Very important history questions and answers(ইতিহাস)
1. দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগবংশের কোন রাজকন্যাকে বিবাহ করেন?
উত্তর: কুবের নাগাকে।
2.'লিচ্ছবি দৌহিত্র' নামে আমরা কন সম্রাতকে চিনি?
উত্তর: সমুদ্রগুপ্তকে। :
3. ভারতের সুবর্ণযুগ কোন্ সময়কে বলা হয়?
উত্তর: গুপ্তযুগকে।
4: মুক্তিদাতা কোন্ গুপ্ত সম্রাটকে বলা হয়?
উত্তর: স্কন্দগুপ্তকে।
5.কে গড়ে তোলেন নালন্দা বিশ্ববিদ্যালয়?
উত্তর: প্রথম কুমারগুপ্ত।
6. ‘মিলিন্দ পঞহো” কে রচনা করেন?
উত্তর: নাগসেন।
7. কৌটিল্যের আসল নাম কী?
উত্তর: বিষ্ণুগুপ্ত।
8. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন?
উত্তর: গৌড়ের।
9. শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: শৈব্য।
10. ‘হর্ষচরিত’ কার রচনা?
উত্তর: বাণভট্টের।
11. হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম উত্তর: রত্নাবলী।
নাম লেখো।
12. বানভট্ট কোন্ অঞ্চলকে ‘তুষার শৈল’ বলেছেন?
উত্তর: কাশ্মীর (মতান্তরে নেপালকে) অঞ্চলকে।
13.শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থাকে কী বলা হত?
উত্তর: মাৎস্যন্যায়।
14. কোথায় ছিল লক্ষ্মণ সেনের রাজধানী ?
উত্তর: লক্ষ্মণাবতীতে।
15. বল্লাল সেনের গুরু কে ছিলেন?
উত্তর: অনিরুদ্ধ।
16. 'রামচরিত’-এর রচয়িতা কে?
উত্তর: সন্ধ্যাকর নন্দী।
17.যখন বখতিয়ার খলজির বাংলা আক্রমণ করেন তখন বাংলার রাজা কে ছিলেন?
উত্তর: লক্ষ্মণ সেন।
18. মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন কে?
উত্তর: গোপাল পাল।
19. কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার সময় হয়?
উত্তর: দ্বিতীয় মহীপালের সময়।
20. “গীতগোবিন্দ' কার রচনা?
উত্তর: জয়দেবের।
Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস)
21. হলায়ুধ কে ছিলেন?
উত্তর: লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রী।
22. চর্যাপদ কোন্ যুগে রচিত হয়?
উত্তর: পালযুগে।
23. মহাবলীপুরমের রথমন্দিরগুলিকে কে নির্মাণ করেন?
উত্তর: নরসিংহ বর্মন।
24. ‘পবনদূত' কাব্যের রচয়িতা কে?
উত্তর: ধোয়ী।
25. কুটুম্বিন কাদের বলা হয়?
উত্তর: রাষ্ট্রকূটদের।
26. ‘মনিমঙ্গলম’ যুদ্ধ কবে হয়?
উত্তর: ৬৪২ খ্রিস্টাব্দে।
27. কৈ শশাঙ্ককে গৌড়াধম বলেছেন?
উত্তর: বানভট্ট।
28. প্রাচীন ইতিহাসে কোন্ ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলা হয়?
উত্তর: গোপালের নির্বাচনকে।
29, রামেশ্বর সেতুবন্ধনে কার বিজয় স্তম্ভ আছে?
উত্তর: তৃতীয় কৃষ্ণের।
30. ‘কবিরাজ মার্গ' কার লেখা?
উত্তর: প্রথম অমোঘবর্ষের।
31. ‘বিচিত্র চিত্ত’ নামে কে পরিচিত?
উত্তর: প্রথম অমোঘবর্য।
32. ‘বৃহৎসংহিতা' কার রচনা?
উত্তর: বরাহমিহিরের।
33. কুষান যুগের শ্রেষ্ঠ নাট্যকার কে?
উত্তর: ভাস।
34. পালযুগের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর: সন্ধ্যাকর নন্দী।
35. শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কী?
উত্তর: বরবুদুরের শিব মন্দির।
36. সেনযুগের শ্রেষ্ঠ শিল্পী কে?
উত্তর: শূলপানি।
37. দেবতাদের নগর কোন্ স্থানকে বলা হয়?
উত্তর: রামাবতী-কে।
38. মনিনাগ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: রাজগৃহে।
39. পালযুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি?
উত্তর: তাম্রলিপ্ত বন্দর।
40. সম্রাট অশোক কতগুলি স্তূপ নির্মাণ করেছিলেন?
উত্তর: ৮৪ হাজার।
Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস)
41. পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?
উত্তর: অনন্ত বর্মন চোড়গঙ্গ।
42. ‘কামসূত্র’ কে রচনা করেন?
উত্তর: বাৎসায়ন।
43. ‘শূন্য তত্ত্বের’ আবিষ্কারক কে?
উত্তর: নাগার্জুন।
44. কোন রাজার শাসনকালে তিব্বতে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?
উত্তর: তিব্বত রাজ অং-খান-গাম্পোর শাসনকালে।
45. ‘অদ্বৈতবাদ’ কে প্রচার করেন?
উত্তর: শঙ্করাচার্য।
46. ‘মনুসংহিতা” কোন্ ভাষায় অনূদিত হয়?
উত্তর: চিনা ভাষায়।
47. ইসলাম ধর্মের প্রবর্তক কে?
উত্তর: হজরত মহম্মদ।
48. সিন্ধু আক্রমণ করেন কে?
উত্তর: মহম্মদ-বিন-কাশিম।
49. তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন?
উত্তর: তৃতীয় পৃথ্বীরাজ।
50. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন?
উত্তর: মহম্মদ ঘুরি।
51. 'মালিক' উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: কুতুবউদ্দিন আইবক।
52. মহম্মদ ঘুরির প্রকৃত নাম কী?
উত্তর: শিহাবুদ্দিন।
53. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন?
উত্তর: আলাউদ্দিন খলজি।
54. তৈমুরলঙ কবে ভারত আক্রমণ করেন?
উত্তর: ১৩৯৮ খ্রিস্টাব্দে।
55. তালিকোটার যুদ্ধ কবে শুরু হয়?
উত্তর: ১৫৬৫ খ্রিস্টাব্দে।
56. বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর: গুলবর্গাতে।
57. বাংলার আকবর কাকে বলে?
উত্তর: হোসেন শাহকে।
58. কাকে অন্ধকবিতার পিতামহ বলা হয়?
উত্তর: পোদ্দনকে।
59. ‘অষ্ট দিগগজ' কার সভায় উপস্থিত ছিলেন?
উত্তর: রাজা কৃষ্ণদেব রায়ের।
60. ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কার রচনা?
উত্তর: কবি চন্ডীদাসের।
Very Important History Questions and Answers In Bengali(ইতিহাস)
61. 'দিল্লির আলো' কাকে বলা হয়?
উত্তর: নাসিরউদ্দিন চিরাগকে।
62. আলাই-দরওয়াজা যে নির্মাণ করেন?
উত্তর: আলাউদ্দিন খলজি।
63. বাবরের পিতার নাম কী ছিল?
উত্তর: ওরম শেখ মির্জা।
64. বাবরের পুরো নাম কী?
উত্তর: জহিরুদ্দিন মহম্মদ বাবর।
65. 'বাবর নামা' কার লেখা?
উত্তর: সম্রাট বাবরের।
66. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৫২৬ খ্রিস্টাব্দে।
67. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৫৬১ খ্রিস্টাব্দে।
68. খানুয়ার যুদ্ধ করে হয়?
উত্তর: ১৫২৭ খ্রিস্টাব্দে।
69. শের শাহের প্রকৃত নাম কী?
উত্তর: ফরিদ খাঁ শূর।
70. জিলিল্লাহ কার উপাধি ছিল?
উত্তর: গিয়াসউদ্দিন বলবনের।
71. ‘হুমায়ুন নামা' কার রচনা?
উত্তর: গুলবদন বেগমের।
72. শেরশাহের হিন্দু সেনাপতির নাম কী?
উত্তর: ব্রহ্লজিৎ গৌড়।
73.‘রোটাস’ ও ‘পুরানা কিল্লা’ কে নির্মাণ করেন?
উত্তর: শেরশাহ।
74. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর: ১৫৭৬ খ্রিস্টাব্দে।
75. আকবরের জন্ম কোথায় হয়?
উত্তর: অমরকোটে।
76. রানা প্রতাপসিংহের বিখ্যাত ঘোড়ার নাম কী ছিল?
উত্তর: চৈতক।
77.‘কবি প্রিয়’ উপাধি কে লাভ করেছিলেন?
উত্তর: বীরবল।
78. কোন্ মোগল সম্রাটকে ‘জাতীয় সম্রাট’ বলা হয়?
উত্তর: আকবরকে।
79. আকবরের শেষ রাজ্যজয় কোনটি?
উত্তর: অসিরগড় দুর্গ।
80. ইবাদতখানা কোথায় অবস্থিত?
উত্তর: ফতেপুর সিক্রিতে।
81. জাবতি প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: আকবর।
82. জাহাঙ্গিরের পূর্ব নাম কী?
উত্তর: সেলিম।
83. জাহাঙ্গিরের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন?
উত্তর: স্যার টমাস রো।
84. ‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবর’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবুল ফজল।
85. জাহাঙ্গিরের পূর্ব নাম কী?
উত্তর: জাহাঙ্গিরের পূর্ব নাম সেলিম।
86. শাহজাহানের পূর্বনাম কী ছিল?
উত্তর: শাহজাহানের পূর্ব নাম খুররম।
87. ‘আলমগির’ উপাধি কে ধারণ করেছিলেন?
উত্তর: ঔরঙ্গজেব।
88. ঔরঙ্গজেব কোন্ শিখগুরুকে প্রাণদণ্ড দেন?
উত্তর: গুরু তেগবাহাদুরকে।
89. ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী কে ছিলেন?
উত্তর: বেবাদল খাঁ।
90. ঔরঙ্গজেব নিজের কোন্ কন্যাকে কারাগারে বন্দি করেছিলেন?
উত্তর: জেব উন্নিসাকে।
91.শিবাজি কোন্ পদ্ধতিতে যুদ্ধ করতেন?
উত্তর: গেরিলা পদ্ধতিতে।
92. শিবাজির পতাকার নাম কী?
উত্তর: ভাগোয়া ঝান্ডা।
93. শিবাজিকে কে রাজা উপাধি দেন?
উত্তর: মোগল সম্রাট ঔরঙ্গজেব।
94. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
উত্তর: ১৭৩৯ খ্রিস্টাব্দে।
95.ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি।
96. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে।
97. 'রামচরিত মানস’ কার রচনা?
উত্তর: তুলসী দাসের।
98. রামায়ণের ফরাসি অনুবাদ কে করেন?
উত্তর: বদায়ুনি।
99. শেরশাহের সমাধি কোথায় প্রতিষ্ঠিত?
উত্তর: সাসারামে।
100. হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি কে ছিলেন?
উত্তর: মানসিংহ।