮। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? অর্ডিন্যান্স জারি করতে পারেন?
উত্তর : রাষ্ট্রপতি।
> ৮৯। রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন?
উত্তর : যখন পার্লামেন্টের অধিবেশন থাকে না।
> ৯০। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর : ভারতের রাষ্ট্রপতি।
> ৯১। রাষ্ট্রপতি হিসেবে কে বেশিদিন কার্যক্ষমতা নির্বাহ করেছেন?
: ড. রাজেন্দ্র প্রসাদ।
> ৯২। কোন্ রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয়?
উত্তর : জম্মু ও কাশ্মীর রাজ্যের।
> ৯৩। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
উত্তর : কানাডার অনুকরণে।
> ৯৪। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
উত্তর : রাষ্ট্রপতি।
> ৯৫। ভারতের দ্বিতীয় নম্বর নাগরিক কে?
উত্তর : উপরাষ্ট্রপতি।
> ৯৬। উপরাষ্ট্রপতি কখন রাষ্ট্রপতির কর্তব্য সম্পাদন করেন?
উত্তর: রাষ্ট্রপতির কার্যকাল শেষ হওয়ার আগেই মৃত্যু হলে, অসুস্থতার কারণে, রাষ্ট্রপতির পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হলে।
> ৯৭। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর : ড. সর্বপল্লি রাধাকৃয়াণ।
৯৮। সংবিধানের কত নম্বর ধারায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রীপরিষদ থাকার কথা ঘোষণা করা হয়েছে?
উত্তর : ৭৪ (১) নং ধারায়।
> ৯৯। রাষ্ট্রপতির নামে দেওয়ানি মামলা করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে?
উত্তর : অন্তত ২ মাস পূর্বে।
>100| Contingency Fund বা ব্যয় সংকুলান তহবিলের দায়িত্ব কার উপর ন্যস্ত হয়েছে?
উত্তর : রাষ্ট্রপতির ওপর।