Ads Area

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker GK

 Hello friends, আজ আমরা 100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk) নিয়ে আলোচনা করবো। Economics Gk Questions সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবিই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে খুবিই গুরুত্বপূর্ণ 100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk) তোমাদের কাছে তুলে ধরেছি। আশা করছি তোমাদের এই 100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk) খুবিই ভাল লাগবে।

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker Gk

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker GK

প্রশ্ন: 1. ইকনমিক্স (Economics) পুস্তকটি কার লেখা?

উত্তর: স্যামুয়েলসন-এর।

প্রশ্ন: 2. প্রিন্সিপিলস অফ্ ইকনমিক্স (Principles of Economics) বইটি কার লেখা?

উত্তর: মার্শাল-এর। 

প্রশ্ন: 3. ভারতে পরিকল্পনা কমিশন কত সালে স্থাপিত হয়েছিল?

উত্তর: ১৯৫০ সালে। 

প্রশ্ন: 4. ‘লেখেফেয়ার' তত্ত্বটির প্রবর্তক কে?

উত্তর: অ্যাডাম স্মিথ।

প্রশ্ন: 5. সারকারিয়া কমিশন স্থাপন করা হয়েছিল কী বিষয়ে সুপারিশ করার জন্য?

উত্তর: কেন্দ্র-রাজ্য সম্পর্ক।

প্রশ্ন: 6. বলবন্ত কমিশন কীসের সঙ্গে যুক্ত ছিল? 

উত্তর: কর্মরত সাংবাদিকদের বেতন।

প্রশ্ন: 7. ১৯৬২ সালে মুদালিয়া কমিটি কী জন্য গঠিত হয়েছিল?

উত্তর: আমদানি-রপ্তানি নীতি ঠিক করার জন্য।

প্রশ্ন: 8. কোন্ কমিটির সুপারিশে ভারত সরকার কৃষিপণ্য মূল্য কমিশন নিয়োগ করে?

উত্তর: ঝা কমিটির সুপারিশে। 

প্রশ্ন: 9. কত সালে গোরওয়ালা কমিটি গঠন করা হয়?

উত্তর: ১৯৪৯ সালে। 

প্রশ্ন: 10. কত সালে ডিসুজা কমিটি গঠন করা হয়?

উত্তর: ১৯৫৭ সালে।

প্রশ্ন: 11. স্বামীনাথন কমিটি কবে গঠিত হয়?

উত্তর: ১৯৬৪ সালে।

প্রশ্ন: 12. সপ্তঋষি কমিটি কবে গঠিত হয়েছিল?

উত্তর: ২০০৫ সালের জুলাই মাসে।

প্রশ্ন: 13. এমন একটি  কমিটির নাম বলো যেটি  কৃষিনীতি ও কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল ? 

উত্তর: ভূতলিঙ্গম কমিটি।

প্রশ্ন: 14.  কোন্ বছরটিকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির ‘বৃহৎ বিভাগ বর্ষ’ বলে চিহ্নিত করা হয়?

উত্তর: ১৯২১ বছরটিকে।

প্রশ্ন: 15. ভারতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সুপারিশ কে করেন?

উত্তর: বলবন্ত রাও মেহতা।

প্রশ্ন: 16. কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন?

উত্তর: গুপ্ত সম্রাটরা।

প্রশ্ন: 17. ভারতে কাগজের মুদ্রা প্রথম প্রচলন কে করেন?

উত্তর: ব্রিটিশ সরকার।

প্রশ্ন: 18. কোন্ অর্থ ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান লক্ষ্য করা যায়?

উত্তর: মিশ্র অর্থব্যবস্থা।

প্রশ্ন: 19. বিশ্ব সাধারণ সম্পত্তির একটি উদাহরণ দাও।

উত্তর: গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র।

প্রশ্ন: 20. কোন্ সংস্থা মানব উন্নয়ন সূচক নির্ধারণ করে?

উত্তর: UNDP

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker GK

প্রশ্ন: 21. BPL পরিবার কাকে বলে?

উত্তর: দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবারকে।

প্রশ্ন: 22.কোন্ কর-এ প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে বেশি আয় হয়?

উত্তর: পরোক্ষ কর-এ।

প্রশ্ন: 23. ভারতের বাজেটে আয়ের প্রধান উৎস কী?

উত্তর: সরকারি ঋণ।

প্রশ্ন: 24. বাজেট কী?

উত্তর: আগামী আর্থিক বছরের জন্য সরকারের আয় ব্যয়ের সম্ভাব্য হিসাব।

প্রশ্ন: 25. বাজেটে উপস্থাপনার অংশে কয় বছরের কথা থাকে?

উত্তর: ৩ বছরের।

প্রশ্ন: 26. রাজকোশ ঘাটতি কী? 

উত্তর: সরকারের সামগ্রিক ঋণের অনুপাত।

প্রশ্ন: 27. ভারতের কর ব্যবস্থায় ‘ব্যয় করা কোন সময় চালু ছিল?

উত্তর: ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত। 

প্রশ্ন: 28. ভারতবর্ষে যে মুদ্রা ব্যবস্থা প্রচলিত আছে তাকে কী বলা হয়?

উত্তর: স্বর্ণ সমতা মান।

প্রশ্ন: 29. চাওয়া মাত্র পরিশোধের শর্তাধীন নির্দেশ যাতে থাকে তাকে কী বলে?

উত্তর: হুন্ডি।

প্রশ্নঃ 30. মন্ডি কাকে বলে? 

উত্তর: কৃষি পণ্যের পাইকারী বাজারকে।

প্রশ্ন: 31. প্রধানমন্ত্রীর রোজগার যোজনা কবে শুরু হয়? 

উত্তর: ১৯৯৩-এর ২ সেপ্টেম্বর।

প্রশ্ন: 32. অন্নপূর্ণা প্রকল্প কাদের জন্য চালু হয়েছে?

উত্তর: সিনিয়ার সিটিজেন, যারা পেনশন পান না।

প্রশ্ন: 33. ভারতে প্রথম বিদেশি পুঁজি কী ছিল?

উত্তর: ব্রিটিশ পুঁজি।

 প্রশ্ন: 34. ‘ফোরড সেভিংস' কথাটির অর্থ কী?

উত্তর: মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয়।

প্রশ্ন: 35. ৫০০০, ১০,০০০ টাকার নোটগুলি কবে বাতিল করা হয়েছে?

উত্তর: ১৯৭৪ সালে।

প্রশ্ন: 36. কী উদ্দেশ্যে রাজ্য অর্থ নিগমের সৃষ্টি হয়? 

উত্তর: মাঝারি ও ক্ষুদ্র শিল্পকে দীর্ঘকালীন ঋণ দেওয়ার উদ্দেশ্যে।

প্রশ্ন: 37. ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে পরিকল্পনার প্রথম দিকে উদ্দেশ্য কী ছিল?

উত্তর: আমদানি কমানো।

প্রশ্ন: 38. প্রত্যক্ষ করের দুটি নাম উল্লেখ করো।

উত্তর: আয়কর ও সম্পদ কর।

প্রশ্ন: 39. পরোক্ষ করের দুটি নাম লেখো।

উত্তর: উৎপাদন কর ও বিক্রয় কর।

প্রশ্ন: 40. বাণিজ্যিক উদ্বৃত্ত বলতে কী বোঝায়?

উত্তর: লেনদেন উদ্বৃত্তের অংশ।

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker GK

প্রশ্ন: 41. বর্তমানে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্য কী?

উত্তর: রপ্তানি বাড়ানো।

প্রশ্ন: 42. সমান্তরাল অর্থনীতি বলতে কী বোঝায়?

উত্তর: কালোটাকার অর্থনীতি।

প্রশ্নঃ 43. FDI-এর সম্পূর্ণ কথাগুলি কী?

 উত্তর: Foreign Direct Investment.

প্রশ্ন: 44. FPI-এর সম্পূর্ণ কথাগুলি কী?

উত্তর: Foreign Portfolio Investment.

প্রশ্নঃ 45. FCI-এর পুরো কথাটি কী?

 উত্তর: Food Corporation of India.

প্রশ্ন: 46. CACP-এর পুরো কথাটি কী? 

উত্তর: Commission for Agricultural Costs and Prices.

প্রশ্নঃ 47. TRIPS-এর পুরো কথাটি কী?

উত্তর: Trade-Related Intellectual Property Rights.

প্রশ্ন: 48. HDI-এর পুরো কথাটি কী? 

উত্তর: Human Development Index.

প্রশ্ন: 49. UNDP-এর পুরো কথাটি কী?

উত্তর: United Nations Development Programme.

প্রশ্ন:50. SDR-এর পুরো কথাটি কী?

উত্তর: Special Drawing Right. 

প্রশ্ন: 51. ভারতের দ্বিতীয় শিল্পনীতি কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়?

উত্তর: ১৯৫৬ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: 52. ভারতে সরকারি ক্ষেত্রে বিভাগীয় একটি উদাহরণ দাও।

 উত্তর: ভারতীয় রেল পরিসেবা।

প্রশ্ন: 53. ভারতে সরকারি ক্ষেত্রে বিধিবদ্ধ কর্পোরেশনের একটি উদাহরণ দাও।

উত্তর: ভারতীয় খাদ্য নিগম (FCI)।

প্রশ্ন: 54. ভারতে শিল্পক্ষেত্রে সরকার অধিকৃত কোম্পানির একটি উদাহরণ দাও।

উত্তর: কোল ইন্ডিয়া লিমিটেড।

প্রশ্ন: 55. ভারতে রাষ্ট্রীয় শিল্পোদ্যোগের একটি সমস্যা চিহ্নিত করো।

উত্তর: প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ।

প্রশ্ন: 56. BPO-কথাটির অর্থ কী?

উত্তর: Business Process Outsourcing.


প্রশ্নঃ 57. ভারতে শ্রমশক্তির মধ্যে শতকরা কতভাগ স্ত্রীলোক?

উত্তর: ২০%।

 প্রশ্ন: 58. ব্রিটিশ শাসনাধীনে ভারতের দারিদ্র্য ও অর্থনীতির উপর দাদাভাই নওরোজী যে বইটি লেখেন তার নাম কী?

 উত্তর: Poverty and Un-British Rule in India.

প্রশ্ন: 59. ‘গরীবি হঠাও' স্লোগান কোন্ ব বৎসর উঠেছিল?

উত্তর: ১৯৭১ সালে।

প্রশ্ন: 60. শেষ কোন্ অর্থমন্ত্রী ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটান?

উত্তর: ড. মনমোহন সিং (১৯৯১)। 

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker GK

প্রশ্ন: 61. ভারতীয় রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি প্রধান কারণ উল্লেখ করো।

উত্তর: অর্থনীতির উদারিকরণ। 

প্রশ্নঃ 62. ভারতের বেতন নীতি নির্ধারণের ভিত্তি কী?

উত্তর: জীবনধারনের ব্যয়। 

প্রশ্ন: 63. কোন্ বছর ভারতে সর্বপ্রথম ‘কো-অপারেটিভ সোসাইটি অ্যাক্ট' পাশ হয়?

উত্তর: ১৯০২ সালে।

প্রশ্ন: 64. ভারতে মূলধন গড়ে ওঠার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস কী?

উত্তর: পারিবারিক সঞ্জয়।

প্রশ্ন: 65. ব্যাংকরেট কখন বাড়ানো হয়?

উত্তর: মুদ্রাস্ফীতির সময়।

প্রশ্ন: 66. কাজের জন্য খাদ্য প্রকল্প করে চালু হয়?

উত্তর: ১৯৭৭ সালে।

প্রশ্ন: 67. ভারতে প্রথম কোন বছর জাতীয় শ্রম কমিশন গঠিত হয়? 

উত্তর: ১৯৬৬ সালে।

প্রশ্নঃ 68. ১৯৯৪ সালে গ্যাট (GATT) চুক্তি কোথায় সম্পাদিত হয়?

উত্তর: মারাকেশ-এ।

প্রশ্ন: 69. কে প্রথম বলেছিলেন যে জোতের আয়তন বড়ো হলে উৎপাদনশীলতা কম হয়?

উত্তর: অমর্ত্য সেন।

প্রশ্ন: 70. জমি উন্নয়ন ব্যাংক প্রথম পর্যায়ে কী হিসাবে কাজ করত?

উত্তর: জমি বন্ধকী ব্যাংক হিসাবে।

প্রশ্ন: 71. ভারতে শিল্প রুগ্নতার মূল কারণ কী?

উত্তর: মুনাফার ঘাটতি।

প্রশ্ন: 72. খরা পীড়িত অঞ্চলে কর্মসূচি করে চালু হয়? 

উত্তর: ১৯৭৩ সালে।

প্রশ্ন: 73. ভারতের মোট রপ্তানির কত অংশ কৃষিপণ্য?

উত্তর: ১৪.৬ শতাংশ।

প্রশ্ন: 74. ভারতের ভূমি সংস্কারের মূল উদ্দেশ্য কী?

উত্তর: মধ্য স্বত্বভোগীর অপসারণ। 

প্রশ্ন: 75. ভারতে প্রথম বিদেশি পুঁজি কী?

উত্তর: ব্রিটিশ পুঁজি।

প্রশ্ন: 76 VAT-এর পূর্ণ রূপটি কী?

উত্তর: Value Added Tax.

প্রশ্নঃ 77. ভারতের কোন্ ক্ষেত্র থেকে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের পরিমাণ বেশি?

উত্তর: জনসাধারণ ও বাজার।

প্রশ্ন: 78. একটি অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের উদাহরণ দাও।

উত্তর: পিয়ারলেস জেনারেল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড।

প্রশ্ন: 79. ভারতে ২০০২ সালে MRTP আইন বদলে কোন আইন প্রণীত হয়? প্রতিযোগিতা 

উত্তর: আইন।

প্রশ্ন: 80. অর্থনৈতিক বৈষম্যের একটি নির্দেশক উল্লেখ করো।

উত্তর: জাতীয় আয় বণ্টনে বৈষম্য।

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker GK

প্রশ্ন: 81. বর্তমানে ভারতে শিল্পক্ষেত্রে একচেটিয়া ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কী আইন বলবৎ করা হয়েছে?

উত্তর: প্রতিযোগিতা আইন (২০০২)। 

প্রশ্ন: 82. ভারতে গ্রামীণ ক্ষেত্রে মরশুমি বেকারত্বের মূল কারণ কী?

উত্তর: পর্যাপ্ত সেচের অভাব।

প্রশ্ন: 83. ভারতে কেন্দ্রীয় ব্যাংক SLR সর্বোচ্চ কত ধার্য করতে পারে?

উত্তর: ৮০%।

প্রশ্ন: 84. ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণদাতা প্রতিষ্ঠান কোন্‌টি?

উত্তর: ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।

প্রশ্ন: 85. অর্থনীতিবিদ শ্রীনিবাসন সবুজ বিপ্লবকে কী বিপ্লব বলে অভিহিত করেছেন?

উত্তর: ধূসর বিপ্লব। 

প্রশ্ন: 86. পশ্চিমবঙ্গে জমিদারি অধিগ্রহণ আইন পাশ হয় কবে?

উত্তর: ১৯৫৩ সালে।

প্রশ্ন: 87. পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন পাশ হয় কবে?

উত্তর: ১৯৫৫ সালে।

প্রশ্ন: 88. ‘অপারেশন বর্গা’  পশ্চিমবঙ্গে বর্গাচাষিদের প্রজাস্বত্ব সুরক্ষিত করার জন্য কবে কর্মসূচি গ্রহণ করা হয়,?

উত্তর: ১৯৭৮ সালে।

প্রশ্ন: 89. ভারতে নিশানকৃত গণবণ্টন ব্যবস্থা চালু করা হয় কোন্ সাল থেকে?

উত্তর: ১৯৯৭ সাল থেকে।

প্রশ্ন: 90. কোন সালে MGNREGA প্রকল্পটির জন্য প্রয়োজনীয় আইন ভারতে   পাশ হয়?

উত্তর: ২০০৫ সালে।

প্রশ্ন: 91. কীসের সদস্য দেশ হিসাবে ভারতকে কৃষিক্ষেত্রে উদারনীতি গ্রহণ করতে হয়েছে? 

উত্তর: ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO)।

প্রশ্ন: 92. ১৯৬৫ সালে ভারতে যে ‘কৃষি মূল্য কমিশন' গঠিত হয়, ১৯৮৫ সালে তার নাম পরিবর্তিত হয়ে কী হয়?

উত্তর: কৃষি উৎপাদন ব্যয় ও মূল্য কমিশন। 

প্রশ্ন: 93. ভারতে খাদ্যশস্যের সরকারি বণ্টনের ক্ষেত্রে যে দু'ধরনের র‍্যাশন ব্যবস্থা ↑ রয়েছে সেগুলি কী কী?

উত্তর: বিধিবদ্ধ র‍্যাশন ব্যবস্থা এবং সংশোধিত র‍্যাশন ব্যবস্থা।

প্রশ্ন: 94. ভারতে সরকারি শস্য সংগ্রহ ও বণ্টন ব্যবস্থায় শস্য সংগ্রহ মূল্যের তুলনায় স্বল্প বণ্টন মূল্যের ফাঁক কীভাবে পৃথক হয়?

উত্তর: সরকারি ভবতকির মাধ্যমে।

প্রশ্ন: 95. ভারতে MGNREGA প্রশ্নটির সম্পূর্ণ কথাটি কী?

উত্তর: Mahatma Gandhi National Rural Employment Guarantee Act.

প্রশ্ন: 96. ভারতের শিল্পায়নে কোন্ সময়কালকে কাঠামোগত পশ্চাদপসরণ বলা হয়?

উত্তর: ১৯৬৫-৭৬ সময়কালকে।

প্রশ্ন: 97. কোন্ ধরনের রাষ্ট্রীয় উদ্যোগে ‘নবরত্ন’ আখ্যা দেওয়া হয়?

উত্তর: যে ধরনের রাষ্ট্রীয় শিল্পোদ্যোগ অত্যন্ত লাভজনক ভাবে উৎপাদন চালায়।

প্রশ্ন; 98. ভারতে ‘নবরত্ন' মর্যাদাভুক্ত একটি রাষ্ট্রীয় উদ্যোগের উদাহরণ দাও।

উত্তর: ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন (IOC) | 

প্রশ্ন: 99. বর্তমানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সৃষ্টিতে কোন্ক্ষেত্রের অবদান বেশি?

উত্তর: বেসরকারি ক্ষেত্রের অবদান বেশি।

প্রশ্ন: 100. অর্থনৈতিক উদারীকরণ-এর অর্থ কী? 

উত্তর: অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা।

100+ Economics Gk Questions In Bengali(অর্থনীতি Gk)||Ajker GK

প্রশ্ন: 101. অর্থনৈতিক সংস্কারের যুগে শিল্প ক্ষেত্রে ‘বিদায়নীতি’ বলতে কী বোঝ?

উত্তর: রাষ্ট্রীয় ক্ষেত্রে রুগ্ন শিল্পগুলিকে বন্ধ করা। 

প্রশ্ন: 102. অর্থনৈতিক বিশ্বায়ন বলতে কী বোঝায়?

উত্তর: বিশ্বের অর্থনীতির সাথে স্বদেশের অর্থনীতির নিবিড় যোগাযোগ স্থাপন করা।

প্রশ্ন: 103. বাল্মীকী-আম্বেদকর আবাস যোজনা কবে চালু হয়েছিল?

উত্তর: ২০০১ সালের ২ ডিসেম্বর।

প্রশ্ন: 104. ভারতে দারিদ্র্য নিরোধক যে-কোনো একটি কর্মসূচির নাম লেখো।

উত্তর: সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা।

প্রশ্ন: 105. যে ধরনের বেকারত্ব ভারতে গ্রামীণ কৃষি ক্ষেত্রে দেখা যায় তার একটি উল্লেখ করো। 

উত্তর: ছদ্মবেশী বেকারত্ব।

প্রশ্ন: 106. ক্যালডরের পদ্ধতি ও এডগার ফিগ-এর পদ্ধতি দ্বারা কী নির্ধারণ করা হয়? 

উত্তর: কালোটাকার পরিমাণ।


Post a Comment

0 Comments

Ads Area