Ads Area

Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস)

 Very important history questions and answers(ইতিহাস) 

Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস)


1. দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগবংশের কোন রাজকন্যাকে বিবাহ করেন?

উত্তর: কুবের নাগাকে। 

2.'লিচ্ছবি দৌহিত্র' নামে আমরা কন সম্রাতকে চিনি?

উত্তর: সমুদ্রগুপ্তকে। : 

3. ভারতের সুবর্ণযুগ কোন্ সময়কে বলা হয়?

উত্তর: গুপ্তযুগকে।

4: মুক্তিদাতা কোন্ গুপ্ত সম্রাটকে বলা হয়?

উত্তর: স্কন্দগুপ্তকে।

5.কে গড়ে তোলেন নালন্দা বিশ্ববিদ্যালয়? 

উত্তর: প্রথম কুমারগুপ্ত।

6. ‘মিলিন্দ পঞহো” কে রচনা করেন?

উত্তর: নাগসেন।

7. কৌটিল্যের আসল নাম কী?

উত্তর: বিষ্ণুগুপ্ত।

8. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন?

উত্তর: গৌড়ের।

9. শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

উত্তর: শৈব্য।

10. ‘হর্ষচরিত’ কার রচনা?

উত্তর: বাণভট্টের।

11. হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম উত্তর: রত্নাবলী।

নাম লেখো।

12. বানভট্ট কোন্ অঞ্চলকে ‘তুষার শৈল’ বলেছেন? 

উত্তর: কাশ্মীর (মতান্তরে নেপালকে) অঞ্চলকে।

13.শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থাকে কী বলা হত?

উত্তর: মাৎস্যন্যায়।

14. কোথায় ছিল লক্ষ্মণ সেনের রাজধানী ?

উত্তর: লক্ষ্মণাবতীতে।

15. বল্লাল সেনের গুরু কে ছিলেন?

উত্তর: অনিরুদ্ধ।

16. 'রামচরিত’-এর রচয়িতা কে?

উত্তর: সন্ধ্যাকর নন্দী।

17.যখন বখতিয়ার খলজির বাংলা আক্রমণ করেন তখন বাংলার রাজা কে ছিলেন?
 
উত্তর: লক্ষ্মণ সেন।

18. মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন কে?

উত্তর: গোপাল পাল।

19. কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার সময় হয়?

উত্তর: দ্বিতীয় মহীপালের সময়। 

20. “গীতগোবিন্দ' কার রচনা?

উত্তর: জয়দেবের।

Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস) 

21. হলায়ুধ কে ছিলেন?

উত্তর: লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রী। 

22. চর্যাপদ কোন্ যুগে রচিত হয়?

উত্তর: পালযুগে।

23. মহাবলীপুরমের রথমন্দিরগুলিকে কে নির্মাণ করেন?

উত্তর: নরসিংহ বর্মন।

24. ‘পবনদূত' কাব্যের রচয়িতা কে? 

উত্তর: ধোয়ী।

25. কুটুম্বিন কাদের বলা হয়? 

উত্তর: রাষ্ট্রকূটদের।

26. ‘মনিমঙ্গলম’ যুদ্ধ কবে হয়?

উত্তর: ৬৪২ খ্রিস্টাব্দে।

27. কৈ শশাঙ্ককে গৌড়াধম বলেছেন?

উত্তর: বানভট্ট।

28. প্রাচীন ইতিহাসে কোন্ ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলা হয়?

উত্তর: গোপালের নির্বাচনকে।

29, রামেশ্বর সেতুবন্ধনে কার বিজয় স্তম্ভ আছে?

উত্তর: তৃতীয় কৃষ্ণের।

30. ‘কবিরাজ মার্গ' কার লেখা?

উত্তর: প্রথম অমোঘবর্ষের।

31. ‘বিচিত্র চিত্ত’ নামে কে পরিচিত?

উত্তর: প্রথম অমোঘবর্য।

32. ‘বৃহৎসংহিতা' কার রচনা?

উত্তর: বরাহমিহিরের।

33. কুষান যুগের শ্রেষ্ঠ নাট্যকার কে?

উত্তর: ভাস।

34. পালযুগের শ্রেষ্ঠ কবি কে?

উত্তর: সন্ধ্যাকর নন্দী।

35. শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কী?

উত্তর: বরবুদুরের শিব মন্দির।

36. সেনযুগের শ্রেষ্ঠ শিল্পী কে?

উত্তর: শূলপানি। 

37. দেবতাদের নগর কোন্ স্থানকে বলা হয়?

উত্তর: রামাবতী-কে।

38. মনিনাগ মন্দির কোথায় অবস্থিত?

উত্তর: রাজগৃহে।

39. পালযুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি?

উত্তর: তাম্রলিপ্ত বন্দর।

40. সম্রাট অশোক কতগুলি স্তূপ নির্মাণ করেছিলেন?

উত্তর: ৮৪ হাজার।

Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস) 

41. পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?

উত্তর: অনন্ত বর্মন চোড়গঙ্গ।

42. ‘কামসূত্র’ কে রচনা করেন?

উত্তর: বাৎসায়ন।

43. ‘শূন্য তত্ত্বের’ আবিষ্কারক কে?

উত্তর: নাগার্জুন।

44. কোন রাজার শাসনকালে তিব্বতে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?

উত্তর: তিব্বত রাজ অং-খান-গাম্পোর শাসনকালে।

45. ‘অদ্বৈতবাদ’ কে প্রচার করেন?

উত্তর: শঙ্করাচার্য।

46. ‘মনুসংহিতা” কোন্ ভাষায় অনূদিত হয়?

উত্তর: চিনা ভাষায়।

47. ইসলাম ধর্মের প্রবর্তক কে?

উত্তর: হজরত মহম্মদ।

48. সিন্ধু আক্রমণ করেন কে?

উত্তর: মহম্মদ-বিন-কাশিম।

49. তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন?

উত্তর: তৃতীয় পৃথ্বীরাজ।

50. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন?

উত্তর: মহম্মদ ঘুরি।

51. 'মালিক' উপাধি কে গ্রহণ করেন?

উত্তর: কুতুবউদ্দিন আইবক।

52. মহম্মদ ঘুরির প্রকৃত নাম কী?

উত্তর: শিহাবুদ্দিন।

53. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন?

উত্তর: আলাউদ্দিন খলজি।

54. তৈমুরলঙ কবে ভারত আক্রমণ করেন?

উত্তর: ১৩৯৮ খ্রিস্টাব্দে।

55. তালিকোটার যুদ্ধ কবে শুরু হয়?

উত্তর: ১৫৬৫ খ্রিস্টাব্দে।

56. বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর: গুলবর্গাতে।

57. বাংলার আকবর কাকে বলে?

উত্তর: হোসেন শাহকে।

58. কাকে অন্ধকবিতার পিতামহ বলা হয়?

উত্তর: পোদ্দনকে। 

59. ‘অষ্ট দিগগজ' কার সভায় উপস্থিত ছিলেন?

উত্তর: রাজা কৃষ্ণদেব রায়ের।

60. ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কার রচনা?

উত্তর: কবি চন্ডীদাসের। 

Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস) 

61. 'দিল্লির আলো' কাকে বলা হয়?

উত্তর: নাসিরউদ্দিন চিরাগকে।

62. আলাই-দরওয়াজা যে নির্মাণ করেন?

উত্তর: আলাউদ্দিন খলজি।

63. বাবরের পিতার নাম কী ছিল? 

উত্তর: ওরম শেখ মির্জা।

64. বাবরের পুরো নাম কী?

উত্তর: জহিরুদ্দিন মহম্মদ বাবর।

65. 'বাবর নামা' কার লেখা?

উত্তর: সম্রাট বাবরের।

66. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৫২৬ খ্রিস্টাব্দে।

67. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৫৬১ খ্রিস্টাব্দে।

68. খানুয়ার যুদ্ধ করে হয়?

উত্তর: ১৫২৭ খ্রিস্টাব্দে।

69. শের শাহের প্রকৃত নাম কী?

উত্তর: ফরিদ খাঁ শূর।

70. জিলিল্লাহ কার উপাধি ছিল?

উত্তর: গিয়াসউদ্দিন বলবনের।

71. ‘হুমায়ুন নামা' কার রচনা?

উত্তর: গুলবদন বেগমের।

72. শেরশাহের হিন্দু সেনাপতির নাম কী?

উত্তর: ব্রহ্লজিৎ গৌড়।

73.‘রোটাস’ ও ‘পুরানা কিল্লা’ কে নির্মাণ করেন?

উত্তর: শেরশাহ।

74. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর: ১৫৭৬ খ্রিস্টাব্দে।

75. আকবরের জন্ম কোথায় হয়?

উত্তর: অমরকোটে।

76. রানা প্রতাপসিংহের বিখ্যাত ঘোড়ার নাম কী ছিল?

উত্তর: চৈতক।

77.‘কবি প্রিয়’ উপাধি কে লাভ করেছিলেন?

উত্তর: বীরবল।

78. কোন্ মোগল সম্রাটকে ‘জাতীয় সম্রাট’ বলা হয়?

উত্তর: আকবরকে।

79. আকবরের শেষ রাজ্যজয় কোনটি?

উত্তর: অসিরগড় দুর্গ।

80. ইবাদতখানা কোথায় অবস্থিত?

উত্তর: ফতেপুর সিক্রিতে।

81. জাবতি প্রথা কে প্রবর্তন করেন?

উত্তর: আকবর।

82. জাহাঙ্গিরের পূর্ব নাম কী?

উত্তর: সেলিম।

83. জাহাঙ্গিরের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? 

উত্তর: স্যার টমাস রো।

84. ‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবর’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: আবুল ফজল।

85. জাহাঙ্গিরের পূর্ব নাম কী?

উত্তর: জাহাঙ্গিরের পূর্ব নাম সেলিম।

86. শাহজাহানের পূর্বনাম কী ছিল?

উত্তর: শাহজাহানের পূর্ব নাম খুররম।

87. ‘আলমগির’ উপাধি কে ধারণ করেছিলেন?

উত্তর: ঔরঙ্গজেব।

88. ঔরঙ্গজেব কোন্ শিখগুরুকে প্রাণদণ্ড দেন?

উত্তর: গুরু তেগবাহাদুরকে।

89. ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী কে ছিলেন?

উত্তর: বেবাদল খাঁ।

90. ঔরঙ্গজেব নিজের কোন্ কন্যাকে কারাগারে বন্দি করেছিলেন?

উত্তর: জেব উন্নিসাকে।

91.শিবাজি কোন্ পদ্ধতিতে যুদ্ধ করতেন?

উত্তর: গেরিলা পদ্ধতিতে।

92. শিবাজির পতাকার নাম কী?

উত্তর: ভাগোয়া ঝান্ডা।

93. শিবাজিকে কে রাজা উপাধি দেন?

উত্তর: মোগল সম্রাট ঔরঙ্গজেব।

94. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?

উত্তর: ১৭৩৯ খ্রিস্টাব্দে।

95.ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: লর্ড ওয়েলেসলি।

96. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে।

97. 'রামচরিত মানস’ কার রচনা?

উত্তর: তুলসী দাসের।

98. রামায়ণের ফরাসি অনুবাদ কে করেন?

উত্তর: বদায়ুনি।

99. শেরশাহের সমাধি কোথায় প্রতিষ্ঠিত?

উত্তর: সাসারামে।

100. হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি কে ছিলেন?

উত্তর: মানসিংহ।

Post a Comment

0 Comments

Ads Area