Top 100 most important Sports Questions||গুরুত্বপূর্ণ খেলাধুলার ১০০ টি প্রস্ন উত্তর
Top 100 most important Sports Questions||গুরুত্বপূর্ণ খেলাধুলার ১০০ টি প্রস্ন উত্তর
প্রশ্ন: 1. পৃথিবীতে কবে ফুটবল খেলা শুরু হয়েছিল?
উত্তর: খ্রিস্টীয় চতুর্থ শতকে।
প্রশ্ন: 2. ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট
কোন্টি?
উত্তর: ট্রেডস কাপ।
প্রশ্ন: 3. কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল খেলা
কোন্ সালে শুরু হয়?
উত্তর: ১৮৮৯ সালে।
প্রশ্ন: 4. কোন্ ভারতীয় দল প্রথম (১৯১১ সালে) আই. এফ. শিল্ড জয়লাভ করে?
উত্তর: মোহনবাগান।
প্রশ্ন: 5. প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত
হয়েছিল?
উত্তর: ১৯৩০ সালে।
প্রশ্ন: 6. ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ ফুটবল কেন অনুষ্ঠিত হয়নি? ডার)
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে খেলা হয়নি।
প্রশ্ন: 7. ব্রাজিল প্রথম কোন্ সালে বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করে?
উত্তর: ১৯৫৮ সালে।
প্রশ্ন: ৪. ব্রাজিল আজপর্যন্ত কতবার বিশ্বকাপ ফুটবলে
জয়লাভ করেছে?
উত্তর: ৫ বার।
প্রশ্ন: 9, ১৯৯১ সালে মেয়েদের প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: চিনে।
প্রশ্ন: 10. ১৯৯১ সালের মেয়েদের প্রথম বিশ্বকাপ ফুটবলে কোন্ দেশ জয়লাভ করে?
উত্তর:
আমেরিকা।
প্রশ্ন: 11.কোন্ ভারতীয় দল ফুটবলের মধ্যে প্রথম ত্রিমুকুট
বিজয়ী হয়?
উত্তর:ইস্টবেঙ্গল।
প্রশ্ন: 12.কোন্ ফুটবলার প্রথম ‘নাইট' উপাধি পেয়েছিলেন?
উত্তর: স্ট্যানলি ম্যাথুজ।
প্রশ্ন: 13.পরপর সর্বাধিক লিগ জয়ের রেকর্ড কোন্ দলের?
উত্তর:ইস্টবেঙ্গলের।
প্রশ্ন: 14.বিশ্বের কোন ফুটবলার ‘অর্ডার অব লেলিন
উপাধি পান?
উত্তর: লেভ ইয়াসিন।
প্রশ্ন: 15.বিশ্বকাপে হাজারতম গোলটি কে করেন?
উত্তর: রেনসেন ব্রিঙ্ক।
প্রশ্ন: 16.কবে প্রথম ফেলোয়াড়দের জার্সিতে নম্বর লাগানো প্রথা চালু হয়?
উত্তর: ১৯৩৯ সালে।
প্রশ্ন: 17. কলকাতার কোন দলের জার্সির রং লাল এবং হলুদ ?
উত্তর: ইস্টবেঙ্গল-এর।
প্রশ্ন: 18. কোন্ ফুটবলারকে ‘লিটল বার্ড’ বলে?
উত্তর: গ্যারিঞ্জাকে।
প্রশ্ন: 19. ‘মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি’ বইটি কার
আত্মজীবনী?
উত্তর: পেলের।
প্রশ্ন: 20. ইস্টবেঙ্গল ক্লাব করে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে।
Top 100 most important Sports Questions||গুরুত্বপূর্ণ খেলাধুলার ১০০ টি প্রস্ন উত্তর
প্রশ্ন: 21. পালতোলা নৌকা কোন্ ফুটবল দলের প্রতীক
চিহ্ন?
উত্তর: মোহনবাগানের।
প্রশ্ন: 22. প্রতিটি বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করেছে
কোন দেশ?
উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: 23. কোন্ বিখ্যাত ফুটবল খেলোয়াড় ২০০৫ সালে কলকাতার শেরিফ হন?
উত্তর: চুনী গোস্বামী।
প্রশ্ন: 24. কে একমাত্র খেলোয়াড় মিনি ফুটবল ও ক্রিকেট
দুটিরই বিশ্বকাপে খেলেছেন?
উত্তর: ভিব রিচার্ডস।
প্রশ্ন: 25. ১৯৫০ খ্রিস্টাব্দের বিশ্বকাপ ফুটবলে দুইভাই একই সঙ্গে খেলেছিলেন তারা কে কে?
উত্তর: অ্যান্ডেনিও লোপেজ এবং ফ্রান্সিসকো লেপেজ
(প্যারাগুয়ে)।
26. প্রশ্ন: 26. ট্রাইব্রেকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ফুটবল।
প্রশ্ন: 27. হ্যাটট্রিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ফুটবল।
প্রশ্ন: 28. আন্তর্জাতিক খেলায় ফুটবল মাঠের আয়তন কত?
উত্তর: দৈর্ঘ্য ১১০ মিটার, প্রস্থ ৭০ মিটার।
প্রশ্ন: 29. আন্তর্জাতিক ফুটবল খেলার স্থিতিকাল কত
মিনিট?
প্রশ্ন: 30. ফুটবল মাঠের গোলপোস্টের উচ্চতা কত?
উত্তর: বিরতিসহ ৯৫ মিনিট।
উত্তর: ৮ ফুট।
প্রশ্ন: 31. ফুটবল খেলার মাঠের গোলপোস্ট দুটির মধ্যে
দূরত্ব কত?
উত্তর: ২৪ ফুট।
প্রশ্ন: 32. গোলপোস্ট থেকে পেনাল্টি স্পটের দূরত্ব কত?
উত্তর: ১২ গজ।
প্রশ্ন: 33. ফুটবল খেলাতে বলের ওজন কমপক্ষে কত
হওয়া উচিত?
উত্তর: ১৪ আউন্স।
প্রশ্ন: 34. কোন্ দেশের জাতীয় খেলা ফুটবল
উত্তর: ফ্রান্সের।
প্রশ্ন: 35. ফুটবলে (সকার) খেলোয়াড়ের সংখ্যা কত?
উত্তর: ১১ জন।
প্রশ্ন: 36. ফুটবলে (রাগবি) খেলোয়াড়ের সংখ্যা কত?
উত্তর: ১৫ জন।
প্রশ্ন: 37. কলকাতা ফুটবলে কোন খেলোয়াড়ের নাম ‘চেকপোস্ট’?
উত্তর: ইস্টবেঙ্গলের মনোরঞ্জন ভট্টাচার্যের।
প্রশ্ন: 38. ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট কবে শুরু হয়? ১৯৬০ সালে প্যারিসে।
উত্তর:
প্রশ্ন: 39. পরপর তিনবার ইউরোপ কাপ জেতার নজীর
কোন দেশের?
উত্তর: স্পেনের।
প্রশ্নঃ 40. নেহরু গোল্ড কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ফুটবল।
Top 100 most important Sports Questions||গুরুত্বপূর্ণ খেলাধুলার ১০০ টি প্রস্ন উত্তর
প্রশ্ন: 41. কত সালে সর্বপ্রথম ফুটবল খেলা টেনিভিশনে
দেখানো হয়?
উত্তর: ১৯৩৮ সালে।
প্রশ্ন: 42. সর্বপ্রথম ফুটবল ম্যাচের বেতার ধারা ভাষ্য প্রচার
শুরু হয়?
উত্তর: ১৯২৮ সালে।
প্রশ্ন: 43. ভারতে কোন্ দল প্রথম জাতীয় ফুটবল লিগ
চ্যাম্পিয়ন হয়েছিল?
উত্তর: জে. সি. টি মিলন।
প্রশ্ন: 44. কত সাল থেকে সেরা ফুটবলের পুরস্কার
(বিশ্বকাপ ফুটবলে) চালু হয়?
উত্তর: ১৯৮২ সাল থেকে।
প্রশ্ন: 45. কত সাল থেকে বিশ্বকাপ ফুটবলে ম্যাসকেট
চালু হয়?
উত্তর: ১৯৬৬ সাল থেকে।
প্রশ্ন: 46. বিশ্বকাপ ফুটবলে (১৯২২) প্রথম সেরা খেলোয়াড়ের পুরস্কার কে পান?
উত্তর: পাওলো রোসি (ইতালি)।
প্রশ্ন: 47. কোন্ বিশ্বকাপ ফুটবল থেকে ফুটবলের নাম চালু হয়?
উত্তর: ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল থেকে (টেলস্টার)।
প্রশ্ন: 48. ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA-র সদর
দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জুরিখে।
প্রশ্ন: 49. বিশ্বকাপের প্রথম বলটি কে করেন?
উত্তর: মদনলাল।
প্রশ্ন: 50. কোন্ খেলোয়াড় জীবনের প্রথম ও শেষ একদিনের ম্যাচে শতরান করার কৃতিত্ব অর্জন
করেন?
উত্তর: ডেমমন্ড হেইনস্ (ওয়েস্ট ইন্ডিজ)
প্রশ্ন: 51. ভারতের কোন ক্রিকেট খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেন?
উত্তর: অনিল কুম্বলে।
প্রশ্ন: 52. ভারতের কোন খেলোয়াড় ১ থেকে ১১-র ব্যাট
করেছেন?
উত্তর: ভিন্নু মাঁকড়।
প্রশ্ন: 53. ভারত প্রথম যে বছর বিশ্বকাপ ক্রিকেট জয় করে ফাইনালে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর সম্মান কে পেয়েছিলেন?
উত্তর: মহিন্দার অমরনাথ।
প্রশ্ন: 54. বিশ্বকাপ ক্রিকেটের সূচনা হয় কোন সালে?
উত্তর: ১৯৭৫ সালে।
প্রশ্ন: 55. কোন্ খেলাটি অলিম্পিকের অন্তর্ভুক্ত নয়?
উত্তর: ক্রিকেট।
প্রশ্ন: 56. ক্রিকেটের ক্রীড়াক্ষেত্রের নাম কী?
উত্তর: পিচ।
প্রশ্ন: 57. আন্তর্জাতিক মানের ক্রিকেটে উইকেটের উচ্চতা
কত?
প্রশ্ন: 58. ক্রিকেট ব্যাটের ওজন কত হয়ে থাকে?
উত্তর: ৯ ইঞি।
উত্তর: ২ পাউন্ড ৩ আউন্স।
প্রশ্ন: 59. ক্রিকেট ব্যাট কত ইঞ্চি চওড়া হয়ে থাকে?
উত্তর: ৪ ইঞ্চি।
প্রশ্ন: 60. ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য কত বেশি হবে না?
উত্তর: ৩৮ ইঞি।
Top 100 most important Sports Questions||গুরুত্বপূর্ণ খেলাধুলার ১০০ টি প্রস্ন উত্তর
প্রশ্ন: 61. ক্রিকেট বলের ওজন কত হয়ে থাকে?
উত্তর: ৪ আউন্স থেকে ৫ আউন্সের মধ্যে।
প্রশ্ন: 62. ক্রিকেট বলের দৈর্ঘ্য কত হয়ে থাকে?
উত্তর: ১১.১ সেমি।
প্রশ্ন: 63. ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত?
উত্তর: ২২ গজ। প্রশ্ন: 64. ক্রিকেট পিচ কত ফুট প্রশস্ত হয়ে থাকে?
উত্তর: ১০ ফুট।
প্রশ্ন: 65. বোলিং পিচের দৈর্ঘ্য কত?
উত্তর: ৮ ফুট ৮ ইঞি
প্রশ্ন: 66. ক্রিকেট বলের পরিধি কমপক্ষে কত হয়ে থাকে?
উত্তর: ২২.৮৬ সেমি।
প্রশ্নঃ 67. ক্রিকেট এল. বি. ডলিউ প্রথা করে প্রবর্তিত হয়?
উত্তর: ১৭৭০ সালে
প্রশ্ন: 68.
কোন সালে ক্রিকেট আইনে যে-কোনো সময়ে ডিক্লেয়ার করার নিয়মটি অন্তর্ভুক্ত হয়েছিল?
উত্তর: ১৯৫৭ সালে।
প্রশ্ন: 69. আম্পেয়ার যখন দুটি হাত মাথার ওপরে উত্তোলিত করেন, তার দ্বারা কী বোঝানো হয়?
উত্তর: ওভার বাউন্ডারি।
প্রশ্ন: 70. ক্রিকেট আইনের কোন ধারা অনুসারে আম্পেয়ারকে নিযুক্ত করা হয়ে থাকে?
উত্তর: ৩ নম্বর ধারা অনুসারে।
প্রশ্ন: 71. কোনো কারণে ব্যাট করা বল হারিয়ে গেলে Lost ball হিসাবে কত রান যোগ করা হবে?
উত্তর: ৬ রান।
প্রশ্ন:72.‘গুগলি’র স্রষ্টা কোন্ ক্রিকেটার?
উত্তর: বি. জে. টি বস্যান কোয়েট।
প্রশ্ন: 73. ক্রিকেটে স্কোর লেখা চালু হয় কত সালে?
উত্তর: ১৭৮৮ সালে।
প্রশ্ন: 74. কোন্ ভারতীয় ক্রিকেটারের খেলার সময় আঘাত লেগে প্রাণ সংশয় হয়?
উত্তর: রমন লাম্বা।
প্রশ্ন: 75. কোন্ ক্রিকেট খেলোয়াড়ের হিন্দি চিত্রগীতির অ্যালবাম আছে; উত্তর: সঞ্জয় মঞ্জরেকর-এর।
প্রশ্ন: 76. পুল শর্ট কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ক্রিকেট খেলার।
প্রশ্ন: 77. মেডেন ওভার কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ক্রিকেট খেলার।
প্রশ্ন: 78. ক্রিকেট খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত?
উত্তর: ১১ জন।
প্রশ্ন: 79. কোন্ দেশের জাতীয় খেলা ক্রিকেট?
উত্তর: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
প্রশ্ন: 80. গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: কানপুরে।
Top 100 most important Sports Questions||গুরুত্বপূর্ণ খেলাধুলার ১০০ টি প্রস্ন উত্তর
প্রশ্ন: 81. বেসন্ হেজেস কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ক্রিকেট খেলার।
প্রশ্ন: 82. টোয়েন্টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এর সূচনা কখন হয়?
উত্তর: ২০০৭ সালে।
: প্রশ্ন: 83. প্রথম টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটদল কোন্টি?
উত্তর: ভারত।
প্রশ্ন: 84 ভারতের কোন ক্রিকেটারের নাম ভদোদরা এক্সপ্রেস?
উত্তর: ইরফান পাঠান।
2141: 85. ভারতের কোন ক্রিকেটারের নাম হরিয়ানা হ্যারিকেন?
উত্তর: কপিল দেব।
প্রশ্ন: 86. আই. পি. এল-এ সর্বোচ্চ উইকেট পাওয়ার জন্য 86 যে টুপি প্রদান করা হয় তার রং কী?
উত্তর: বেগুনি।
প্রশ্ন: 87- আই. পি. এল-এ প্রথম সেঞ্চুরি করা ভারতীয়
ক্রিকেটার কে?
উত্তর: মনীশ পান্ডে।
প্রশ্ন: 88. কলকাতা সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের নাম পাল্টে কী করা হয়েছে?
উত্তর: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।
প্রশ্ন: 89. কোন্ খেলা প্রথমে কমক নামে পরিচিত ছিল?
উত্তর: হকি।
প্রশ্ন: 90. ইংলিশ হকি ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৬০৮ সালে।
প্রশ্ন: 91. ভারতের প্রথম প্রতিযোগিতামূলক হকির অনুষ্ঠানকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: টাইটান কাপ।
প্রশ্নঃ97 ভারত কোন্ অলিম্পিক হকিতে প্রথম স্বর্ণপদক পায়?
উত্তর: আমস্টারডাম অলিম্পিকে।
প্রশ্ন: 93. ভারত অলিম্পিক হকিতে মোট কত বার স্বর্ণপদক পায়?
উত্তর: ৮ বার।
প্রশ্ন: 94. হকির জন্ম হয় কোথায় ?
উত্তর: ফ্রান্সে।
প্রশ্ন: 95. হকি খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত?
উত্তর: ১১ জন।
প্রশ্ন: 96. বেটন কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: হকি খেলার।
প্রশ্ন:97. সার্কেল কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: হকি খেলার।
প্রশ্ন:98.‘আধুনিক হকির জনক’ কাকে বলা হয়?
উত্তর: মাক-টক্কে।
প্রশ্ন:/99. চ্যাম্পিয়ন ট্রফি কোন্ খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: হকি খেলার। প্রশ্ন: 100. ২০১৪ সালে ওয়ার্ল্ড কাপ হকি কোথায় অনুষ্ঠিত
হয়?
উত্তর: নেদারল্যান্ড-এর হেগ শহরে।