Hello friends, আজ আমি তমাদের সাথে আলোচনা করতে চলেছে জীবন বিজ্ঞান এর একটি পর্ব নিয়ে, যেটার নাম 50+ Important Life Science MCQ Questions In Bengali(জীবন বিজ্ঞান MCQ বাংলায়)। এখানে ৫২ টি গুরুত্তপুরন জীবন বিজ্ঞান MCQ তমাদের সাথে আলোচনা করেছি। এতি তমাদের সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ । আশা করছি তমাদের এই 50+ Important Life Science MCQ Questions In Bengali(জীবন বিজ্ঞান MCQ বাংলায়) পর্বটি ভালো লাগবে, ভালো লাগলে খাতায় লিখেনেবে, দন্যবাদ।
50+ Important Life Science MCQ Questions In Bengali(জীবন বিজ্ঞান MCQ বাংলায়) By Ajker Gk|| Part-1
1.নিম্নলিখিতগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোন্টি 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বৃদ্ধির জন্য ?
(A) প্রোটিন
(B) ভিটামিন
(C)স্নেহপদার্থ
(D) দুধ
উত্তরঃ- (A) প্রোটিন
2. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি DNA অণুর উপাদান নয়?
(A) অ্যাডিনিন
(B) সাইটোসিন
(C) থাইমিন
(D) ইউরাসিল
উত্তরঃ- (D) ইউরাসিল
3. নিম্নলিখিত কোন্টি সংক্রামক রোগ নয়?
(A) টাইফয়েড
(B) হিস্টেরিয়া
(C) হাম
(D) ইনফ্লুয়েঞ্জা
উত্তরঃ- (B) হিস্টেরিয়া
4. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি সঠিক সমন্বয় নয়?
(A) প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ
(B) লেপ্টোনিমা, জাইগোনিমা, প্যাকিনিমা, ডিপ্লোনিমা
(C) ডিপ্লোনিমা, অ্যানাফেজ , টেলোফেজ , মাইটোসিস
(D) প্রোফেজ , মেটাফেজ , অ্যানাফেজ , টেলোফেজ
উত্তরঃ- (C) ডিপ্লোনিমা, অ্যানাফেজ , টেলোফেজ , মাইটোসিস
5. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি ভিটামিনের কাজ নয়?
(A) পরিপাক
(B) বিপাক
(C) বৃদ্ধি
(D) কোনোটিই নয়।
উত্তরঃ- (A) পরিপাক
6. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি স্তন্যপায়ী নয়?
(A) মাছ -
(C) ছাগল
(B) গোরু
(D) তিমি।
উত্তরঃ- (A) মাছ -
7. নিম্নলিখিত কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় ?
(A) অ্যাড্রিনাল
(B)অগ্ন্যাশয়
(C) পিটুইটারি
(D) থাইরয়েড।
উত্তরঃ- (B)অগ্ন্যাশয়
৪. নিম্নলিখিত কোনটি সেক্স-লিংড্?
(A) ফিনাইলকিটোনুরিয়া
(B) সিফিলিস
(C) বর্ণান্ধতা
(D) হেপাটাইটিস।
উত্তরঃ- (C) বর্ণান্ধতা
9. নিম্নলিখিত কোন্টির সম্বন্ধে প্রত্নতত্ত্ববিদ্রা চর্চা করেন?
(A) জিন
(B) উদ্ভিদ
(C) পরাগ
(D) জীবাশ্ম।
উত্তরঃ- (D) জীবাশ্ম।
10. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি বৃহৎ এবং ভোজ্য মুকুল ?
(A) পেঁয়াজ
(B) ফুলকপি
(C) গ্রিন গোল্ড অব ফরেস্ট
(D) বাঁধাকপি
উত্তরঃ- (D) বাঁধাকপি
11.নিম্নলিখিত কোনটি মানবদেহে ভাইরাসঘটিত রোগ প্রতিরোধের সম্ভাব্য উপায় ?
(A) অ্যান্টিবায়োটিক
(B) অ্যান্টিমাইক্রোবিয়াল
(C) ভ্যাকসিন
(D) ভিটামিন C যুক্ত মাল্টিভিটামিনের ইনজেকশন
উত্তরঃ- (C) ভ্যাকসিন
12.নিম্নলিখিত কোন্টি আমাদের নেহে খাদ্য পরিপাক এবং শোষণের প্রধান অঙ্গ?
(A) বৃহদন্ত্র
(B) যকৃত
(C) অগ্ন্যাশয়
(D) ক্ষুদ্রান্ত্ৰ৷
উত্তরঃ- (D) ক্ষুদ্রান্ত্ৰ৷
50+ Important Life Science MCQ Questions In Bengali(জীবন বিজ্ঞান MCQ বাংলায়) By Ajker Gk|| Part-1
13. নিম্নলিখিত কোটি ক্ষুদ্রতম কার্যকরী জিনগত একক?
(A) ক্রোমোজোম
(B) সিস্ট্রন
(C) DNA
(D) জিন
উত্তরঃ- (B) সিস্ট্রন
14. নিম্নলিখিত কোনটি সবুজ উদ্ভিদরা শর্করা তৈরির জন্য ব্যবহার করে?
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) সূর্যালোক
(C) জল
(D) উপরের সবকটি
উত্তরঃ- (D) উপরের সবকটি
15. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টির/কোন্গুলির সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় সূর্যালোক এবং জল ব্যতীত প্রয়োজন হয়?
(A) অক্সিজেন এবং নাইট্রোজেন
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড
(D) নাইট্রোজেন
উত্তরঃ- (B) কার্বন ডাইঅক্সাইড
16. ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রয়োগ করা হয় নিম্নলিখিত কোন্ ওষুধটি?
(A) পেনিসিলিন
(B) ইনসুলিন
(C) সালফা ড্রাগ
(D) স্ট্রেপটোমাইসিন।
উত্তরঃ- (B) ইনসুলিন
17. সোলানেসি গোত্রের অন্তর্গত নিম্নলিখিত কোন সদস্য ভিটামিন C -এর উৎকৃষ্ট উৎস?,
(A) টম্যাটো
(B) পেয়ারা
(C) আলুবখরা
(D) স্ট্রবেরি।
উত্তরঃ- (B) পেয়ারা
18. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্স্বল্পমাত্রিকপরিপোষকউদ্ভিদের দেহে জল এবং ক্যালশিয়ামের শোষণ বৃদ্ধি করে?
(A) তামা
(B) বোরন
(C) মলিবডিনাম
(D) ম্যাঙ্গানিজ।
উত্তরঃ- (B) বোরন
19.নিম্নলিখিত কোন্ স্বল্পমাত্রিক পরিপোষক উদ্ভিদের বিজারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(A) বোরন
(B) তামা
(C) মলিবডিনাম
(D) দস্তা।
উত্তরঃ- (C) মলিবডিনাম
20.নিম্নলিখিত কোন্ জীবের ক্লোরোফিল থাকে না?
(A) ফার্ন
(B) মস
(C) ছত্রাক
(D) শৈবাল
উত্তরঃ- (C) ছত্রাক
21. নিম্নলিখিত কোন্ জোড়াটি বেঠিক?
(A) প্লেগ: ইঁদুর
(B) জলাতঙ্কঃ কুকুর
(C) ফিতাকৃমি:শূকর
(D) পোলিওমায়েলিটিস:বাঁদর
উত্তরঃ- (D) পোলিওমায়েলিটিস:বাঁদর
22. নিম্নলিখিতগুলির মধ্যে অন্তঃকঙ্কালের কোন্ সুষুম্নাকাণ্ডকে রক্ষা করে?
(A) অডিটরি ক্যাপসুল
(B) ক্রোনিয়াম
(C) অলফ্যাক্টরি ক্যাপসুল
(D) ভাটিব্রাল কলাম।
উত্তরঃ- (D) ভাটিব্রাল কলাম।
23. অধিকাংশ অ্যান্টিবায়োটিক পাওয়া যায়—
(A) ছত্রাক থেকে
(B) অ্যাক্টিনোমাইসিটিস থেকে
(C) সায়ানোব্যাক্টেরিয়া থেকে
(D) A এবং B উভয়েই
উত্তরঃ- (D) A এবং B উভয়েই
24. নিম্নলিখিত কোন্টি অ্যালকোহল উৎপাদনে ব্যবহৃত হয়?
(A) ব্যাক্টেরিয়া
(B) ওয়াটার মোল্ড
(C) ঈস্ট
(D) স্লাইম মোল্ড
উত্তরঃ- (C) ঈস্ট
50+ Important Life Science MCQ Questions In Bengali(জীবন বিজ্ঞান MCQ বাংলায়) By Ajker Gk|| Part-1
25. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি প্রতি গ্রামে অধিক ATP উৎপন্ন করে?
(A) স্নেহপদার্থ
(B) গ্লুকোজ
(C) প্রোটিন
(D) গ্লাইকোজেন বা শ্বেতসার।
উত্তরঃ- (A) স্নেহপদার্থ
26. নিম্নলিখিত কোন্ বীজ ডায়াবেটিস মেলিটাস-এ আক্রান্ত রোগীর উপকার করে তার রক্তশর্করা মাত্রা স্বাভাবিক রাখে?
(A) ধনে বীজ
(B) সরিষা বীজ
(C) জিরা বীজ
(D) মেথি বীজ।
উত্তরঃ- (D) মেথি বীজ।
27.প্রথম ভ্রূণের ক্ষেত্রে মারাত্মক হবে নিম্নলিখিত কোন অবস্থাটি?
(A) Rh পজিটিভপুরুষ Rhপজিটিভ মহিলাকে বিবাহ করে
(B) Rh পজিটিভ পুরুষ Rh নেগেটিভ মহিলাকে বিবাহ করে
(C) Rh নেগেটিভ পুরুষ Rh পজিটিভ মহিলাকে বিবাহ করে
(D) Rh নেগেটিভ পুরুষ Rh নেগেটিভ মহিলাকে বিবাহ করে।
উত্তরঃ- (B) Rh পজিটিভ পুরুষ Rh নেগেটিভ মহিলাকে বিবাহ করে
28. নিম্নলিখিত কোন্ বিবৃতিটি উদ্ভিদের দেহে শ্বসন এবং সালোকসংশ্লেষের ক্ষেত্রে সঠিক?
(A) উভয়েই একই হারে চলতে থাকে
(B) সালোকসংশ্লেষ শ্বসনের থেকে অত্যধিক দ্রুত হারে চলে
(C) শ্বসন সালোকসংশ্লেষের থেকে অত্যধিক দ্রুত হারে চলে
(D) এদের দুটির মধ্যে কোনো সংযোগ নেই
উত্তরঃ- (B) সালোকসংশ্লেষ শ্বসনের থেকে অত্যধিক দ্রুত হারে চলে
29. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন্টি স্বল্পমাত্রিক পরিপোষক মলিবডিনাম দ্বারা পালিত ভূমিকার ক্ষেত্রে সত্য নয় ?
(A) এটি নাইট্রেট রিডাকটেজ উৎসেচকের একটি উপাদান
(B) এটি বিভিন্ন উৎসেচকের একটি উপাদান, যেমন পলিফেনল অক্সিডেজ
(C) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নাইট্রোজেন বিপাকে
(D), এদের সবকটিই সত্য।
উত্তরঃ- (B) এটি বিভিন্ন উৎসেচকের একটি উপাদান, যেমন পলিফেনল অক্সিডেজ
30. নিম্নলিখিত কোন্ বিবৃতিটি সঠিক?
(A) উদ্ভিদ সর্বদা সালোকসংশ্লেষ সম্পন্ন করে
(B) উদ্ভিদ রাত্রিবেলা সালোকসংশ্লেষ এবং সবসময় শ্বসন চালায়
(C) উদ্ভিদ দিনের বেলা সালোকসংশ্লেষ এবং সবসময় শ্বসন চালায়
(D) উদ্ভিদ একান্তভাবে সবসময় শ্বসন এবং সালোকসংশ্লেষ চালায়।
উত্তরঃ- (C) উদ্ভিদ দিনের বেলা সালোকসংশ্লেষ এবং সবসময় শ্বসন চালায়
31. নিম্নলিখিত কোন্ বিবৃতিটি সঠিক?
(A) স্পঞ্জের নালিকাতন্ত্র বর্তমান এবং এদের জলপ্রবাহের অবিচ্ছিন্ন গতির প্রয়োজন হয়
(B) চ্যাপ্টাকৃমির প্যারেনকাইমাল সংবহন বর্তমান
(C) একাইনোডার্মদের সিউডোসিলোমিক সংবহন বর্তমান
(D) নিমাটোডদের প্যারেনকাইমাল সংবহন বর্তমান।
উত্তরঃ- (B) চ্যাপ্টাকৃমির প্যারেনকাইমাল সংবহন বর্তমান
32. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ বিবৃতিটি সঠিক?
(A) প্রোটোজাইলেম উপাদানের বাহিকাগুলি প্রশস্ত, অন্যদিকে মেটাজাইলেমের বাহিকাগুলি ক্ষুদ্র
(B) পূর্ণ গঠিত ট্রাকিয়া উপাদানগুলি লম্বাটে ও এদের লিগনিনযুক্ত গৌণ প্রাচীর বর্তমান এবং এরা
প্রোটোপ্লাজমবিহীন
(C) মেটাজাইলেমে তন্তু থাকতে পারে, কিন্তু ট্রাকিয়া উপাদান এবং প্যারেনকাইমা থাকে না।
(D) সবকটি বিবৃতি সঠিক।
উত্তরঃ- (B) পূর্ণ গঠিত ট্রাকিয়া উপাদানগুলি লম্বাটে ও এদের লিগনিনযুক্ত গৌণ প্রাচীর বর্তমান এবং এরা
33. নিম্নলিখিত কোন্ তত্ত্বটি ডারউইনের নয় ?
(A) অস্তিত্বের জন্য সংগ্রাম
(B) প্রাকৃতিক নির্বাচন
(C) যোগ্যতমের উদ্বর্তন
(D) জিন সম্প্রপাত।
উত্তরঃ- (D) জিন সম্প্রপাত।
50+ Important Life Science MCQ Questions In Bengali(জীবন বিজ্ঞান MCQ বাংলায়) By Ajker Gk|| Part-1
34. নিম্নলিখিত কোন্ কশেরুকা করোটির সম্পূর্ণ ভার বহন করে?
(A) অ্যাটলাস
(B) অ্যাক্সিস
(C) সারভাইকাল
(D) স্যাক্রাল।
উত্তরঃ- (A) অ্যাটলাস
35. নিম্নলিখিত কোন ভিটামিনটি যকৃতে সঞ্চয় করা যায়?
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D
উত্তরঃ- (A) ভিটামিন A
36. নিম্নলিখিত কোন্ ভিটামিনটি সূর্যালোকে উৎপন্ন হয়?
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D
উত্তরঃ- (A) ভিটামিন A
37. নিম্নলিখিত কোন্ ভিটামিন মানবদেহে চোখের সুস্থ কার্যকারিতা রক্ষায় সহায়তা করে?
(A) ভিটামিন B
(B) ভিটামিন C
(C) ভিটামিন A
(D) ভিটামিন D
উত্তরঃ- (C) ভিটামিন A
38. নিম্নোক্ত কোন্টি অবায়ুজীবী ব্যাক্টেরিয়ায় অনুপস্থিত?
(A) কোশপ্রাচীর
(B) কোশপর্দা
(C) মেসোজোম
(D) রাইবোজোম।
উত্তরঃ- (B) কোশপর্দা
39. নিম্নোক্ত রোগগুলির মধ্যে কোন্টি দ্রুত ছড়িয়ে পড়ে?
(A) ম্যালেরিয়া
(B) প্লেগ
(C) পোলিওমায়েলিটিস
(D) কুন্ঠ
উত্তরঃ- (B) প্লেগ
40. নিম্নোক্ত কোন্টি সূর্যালোকের অতি কার্যকরী পরিবর্তক?
(A) আখ
(B) ধান
(C) গম
(D) পেঁপে
উত্তরঃ- (A) আখ
41. নিম্নোক্ত কোন্টি ক্ষুদ্রতম?
(A) mRNA
(B) tRNA
(C) rRNA
(D) কোনোটিই নয়।
উত্তরঃ- (B) tRNA
42. নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধারণাটি জৈব প্রযুক্তি বিভাগের অন্তর্গত?
(A) এদের থেকে প্রাপ্ত জীব বা পদার্থের শিল্পঘটিত প্রক্রিয়ায় ব্যবহার
(B) বাণিজ্যিক শিল্পের আধুনিকীকরণ ঘটিয়ে জৈবিক গবেষণায় ব্যবহারের জন্য দ্রব্য উৎপন্ন করা
(C) জৈবিক গোলযোগ অনুসন্ধান করতে আধুনিক
প্রযুক্তির ব্যবহার
(D) জীবমণ্ডল বৃদ্ধি করতে শিল্পঘটিত প্রযুক্তির ব্যবহার।
উত্তরঃ- (A) এদের থেকে প্রাপ্ত জীব বা পদার্থের শিল্পঘটিত প্রক্রিয়ায় ব্যবহার
50+ Important Life Science MCQ Questions In Bengali(জীবন বিজ্ঞান MCQ বাংলায়) By Ajker Gk|| Part-1
43. রক্তের কোন কোশীয় উপাদান অ্যান্টিবডির উৎপাদনের জন্য দায়ী ?
(A) থ্রম্বোসাইট
(B) লিম্ফোসাইট
(C) মনোসাইট
(D) এরিথ্রোসাইট।
উত্তরঃ- (B) লিম্ফোসাইট
44. নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাসায়নিক পদার্থটি আগাছা নিয়ন্ত্রণের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
(A) 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড
(B) পাইরেথ্রিন
(C) এণ্ডোসালফান
(D) ক্লোরামফেনিকল।
উত্তরঃ- (A) 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড
45. নিম্নলিখিত কোন রাসায়নিক পদার্থটি উদ্ভিদ থেকে পাতা, ফুল ও ফল মোচনের জন্য সরাসরি দায়ী?
(A) অ্যাসিটিক অ্যাসিড
(B) অ্যাবসিসিক অ্যাসিড
(C) ইন্ডোলঅ্যাসিটিক অ্যাসিড
(D) কার্বনিক অ্যাসিড
উত্তরঃ- (B) অ্যাবসিসিক অ্যাসিড
46. নিম্নলিখিত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কোন্ ফল হল প্রকৃত নাট (nut)?
(A) কাজুবাদাম
(B) নারকেল
(C) চিনাবাদাম
(D) সুপারি।
উত্তরঃ- (D) সুপারি।
47. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টিতে অধিক পরিমাণ বহিঃকোশীয় বস্তু থাকে?
(A) অ্যারিওলার কলা
(B) সরেখ পেশি
(C) স্তরীভূত আবরণী কলা
(D) মায়েলিনযুক্ত স্নায়ুতন্ত্র।
উত্তরঃ- (A) অ্যারিওলার কলা
48. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি কোনো কোশ উপাদানকে চিহ্নিত করে না?
(A) ডিক্টিওজোম
(B) গ্লাইকোজোম
(C) মাইক্লোজোম
(D) লাইপোজোম।
উত্তরঃ- (D) লাইপোজোম।
49. পেনিসিলিন পাওয়া যায়।
(A) অ্যাসপারজিলাস ফিউনিগেটাস থেকে
(B) পেনিসিলিয়াম নোটেটাম থেকে
(C) পেনিসিলিয়াম গ্রিসিওফালভাম থেকে
(D) স্ট্রেপটোমাইসেস গ্রিসিয়াস থেকে।
উত্তরঃ- (B) পেনিসিলিয়াম নোটেটাম থেকে
50. নিম্নলিখিত কোন্টির গুরুত্বপূর্ণ উৎস হল ঈস্ট?
(A) ভিটামিন C
(B) রাইবোফ্ল্যাভিন
(C) শর্করা
(D) প্রোটিন
উত্তরঃ- (B) রাইবোফ্ল্যাভিন
51. খাদ্য সাধারণত পরিপাচিত হয়—
(A) যকৃত
(B) পাকস্থলীতে
(C) ক্ষুদ্রান্ত্রে
(D) বৃহদন্ত্রে।
উত্তরঃ- (C) ক্ষুদ্রান্ত্রে
52. কীটের জৈব নিয়ন্ত্রণকে কার্যকরী করার জন্য পতঙ্গের থাকা উচিত নয়।
(A) উচ্চ প্রজনন ক্ষমতা
(B) উচ্চ অনুসন্ধান ক্ষমতা
(C) বিস্তৃত জীবনচক্র
(D) নির্দিষ্ট ব্যাবহারিক বৈশিষ্ট্য।
উত্তরঃ- (B) উচ্চ অনুসন্ধান ক্ষমতা